শ্রীরামপুর:- কোন দলের উপর আস্থা রাখবে আমজনতা?
খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব প্রচার লড়াইয়ের অবসান ঘটবে আগামীকাল অর্থাৎ ২০ শে মে। আগামীকাল ৫ম দফা ভোট হতে চলেছে হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর,হুগলি ও আরামবাগ- এই তিনটি লোকসভা কেন্দ্রে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর - এই তিন দলের মধ্যে আগামীকাল ভোটযুদ্ধ হতে চলেছে। গত প্রায় দুই থেকে আড়াই মাস আগে ভোট প্রচার শুরু হয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, যেখানে পথসভা থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচি করেছে রাজনৈতিক দলগুলো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলেছে রাজনৈতিক মিছিল থেকে শুরু করে জনসভা। রাজনৈতিক দলগুলো নিজস্ব দলের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেছে এবং অপর দিকে বিরোধী দলগুলির বিরোধীতা করার জন্য তুলে ধরেছে বিরোধী দলগুলির অনুন্নয়ন কাজ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তাদের নিজস্ব দলের প্রার্থীদের সমর্থনে করেছেন বিশাল জনসমাবেশ এবং হুংকার দিয়েছে তাদের বিরোধী দলগুলিকে। কর্মী ও সমর্থকরা তাদের নিজস্ব দলের প্রার্থীদের দেওয়াল লিখন করেছেন এবং জনগণের কাছে আবেদন করেছে তাদের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করানোর জন্য। প্রার্থীরা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের নিজেদের জেতানোর দাবি করেছেন জনগণের কাছে।
তবে শেষ হাসি কোন দলের প্রার্থী হাসবে তাই দেখার। বিগত দুই - আড়াই মাস ধরে এত প্রচার, মিছিল, জনসভা, জনসংযোগ কতকটা প্রভাব পড়েছে অথবা আদৌ পড়েছে কি না তা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণেরা একটি বাটনের মাধ্যমে উত্তর দেবে আগামীকাল।
Comments
Post a Comment