চুঁচুড়া:- ৪০০ পার করবে বিজেপি - চুঁচুড়ায় এসে দাবি মোদীর


 খবর দিনভোর, সুফল চন্দ, চুঁচুড়া: আগামী ২০ শে মে হুগলি লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট, যার জন্য গত শনিবার হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা হয়, তার ২৪ ঘন্টার মধ্যে হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ২ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও কবীর শঙ্কর বোসের সমর্থনে বিজেপির জনসভা হয়। এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সমর্থক সহ আমজনতা। 

জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। মোদী দাবি করেন: গত ৩ দফা ভোটের সাড়া ভালো পেয়েছেন বলে জানান, সাধারণ মানুষদের জন্য পাকা বাড়ি হয়েছে, মহিলাদের জন্য  ড্রোন পাইলট তৈরী করার কথা জানান, মোদী নিজের উত্তরাধিকার হিসেবে দেশবাসীকে বলেছেন, ভবিষ্যত প্রজন্মের কথা বলতে গিয়ে বলেন মোদী ভবিষ্যত প্রজন্মদের জন্য কাজ করছে।   মোদী চুঁচুড়ার জনসভার মঞ্চ থেকে তৃনমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূলের নেতারা জমি দখল করে এবং মানুষকে লুঠ করতে চায় এই তৃণমূল ও তৃণমূলের কাজ গন্ডগোল সৃষ্টি করা। তৃণমূলের কোনো অত্যাচারী নেতা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন মোদী। এইদিন মোদীর মুখে বোমা ফেটে শিশু মৃ*ত্যু নিয়েও কথা শোনা যায়, মন্ত্রীদের উদ্ধার নোট নিয়ে তীব্র আক্রমন করে তৃণমূলকে। বিজেপি যেখানে মেক ইন ইন্ডিয়ার কথা বলে, তৃনমূল দেশ ভাঙ্গার কথা বলে - এই দাবি করেন মোদী। এইদিন মোদী রাম মন্দির প্রসঙ্গ তুলে বলেন বিরোধীদের ঘুম উড়েছে রাম মন্দির নির্মাণের জন্য। তৃণমূল  ছাড়াও কংগ্রেসকে আক্রমণ করে বলেন ক্ষমতার লোভী কংগ্রেস ও তার সঙ্গীরা। 

প্রতিবারের মতো মোদী চুঁচুড়ার মাটিতে এসে ৪০০ পার করবে বলে হুংকার দেন। প্রধানমন্ত্রীকে দেখতে ও ভাষন শুনতে কাতারে কাতারে লোক এসে ভিড় করে সভাস্থলে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*