মুর্শিদাবাদ:- ভোট পরবর্তীতে বোমাবাজি তৃণমূল নেতার বাড়িতে
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চলল বোমাবাজি ।উদ্ধার হল তাজা বোমা। আক্রান্ত হল পুলিশ কর্মী। শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। ঘটনা জেরে উত্তপ্ত হল মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজহার উদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনা পড়ে ঘটনার তলে যায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। উজুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
বহরমপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এ গ্রামজুড়ে। ভরতপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয়। আর সেই ঘটনার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। উদ্ধার হয় ২৫ টি তাজা বোমা। আক্রান্ত হয় পুলিশ কর্মী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ।অন্যদিকে তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে গ্রাম বোমা উদ্ধার হয়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
Comments
Post a Comment