হুগলি: হুগলির সভা থেকে রাজ্যপালকে নিশানা মমতার


 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: হুগলি লোকসভা কেন্দ্রটি কোন‌ রাজনৈতিক দলের অধীনে থাকবে এই নিয়ে চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার জনসংযোগ কর্মসূচি। বিজেপি ও সিপিএম দলগুলোর মতো একছটাক জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস, তার জন্য খোদ মুখ্যমন্ত্রী প্রার্থী প্রচারে নেমেছেন। 

হুগলি জেলার অন্তর্গত আদিসপ্তগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সমর্থনে এক বিশাল জনসভা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ইন্দ্রনীল সেন, তপন দাসগুপ্ত, অসিমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুইন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সাধারণ মানুষেরা। 

নির্বাচনী সভামঞ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজভবনে না যাওয়ার কথার সাথে সাথে রাজ্যপালর বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন, এবং তিনি এও বলেন রাজ্যপাল কথা বলতে চাইলে রাস্তায় গিয়ে দেখা করে আসবে, রাজভবনের অরিজিনাল কপি নিজের কাছে আছে বলে দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। 

এইদিন রাজ্যপালের প্রসঙ্গের পাশাপাশি আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় সরকারকে,  যেখানে ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি বিনামূল্যে রেশন দিচ্ছেন কিন্তু মোদী বিনামূল্যের গ্যাস নিয়ে ভাওতা দিচ্ছেন। 

লোকসভা ভোটের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর হুগলি লোকসভা কেন্দ্রের জনসভা হুগলির মানুষদের মন জয় করতে পারল কি না তা জানা যাবে আগামী ২০ শে মে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*