রানীগঞ্জ:- বাড়ির একাংশ ধসে চাপা পড়ে মৃ*ত দুই ব্যক্তি


 খবর দিনভোর , নিজস্ব প্রতিনিধি,রানীগঞ্জ: রাস্তা সম্প্রসারণ এর কাজের সময় হঠাৎ করেই বাড়ি ভাঙ্গা অংশে লোহার রড নিতে যাওয়ার সময় বাড়ির একাংশ ধসে পড়ে ,তবে আশঙ্কা করা হচ্ছে যে তার নিচে বেশ কয়েকজন চাপা পড়েছে।ঘটনাটি শনিবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকার কাছেই ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা ঘটে ।

জানাজায় রাস্তা সম্প্রসারণ এর কাজে যেসকল বাড়ি ভাঙ্গা হচ্ছে সেইসকল বাড়ি গুলিতে কিছু ব্যক্তি লোহা কুড়ানোর সময় একটি অংশর দেওয়াল চাপা পড়ে, তাতে বেশ কয়েকজন ব্যক্তির চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ মুহূর্তে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে।


স্থানীয়দের দাবি বেশ কয়েকজন সেখানে লোহা কুড়ানোর সময় সেখানে চাপা পড়ে থাকতে পারে। সমস্ত বিষয়টি নজর রাখছে পুলিশ প্রশাসন। আনা হচ্ছে সেখানে দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী। এ মুহূর্তে মাটি কাটার জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙ্গাচোরা অংশ। ৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানের বাড়িঘর সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই অংশেরই একটি বাড়িতে এরূপভাবে ধসের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে, কি কারনে, কারা সেখানে, লোহার রড কুড়িয়ে নিতে গেছিল সে নিয়ে এখনো কিছুই জানা যায়নি। ওই অংশে আটকে থাকা মানুষজন সম্পর্কে কোন তথ্য মেলেনি। চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ।

তবে উদ্ধার কাজ চলার সময় দুইজনের মৃ*তদেহ উদ্ধার হয়েছে ।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম