বীরভূম:খেলা করতে গিয়ে জলে ডুবে মৃ*ত্যু তিন শিশুর
খবর দিনভর,বীরভূম: খেলা করতে গিয়ে দীঘির জলে ডুবে মৃ*ত্যু হলো তিন শিশুর। তাদের মধ্যে দুজন শিশুকন্যা ও একজন শিশুপুত্র মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। মৃ*তদের নাম নাসরিন খাতুন (৪) , নুরানী খাতুন (৫) ও তামিম সেখ (৮) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উওরপাড়ার দীঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দীঘির জলে পড়ে গিয়ে ডুবে যায়। একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃ*ত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা। পৌঁছায় নলহাটী থানার পুলিশ। পুলিশ মৃ*তদেহ গু*লি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।
Comments
Post a Comment