রাজ্য থেকে জেলা সমস্ত খবর সবার আগে ভিডিও সহ পেয়ে যান খবর দিনভোর পেজে। Get Latest news about state, West Bengal about politics to entertainment and all at one place.
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাঁচড়াপাড়া: মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী। নির্বাচনী প্রচারে কাঁচড়াপাড়ায় গিয়ে মুকুল রায়ের বাড়ি যান অধীর। মুকুলকে দেখতে গেছিলাম বলে জানিয়েছেন অধীর।
খবর দিনভোর ,নিজস্ব প্রতিবেদন,কলকাতা: সোমবার সকাল পৌনে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ২ জনের মৃ*ত্যু হয়েছে। আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে চার জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারও মাথায় হেলমেটও ছিল না। জানা গিয়েছে, ভোর পৌনে ৬টা নাগাদ EM Bypass দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন চার যুবক। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। রাস্তার ধারে ছিটকে পড়ে থাকা চার জনকেই উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃ*ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর দিনভোর, শিলিগুড়ি, সংবাদদাতা:সজল দাশগুপ্ত বৈশাখ মাস পড়তেই তাপমাত্রার পারদ বাড়ছে, গত বছরের ব্যাপক গরম পড়েছিল শহর শিলিগুড়িতে। এ বছরে সেরকম আভাস পাওয়া যাচ্ছে। গরমে নাজেহাল মানুষ। এদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পাশাপাশি পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার । তিনি জানান গত বছরেও তিনি প্রচণ্ড গরমের সময় পানীয় জল বিতরণ করেছিলেন, এ বছরে তিনি কর্তব্য তো ট্রাফিক পুলিশ ও পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন।
খবর দিনভর,বীরভূম:ফের বোমা বিস্ফোরণ বীরভূমে। কিছুদিন আগে বাড়ির চিলেকোঠার মধ্যে মজুদ রাখা বোমা বিস্ফোরণে হাত উড়েছিল মারগ্রামের এক ব্যাক্তির। আর গতকাল হঠাৎ শুক্রবার সকালে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার হাতোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে ফের বোমা বিস্ফোরণ। গত ভোর পাঁচটা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা যায়। দক্ষিণ সিজা গ্রামের শেখ ফিরোজ এর বাড়িতে বেশ কিছু বোমা মজুদ রাখা ছিল। হঠাৎ গত ভোর পাঁচটা নাগাদ ব্লাস্ট হয়ে যায় সেই বোমা।তারপর তড়িঘড়ি তার বাড়ির জিসিপি দিয়ে জায়গাগুলো সমান করে দেওয়া হয় বলে জানা যায়। বোমা বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির দেওয়ালের কিছু অংশ। শেখ ফিরোজের বাড়ির পুরুষরা বাড়ি থেকে পলাতক।বাড়ির মেয়েদের দাবি বাইরে কাজে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুদ রেখেছিল তার পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ তার তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর।
Comments
Post a Comment