Posts

Showing posts from June, 2024

কলকাতা: মুখ্যমন্ত্রীর সামনেই বচসা হকার ও দোকানদারদের মধ্যে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গিয়েছিল নিউ মার্কেটের হকার এবং দোকানদারদের মধ্যে। ধমক দিয়ে তাঁদের থামিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ‘‘সকলকে নিয়ে কাজ করতে হবে।’’ কিন্তু তার পরে তিন দিনও পেরোয়নি। নিউ মার্কেটে হকার বনাম দোকানদারদের গন্ডগোলের জেরে শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল জওহরলাল নেহরু রোড এবং এসএন ব্যানার্জি রোডের একাংশ। ডাবের খোলা, ইট নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেড়ে গেলেন। হাতাহাতিও চলল কিছু ক্ষণ। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পালন করল ‘রেফারি’র ভূমিকা। দু’টি রাস্তাই বন্ধ থাকল দীর্ঘক্ষণ। ফলে, নাজেহাল হলেন সাধারণ মানুষ। যা প্রশ্ন তুলে দিল, জবরদখল করে রাখা জায়গা হাতছাড়া হওয়ার ভয়েই কি নতুন এই পরিস্থিতি তৈরি করা হল? কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেন এই পরিস্থিতি হল, খোঁজ নিয়ে দেখব। সাধারণ মানুষ ভুগবেন, এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না।’’ ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুলিশের উপ-নগরপাল (সেন্ট্রাল ডিভিশন) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।’’ কিন্তু এই ঘটনায় কাউকে গ্

দুর্গাপুর: শ্রমিক নেতাদের বিরূদ্ধে অভিযোগ করেন ঠিকা শ্রমিক

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুরে কারখানা গুলিতে চাঁদা তোলার জুলুম চলছে, বন্ধ কর এগুলো, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পরদিনই দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বিরূদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এক বর্ষীয়ান ঠিকা শ্রমিক। দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ আজবাহার অভিযোগ করলেন, দাবি মত তোলা দিতে না পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। এ্যাম্বুলেন্স কেনা বাবদ দিতে হবে ৩০০০ টাকা, মাসে মাসে দিতে হবে ১০০ টাকা করে, সেই টাকা দিতে অস্বীকার করেন ঠিকে শ্রমিক শেখ আজবাহার। এরপরই তার কাজ চলে যায়, অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জী, শেখ মনিরুল ও আবু র বিরূদ্ধে। শেখ আজবাহারের আর মাত্র ৭ মাস চাকরি ছিল , আইএনটিটিইউসি নেতা দীপংকর লাহা কে গোটা বিষয়টি জানালেও তা মানতে নারাজ ওই ঠিকেদার সংস্থা, যারা কাজ বন্ধ করেছে, তারা না বললে কাজ ফেরানো হবে না জানিয়েছে ঠিকেদার সংস্থা, এমনই জানান শেখ আজবাহার।

দুর্গাপুর:- চিকিৎসার গাফিলতিতে মৃ*ত্যু হয় ছাত্রীর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর :চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃ*ত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর। মৃ*তার নাম নিশা কুন্ডু। এই ঘটনাকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামানো হলো কমব্যাক্ত ফোর্স।বুকে ও পেটে ব্যাথা নিয়ে গতকাল সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে, বিকেলে আচমকা তাকে মৃ*ত বলে ঘোষণা করা হয়, এরপরই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়, উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃ*তার পরিবারের। অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই মৃ*ত্যু হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে।

বাঁকুড়া:- দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' বাঁকুড়ার আম

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' পাড়ি দিচ্ছে 'বাঁকুড়ার আম'। আগামী ১৬ জুন দিল্লীতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত 'আম্রপালি' সহ বিভিন্ন জাতের ৭ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।   প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভীন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।     আমচাষী নিত্যানন্দ গরাই বলেন, আমার বাগানে ১০০ প্রজাতির আমের গাছ আছে, তবে এবার ৪০ টি প্রজাতির গাছে ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যাণ্ড, বাংল

সল্টলেক:- বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: NEET UG পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে AIDSO বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই পুলিশ তাঁদের জোর করে পিজন ভ্যানে তোলে।আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ। ্

বর্ধমান:-দোষীর শাস্তি চেয়ে থানায় বিক্ষোভ স্থানীয় মানুষদের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: সোনিয়া আ*ত্মহ*ত্যা করেনি তাকে খু*ন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা। স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেন, এটা আ*ত্মহ*ত্যা নয় সোনিয়াকে খু*ন করা হয়েছে। তাই তার খু*নের তদন্ত চেয়ে দোষীর যথাপুযুক্ত শাস্তির ব্যবস্থা কারুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া মেলামেশা করত সে এই কাজটি করেছে আমরা সন্দেহ করছি। আমরা চাই তার যত উপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য,১০ই জুন সোমবার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্প বয়সি মহিলার ঝুলন্ত মৃ*তদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃ*ত মহিলার নাম সোনিয়া দাস বয়স আনুমানিক ২২বছর।তিনি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরই আজ বর্ধমান থানার সামনে বিক্ষোভ সামিল হন এলাকার সমস্ত বাসিন্দারা।

মানিকতলা:- উপনির্বাচনের প্রচারে তৃণমূল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মানিকতলা: মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন প্রচার শুরু।উল্টোডাঙার মুচিবাজার হরিশ নিয়োগী রোডে।দেওয়াল লিখছেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী।

দিনহাটা:- নকল সোনা বিক্রি করতে ধরা পরে এক মহিলা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পরল এক মহিলা। রবিবার দুপুরে ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারি দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েন এক মহিলা। জানা যায় ওই মহিলার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে। জানা যায় ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসে। সেখানে থাকার দোকানে কর্মচারীরা, ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায় ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটি নকল। কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিক কেও খবর দেন। এরপরেই ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা। এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায়। এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই যুবতী কে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি তবে তার বাড়ি অসমে এমনটাই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারতো তাহলে বড় ধরনের প্রতারণা

মালদা:-কংগ্রেস কর্মীকে খু*নের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: এক কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে খু*নের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আকমল শেখ নামে বছর বাইশের ওই কংগ্রেস কর্মীকে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে কো*পানো হয় বলে অভিযোগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃ*ত্যু হয় তার।ঘটনাটি ঘটেছে মানিকচক থানার জেসারত টোলা এলাকায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খু*নের অভিযোগ তুলেছে মৃ*তের পরিবার। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মালদা:- আম নয় লিচুই ভরসা জোগাচ্ছে চাষিদের

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত। কিন্তু এবছর আবহাওয়া খামখেয়ালি থাকাই আমের ফলনে ব্যাপক ঘাটতি। মাথায় হাত পড়েছে আম চাষি থেকে ব্যবসায়ীদের। কিন্তু সেই ঘাটতির খোরাক পূরণ করতে পারে লিচু। এই গরমে সস্তায় এবার মিলছে রসালো ফল লিচু। মালদার বাজারে কোথাও কিলো হিসাবে আবার কোথাও পিস হিসাবে দেদার বিক্রি হচ্ছে লিচু। মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সঙ্গে মালদার ফুটপাত কার্যত দখল করে নিয়েছে লিচুর পসরা। দেশি প্রজাতির গুটি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে। দামও সস্তা এবার লিচুর, কারণ মালদহের বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর। মালদহের লিচু ইতিমধ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যে।‌ মালদহের বাজারে মাত্র ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। তবে গুটি প্রজাতির লিচুর দাম কিছুটা কম রয়েছে। কারণ ইতিমধ্যে পাকতে শুরু করেছে বোম্বাই প্রজাতির লিচু। জামাইষষ্ঠীর আগেই বাজারে অনেকটাই সস্তায় মিলছে লিচু। আগামী কয়েকদিনে বাজারে আরও বেশি পরিমাণে বিক্রি শুরু হবে বোম্বাই প্রজাতির লিচু। এই বছর লিচুর ফলন বেশি হয়েছে তাই অনেকট

পাণ্ডবেশ্বর:- ডিম ভাঙতেই বেরালো সাপের বাচ্চা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পাণ্ডবেশ্বর:ডিম ভাঙতেই বেরিয়ে এল সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায়।সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে,আর এইসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ । যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি, সেই রকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা।  বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোল্টি ডিম ভাঙতেই, ডিমের ভেতর থেকে বেরিয়ে এল সাপের বাচ্চা, এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহী গ্রামের ডিহি পাড়ার বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।  ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা। এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নারের পরিবার সহ ডিহি পাড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সোমনাথ মন্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখলো। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে। তাই ডিম খাওয়ার আগে একটু দেখে ন

কলকাতা:- প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণীর শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন বিবস্বান বিশ্বাস। নদিয়ার বিবস্বান আইএসসিই বোর্ডের পড়ুয়া। চতুর্থ স্থানে আছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খাউন্ড। পঞ্চম স্থানে সাউথ পয়েন্টের ময়ূখ চৌধুরি। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। চার জন সিবিএসই বোর্ডের। প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। এবার পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৯২। পাশের হার ৯৯.‌৫৩ শতাংশ।

বীরভূম:- ভোটপরবর্তী সন্ত্রাস বীরভূমে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অনুব্রতহীন বীরভূমে লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয় বোলপুর ও বীরভূম কেন্দ্রে নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের ২ প্রার্থী অসিত মাল সহ শতাব্দী রায় । জেলায় ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকরা । এরই মাঝে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে । অভিযোগ গতকাল মধ্যরাতে তৃণমূলের একদল দুস্কৃতী গোয়ালা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে বোমা মারে এমনকি তাকে প্রান নাশের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে । বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লারপুর ১নং মন্ডলের বিজেপি সভাপতি শ্যামল ব্যানার্জী । এ বিষয়ে তিনি আরো জানান পুলিশ ঘটনায় অভিযুক্তদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে অভিযুক্তদের উপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপি নেতা শ্যামল ব্যানার্জীর । ঘটনার খবর পেয়ে বুধবার বেলা ১১:৩০ নাগাদ মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে । ঘটনার জেরে আতঙ্কিত এলাক‍াবাসীরা ,এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয় । যদিও ঘটনার

দুর্গাপুর:- জয়ের শংসাপত্র পান কীর্তি আজাদ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয় লাভের পরেই তার হাতে শংসাপত্র তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক । জয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃতি আজাদ জানান ,যা কাজ উন্নয়ন বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি মঙ্গলবার রাত ন'টায় দুর্গাপুরে ইস্পাত নগরীতে তাকে স্বাগত জানাতে আসেন জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয় লাভের পরেই তার হাতে শংসাপত্র তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক । জয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃতি আজাদ জানান ,যা কাজ উন্নয়ন বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি মঙ্গলবার রাত ন'টায় দুর্গাপুরে ইস্পাত নগরীতে তাকে স্বাগত জানাতে আসেন জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার

নিউটাউন:- সন্দেশখালি ইস্যু নিয়েও আশানুরূপ ফল হল না

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নিউটাউন:*দিলীপের জমানায় ১৮, শুভেন্দু সুকান্তর জমানায় ১২* পার্টি চলতে থাকে। লড়াই চলতে থাকে। নেতা পাল্টে যায়। এটা ঠিক আমরা ২০২১ পর্যন্ত এগিয়েছি। বহু কর্মী শহীদ হয়েছেন। আক্রান্ত হয়েছেন। আমরা ১৮ সংসদ এবং ৭৭ বিধায়ক পেয়েছিলাম। ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে। ভোটের শতাংশ একই আছে। আর গ্রোথ হয়নি। আমরা গত ৩ বছরে এগোতে পারিনি। ভাবতে হবে। এইখানে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাব্জেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম। কিন্তু সব কর্মীরা নামেনি। গতি রুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবেন।  *পদ থেকে আপনাকে অপসারণ এবং আপনার আসন চেঞ্জ* অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে। দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে। যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন।  *আপনাকে আন্দামানে সংগঠনের কাজে পাঠানো হল মাঝ

মালদা:- রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা:হরিশ্চন্দ্রপুরে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী।১০ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছে মা।দ্বারস্থ থানায়। পুলিস সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা(২২)।তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে।‌নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন,আমার মেয়ে বোবা।কথা বলতে পারে না।তবে সবকিছু বুঝতে পারে।পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল।মেয়ে আমার কাছে থাকত।কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল।গত ২৫ মে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাচ্ছিল না। কোথায় আছে?কি অবস্থায় আছে?কিছুই জানি না।

কাকদ্বীপ:- একাধিক কারণে পুনঃনির্বাচন কাকদ্বীপে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: নির্বাচন কমিশনারের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার আরডির মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যার বুথ নাম্বার ২৬, গত এক তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিয়েছে শাসক দল। একই সঙ্গে অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল, এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেন। তবে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি কোন এক অজানা কারণে এই ভোট হচ্ছে।  সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইভিএম চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় ৭:২০। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এই এলাকার ভোটাররা, পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকেই জানিয়েছেন এলাকা শান্তিপূর্ণ। এখানে কোনদিন কোন গন্ডগোল হয় না। কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনও পর্যন্ত বুঝতে পারেনি।

পূর্ব বর্ধমান:- সন্তানকে রেখে আ*ত্মঘাতী মা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা জামনা পঞ্চায়েতের অন্তর্গত কানপুর গ্রামে বৈশাখী প্রামানিক রায়। বিবাহ হয়েছিল বুধপুর গ্রাম। কিন্তু বৈশাখী প্রামানিক রায় বাপের বাড়ি কানপুর গ্রামে দেড় বছর ধরেই থাকেন, ৩ বছরের বাচ্চা শিশুর সঙ্গে এবং তার মা, বাবার সাথে। আজ সকাল পাঁচটার সময় শিশু দুধ খেতে যায় তার দুদুমা কাছে ,সেই মুহূর্তেই বৈশাখী প্রামানিক রায়, নিজের ঘরে মধ্যে গলায় দড়ি দিয়ে আ*ত্মঘাতী হলেন, বৈশাখী প্রামানিক রায় ওনার বাবা এসে দেখতে পায়, ঘরের মধ্যে ঝু*লছে, ঐ দেখে তাড়াতাড়ি বাড়ির লোকজনকে জানায়, তার পর মন্তেশ্বর থানায় খবর দেন, মন্তেশ্বর পুলিশ প্রশাসনকে মৃত বৈশাখী প্রামানিক রায়কে হসপিটাল নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক দেখেন, মৃ*ত্যু বলে ঘোষণা করেন। আজ মন্তেশ্বর থেকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় পো*স্টম*র্টেম করার জন্য। কানপুর গ্রামের প্রতিটি লোক শোকাহত হয়।