রায়না:- মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখে ফের কেন্দ্রকে কটাক্ষ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, রায়না; চিরকালই বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ,মানুষ যখন উৎসবে সামিল হবে তখন এভাবে জলে ডুবিয়ে দেওয়া এটা চক্রান্ত ছাড়া আর কিছু না, রায়না দুই ব্লকের পরিদর্শনে এ যেসে কেন্দ্রকে কটাক্ষ মন্ত্রী অরূপ বিশ্বাসের।

 DVC-র ছাড়া জলে প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি , শম্পা ধারা ও অলোক মাঝি সহ প্রশাসনের আধিকারীকরা।

কয়েকদিন ধরে প্রবল বর্ষণ দামোদর নদ ও মুণ্ডেশ্বরী নদীতে জলস্ফীতি বাড়ে।তার উপর প্রচুর পরিমানে ডিভিসি ছাড়ায় জলমগ্ন হয়ে পরে রায়না ২ ব্লকের বড় বৈনান অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুবলদহ এলাকার সুবলদহ রাসবিহারী বসু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার এই শিবির পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্যাম্পে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী।

পরিদর্শন শেষে তিনি বলেন, চিরকালই বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ডিভিসি রাজ্যের সাথে কোন কথা না বলে যেভাবে জল ছেড়েছে তার ফলে এলাকা জলমগ্ন হয়ে নিরীহ গরিব গ্রামবাসী আজ ঘর ছাড়া। সামনেই পূজো মানুষ যখন উৎসবে সামিল হবে তখন এভাবে জলে ডুবিয়ে দেওয়া চক্রান্ত ছাড়া আর কিছুই না।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম