আরজি করের ঘটনার প্রতিবাদে জায়গা জায়গায় বিক্ষোভ
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি:
*শান্তিনিকেতন*
এবার আরজিকর কান্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে। “মেয়রা রাত দখল করো-THE NIGHT IS OURS “ এই ছিল শ্লোগান R.G KAR হাসপাতাল নৃশংস ঘটনার প্রতিবাদে।
তিলোত্তমার জন্য শহর তিলোত্তমা তে রাত্রিতে জমে ছিল ভিড় হাজারো মহিলাদের।
তবে পিছিয়ে থাকে নি জেলার শহর গুলো।
জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে।শান্তিনিকেতনের রতনপল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। কিন্তু এখানে দেখা গেল হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন। অন্যদিকে সাঁইথিয়ার আহমদপুরে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে আনন্দোলনে সামিল হতে।মহিলারা মা কালি বেশ ধরে মা দুর্গা সেজে রাস্তায় মিচ্ছিল করছে ,সেই দশভুজা দেবতা দের দাবি R.G KAR হাসপাতাল কাণ্ডের অভিযুক্ত দের কঠোর শাস্তি হোক।
রামপুরহাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তার দখল নিল মহিলরা।
সিউড়ী তে মহিলারা মোবাইল ফ্লাস জ্বালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষ দের রাখা হয়েছিল ব্যারিগেটের বাইরে ।
*দুবরাজপুর*
কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় প্রত্যেকটি সংগঠন থেকে শুরু সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। এমনকী মহিলারাও প্রতিবাদ মিছিল করছেন। তাই আজ আর.জি কর মেডিকেল কলেজ ও হাসপাতা কাণ্ডে দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে "দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ" এই স্লোগান তুলে দুবরাজপুর থানার কাছে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করা হয়। প্রায় ঘন্টা খানেক অবরোধ করেন বিজেপি নেতৃত্ব। এদিন দুবরাজপুর শহর বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে আসে বিজেপি কর্মীরা। তারপর রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি, ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, কনভেনারের সত্যপ্রকাশ তেওয়ারি সহ আরও অনেকে।
*জোকা*
জোকার ইএসআই হসপিটাল এর ডাক্তার নার্স ও কর্মীরা রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানায়।আর জি কর হাসপাতালে অমানবিক ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য যখন উত্তাল ।ঠিক সেই সময় ই এস আই হসপিটাল জোকার ডাক্তার নার্স ও কর্মীরা এক অভিনব প্রতিবাদে সামিল হলেন এই ঘটনার প্রথম দিন থেকেই তারা আন্দোলনে নেমেছিলেন আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা মানুষকে সমাজ সচেতন করার জন্য ওই বর্বরতা নির্যাতনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো ঘটনাটিকে চিত্রনাট্যের মধ্যে দিয়ে উপস্থাপনা করেন । ইয়েস আই হসপিটাল এর ডাক্তার ও নার্সরাঠাকুরপুকুর ডায়মন্ড হারবার মেন রোডের উপর মাথায় কালো কাপড় বেঁধে তারা একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করে জনসাধারণের মাঝে তারা জানায় এর প্রতিবাদ হওয়া প্রয়োজন। এটা তাদের দ্বিতীয় ঘর যেখানে তারা কর্মের সঙ্গে জড়িত সেই জায়গায় কোন নিরাপত্তা নেই কাল বাড়ি ফিরবে কিনা সেটাও জানে না ।তার বাবা মা সেই নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন পাশাপাশি তারা কটাক্ষ করেন টাকা দিয়ে কি জীবনকে কেনা যায় এই বর্বরতার প্রতিবাদ টাকা দিয়ে সমাধান হয় রাজ্য সরকারের এই ভূমিকা কে ভালো চোখে মেনে নেয় নি সাধারণ মানুষ সন্ধ্যার পর থেকেই তারা রাস্তায় নামে গভীর রাত পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যায় ।তাদের প্রতিবাদের ভাষা মুখ্যমন্ত্রী পদত্যাগের পাশাপাশি নির্যাতিতার অভিযুক্তকারীদের চিহ্নিত করে যতক্ষণ না পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্বেষণ আন্দোলন চালিয়ে যাবে। বলে জানান
Comments
Post a Comment