শিলিগুড়ি:- মৃ*তদেহ নিয়ে পথ অবরোধ করে বাসিন্দারা


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মা*রধর , এমনকি পোশাক খুলে নেওয়া হয়। অপমানে আ*ত্মঘা*তী এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ইস্টার্ন বাইপাস আশিঘর সংলগ্ন এলাকায়। এরপর প্রতিবাদ জানাতে মৃ*তদেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা।

পেশায় তিনি ছিলেন একজন গাড়ি চালক। প্রসঙ্গত গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় কিছু ব্যক্তি তাকে মা*রধর করে বলে এমনটাই অভিযোগ উঠেছে। পোশাক খুলে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। ঘটনার পরবর্তী পুলিশ এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা করানোর পর তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে আ*ত্মঘা*তী ঐ ব্যক্তি। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এরপর তাকে উদ্ধার করবার পর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত তাকে মৃ*ত বলে ঘোষণা করে।।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম