বীরভূম:- ৩ বছরের মধ্যে ভেঙে গেল বাড়ির একাংশ, রক্ষা পেল সদ্যোজাত শিশু
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বোলপুর পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি পৌরসভার তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙ্গে পড়ল হুড়মুড়িয়ে। অল্পের জন্য রক্ষা পেল সদ্যোজাত শিশু ও তার মা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল বিছানার উপরে কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে। কথায় আছে? রাখে হরি মারে কে। পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন না হলে কি অবস্থা হতো কে জানে। এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার বাড়ি পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র তিন বছর হয়েছে তার মধ্যে বাড়ির ভিতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়ল। এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যাই। তাহলে নিম্নমানের দ্রব্যাদি তৈরি বাড়ির ছাদ । যেকোনো মুহূর্তে আরো বড়সড় বিপদ ঘটতে পারে।
Comments
Post a Comment