কোচবিহার: কোচবিহার জেলা প্রশাসনের 'ফুটপাথ দখলমুক্ত' অভিযান


 খবর দিনভর, কোচবিহার: রবিবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট  সহ বিভিন্ন জায়গার ফুটপাথ দখল মুক্ত করলো কোচবিহার জেলা প্রশাসন । কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখলমুক্ত অভিযান হয় । যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও   দোকান করছিল তা জিসিপি দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন। সদর মহকুমা শাসক আধিকারিকরা ছাড়াও   পৌরসভা ও পুলিশের আধিকারাও এই অভিযানে উপস্থিত ছিল ।  একই সাথে কোচবিহার রাস মেলা ময়দানে একটি মন্দিরের পাশে বাঁশ দিয়ে ঘিরে রাখা জায়গাও দখলমুক্ত করল জেলা প্রশাসন । এতেই ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে। শুধুমাত্র দেশবন্ধু মার্কেট কেন ! হাসপাতালের মাতৃমার পাশে থাকা দোকানগুলোর বিরুদ্ধে,কেন কোন পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম