Posts

Showing posts from April, 2025

বারইপুর: অটো ও ডাম্পারের সংঘর্ষে মৃ*ত্যু শিশু কন্যার

Image
 খবর দিনভর,বারইপুর: অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু হল দশ বছরের  শিশু কন্যার। মৃ*তের নাম অন্বেষা মন্ডল (১০)। আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে  বারইপুর থানার অর্জুন তলায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখম অবস্থায়  চারজনকে  বারইপুর থেকে  কলকাতা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, এদিন বাসুদেব মন্ডলের পিসিমা মারা যাওযায় তাঁরা বারুইপুর এর জোড়া মন্দির শ্ম*শানে শেষ কৃত্বে এসেছিল। সেখান থেকে বাড়ি পীরখালীতে অটো করে ফেরার পথে সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সেই গাড়িতেই ছিল অটো চালক বাসুদেব মণ্ডল সহ তাঁর স্ত্রী মীনা মণ্ডল, ছোট মেয়ে  অন্বেষা, বড় মেয়ে কলেজ পড়ুয়া তিয়াসা মণ্ডল ও আত্মীয় শিবু মাকাল। অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের লোকজন বলেন, খোলসেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী অন্বেষা।

মালদা: মালদা সফরে অভিনেতা ও বিধায়ক সোহম

Image
 খবর দিনভর, মালদা: আজ মালদায় এলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জানা যায় সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে করে মালদা টাউন স্টেশনে নামেন তিনি। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

বীরভূম:খেলা করতে গিয়ে জলে ডুবে মৃ*ত্যু তিন শিশুর

Image
 খবর দিনভর,বীরভূম: খেলা করতে গিয়ে দীঘির জলে ডুবে মৃ*ত্যু হলো তিন শিশুর। তাদের মধ্যে দুজন শিশুকন্যা ও একজন শিশুপুত্র মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। মৃ*তদের নাম নাসরিন খাতুন (৪) , নুরানী খাতুন (৫) ও তামিম সেখ (৮) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উওরপাড়ার দীঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দীঘির জলে পড়ে গিয়ে ডুবে যায়। একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃ*ত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা। পৌঁছায় নলহাটী থানার পুলিশ। পুলিশ মৃ*তদেহ গু*লি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

ফুলবেরিয়া: একাধিক দাবি জানিয়ে বিক্ষোপ দোকানদারেরা

Image
 খবর দিনভর,ফুলবেরিয়া:রাস্তা দিয়ে অনবরত চলছে ইসি এল এর কয়লা বোঝাই ডাম্পার। সেই ডাম্পার আটকে বিক্ষোভ দেখাল ফুলবেরিয়া গ্রামের দোকান দারেরা । মূলত তাদের দাবি এই সব  ডাম্পার গুলি সকাল থেকে সারাদিন ধরে ওভার লোডিং চলে যার ফলে রাস্তা নষ্ট হচ্ছে একই সাথে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ছে ।আর রাস্তায় ধুলো ওরা যাতে বন্ধ হয় সেই দাবি জানিয়েই রবিবার সকাল থেকেই গ্রামের দোকান দারেরা ট্রান্সফোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার সামডি ক্যাম্প এর পুলিশ ও সিকুরিটি গার্ড জয়দেব রায় ।ফুলবেড়িয়া গ্রামের দোকান দারেরা জানায় সালানপুর ইসিএল এর ডাবর কোলিয়ারি ও মোহনপুর  কোলিয়ারি থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা সামডি ফুলবেরিয়া হয়ে বনজেমারি সাইডিং এ নিয়ে যাওয়া হয় ।কিন্তু সামডি থেকে ফুলবেড়ীয়া পর্যন্ত  রাস্তা খারাপ রয়েছে তাছারা প্রচন্ড পরিমাণে ধুলো ওরে যার ফলে বাড়ী ঘর সহ দোকানের অবস্থা খারাপ হয়ে পড়ছে ।সেই কারনে তারা দোকান বন্ধ করে দোকানের সব চাবি এক সিকুরিটি এর হাতে তুলে দেন ।তারা জানায়  এই ধুলোর ফলে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে ।তাছারা যখন ড...

কোচবিহার: কোচবিহার জেলা প্রশাসনের 'ফুটপাথ দখলমুক্ত' অভিযান

Image
 খবর দিনভর, কোচবিহার: রবিবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট  সহ বিভিন্ন জায়গার ফুটপাথ দখল মুক্ত করলো কোচবিহার জেলা প্রশাসন । কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখলমুক্ত অভিযান হয় । যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও   দোকান করছিল তা জিসিপি দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন। সদর মহকুমা শাসক আধিকারিকরা ছাড়াও   পৌরসভা ও পুলিশের আধিকারাও এই অভিযানে উপস্থিত ছিল ।  একই সাথে কোচবিহার রাস মেলা ময়দানে একটি মন্দিরের পাশে বাঁশ দিয়ে ঘিরে রাখা জায়গাও দখলমুক্ত করল জেলা প্রশাসন । এতেই ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে। শুধুমাত্র দেশবন্ধু মার্কেট কেন ! হাসপাতালের মাতৃমার পাশে থাকা দোকানগুলোর বিরুদ্ধে,কেন কোন পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন।

পূর্ব মেদিনীপুর: লক্ষীর ভান্ডারে লক্ষ্মী লাভ, অভিনব ভাবনা চিত্রকরের

Image
 খবর দিনভর,  পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর পটুয়াপাড়ায় হরিচক, নানকারচক ও মুরাদপুর এই তিনটি গ্ৰাম মিলে ১১৫ টি পটুয়া পরিবারের বাস। পটশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা  পটশিল্পে এনেছে এক অভিনব পরিবর্তন। যুগের সঙ্গে তাল মিলাতে বর্তমানে তাদের গানের সাথে পরিবেশিত জড়ানো পটচিত্রের বিষয়টি কে মনের অজান্তেই গৌন করে ফেলেছেন। তাদের কাছে এখন মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে সমাজের চাহিদা মতো নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর উপর পট শিল্পকে ফুটিয়ে তোলা। টি শার্ট, ওড়না, পাঞ্জাবি, কুর্তি, শাড়ি, কাঠের ট্রে, মাটির ও অ্যালুমিনিয়ামের ফুলদানি, ছাতা, মাটির জলের বোতল এবং পেনদানি থেকে শুরু করে  নিত্য প্রয়োজনীয় প্রভৃতি জিনিসপত্রের উপর পটশিল্পকে তারা সযত্নে লালন পালন করছে। তাদের উদ্দেশ্য একটাই, অস্তিত্ব রক্ষার সাথে সাথে পট শিল্পের প্রসার ঘটানো। পট শিল্পের গুরুত্ব ও কদর বর্তমান লোকশিল্পপ্রেমী মানুষের মনেও জায়গা পেয়েছে। তাই চন্ডিপুর পটুয়াপাড়ায় আবেদ চিত্রকর ও সায়েরা চিত্রকর এর এখন নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে। কলিকাতার রাজা...

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম

Image
 খবর দিনভর,বীরভূম:ফের বোমা বিস্ফোরণ বীরভূমে। কিছুদিন আগে বাড়ির চিলেকোঠার মধ্যে মজুদ রাখা বোমা বিস্ফোরণে হাত উড়েছিল মারগ্রামের এক ব্যাক্তির। আর গতকাল  হঠাৎ শুক্রবার  সকালে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার হাতোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে ফের বোমা বিস্ফোরণ। গত ভোর পাঁচটা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা যায়। দক্ষিণ সিজা গ্রামের শেখ ফিরোজ এর বাড়িতে বেশ কিছু বোমা মজুদ রাখা ছিল। হঠাৎ গত ভোর পাঁচটা নাগাদ ব্লাস্ট হয়ে যায় সেই বোমা।তারপর তড়িঘড়ি তার বাড়ির জিসিপি দিয়ে জায়গাগুলো সমান করে দেওয়া হয় বলে জানা যায়। বোমা বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির দেওয়ালের কিছু অংশ। শেখ ফিরোজের বাড়ির পুরুষরা বাড়ি থেকে  পলাতক।বাড়ির মেয়েদের দাবি বাইরে কাজে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুদ রেখেছিল তার পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে  সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ তার তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর।

বীরভূম: ধ*র্ষণের অভিযোগ আটক এক ব্যক্তি

Image
 খবর দিনভর, বীরভূম: এক গৃহবধুকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধ*র্ষন করার অভিযোগ মল্লারপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ী বীরভূমের মল্লারপুর থানা এলাকায়।  নি*র্যা*তিতা গৃহবধুর অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ায় জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে তাকে মোটর সাইকেলে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর ওই গৃহবধুকে ওই এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে তাকে ধ*র্ষন করে বলে অভিযোগ। বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নি*র্যা*তিতার মা। এরপর নি*র্যা*তিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। সেখানে অভিযুক্ত নিজের ধাবার ঘর থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধ*র্ষনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।...

রিষড়া: পাকিস্তান রেঞ্জার্সর অধীনে রিষড়ার বিএসএফ জওয়ান

Image
 খবর দিনভর,রিষড়া:রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকার বাসিন্দা পুর্নম কুমার সাউ বিএসএফ জওয়ান।পাঞ্জাবের পাঠানকোটের ২৪ নম্বর ব্যাটেলিয়ানের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল। বুধবার সেখানেই ডিউটি করার সময় শরীর খারাপ লাগায়।একটি গাছের ছায়ায় বসেছিলেন।বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায়।রাত আটটা নাগাদ এক বন্ধু ফোন করে ঘটনার কথা জানায় বাড়িতে।বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন,মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে কথা হয় শেষ বারের মত।যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। পরিবারের সকলেই চাইছে পূর্নম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক।বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা দেবন্তি দেবী স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে।

কাশ্মীরের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন আত্মজ সেবা সংস্থার সদস্যরা ।

Image
  খবর দিনভোর ,নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি  কাশ্মীরের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ , সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত মানুষদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন আত্মজ সেবা সংস্থার সদস্যরা এদিন সন্ধ্যায় তারা বাঘাযতীন পার্কের সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

Image
  খবর দিনভোর, শিলিগুড়ি,  সংবাদদাতা:সজল দাশগুপ্ত   বৈশাখ মাস পড়তেই তাপমাত্রার পারদ বাড়ছে, গত বছরের ব্যাপক গরম পড়েছিল শহর শিলিগুড়িতে। এ বছরে সেরকম আভাস পাওয়া যাচ্ছে। গরমে নাজেহাল মানুষ। এদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পাশাপাশি পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার । তিনি জানান গত বছরেও তিনি প্রচণ্ড গরমের সময় পানীয় জল বিতরণ করেছিলেন, এ বছরে তিনি কর্তব্য তো ট্রাফিক পুলিশ ও পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন।

মালদা সফরে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি

Image
 খবর দিনভর,মালদা: মালদা জেলা ক্রীড়া সংস্থার আহবানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাক্তন অধিনায়ক। মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি।

পহেলগাঁওয়কাণ্ডে মৃ*ত্যু বাঙলার তিন সন্তানের

Image
 খবর  দিনভর,কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হা*ম*লায় আরেক বাঙালির মৃ*ত্যুর কথা জানা গেল। নিহতের নাম সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যে তিনজনের মৃ*ত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হা*ম*লায়। এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃ*ত্যুর কথা প্রকাশ্যে এসেছে। এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃ*তের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। কর্মসূত্রে আইবি অফিসার মণীশ সপরিবারে হায়দরাবাদের অফিসার থাকতেন বলে জানা গিয়েছেন। বেহালার সমীর গুহর নাম উঠে আসার ফলে এখনও পর্যন্ত রাজ্যের তিনজনের মৃ*ত্যুর কথা জানা গেল। যদিও প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় প্রথম দু’জনের নাম থাকলেও সমীরের নাম নেই।

স্কুলের মাঠে মেলা প্রতিবাদে স্কুলের ছাত্ররা

Image
 খবর দিনভর নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:হিন্দি হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখী মেলা। ইতিমধ্যে কাঠামো তৈরীর কাজ চলছে। তবে স্কুলের মাঠে কেন মেলা? প্রতিবাদে সরব স্কুলের ছাত্ররা ও প্রাক্তন ছাত্ররা। এদিন তারা স্কুলের গেটের সামনে স্কুলের মাঠে কেন মেলা হচ্ছে? প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি লক্ষ্য করা যায় স্কুলের গেটের সামনে পড়ে আছে ম*দের বোতল। এই বিষয় নিয়েও তারা সোচ্চার হোন। এদিন দেখা যায় স্কুলের গেটের সামনে স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং স্কুলের পড়ুয়ার স্কুলের মাঠে কেন মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আগামিকাল বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা

Image
 খবর দিনভর, নিউস ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশ তিথিতে পালিত হবে বরুথিনী একাদশী এবং পারন হবে পরেরদিন শুক্রবার । আমরা আজ বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বলব। বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন- হে বাসুদেব! আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন।  শ্রীকৃষ্ণ বললেন- হে রাজন! ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘বরুথিনী’ নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পর...

সুকান্তর নেতৃতে বিজেপির 'ডি এম অফিস চলো' কর্মসূচি

Image
 খবর দিনভর, সুফল চন্দ, হুগলী: গত 22 শে  এপ্রিল মঙ্গলবার  হুগলী জেলার অন্তর্গত হুগলী সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃতে 'ডি এম অফিস চলো' কর্মসূচি করা হয়েছিল। এই কর্মসূচিতে বিজেপির নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীরা উপস্থিত ছিল। হুগলী  বিজেপি জেলার কার্যালয় থেকে শুরু করে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এক বিশাল পদমিছিল হয়।  সাম্প্রতিক মুর্শিদাবাদের ঘটনা এবং 26000 চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির এই প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিল  আটকাতে বিশাল পুলিশ বাহিনী দেয়া হয় এবং বারিগেট দেওয়া হয় । বিজেপি  দুটি বারিগেট ভাঙে  এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। শেষে চুচুড়া ঘড়ির মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করে এই কর্মসূচি শেষ করে ।

কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী,আদালতের দ্বারস্থ পরিবার*

Image
 খবর  দিনভর, এগরা: খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক।এগরার বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতির নিজের স্কুল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়।ঐ স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই।সেই স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ  স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেছে। বর্তমানে ঐ ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডি এলেড এর ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ বিধায়ক নিজে পানিপারুল স্কুলের প্রধান শিক্ষক। তাসত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রী K2 থেকে নাম বাদ গেছে। বার বার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি। এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানিয়েছি।সমস্যার সমাধান হয়নি।শেষ পর্যন্ত বাধ্য কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা। কলেজ ছাত্রী রিয়া জানিয়েছে আমি স্কুল শিক্ষিকা হতে চাই। আমার পরিবার আর্থিকভাবে দুর্বল।এই টাকাটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম।স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার পড়াশোনা ও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্র...

অসুস্থ রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Image
 খবর  দিনভর, কলকাতা:  অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তাঁর। তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলো স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর। তাঁর বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলছে। রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একাদশীর কেন নিষেধ ভাত খাওয়া?

Image
 খবর দিনভর, নিউজ ডেস্ক, সুফল চন্দ: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী তিথির গুরুত্ব খুবই উল্লেখযগ্গো, খুবই নিষ্ঠা সহকারে একাদশী তিথি পালন করে থাকে । মনে করা হয় যে এইদিন উপবাস থেকে  শ্রী হরির পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি মাসে দুটি করে বছরে মোট  চব্বিশটি একাদশী পালন করার রীতি হিন্দু ধর্মে  বলা আছে।  একাদশী পালন করলে একাধিক নিয়ম আছে যারমধ্যে রয়েছে  ভাত খাওয়া নিষেধ। কিন্তু কেন? কথিত আছে মহর্ষি মেধা ভগবতীর ক্রোধ থেকে বাচতে  নিজের দেহ অং*শগুলিকে মাটিতে বিলীন করে যার থেকে জন্ম হয় ধান ও যবের, সেইদিন ছিল একাদশী তিথি। তাই একাদশীর দিন ভাত খাওয়ার অর্থ হল মহর্ষি মেধার র*ক্ত ও মাং*স খাওয়ার সমান।  এই কারণে একাদশীর তিথিতে  ভাত খাওয়া নিষেধ করা হয়েছে।

ত্রিপল চুরির ঘটনায় ধৃত এক

Image
 খবর দিনভর,নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে থেকে চুরির ঘটনা। এই বিষয়ে জানা গেছে  সরকারি ত্রিপল চুরি করবার পরে বিক্রি করতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম মহম্মদ কারিম, ধৃতের বাড়ি শালবাড়ির নয়া বস্তি এলাকায়। মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে অন্তত ১০টি ত্রিপল চুরির হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা  সামনে আসতেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবার পর তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার অভিযুক্ত মাটিগাড়া বাজারে ত্রিপলগুলি বিক্রি যায়  , তখন পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।