বোলপুর:- চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চতুর্থ দফা নির্বাচনের
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রাত পোহালেই হবে চতুর্থ দফা নির্বাচন। আর তারই পূর্বে আজ সকাল থেকেই বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুর হাই স্কুলের DCRC সেন্টার থেকে ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। রবিবার বৈকাল চারটা নাগাদ সেই চিত্র ধরা পরল কোটাসুর উচ্চ বিদ্যালয়ে। ময়ূরেশ্বর বিধানসভায় মোট ২৬৪ টি ভোটকেন্দ্র আছে। আনুমানিক ১২০০ ভোট কর্মী ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন এই ডিসিআরসি সেন্টার থেকে এবং এই সেন্টারে আনুমানিক কয়েকশো ভোট কর্মী রিজার্ভে রয়েছে। এই লোকসভা ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সেন্ট্রাল বাহিনী, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে সঙ্গে নামানো হয়েছে কলকাতা পুলিশকেও। মূলত এই ডি সি আর সি সেন্টারটি করা হয়েছে শুধুমাত্র ময়ূরেশ্বর বিধানসভার ভোটকেন্দ্র গুলির জন্য।
Comments
Post a Comment