পহেলগাঁওয়কাণ্ডে মৃ*ত্যু বাঙলার তিন সন্তানের
খবর দিনভর,কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হা*ম*লায় আরেক বাঙালির মৃ*ত্যুর কথা জানা গেল। নিহতের নাম সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যে তিনজনের মৃ*ত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হা*ম*লায়। এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃ*ত্যুর কথা প্রকাশ্যে এসেছে।
এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃ*তের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। কর্মসূত্রে আইবি অফিসার মণীশ সপরিবারে হায়দরাবাদের অফিসার থাকতেন বলে জানা গিয়েছেন। বেহালার সমীর গুহর নাম উঠে আসার ফলে এখনও পর্যন্ত রাজ্যের তিনজনের মৃ*ত্যুর কথা জানা গেল। যদিও প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় প্রথম দু’জনের নাম থাকলেও সমীরের নাম নেই।
Comments
Post a Comment