শ্রীরামপুর:-সভামঞ্চ থেকে বিজেপি ও সিপিএম-কে আক্রমণ দোলা সেনের
খবর দিনভোর, সুফল চন্দ, শ্রীরামপুর: হুগলি জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জনসংযোগ কর্মসূচি। এই জনসংযোগ কর্মসূচি প্রধান মাধ্যম হল জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মানুষের কাছে বিরোধী দলগুলির সমালোচনা করতে পারেন এবং তার সাথে সাথে নিজের দলের উন্নয়নমূলক কাজ তুলে ধরতে পারেন।
আজ অর্থাৎ ১৩ ই মে সোমবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর মাহেশের স্নানপিড়ি মাঠে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক জনগর্জন সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সদস্যা দোলা সেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী ও বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সমর্থকেরা সর্বোপরি এলাকার সাধারণ জনগণেরা।
এই সভার প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোলা সেন, যেখানে তিনি তার বক্তব্যের মধ্যে দুই রাজনৈতিক দল সিপিএম ও বিজেপি- কে সভামঞ্চ থেকে তুলোধুনো করেন। দোলা সেনের বক্তৃতায় নোটবন্দী থেকে শুরু করে 'কালাধন', জি এস টি প্রসঙ্গ উঠে আসে, মোদী সরকারের ১৫ লাখ টাকা অ্যকাউন্টে ঠোকা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি বলে দাবি করেন। জি এস টি প্রসঙ্গ তুলে বলেন আগে যা ছিল এখন তা ১৮% হয়েছে তাতে কোনো ছোটো ব্যবসায়ীদের উপকার হয়নি। সিপিএম- কে কটাক্ষ করে বলেন তাদের জন্ম ২০২০ সালে তার আগে কিছু ছিল না। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন মানুষের চিকিৎসাকে দুশ্চিন্তামুক্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments
Post a Comment