যাদবপুর:- বারুইপুরে ভোট প্রচারে সায়নী ঘোষ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,যাদবপুর: অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে।আর দুই দফার ভোট বাকি আছে এখনো। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আগামী পয়লা জুন । যেটা শেষ দফার নির্বাচন হবে।

 সপ্তম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। হাতে যে কটা দিনে আছে প্রত্যেকটা দিনকেই অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সকালে তৃণমূল কংগ্রেস প্রচারে নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত। সকাল থেকে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সায়নীর প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরো অনেকে। সায়নী ঘোষ বলেন ৭৩ দিন প্রচার করছি, মানুষের বাড়িতে বাড়িতে গেছি,পায়ে হেঁটে প্রচার করেছি, মানুষের আশীর্বাদ চাইছি, খুব ভালো সাড়া পেয়েছি মানুষের সহযোগিতা ও আশীর্বাদ পাচ্ছি, মানুষের সমর্থন পেলে তবেই আগামী দিনে উন্নয়ন হবে। তবে মানুষ মমতাদির সঙ্গে আছে।পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেন বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করতে হবে। আমি নিজেই রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল, সরকার পরিবর্তনের পর এটা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী ও চেষ্টা করেছেন,আমরাও চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কাজটা করে উঠতে পারিনি। সায়নী জিতলে আগামী দিনে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন নিয়ে লোকসভায় জোরালো লড়াই করবে, আশা করি সায়নীর মাধ্যমে আমরা এই কাজটি করাতে পারবো। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১০০% জিতবে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*