পশ্চিমবঙ্গ:- রেমালের দাপটে বিপর্যয় গোটা বঙ্গ
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছু ছোট-বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয়। যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন। দিনের আলোর ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল, ভাঙতে পারে নদী বাঁধ, ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ। কিছু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদীবাদ কিংবা প্রাণহানির কোন খবর আসেনি প্রশাসনিক দিক থেকে।সরকারী উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া, থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষদের পাশে এসেও দাঁড়িছেন। পাশাপাশি পার্ক স্ট্রিট ও জাদুঘরের সামনে প্রবল বৃষ্টিতে জল।
Comments
Post a Comment