মালদা:-কংগ্রেস কর্মীকে খু*নের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: এক কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে খু*নের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আকমল শেখ নামে বছর বাইশের ওই কংগ্রেস কর্মীকে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে কো*পানো হয় বলে অভিযোগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃ*ত্যু হয় তার।ঘটনাটি ঘটেছে মানিকচক থানার জেসারত টোলা এলাকায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খু*নের অভিযোগ তুলেছে মৃ*তের পরিবার। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম