রেমাল* ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিল বঙ্গোপসাগরে


 খবর দিনভোর, নিউজ ডেস্ক: ২০ মে থেকে ২৫ মে -এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় 'রেমাল (রে-মাল)' -এ পরিণত হতে পারে ও মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষনে রয়েছে। কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়; যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে হবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*