মুর্শিদাবাদ:- হয়রানির শিকার এলাকাবাসী, হুঁশ নেই জেলা পরিষদের
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: বছরের পর বছর ধরে এক হাঁটু পর্যন্ত কাদা জল ঠেলে কোনওরকমে যাতায়াত করতে হচ্ছে মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের মানুষজনদের।
সেই দুর্ভাগ্যের হয়রানির ছবি আজ আবার ফুটে উঠলো। সুতি ১ নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের এক ব্যক্তি মারা যান আজ সকালে। মৃত ব্যক্তির নাম আব্দুর রফ ৫৫ বছর। তার দেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় এক হাঁটু কারা জল পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে কবরস্থানে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রশাসনের প্রত্যেকটি দরবারে বহুবার আবেদন নিবেদন করেও সূরাহা হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসনকে বহুবার জানানো হয়েছিল কবরস্থানের ভেতরে যাতায়াতের রাস্তা পাকা করে দেওয়ার জন্যে। আবেদন করেও রাস্তা এখনও পযন্ত রাস্তা পাকা হয়নি বলে অভিযোগ তোলেন তারা।
অল্প বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ভয়ংকর। এই রাস্তা ধরেই এই বার দেখা মিলল প্রিয়জনের লাশ কাঁধে কাদার মধ্যে কবরস্থান মুখি পরিবারের সদস্যদের। এভাবেই নিত্যদিন কবরস্থানে যাওয়ার জন্য এক হাঁটু কাঁদার মধ্য দিয়ে ঝুঁকির পারাপার করতে হয়। কবে এই অবস্থার থেকে মুক্তি হবে তার উত্তর খুঁজছে এলাকার মানুষ।
Comments
Post a Comment