Posts

Showing posts from October, 2022

চুপ করে থাকুন সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের

Image
"চুপ করে থাকুন"সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের  নিজস্ব প্রতিবেদন: সাংবাদিকদের প্রশ্নের উত্তরের বদলে "চুপ করে থাকুন" বলে ধমক দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সোমবার আলিপুর আদালতের সামনে পার্থ চট্টোপাধ্যায় কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধমক দিয়ে বলেন "চুপ করে থাকুন"।  সিবিআইয়ের তরফ থেকে জানা যায় তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে আরো তদন্ত বাকি আছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই তদন্তে আরো অভিযুক্ত রয়েছে কিন্তু এই তদন্ত করতে ছ মাস লাগবে এবং পড়ুয়ারদের সঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে এখনও অনেক তথ্য সংগ্রহ করা বাকি আছে। শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান ৪৫ দিন ধরে তার মক্কেল কাস্টডিতে আছেন।  অপরদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন "বারবার বলা হচ্ছে বেআইনিভাবে চাকরি হয়েছে। এই তথ্য ছাড়া আর কোন কিছু দিতে পারছেন না। তদন্ত প্রক্রিয়ার জন্য সিবিআই যা যা তথ্য উদ্ধার করেছে সেগুলি সঠিকভাবে আদালতে জ

মঙ্গলবার গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Image
মঙ্গলবার গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদন: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের পর ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার সেখানে যাবেন তিনি৷ রবিবার সন্ধেয় মোরবির সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জন মানুষের মৃত্যু হয়েছে৷ এখনও নিখোঁজ বহু মানুষ, চলছে উদ্ধারকাজ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান৷ তিনি বলেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। গুজরাট সরকার গতকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। কেন্দ্রে তরফ থেকে রাজ্য সরকারকে সমস্ত সাহায্য করা হচ্ছে।

১২৬ বছর পার করে ১২৭ বছরের পদার্পণ করলেন শ্রী শ্রী শিবানন্দ বাবাজি

Image
  ১২৬ বছর পার করে ১২৭ বছরের পদার্পণ করলেন শ্রী শ্রী শিবানন্দ বাবাজি খবর দিনভোর নিউজ ডেস্ক : ১২৬ বছর পার করে ১২৭ বছরে পদার্পণ করলেন কাশি ধামের কর্মযোগী মানুষ বিশ্বে আলোচিত মানুষ বিশ্বের বুকে সব থেকে প্রবীণো তম মানুষ কর্মযোগী এই মানুষটি পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হন উনি সারা জীবন যোগাসন করা এবং চিনি তেল মসলাবাদের খাবার খেয়ে এতদিন শুধু যোগাসনের উপরেই বিশ্বের প্রবীণওতম মানুষের আলোচিত হয়েছেন উনি সারা জীবন কুষ্ঠ রোগীদের কাজ করে চলেছেন উড়িষ্যার পুরীতে কুষ্ঠ রোগীদের সেবা করেন আমাদের রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে কুষ্ঠ রোগীদের মধ্যে কাজ করে চলছে গতকাল কাশীধাম থেকে কলকাতার সোদপুর সুখচরে আসেন উনার এক ভক্তের বাড়িতে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে আলোচিত হচ্ছে শুধু এত বছর এইভাবে জীবিত থেকে মানুষের মধ্যে কাজ করে যাওয়া উনি কাল ভক্তের বাড়িতে এসে সবাইকে বলে যান কাশিধামে উনার আশ্রমে যাওয়া জন্য এবং সেখানে উনি কিভাবে জীবন যাত্রা পরিচালনা করেন কিভাবে মানুষের সেবা করেন দেখে আসবার জন্য এবং পুরীতেও যাবার জন্য সমস্ত ভক্তদেরকে উনি অনুরোধ করেন এবং সোদপুর শুকচরে উনার ভক্তের বাড়ির থেকে আবার উনি ফির

বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনী

Image
  বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনী সুফল চন্দ, শ্রীরামপুর: ২২ শে অক্টোবর শনিবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের উদ্যোগে একটি বিজয়া সম্মেলনী হল। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়,  প্রাক্তন পৌর প্রশাসক ও বর্তমান সিআইসি গৌর মোহন দে, কাউন্সিলর ঝুমা শীল, কাবুল মুখার্জী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কর্মী ও সমর্থকরা।

চাকরীপ্রার্থীদের উপর অমানবিক পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি

Image
  বিজেপি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সুফল চন্দ, শ্রীরামপুর: বিজেপি ২২ শে অক্টোবর শনিবার  শ্রীরামপুর  সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শ্রীরামপুরের বটতলা অব্দি এক প্রতিবাদ মিছিল করেন, জানা যায় মধ্যরাতে পুলিশ টেট পাস চাকুরী প্রার্থীদের ওপর যেভাবে অত্যাচার করেছে এবং তারপর তুলে নিয়ে গেছে তার প্রতিবাদেই বিজেপির এই মিছিল। শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিস থেকে প্রথমে মিছিল শুরু হয় এবং শেষে বটতলায় এসে বিক্ষোভ করে।  এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর  সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক, মন্ডল ১ এর সভানেত্রী সাথী কুমার, বিজেপি নেত্রী শষী সিং, অমিতাভ ঘোষ, রিংকু ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। উপযুক্ত চাকরিপ্রার্থী যারা পরীক্ষায় পাস করেছেন তাদের চাকরি দেওয়া হোক এবং সরকার সর্বতভাবে সহযোগিতা করুক এবং যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে , জানিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি ।

হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলা পক্ষের বিক্ষোভ, পথসভা উত্তরপাড়ার মাখলাতে

Image
  **বিজেপি শাসিত কেন্দ্র সরকারের হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলা পক্ষ হুগলী জেলার প্রতিবাদ, বিক্ষোভ, পথসভা  উত্তরপাড়ার মাখলাতে  ** হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির দ্বারা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা, শিক্ষাদান, তথ্য আদান-প্রদান ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ইংরেজি সরিয়ে হিন্দি বাধ্যতামূলক করা, হিন্দি না জানার কারণে ভারতীয় নাগরিককে শাস্তি দেওয়া, অহিন্দি জাতির অর্থ ও সম্পদ লুঠ করে সেই টাকায় ভারতে এবং ভারতের বাইরে রাষ্ট্রপুঞ্জে হিন্দি চাপানোর মাধ্যমে বাঙালী এবং সকল অহিন্দি জাতির বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে স্থায়ীভাবে হিন্দি সাম্রাজ্যবাদের দাস বানানোর চক্রান্তের বিরুদ্ধে ভারতের বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর হুগলী জেলা সংগঠনিক শাখা ২০শে  অক্টোবর, ২০২২ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি করল উত্তরপাড়ার মাখলা। পথসভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর হুগলীজেলার উত্তরপাড়ার সহযোদ্ধারা । ভারতের প্রতিটি বাঙালির মৌলিক অধিকার রক্ষা করতে বাংলা পক্ষ হুগলী জেলার উত্তরপাড়ায়  এই বিক্ষোভ কর্মসূচি । এই পথসভায় হিন্দি সাম্রাজ্যবাদকে ধিক্কার জানানো প্ল্যাকার্ড যেমন ছিল, তেমনই ছিল বাঙালি জাতির অভিভাবক চিত্ত

জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’

Image
  জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’ বিজয়া দশমীতে ভাসানের দিন হড়পা বানে যখন স্থানীয় মানুষজন তলিয়ে যাচ্ছিলেন, তখন সাতজন নিজের জীবনের পরোয়া না করে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নদীতে। তাই আজ মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে প্রশাসনিক বৈঠকে ডেকে বিপরযয়ে উদ্ধারকারী সাতজনকে আর্থিক পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের চাকরির দরকার, তাঁদের চাকরির ব্যবস্থাও করেন তিনি। প্রত্যেককে মঞ্চে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন, তারপর তাঁদের হাতে তুলে দেন সাহসিকতার শংসাপত্র এবং ১ লক্ষ টাকার চেক। ৫ জন চাকরির অফার নিয়েছে, ২ চাকরি করছেন, তাঁরা নিজেদের কাজ চালিয়ে যেতে আগ্রহী বলে জানান। মুখ্যমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।

সিঙ্গুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উৎযাপন

Image
  সৌরভ আদক,  সিঙ্গুর : ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো সিঙ্গুরে, পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কমিউনিস্ট পার্টির দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক বর্ষীয়াণ অমর চন্দ্র মহাশয়।  এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ লোকাল কমিটির সদস্য তরুণ দাস, শেখ ইসমাইল,  সুগত কর, দিবাকর শী, সুদন পাল ও অন্যান্যরা।

ভরদুপুরে ছিনতাই এর ঘটনা ঘটলো সিঙ্গুরের বাজেমেলিয়ায়

Image
  সৌরভ আদক, সিঙ্গুর : সিঙ্গুরের বাজেমেলিয়া'র ব্রাহ্মণপাড়া এলাকায় সুমন্ত মন্ডলের বাড়ি থেকে ভরদুপুরে ছিনতাই এর ঘটনা ঘটলো। এদিন ৩ জন দুষ্কৃতি বাইকে করে এসে, শাড়ি কেনার অছিলায় গৃহে প্রবেশ করে, এরপর গৃহবধূ শকুন্তলা মন্ডল শাড়ি বাছার জন্যে কাপড় দেখতে গেলে ১জন দুষ্কৃতি পিছনে থেকে ধারালো ছুরি দেখিয়ে ২টো আলমারি লন্ডভন্ড করে নগদ ৪০০০ টাকা ও সোনার কানের দুল ছিনতাই করে নিয়ে যায়।  ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ প্রশাসন।  এদিন সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পালের নেতৃত্বে  পুলিশ আধিকারিকেরা পুলিশ প্রশাসনেরা গৃহবধূ শকুন্তলা মন্ডলের বয়ান নেন। এলকায় চাঞ্চল্য ছড়িয়েছে, ভরদুপুরে ছিনতাই এর বিভীষিকাময় ঘটনা ঘটায়। বাড়িতে ছিনতাইবাজেরা প্রবেশের সময়ে গৃহবধূ শকুন্তলা মন্ডল রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং ২ সন্তান রুদ্র ও সুমনা মন্ডল স্নানকার্য সারছিলেন।

নবমীর রাত্রে কোন্নগরের দূর্গা পূজার মন্ডপে আগুন

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক , কোন্নগর: বাঙালির আবেগ দুর্গাপুজোর শেষ রাত নবমীর রাত। মঙ্গলবার নবমীর দিন সন্ধ্যার দিক দিয়ে কোন্নগর পল্লীশ্রী দুর্গাপুজো কমিটির মন্ডপে আগুন লাগে। কোন্নগর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে পল্লীশ্রী দুর্গাপূজা কমিটি এই বছরে তাদের মন্ডপ কে গ্রামের পরিবেশ হিসাবে তৈরি করার জন্য খড়, কাপড় ও বাঁশ ব্যবহার করে। সন্ধ্যার সময় এই পূজোর মন্ডপে আগুন লাগলে দ্রুত গতিতে  ছড়িয়ে পড়ে, তার ফলে মন্ডপের অধিকাংশ জায়গা পুড়ে যায়। আগুন লাগার পর সেটা দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য জল ঢালে। পরে ফায়ার ব্রিগেডকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে কিভাবে আগুন মণ্ডপে লাগল সে বিষয়টা বুঝে উঠতে পারছে না কেউই।