ভাঙ্গড়:- নাকা চেকিংএ শওকত মোল্লার গাড়ি


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ভাঙ্গড়: রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ । সপ্তম দফার ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে নাকা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও নির্বাচন কমিশনের নির্দেশে , লোকাল থানার সহযোগিতায় চলছে নাকা চেকিং । আর এই নাকা চেকিং যে ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য । এমনই এক চিত্র দেখা গেল ভাঙ্গড় থানার বোদরা কালিতলা তে। প্রতিদিনের মতোই কালিতলাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছিল নাকা চেকিং আর তারই মধ্যে চলে আসে বিধায়ক শওকত মোল্লার গাড়ি সহ বিভিন্ন আধিকারিকদের গাড়ি । কোন কাল বিলম্ব না করে নাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিক দের গাড়িও চেকিং করা হয় ।

অবশ্য গাড়িতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম