বীরভুম মেটেলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন।
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভুমঃ- শিক্ষক দিবস হল একটি বিশেষ উপলক্ষ যা ছাত্রদের ভবিষ্যত গঠনে এবং শেষ পর্যন্ত জাতির জন্য শিক্ষকদের উৎসর্গ ও অবদানকে সম্মান ও প্রশংসা করার জন্য ভারত জুড়ে উদযাপিত হয়।
প্রতি বছর 5 সেপ্টেম্বর পালন করা হয়, এই দিনটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তারিখ শুধু এলোমেলোভাবে নির্বাচিত হয় না; এটি ভারতের অন্যতম সম্মানিত পণ্ডিত এবং প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকী চিহ্নিত করে।
ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান শিক্ষার শক্তি এবং একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম, এবং তার ছাত্ররা তাকে খুব প্রশংসা করত।তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন, তখন তাঁর কিছু প্রাক্তন ছাত্র এবং বন্ধু তাঁর জন্মদিন উদযাপন করতে তাঁর কাছে আসেন। জবাবে, ড. রাধাকৃষ্ণান পরামর্শ দিয়েছিলেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে, সারা দেশে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তাই প্রতিটি জায়গায় দেখা যায় স্কুল কলেজ শিক্ষা কেন্দ্রে ঠিক ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে সেই রকমই অন্যথা হলো না দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে । এদিন মেটেলা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের কে নিয়ে পাঁচই সেপ্টেম্বর উদযাপন করলেন। সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এ দিন ।এর পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়েই মহাসমারহে পালিত হলো এই দিনটি।
Comments
Post a Comment