সুকান্তর নেতৃতে বিজেপির 'ডি এম অফিস চলো' কর্মসূচি
খবর দিনভর, সুফল চন্দ, হুগলী: গত 22 শে এপ্রিল মঙ্গলবার হুগলী জেলার অন্তর্গত হুগলী সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃতে 'ডি এম অফিস চলো' কর্মসূচি করা হয়েছিল। এই কর্মসূচিতে বিজেপির নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীরা উপস্থিত ছিল। হুগলী বিজেপি জেলার কার্যালয় থেকে শুরু করে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এক বিশাল পদমিছিল হয়।
সাম্প্রতিক মুর্শিদাবাদের ঘটনা এবং 26000 চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির এই প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিল আটকাতে বিশাল পুলিশ বাহিনী দেয়া হয় এবং বারিগেট দেওয়া হয় । বিজেপি দুটি বারিগেট ভাঙে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। শেষে চুচুড়া ঘড়ির মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করে এই কর্মসূচি শেষ করে ।
Comments
Post a Comment