Posts

Showing posts from November, 2022

দুয়ারে সরকার ক্যাম্পে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

Image
  গঙ্গাসাগর, দঃ২৪পরগণা, ৩০ নভেম্বর, ২০২২ মঙ্গলবার : গঙ্গাসাগরে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাগরের বামন খালি তে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকারের ক্যাম্প। সাগর ব্লকের মুড়ি গঙ্গা দুই অঞ্চলের বামন খালিতে দুয়ারে সরকার ক্যাম্পে সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল এবং  সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা  এছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ  বামন খালি তে দুয়ারের সরকারের পুরো ক্যাম্প  পরিদর্শন করলেন ।  চিত্রগ্রাহক : প্রহ্লাদ বড়ুয়া

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন

Image
অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করলো পাঁচ জনকে। পুলিশ সূত্রে জানা যায়, এদের মধ্যে ২ জন অর্জুন সিংহের বাড়িতে বোমা মারার ঘটনায় গ্রেফতার হয়েছে। টাকলার রোহিত সাউ এবং তিলুয়ার শুনু জয়শোয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এম.এম পিস্তল দুই রাউন্ড কার্তুজ এবং একটি পাইপ গান। এছাড়াও সুমিত দাস, রাহুল ঠাকুর ও সিকান্দার দাসকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।

বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি, মৃত ৩ আহত ১

Image
  নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাতে বাসন্তী হাইওয়ের উপর বামনঘাটা এলাকায় বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ যুবকের। আহত ১ বাসন্তী হাইওয়ের বামনঘাটা থেকে হেলমেট ছাড়াই দুটি বাইকে রেষারেষি করে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল ৪ যুবক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে বাইক ২ টি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছে ১ জন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শুভজিৎ লাহা, রাহুল নস্কর, জয় গায়েন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জয় ও রাহুলের বাড়ি বামনঘাটাতে। শুভজিতের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। আহতের নাম রাকেশ দাস, বাড়ি বামনঘাটাতে। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক রাকেশ দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই প্রথমবার শান্তিপুরে হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নদীয়া বইমেলা

Image
  বিগত বছরগুলিতে এই নদিয়া বইমেলা হয়ে এসেছে কৃষ্ণনগরে, এবছর এই প্রথমবার শান্তিপুরে হবে বইমেলা। আজ তারই প্রস্তুতির জন্য শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, ডিসট্রিক্ট লাইব্রেরী অফিসার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা এল-এল-এ শিবনাথ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পাবলিক লাইব্রেরির সম্পাদক তথা নদিয়া জেলা বইমেলা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শান্তিপুরের ভূমিপুত্র পলসন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রস্তুতি সভার শেষে শান্তিপুরের বিধায়ক জানিয়েছেন, আগামী ১২ই ডিসেম্বর থেকে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বইমেলা, চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। বিধায়ক জানিয়েছেন শান্তিপুর বরাবরই লড়াই করে আসছে, শান্তিপুর কৃষ্টির জায়গা সংস্কৃতির জায়গা।

প্রকাশিত হলো মাহেশ জগন্নাথ দেবের রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প

Image
  সুফল চন্দ, হুগলি : পুরীর রথযাত্রার উৎসবের পর হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার উৎসব লোকপাল এর কাছে জনপ্রিয়। এই রথযাত্রা উৎসবে দিন দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দরা যেমন পুরীর রথযাত্রা উৎসব উপভোগ করতে যান ঠিক সেরকমই লক্ষাধিক ভক্তবৃন্দরা মাহেশের রথযাত্রা উৎসবে শামিল হতে আসেন। গত বৃহস্পতিবার মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ভারতীয় ডাক বিভাগ শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় মহেশের রথযাত্রার ফার্স্ট ডে কভার ও স্ট্যাম্প প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হওয়া এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশীশালিনী কুজুর, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, প্রাক্তন পৌর প্রধান ও বর্তমান সিআইসি গৌর মোহন দে, পাপ্পু সিং, পিন্টু নাগ, তিয়াসা মুখার্জি , অসীম পণ্ডিত, জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত পুত্র পিয়াল অধিকারী সহ ভারতীয় ডাক বিভাগের অন্যান্য কর্তারা।

স্মরণে মননে আফতাব উদ্দিন মন্ডল 

Image
  Remembering Aftab Uddin Mandal: স্মরণে মননে আফতাব উদ্দিন মন্ডল  অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- পূর্বতন আমতা বিধান সভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আফতাব উদ্দিন মন্ডল এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হল আমতা ১ পঞ্চায়েত সমিতির কার্যালয়ের বিপরীতে ভি আই পি মার্কেটে প্রয়াত আফতাব উদ্দিন মন্ডল এর বাড়ির দোতলায়। প্রয়াত আফতাব উদ্দিন মন্ডল এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে স্মরণ সভার সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডাঃ সুধীন পাত্র। প্রাক্তন বিধায়ক তথা জননেতা প্রয়াত আফতাব উদ্দিন মন্ডল ১৯৪৫ সালের ১৮ জুলাই আমতা থানা তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অধীন দেওড়া গ্ৰামের এক দরিদ্র পরিবারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা আব্দুল মজিদ মন্ডল একজন মৌলবী ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। শৈশবে পিতাকে হারানোর পর অত্যন্ত দারিদ্র্যর সাথে তাঁকে কঠিন লড়াই করতে হয়। আমতা কলেজ থেকে বি এ পাশ করার সময় থেকেই ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।প্রথম জীবনে খড়দহ হাই স্কুলে শিক্ষক

খড়দহ রিশরা ফেরি সার্ভিস খরদা ফেরি সার্ভিসের দিকের ১৩ জন শ্রমিকের মধ্যে ৭ জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনা না পেয়েও সমস্ত শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিয়ে ফ্রি সার্ভিস চালু রেখে দিয়েছে

Image
Khardah Rishra Ferry Service :  নিজস্ব প্রতিবেদন: খড়দহ রিশরা ফেরি সার্ভিস খরদা ফেরি সার্ভিসের দিকের ১৩ জন শ্রমিকের মধ্যে ৭ জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনা না পেয়েও সমস্ত শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিয়ে ফ্রি সার্ভিস চালু রেখে দিয়েছে। ঘটনাটি খরদহ রিসরা ফেরি সার্ভিসের প্রায় তের জন শ্রমিক কাজ করে তাদের মধ্যে তিনজন শ্রমিক প্রায় পাঁচ মাস ধরে মাইনে পাচ্ছে না এবং চারজন শ্রমিক প্রায় তিন মাস ধরে মাইনে পাচ্ছে না এবং একজন শ্রমিক এক মাস মাইনে থেকে বঞ্চিত হয়েছেন মোট ৮ জন শ্রমিক তারা দীর্ঘদিন ধরে মাইনে পাচ্ছেন না ১৩ জন শ্রমিকের মধ্যে 8 জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনে না পাওয়ায় অন্য শ্রমিকেরা ও একই সাথে তাদের সাথে সহমত পোষণ করে তারাও কিন্তু আন্দোলনে নেমেছে।  সরকারপক্ষের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি পক্ষ থেকে তারা আন্দোলন করছে ফেরি সার্ভিস চালু রেখে ই মাইনের থেকে বঞ্চিত শ্রমিকেরা আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকে তারা প্রায় না খেতে পাওয়ার কাছে পৌঁছে গেছে শ্রমিকদের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, দীর্ঘদিন ধরে আমরা পরিবহনমন্ত্রী এবং এলাকার বিধায়ক ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কেউ ত

আজ কালনার ভূমিপুত্র ভারত বিখ্যাত পন্ডিত তারানাথ তর্কবাচস্পতির ২১০তম জন্মোৎসব

Image
আজ কালনার ভূমিপুত্র ভারত বিখ্যাত পন্ডিত তারানাথ তর্কবাচস্পতির ২১০তম জন্মোৎসব নিজস্ব প্রতিবেদন: কালনার ভূমিপুত্র ভারত বিখ্যাত পন্ডিত তারানাথ তর্কবাচস্পতির ২১০তম জন্মোৎসব পালিত হলো আজ। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী ও কালনা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বাগতা কর্মকার ও আইএন টি টি ইউ সি সভাপতি শ্রী শান্তি সাহা ও এলাকার সকল বাসিন্দারা ।

মানুষ মানুষের জন্য নেহেরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের সোশ্যাল জগদ্ধাত্রী পুজো

Image
 মানুষ মানুষের জন্য নেহেরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের সোশ্যাল জগদ্ধাত্রী পুজো সুফল চন্দ, হুগলি: মানুষ মানুষের জন্য নেহেরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপ সাধারণ দু:স্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করে চলেছে । সোশ্যাল দুর্গাপুজো মাধ্যমে দুস্থ মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক সে রকম ভাবে সোশ্যাল জগদ্ধাত্রী পূজার মাধ্যমেও এই গ্রুপ সেইসব দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। যেখানে বিভিন্ন পূজা কমিটি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর দিন দু:স্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে।

নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতি সহ ২ জনকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ

Image
  নিজস্ব সংবাদদাতা : নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ পানিহাটি ঘোলা অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয় বৈরাগীকে ঘোলা মুড়াগাছা এলাকা থেকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর থেকে ঘোলা থানার পুলিশকে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে ঘোলা অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের পাশাপাশি নিষিদ্ধ মাদকের ব্যবসা চালাচ্ছে মৃত্যুঞ্জয় বৈরাগী নামে ওই দুষ্কৃতী, গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা মুরাগাছা অঞ্চল থেকে নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ মৃত্যুঞ্জয় বৈরাগীকে গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ,মৃত্যুঞ্জয় বৈরাগী কে জিজ্ঞাসাবাদ করে ঘোলা অঞ্চল থেকে আরও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো পুলিশ।