প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর


খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ-  জুনিয়র ডাক্তারদের এক টানা দীর্ঘ কর্মবিরতিতে ২৯ জনের মৃ*ত্যু', প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর



আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের  টানা ৩৫ দিনের  কর্মবিরতির কারণে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে , এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তার অনুরোধের পড়েও বরফ গলেনি 

এমনকি বিষয়টি নিয়ে ইতি,মধ্যেই সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। 

এবার ওই মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা রাজ্যের।


সুপ্রিম কোর্ট এর নির্দেশ এর পরেও জুনিয়র ডাক্তার রা তাদের পাঁচ  দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন বর্তমানে  স্বাস্থ্য ভবনের সামনে । 

দুইবার নবান্ন-তে বৈঠক এর কথা থাকলেও সেই বৈঠক হয়নি ।


আজ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার  X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, 'জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে ২৯ জনের জীবন আমরা হারিয়েছি। মৃতদের পরিবারের পাশে থাকার জন্য  রাজ্য সরকার মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*