উত্তর ২৪ পরগনা:- আহত ছাত্রীর বাড়িতে বিধায়ক মদন মিত্র।


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গ। প্রতিবাদের আগুনে ফুটছে চিকিৎসক থেকে শুরু করে আমজনতা। কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে আক্রমণের শিকার হতে হয় কয়েকজন যুবকের হাতে। মায়ের সামনে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেও প্রাণোচ্ছল ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী ছাত্রী শতরূপা সাহা। 


গত ৪ঠা সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা এবং ভাইয়ের সাথে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে আচমখায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে এসে আঘাত করে শতরূপা সহ তার মাকে। কেবলমাত্র কলেজ পড়ুয়া নয়। মা এবং ছোট ভাইটিকেও প্রাণে মারার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের আটক করে খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। তবে বাকি যে আরো অনেকে ছিল সেদিন ঘটনাস্থলে। তারা এখনো অধরা। এলাকায় ঘোরাফেরা করছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আহত এর পরিবার। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে বাড়তি নিরাপত্তার আবেদন শতরূপা সাহার পরিবারের। পরিবারের সাথে আজ দেখা করতে আসেন বিধায়ক মদন মিত্র। যে কোনো রকম আইনি সহযোগিতা সহ চিকিৎসা পরিষেবায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি কর্মচারী হলেও মেয়ের ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদনও করেছেন আহত এর পরিবার। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে দ্রুত ক্যারাটে তে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত স্কুল পড়ুয়া শতরূপা সাহাকে দ্রুত সুস্থ করে তোলার সব রকম ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন বিধায়ক নিজে। 


 আহত পড়ুয়ার বাড়িতে এসে দেখতে এলেন বিধায়ক মদন মিত্র। শুধু তাই নয় পরিবারের সাথে তাদের সুবিধা-অসুবিধা এবং চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যে ফের মহিলাদের নিরাপত্তা নিয়োগ কেন্দ্র এবং রাজ্যকে খোঁচা দিয়ে বেফাঁস মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, চারিদিকে আরজিকর কাণ্ড নিয়ে এত বড় কান্ড চলছে। এই আহত ছাত্রী তার থেকে কোন অংশে কম নয়। এই মেয়েটি শুধুমাত্র একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে। ডাক্তার নয়। রাজ্যের কিংবা কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে কেউ এখনো কেন কোন যোগাযোগ করেনি এটা বড় আশ্চর্যের। দিল্লির কমিটি রয়েছে তারা তো আসতে পারতো। ক্রিমিনাল মানসিকতার ছেলে ছাড়া এ ধরনের কাজ করতে পারে না। এ বিষয়টি যাতে উচ্চতর পর্যায় পৌঁছয় আমি তার সবরকম ব্যবস্থা করব। বিধায়ক মদন মিত্রকে পাশে পেয়ে ভরসা পেলেন বলে জানান পরিবার।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*