৩০ ফুটের গনেশ প্রতিমা শিলিগুড়িতে




খবর দিনভোর,সজল দাশগুপ্ত,শিলিগুড়িঃ- শিলিগুড়ি গণেশ পুজো জমজমাট, বেশ কয়েকটি বড় বড় পূজো হচ্ছে শহরে। গণেশ পূজোর আবহে আনন্দে মেতে উঠেছে গোটা শহরবাসী।

গণেশ চতুর্থী থেকেই বিভিন্ন প্যান্ডেলে ছিল দর্শনার্থীদের ঢল। আজও দর্শনার্থীদের ঢল রক্ষা করা যাচ্ছে। শিলিগুড়ি প্রধাননগরে ত্রিশ ফুটের গনেশ প্রতিমার নজর কেড়েছে।

প্রসঙ্গত উদ্যোক্তারা জানিয়েছেন জানিয়েছেন প্রচুর দর্শনার্থী গণেশ প্রতিমা দর্শন করতে ভিড় জমাচ্ছেন। উদ্যোক্তারা জানিয়েছেন এত বড় পূজোর চাপ আছে, তবে গণেশ পূজো বলে কথা,  সমস্ত চাপ উপেক্ষা করে আনন্দের সাথে পুজোর কাজকর্ম করছেন তারা।

শিলিগুড়ির প্রধাননগরের এই গণেশ পূজা এখন শহরের গণেশ পুজো গুলির মধ্যে অন্যতম সেরা আকর্ষণ। বেশ কিছু কর্মসূচি রয়েছে পুজোকে ঘিরে, রক্তদান শিবির থেকে আরম্ভ করে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এছাড়াও রয়েছে প্রসাদ বিতরণ সহ আরো একাধিক কর্মসূচি। দুর দূর থেকে দর্শনার্থীরা এই ত্রিশ ফুটের গনেশ প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম