১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়ি: ১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ ।
সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে, শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে। গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে। তবে উপর্যপুরি বিষয় হলো , গত দশ বছরের আই সি এস ই পরীক্ষার ইতিহাসে সেই হলো প্রথম এবং অনন্য যে বাংলায় ১০০ তে ১০০ পেয়েছে। স্বাভাবিকভাবেই এই সাফল্যের খুশি গোটা শহরবাসী। ইতিহাস ভূগোল , ইংরেজি সাহিত্যে সে ১০০ তে ১০০ পেয়েছে। তবে বাংলায় ১০০ তে ১০০ পাওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয়। কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানির আগে এই সাফল্য কেউ পায়নি । এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার এই কৃতিত্বের পিছনে সিংহ ভাগ তার মা অনিন্দিতা চ্যাটার্জির অবদান রয়েছে। ছোট থেকে বাংলার প্রতি ভালোবাসা নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা, শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি। ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতি ছাত্রী জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চায় সে। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন, দুর্দান্ত ফলাফল করবার জন্য শুভেচ্ছা জানান।
Comments
Post a Comment