Posts

Showing posts from August, 2024

নিরালায় নিরিবিলিতে কাটানোর সেরা জায়গা এই পাহাড়ি ছোট্ট গ্রামে

Image
  খবর দিনভোর,জলপাইগুড়ি,সজল দাশগুপ্ত :- অনেকেই পাহাড়ে বেড়াতে ভালোবাসেন। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য খুব দুর্দান্ত একটি ঘোরবার জায়গা কালিংপং এর ছোট্ট একটি গ্রাম। যেখানকার পরিবেশ অসাধারণ মায়াবী, যা দেখলে মুগ্ধতা নিয়ে আসবে। পাহাড় প্রেমীদের কাছে এই জায়গাটি অসাধারণ একটি জায়গা। পুজোর সময় অনেকে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য কালিংপং এর বেনদা গ্রামটি অসাধারণ একটি ঘোরার জায়গা। সারাদিন ঘোরাফেরা করবার পর কটেজে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা। আর সকাল হলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। এক অপরূপ মুগ্ধতা নিয়ে আসবে এই গ্রামে গেলে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই পাহাড়ি গ্রামে চাষবাস হয়ে থাকে। সেই দৃশ্য এক অসাধারণ দৃশ্য। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি গামী ট্রেনগুলিতে করে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা গন্তব্যস্থল। দিন কয়েক অসাধারণ অনুভূতি নিয়ে কাটিয়ে দেওয়া যাবে এখানে। একদিকে যেরকম রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ, পাশাপাশি রংবেরঙের ফুল, পাখির কলতান। সবকিছু নিয়ে দুর্দান্ত।

বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর হামলা

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ নৈহাটি - মঙ্গলবার নৈহাটি বিজেপি কর্মী সৌমজিৎ মোদক বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে তৃণমূল  দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তাকে বেধরক মারধর করে এবং তার বাড়ি এবং টোটো ভাঙচুর করে বলে অভিযোগ । * যদিও তৃনমুলে পক্ষ থেকে  এই ঘটনা অস্বীকার করেছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন আজ এই অত্যাচার করছে তৃণমূল। আগামী দিনে তারাও এই অত্যাচারের মুখে পড়বে। যদিও সমস্ত বিষয় নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বা কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। 

বীরভূম দুবরাজপুরের বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুরে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি। তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। পাশাপাশি রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করেন। তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুন্ধুমার হয়েছে। রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে। সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন। তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর ডাক দেওয়া হয়েছে।

বিজেপির বনধ ঘিরে উত্তেজনা সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়।

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- বিজেপির বনধ ঘিরে উত্তেজনা সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়। প্রথমে এসেই বিজেপি কর্মীরা পথ অবরধ করে। পরে পুলিশ এসে সরিয়ে দেয়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয়৷ এরপরেই একটি বেরসকারি বাস স্ট্যাণ্ড থেকে বেরোলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপির  বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতারা । ব্যাপক ধস্তাধস্তি। বীরভূম, সিউড়ি: বাস স্ট্যাণ্ডের পর সিউড়ির চৈতালি মোড়।রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বনধের সমর্থনে বিজেপি কর্মীরা প্রথমে বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ দেখায়। সেখান থেকে তাঁরা কার্যালয় ফিরছিল। সেই সময় বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করে পুলিশ। এরপরেই পুলিশের গাড়ি আটকে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। এরপরেই পুলিশের গাড়ি ঘিরে আন্দোলন করে বিক্ষোভকারীরা। এখনও বিশাল পুলিশবাহিনি এসে পৌছেছে। বীরভূম, সিউড়ি: বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই সহ ৪০ জনকে আটক করা হয়। এদিন চৈতালী মোড়ের কাছে অবস্থান বিক

আসানসোল:- আরজিকরের ঘটনায় পথ অবরোধ করে পড়ুয়ারা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আরজিকরের ঘটনার প্রতিবাদের এবার পথে নামলো সালানপুর ব্লকের ছাত্রছাত্রীরা।আরজিকর কলেজের মেডিকেল ছাত্রীর ধ*র্ষণ ও হ*ত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে,এবং দোষীর ফাঁ*সির দাবি জানিয়ে সালানপুর ব্লকের কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা রূপনারায়ানপুর ডিএভি স্কুল থেকে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন।মিছিলের শেষে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড এর কাছে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানায় পড়ুয়ারা।প্রায় দশ মিনিট এই পথ অবরোধ চলে।তবে মিছিলে দেখা যায় সালানপুর ব্লকের ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জীকে।ছাত্রছাত্রীরা জানান কোনো দলের ডাকে নয় ছাত্র ছাত্রীরা নিজে থেকেই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই প্রতিবাদে যোগদেন।আমাদের একটাই দাবি আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁ*সি।

মালদা:- জায়গা নিয়ে বিবাদ দুই পরিবারের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজারের চন্ডিপুরের আজিমপুর এলাকা । বৃহস্পতিবার সকালে সমর রজকের সঙ্গে প্রতিবেশী গৌর দাসের মধ্যে বচসা হয়। পরে, গৌর দাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সমর ও তাঁর স্ত্রীকে ও তার দুই কন্যাকে ব্যাপক মা*রধর করে। তাঁদের বাড়িতে ও মোটর বাইকে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনায় সমরের পরিবারের তিন জন জখম হন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ।

কলকাতা:- আর জি করে CISF এর টিম

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছালো cisf এর টিম। সেখানেই মহিলা cisf এর জওয়ান রা রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ডিপ্লয়মেন্ট শুরু হয়। এখন তাঁরা administrative building এর সামনে থাকে।

মালদা:- র*ক্ত বিক্রির অভিযোগে আটক দুই ব্যক্তি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লা*ড ব্যাংকের সামনে টাকার বিনিময়ে র*ক্ত বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক পাঁচটা নাগাদ এই অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ধৃতরা হল মীরচক এলাকার বাসিন্দা মোঃ আলিম শেখ এবং পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা খুদু দাস। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

কলকাতা:- ভাড়া নিতে গিয়ে উধাও রেহানা সহ ৪ বছরের নাতি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেহানা বেগম (৪৫) নারকেলডাঙ্গার বাসিন্দা। ৪ বছরের নাতি কে সঙ্গে নিয়ে তোপসিয়ায় তার আরেকটি বাড়িতে ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়ে নিখোঁজ হয়। ভাড়াটিয়ার নাম বিকি সাউ পেশায় ট্যাক্সিচালক তালতলার বাসিন্দা। বিগত তিন মাস ধরে রেহানা বেগমের ৬৫ জি.জে.খান রোড, তোপসিয়া, কলকাতা ৩৯ এর বাড়িতে বিকি সাউ ভাড়া থাকতো। কিন্তু তিন মাস ধরে ভাড়ার টাকা দেয়না সে। গতকালকে সে তার নাতিকে নিয়ে ভাড়া নিতে যায়। তারপর থেকেই নিখোঁজ হয় রেহানা ও তার ৪ বছরের নাতি। এরপর পুলিশের থেকে খবর পায় তারা। পরিবারের দাবি, পুলিশ তাদের জানিয়েছে নেশাগ্রস্থ অবস্থায় বিকি ই রেহানা কে ধারালো অস্ত্রের আ*ঘাত করে খু*ন করে আনন্দপুরে ফেলে গেছে। পুলিশ সূত্রে খবর তার ৪ বছরের নাতি গাড়ির ভিতর চিৎকার করছিল বলে বিকি সেই শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ এখন বিকীকেকে জিজ্ঞাসাবাদ করে রেহানার ৪ বছরের নাতির খোঁজ পেতে চাইছে। ইতিমধ্যেই বিকিকে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দপুর থানায় উপস্থিত রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) আরিশ বিলাল। এই মুহূর্তে রাজ্য মহি

হাওড়া:- তরুণীকে এসিড হামলায় চাঞ্চল্য এলাকায়

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বেলুড়: ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে এসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে।গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ।  বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথেসাথে খতিয়ে দেখেন তারা। কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। হাওড়া সিটি পুলিশের ডি সি পি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হয়েছে।ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারন সম্পর্কে কিছু জানাতে পারেননি।তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেফতার দাবী করেছেন।পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত।ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে।

শিলিগুড়ি:- শিলিগুড়িতে পালিত হলো রাখি বন্ধন উৎসব

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :আজ পবিত্র রাখি বন্ধন উৎসব, বিভিন্ন স্থানে এই রাখি বন্ধন উৎসব উদযাপিত হচ্ছে। এদিন সকালে শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায় উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসব। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এছাড়া ট্রাফিক পুলিশের তরফ থেকেও উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসবের। উপস্থিত ছিলেন সিপি, এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন বিকালে আর জি কর ঘটনার প্রতিবাদ জানানো হয় প্রতিবাদী রাখির মাধ্যমে। পথ চলতি মানুষদের হাতে কালো রঙের রিবন পরিয়ে দেন নাইটস অফ ইওর গ্রুপের সদস্যরা। পাশাপাশি এদিন সন্ধ্যায় এনজিপি সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উৎসব উদযাপন করে স্মাইল চ্যারিটি। কিন্নর সমাজের সাথে তারা এই পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করে।

নানুর:- CBI এর দপ্তর ঘেরাও করার হুমকি কাজল শেখের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নানুর: কাজল শেখের বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সি বি আইয়ের দপ্তর ঘেরাও করা হবে। রবিবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে নানুর থানার অন্তর্গত খুজুটিপাড়ায় আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্ম মত নির্বিশেষে আরজিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিলেন। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল, নানুর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর জি করের ঘটনা খুবই দুঃখজনক এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে এবং দোষীদের বারবার ফাঁ*সির দাবি তুলছেন মানুষজন। রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক এবং দোষীদের ফাঁ*সি হোক। ।

বীরভূম:- 'we want justice' স্লোগান নিয়ে রাজপথে আইনজীবীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধ*র্ষণ ও হ*ত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলন নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁ*সির দাবিতে পথে নেমেছেন। এবার বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খু*নের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে। এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তাঁরা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে we want justice স্লোগান তোলেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মণ্ডল, সোম শুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল-ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়ি এসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা।

শিলিগুড়ি :- দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক্সপ্রেস

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির সাহুডাঙ্গিতে তেলের ট্যাংকারের ১০০ মিটার পেছনে চলে আসে আপ রাজধানী এক্সপ্রেস। গার্ডের নজর পড়ায় তড়িঘড়ি রাজধানী এক্সপ্রেস থামিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি।

উত্তর ২৪ পরগনা:- পুলিশের জলে দুজন দুষ্কৃতি ধরা পড়ল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: গতকাল গভীর রাতে ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সাইডিং এলাকায় চলল গুলি গুলিতে আহত এমডি আর্সেনাল আনসারী বয়স কুড়ি পুলিশ সূত্রে জানা যায় ৫ নম্বর সাইডিং এলাকায় পাবজি গেম খেলছিল সেই সময়ে ওই এলাকার এক দুষ্কৃতী যার নাম শাহজাহান আলী। পিকে নামে পরিচিত সেটা দলবল নিয়ে সেখানে গুলি চালায়, গুলি এমডি আর্সেনালের নিতম্বে লাগে আহত যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে এদের নাম সনু ওরফে গ্যাস অন্যজন নাম পড়ভিন এদেরকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

কলকাতা:- আর জি করে সিবিআইয়ের টিম তদন্তে আসে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআই এর একটি টিম ফরেনসিক আধিকারিকদের নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। মিনিট কুড়ি সিবিআই এর আধিকারিকরা সেমিনার হলে তদন্ত প্রক্রিয়া চালান । তারপর তারা আরজিগর হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও সিবিআই এর ফরেনসিকের আধিকারিকরা এখনও পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছেন প্লেস অফ অপারেন্সে ।

সুভাষগ্রাম:-যাত্রী অসন্তোষের জেরে রেলস্টেশন অবরোধ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সুভাষগ্রাম: শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসে, সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা। ঘটনাস্থলে GRP ও সোনারপুর থানার পুলিশ।

নৈহাটি:- ফাঁ*সি দেওয়ার দাবি নিয়ে তৃণমূলের মিছিল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে আরজি কর এর ডাক্তার এর হ*ত্যাকারীর ফাঁ*সি চাই এই দাবিতে এবং মা বোনদের সন্মান আমাদের সন্মান এই দাবী নিয়ে নৈহাটি ফেরিঘাট থেকে গৌরীপুর পর্য্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করে।এই মিছিলে পা মেলান পার্থ ভৌমিক সহ তৃণমূল কংগ্রেস এর কর্মী সমর্থকরা।পার্থ ভৌমিক বলেন যে মেয়েটি বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার জন্য ব্রত নিয়েছিল তাকে আরজিকর হাসপাতালে নৃশংস ভাবে খু*ন হতে হলো।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর উপযুক্ত শাস্তি চাই।আমরা ফাঁ*সি চাই।সিবিআই কে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে।এবং ফাঁ*সির ব্যবস্থা করতে হবে।শুভেন্দু অধিকারী লোক পাঠিয়েছিল প্রমাণ লোপাট করার জন্য সিপিএম এর সাথে আতাত করে।

জগদ্দল:- আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় বিজেপি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: আর জি কর হসপিটালে পড়ুয়া ডাক্তারের মৃ*ত্যুতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ, ধিক্কার মিছিল। সকলেরই একটাই দাবি দোষীরা উপযুক্ত শাস্তি পাক। আজও এ বিক্ষোভ অব্যাহত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের জগদ্দল থানার সামনে রাস্তার ওপর বসে বিক্ষোভ প্রদর্শন।মূলতঃ আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুনীকে নৃশংসভাবে খু*নের ঘটনার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।

পূর্ব বর্ধমান:- শর্ট সার্কিটের কারণে আহত ৪ মৃ*ত্যু ১

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা অন্তগত ভারুচা গ্রামে "মা মনসা" পূজা মহা ধুমধামে হয়ে থাকে,শ্যামল দাসের নেতৃত্বে। প্রতিবছর যেভাবে পূজায় হয়, আজও সেই ভাবেই পূজোর হয়ে ছিল কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় কারেন্টের শর্ট সার্কিট হয়ে, পূজার উপশিরা পূজার সময় গ্রিলের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে,ফলে কারেন্ট হয়ে যায়, পাঁচজন আহত হয় কিন্তু স্থানীয় এলাকাবাসী তাড়াতাড়ি মন্তেশ্বর শাস্ত্র কেন্দ্রে নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক দেখেন,পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে চারজনকে আর একজনা মন্তেশ্বর হসপিটাল-ই মা*রা যায়। মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে যান, মৃ*ত কদম হাজরা বাড়ি ভারুচা গ্রাম, আনুমানিক বয়স ৪০,মন্তেশ্বর থানায় নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য।সুমিত্রা ঘোষ, জুরানি ঘড়ুই, মানু ঘোষ, শেফালী ঘোষ,উনাদের বাড়ি ভারুচা ও লোহার গ্রামে।

আরজি করের ঘটনার প্রতিবাদে জায়গা জায়গায় বিক্ষোভ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি:  *শান্তিনিকেতন* এবার আরজিকর কান্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে। “মেয়রা রাত দখল করো-THE NIGHT IS OURS “ এই ছিল শ্লোগান R.G KAR হাসপাতাল নৃশংস ঘটনার প্রতিবাদে। তিলোত্তমার জন্য শহর তিলোত্তমা তে রাত্রিতে জমে ছিল ভিড় হাজারো মহিলাদের।  তবে পিছিয়ে থাকে নি জেলার শহর গুলো।  জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে।শান্তিনিকেতনের রতনপল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। কিন্তু এখানে দেখা গেল হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন। অন্যদিকে সাঁইথিয়ার আহমদপুরে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে আনন্দোলনে সামিল হতে।মহিলারা মা কালি বেশ ধরে মা দুর্গা সেজে রাস্তায় মিচ্ছিল করছে ,সেই দশভুজা দেবতা দের দাবি R.G KAR হাসপাতাল কাণ্ডের অভিযুক্ত দের কঠোর শাস্তি হোক। রামপুরহাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তার দখল নিল মহিলরা। সিউড়ী তে মহিলারা মোবাইল ফ্লাস জ্বালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষ দের রাখা হয়েছিল ব্যারিগেটের বাইরে । *দুবরাজপুর* কলকাতার আর.জি. কর

উত্তর ২৪ পরগনা: আর জি কর কলেজের ঘটনা জেরেই পথে নামল সাধারণ মানুষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪পরগনা: কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী এবং ডাক্তার নৃশংস ভাবে খু*ন এবং ধ*র্ষণ হয় তার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে সারা রাজ্যজুড়ে ডাক দেওয়া হয়েছিল ১৪ ই আগস্ট রাতে রাস্তা দখল করবে মহিলারা সেই ডাকে সাড়া দিয়ে পানিহাটি এইচ বি টাউন মোড়ে সোদপুর মধ্যমগ্রাম রোডে গানে কবিতায় আকার মধ্যে দিয়ে প্রতিবাদ সানি তো হচ্ছে এলাকার সাধারণ মানুষ পরিবারের মহিলারা এসে সেই প্রতিবাদ মঞ্চে অংশগ্রহণ করে।কামারহাটি রথতলা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মানুষের প্রতিবাদে বিটি রোড গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল মানুষের প্রতিবাদের সোদপুর ট্রাফিক মোড় দুটো দিকের আপ এবং ডাউন দুটো দিকের রাস্তায় মানুষ বন্ধ করে দিল তাদের প্রতিবাদের ভাষায় তাদের একটাই কথা ন্যায্য বিচার চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি চাই।

ময়ূরেশ্বর:- স্বাধীনতা দিবসে প্রতিবাদের ঝড় তুলল ছাত্রসমাজ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ময়ূরেশ্বর: আর জি কর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে নির্মম হ*ত্যার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো ছাত্র সমাজ। উল্লেখ্য গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নির্মম হ*ত্যা কাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা কোটাসুর হাই স্কুল মাঠে একত্রিত হয়ে কোটাসুর স্কুল মাঠ থেকে কোটাসুর বাজার পর্যন্ত শোক মিছিল ও প্রতিবাদে সামিল হলো ছাত্র সমাজ এছাড়াও উপস্থিত ছিল এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ। বৃহস্পতিবার এই মিছিলের মাধ্যমে আর জি করে নির্মম হ*ত্যার প্রতিবাদে নানান বক্তব্য রাখলেন সমাজ সচেতন মানুষরা।  তবে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল শেষে এই নরকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে কোটাসুর স্কুল মাঠে নীরবতা পালন সহ গর্জে উঠলো ছাত্রসমাজ।

মালদা:- নিজের বাড়ি ভাঙছে আত্মীয়-স্বজন! কিন্তু কেন?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: গ্রামের দূর থেকে আপনার কানে আসবে ঠুকঠাক আওয়াজ। গ্রামে ঢুকতেই দেখা যাবে বাড়ি ভাঙার কাজ চলছে। নিজের সাধের বাড়ি নিজ হাতে আত্মীয়স্বজন মিলে ভাঙছেন। বয়স্কদের চোখে মুখে আতঙ্কের ছাপ। বন্যা ভয় নেই, রয়েছে ভাঙ্গন ভয়। মূল গঙ্গা নদী বাড়ি থেকে সামান্য দূরে।কিন্তু নদীর জল উপচে বাড়ির গোড়া পর্যন্ত। যেকোনো মুহূর্তে বাড়ি গুলোকে নিজ গর্ভে গঙ্গা নিয়ে নিতে পারে। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর, হুকুমত টোলা ও ঈশ্বর টোলা এলাকার নদী লাগুয়া বাসিন্দারা নিজ বাড়িঘর ভাঙতে শুরু করেছেন। সারি সারি লাইন ধরে ট্রাকটারে করে বাড়ির জিনিসপত্র দূর আত্মীয়-স্বজনদের বাড়ি পাঠানো হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোন নিরাপদ আশ্রয় যাবেন তা ভাবতে পারছেন না। মানিকচক ব্লক প্রশাসনের তরফে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ও নিরাপদ আশ্রয়স্থলে ভাঙ্গন কবলিতদের রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্যার সঙ্গে মোকাবিলা করতে পারব। কিন্তু ভাঙ্গন হচ্ছে। আমাদের জমি জমা সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আর ভিটে মাটি নেই। বন্যা শেষে ছেলেমেয়েদের নিয়ে কথাই যাবো? এটা ভাবতেই রাতের ঘুম উড়েছে তাদে

সিউড়ি:- নাশকতা ঠেকাতে তৎপর পুলিশ প্রশাসন

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতামূলক ঘটনা এড়াতে দুবরাজপুর রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিউড়ি জিআরপি এবং দুবরাজপুর থানার পুলিশ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এদিন গোটা স্টেশনে তল্লাশি চালানো হয়। স্বাধীনতা দিবসের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নাশকতা রুখতে সিউড়ি জিআরপি ও দুবরাজপুর থানার পুলিশ যৌথ ভাবে দুবরাজপুর রেল স্টেশনে কড়া নজরদারি শুরু করল। আজ মঙ্গলবার সকাল থেকেই সিউড়ি জিআরপি এবং দুবরাজপুর থানার পুলিশ যৌথভাবে রেল স্টেশন এবং রেল লাইনে মেটাল ডিটেকটর দিয়ে জোর তল্লাশি চালায়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি জিআরপি ওসি শামসুল আলম, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। রেল পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা জোরদার করতে ও যে কোন ধরণের নাশকতা রুখতে এই বিশেষ তল্লাশি অভিযান চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

বীরভূম:- বিদ্যুৎ পরিষেবার গাড়ি আটকে বিক্ষোভ!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: প্রায় সপ্তাহখানেক থেকে বিদ্যুৎ পরিষেবার সমস্যা দেখা দিয়েছিল বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কলেশ্বর গ্রামে। আর যার যেরে ক্ষুব্ধ হয়ে ওঠে ওই এলাকার মানুষ। কেননা বিদ্যুৎ পরিষেবায় সমস্যা থাকার জন্য বাড়িতে বাড়িতে মটরে জল তোলার সমস্যা হয়েছিল, ঠিক একইভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে লক্ষাধিক লোকের সমাগম হয় কলেশ্বরের শিব মন্দিরে। সেই মন্দির সহ গ্রাম জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকার জন্য পানীয় জল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক আলো সব জিনিস নিয়ে সমস্যায় পড়েছিল ওই একার মানুষ। তবে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কলেশ্বর শিব মন্দির এলাকায় কোটাসুর বিদ্যুৎ অফিস থেকে একটি গাড়ি যখন বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পরিচালনা করার জন্য পৌঁছায় আর তখনই এলাকার মানুষ সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেশ্বর শিব মন্দিরের সামনেই। এলাকার মানুষ দাবি করেন আগে বিদ্যুৎ অফিসের আধিকারিক সেখানে এসে পৌঁছাবে তারপর তারা সেই গাড়ি ছাড়বে। ঠিক তার পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে কলেশ্বর লোকপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেশ্বর এলাকার মানুষ

নদিয়া:- ছিনতাই হওয়া ফোন ও ব্যাগ ফিরে পায় ছাত্রী, খুশি পরিবার

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নদিয়া:এক কলেজ ছাত্রীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই হয়ে যাওয়ার ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের কূলকিনারা খুঁজে বের করল পুলিশ, উদ্ধার মোবাইল ফোন, ঘটনায় পুলিশের জালে গ্রেফতার হয় এক অভিযুক্ত। জানা যায় গত ৮ তারিখ রাত্রি ৮ঃ৩০ নাগাদ শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সুনিমা দেবনাথের মেয়ে অঙ্কিতা দেবনাথ টিউশনি করে বাড়িতে ফিরছিল, তখনই ওই ওয়ার্ডের একটি ফাঁকা রাস্তায় কলেজ ছাত্রীকে দাঁড় করিয়ে তার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী, যদিও দুজনেই একটি বাইকে ছিল। চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন, পুরো ঘটনা জানানো হয় পরিবারকে। সেদিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ, এরপর ৭২ ঘন্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মা, সুনিমা দেবনাথ এর দাবি, তার মেয়ের সাথে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তাতে তারা খুবই চিন্তিত ছিলেন, কিন্তু পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে মেয়ের ফোনটি উদ্ধার করাতে এখন পুলিশকে কুর্নিশ জানাচ্ছেন তিন

*মালদা:- আর্থিক অনটনের কবলে মাঝিরা!*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: নৌকা পারাপার বন্ধ আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাঁজ মাঝিদের।কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোন সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধি স্থল। বাংলা ও ঝাড়খন্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মত চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোন কারনে সময় মত লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে।মাজিদের দাব