বারইপুর: অটো ও ডাম্পারের সংঘর্ষে মৃ*ত্যু শিশু কন্যার

খবর দিনভর,বারইপুর: অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু হল দশ বছরের শিশু কন্যার। মৃ*তের নাম অন্বেষা মন্ডল (১০)। আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে বারইপুর থানার অর্জুন তলায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখম অবস্থায় চারজনকে বারইপুর থেকে কলকাতা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, এদিন বাসুদেব মন্ডলের পিসিমা মারা যাওযায় তাঁরা বারুইপুর এর জোড়া মন্দির শ্ম*শানে শেষ কৃত্বে এসেছিল। সেখান থেকে বাড়ি পীরখালীতে অটো করে ফেরার পথে সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সেই গাড়িতেই ছিল অটো চালক বাসুদেব মণ্ডল সহ তাঁর স্ত্রী মীনা মণ্ডল, ছোট মেয়ে অন্বেষা, বড় মেয়ে কলেজ পড়ুয়া তিয়াসা মণ্ডল ও আত্মীয় শিবু মাকাল। অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের লোকজন বলেন, খোলসেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী অন্বেষা।