বাঁকুড়া:- ভয়াবহ বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া : সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি , রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারল না , এই মুহূর্তে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ , চরম আতঙ্কে সাধারণ মানুষরা ।

সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর , সমিতিমানা , পান্ডে পাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন । একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গেছে । পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারল না । সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে । চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের ।

প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোন সমস্যা না হয় সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন ।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*