মালদা:- জলবন্দি এক লক্ষ মানুষ, পুজোর আগেই দুরবস্থা


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পূজো নিয়ে সাজো সাজো রব পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পূজা উদ্যোক্তারা এদিকে ভুটনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভুতনির দামোদর টোলা পূজা মণ্ডপ গুলি জলের তলায়। গত বছর হিসাবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারী পূজা সহ মোট ২৯ টি পূজা হয়। এর মধ্যে ২২ টি পুজো সার্বজনীন। পূজা নিয়ে মেতে থাকে ভূত নিবাসী কিন্তু এইবারে কিভাবে পূজা হবে পূজা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে, ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পূজা হয় অস্থায়ী পূজা মন্ডপে তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যেই দুর্গা মন্ডপ এবং পুজো মন্ডলের জল থৈথৈ করছে সে ক্ষেত্রে ভূত নিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনি বাসি তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পূজো হবে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম