পশ্চিমবঙ্গ:- গরম বৃদ্ধির সাথেই মূল্যবৃদ্ধি ডাবের
খবর দিনভোর, নিউজ ডেস্ক: গোটা রাজ্যের মত শিলিগুড়িতেও বাড়ছে গরম, তবে ঠান্ডা পানীয়র পরিবর্তে ডাবের জল খেতে পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। গরম পড়ার সাথে সাথে শিলিগুড়িতে বেড়েছে ডাবের জলের চাহিদা। শিলিগুড়ির এসএফ রোডে ডাবের দোকানের মেলা রয়েছে। প্রচুর দোকান রয়েছে ওই এলাকায়, দেখা যাচ্ছে গরমের থেকে বাঁচতে অনেকেই সংলগ্ন এলাকায় গিয়ে ডাবের জল পান করছেন। তবে গরম পড়ার সাথে সাথে বেড়েছে ডাবের দাম, ডাবের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকা। ক্রেতারা জানাচ্ছেন গরমে থেকে বাঁচতে প্রধান ভরসা ডাবের জল, কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। অপরদিকে বিক্রেতার জানিয়েছেন গরম বাড়ার কারণেই ডাবের দাম বেড়েছে।
Comments
Post a Comment