বীরভূম:- 'we want justice' স্লোগান নিয়ে রাজপথে আইনজীবীরা


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধ*র্ষণ ও হ*ত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলন নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁ*সির দাবিতে পথে নেমেছেন। এবার বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খু*নের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে। এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তাঁরা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে we want justice স্লোগান তোলেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মণ্ডল, সোম শুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল-ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়ি এসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম