শ্রীরামপুর:- মীনাক্ষী ও মমতার ভোটযুদ্ধ শ্রীরামপুরে


 খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: মীনাক্ষী মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়- এই দুই নেত্রীর জনসভা নিয়ে সরগরম রাজনীতি। মঙ্গলবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত ছিলেন তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ইন্দ্রনীল সেন, সুদীপ্ত রায়, অরিন্দম গুইন, রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃনমূলের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী,সমর্থক ও সর্বোপরি এলাকার সাধারণ জনগণেরা। 


তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি নিয়ে কটাক্ষ করে বলেন মোদীর গ্যারান্টি ৪২০। বিজেপি পার্টিকে লুটেরা পার্টি বলে আক্রমণ করে, NRC ও CAA নিয়ে টোপ দিয়ে বলে বাংলায় NRC ও CAA করতে দেওয়া হবে না। তৃণমূল সুপ্রিমো উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন বিনামূল্যে রেশন, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প তৃনমূল সরকার করেছে। লক্ষীর ভান্ডার বিষয়ে নিয়ে বলেন সারাজীবন চলবে এই প্রকল্প। সভামঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো স্লোগান দেন "জয় বাংলা" বলে ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন "বিজেপি হঠাও দেশ বাঁচাও "। 


অপর দিকে একইদিনেই সিপিএমের তরফ থেকে সন্ধ্যাকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম মনোনীত ও কংগ্রেসের সমর্থিত প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে শ্রীরামপুর মাহেশের স্নানপিড়ির মাঠে এক জনসভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও উপস্থিত ছিলেন সিপিএম ও কংগ্রেসের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সমর্থকরা। সভামঞ্চ থেকেই মীনাক্ষী তাদের বিরোধী দলগুলিকে আক্রমণ করে। তিনি বলেন দীপ্সিতাকে পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য। বিজেপির ৪০০ পার নিয়ে বলে ২০০ টার বেশি যেতে পারবে না, মোদীর টিভি বিজ্ঞাপন নিয়েও আক্রমণ করতে ছাড়েননি মীনাক্ষী। জি এস টি প্রসঙ্গ তুলে তুলোধোনা করে বিজেপিকে।


বলা যায় মঙ্গলবার শ্রীরামপুরের সাধারণ মানুষ এই নেত্রীর আগমনে ভোটব্যাঙ্ক বৃদ্ধির যুদ্ধ দেখল। কোন দলের প্রার্থী যাবে সংসদে তা ঠিক হবে আগামী ২০ শে মে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*