একাদশীর কেন নিষেধ ভাত খাওয়া?
খবর দিনভর, নিউজ ডেস্ক, সুফল চন্দ: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী তিথির গুরুত্ব খুবই উল্লেখযগ্গো, খুবই নিষ্ঠা সহকারে একাদশী তিথি পালন করে থাকে । মনে করা হয় যে এইদিন উপবাস থেকে শ্রী হরির পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি মাসে দুটি করে বছরে মোট চব্বিশটি একাদশী পালন করার রীতি হিন্দু ধর্মে বলা আছে।
একাদশী পালন করলে একাধিক নিয়ম আছে যারমধ্যে রয়েছে ভাত খাওয়া নিষেধ। কিন্তু কেন? কথিত আছে মহর্ষি মেধা ভগবতীর ক্রোধ থেকে বাচতে নিজের দেহ অং*শগুলিকে মাটিতে বিলীন করে যার থেকে জন্ম হয় ধান ও যবের, সেইদিন ছিল একাদশী তিথি। তাই একাদশীর দিন ভাত খাওয়ার অর্থ হল মহর্ষি মেধার র*ক্ত ও মাং*স খাওয়ার সমান। এই কারণে একাদশীর তিথিতে ভাত খাওয়া নিষেধ করা হয়েছে।
Comments
Post a Comment