সল্টলেক:- ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করুণাময়ীতে
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অশান্ত সল্টলেক করুণাময়ীচত্ব। সোমবার আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান করুণাময়ীতে। এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দেন তাঁরা। এর আগেও করুণাময়ী-সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ-মিছিল করেছেন। এদিন ফের সেই ছবি। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন কাতারে কাতারে চাকরিপ্রার্থী রাস্তায় নেমে আসেন।
গার্ডরেল পার করে চাকরিপ্রার্থীরা এসএসসি ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসাও বাধে তাদের। তবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এপিসি ভবনের কাছাকাছি চলে যান। যে ব্যারিকেড ছিল, তা কার্যত ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে যান চাকরিপ্রার্থীরা।
পুলিশ সামাল দিতে কিছুটা হিমশিমই খায়। কারণ, বিভিন্ন দিক থেকে এসএসসি ভবনের দিকে ছুটে যান চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে চাকরিতে বাধা নেই আপার প্রাইমারির প্রার্থীদের। ১০ বছর ধরে তাঁরা লড়াই করছেন চাকরির জন্য। তাই এবার তাঁরাও মরিয়া হকের দাবি ছিনিয়ে নিতে।
Comments
Post a Comment