Posts

Showing posts from May, 2025

বীরভূম: বাস দুর্ঘটনা, মৃ*ত ১, জ*খম ২০ জন, এলাকায় চাঞ্চল্য

Image
 খবর  দিনভর,বীরভূম:গামারকুন্ডু থেকে সিউড়ি যাবার রুটে সিউড়ি থানার নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭ মে সকালে বাস দু*র্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ একটি বেসরকারী যাত্রীবাহী বাস রাস্তা খারাপ থাকার কারণে উল্টে যায় বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে৷ মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে ১ জনের মৃ*ত্যু হয়েছে, জ*খম হয়েছেন প্রায় ২০ জন, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমনটাই জানা গিয়েছে৷ ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছয়৷ দু*র্ঘটনার পরই আহত যাত্রীদের সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এক জন মা*রা যান৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর৷ ঘটনার প্রেক্ষিতে অনেকে দুঃখ প্রকাশ করেন৷ রাস্তা খারাপ থাকার কারণে এমন দু*র্ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে৷

কাশ্মীর: কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত,১০০ জঙ্গি নিকেশ হয়

Image
 খবর দিনভর,কাশ্মীর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। জানা গিয়েছে, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের ফলে কমপক্ষে ১০০ জঙ্গি নিকেশ হয়েছে।

শিলিগুড়ি: রাতের অন্ধকারে নাম বদল কলোনির, বিতর্কে উত্তাল শিলিগুড়ি*

Image
 খবর দিনভর,শিলিগুড়ি : রাতের আঁধারে ফের নাম বদলের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। সদ্য পরিবর্তিত ‘ভারত মাতা মোড়’-এর নাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে বদলে হয়ে গেল ‘বিশ্বাস কলোনি মোড়’। কে বা কারা এই নাম পরিবর্তনের কাজ করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সোমবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে পাকিস্তান মোড় নামক একটি মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভারত মাতা মোড়’। তবে ওই জায়গাটি সরকারি নথি অনুযায়ী ‘বিশ্বাস কলোনি’ নামে পরিচিত বলে জানিয়েছেন মাটিগাড়া বিডিও। তাঁর বক্তব্য, “পাকিস্তান মোড় নামে কোনও অফিসিয়াল নাম নেই। কোনো এলাকাকে নতুন করে নামকরণ করতে হলে তা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় আলোচনার মাধ্যমে অনুমোদন পেতে হয়।” এই প্রক্রিয়া উপেক্ষা করেই একের পর এক ব্যক্তি বা সংগঠনের ইচ্ছেমতো মোড়ের নাম পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় যে কেউ এসে ইচ্ছেমতো নাম বদলে যাচ্ছে, যা আইনের পরিপন্থী। এবিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ বা তদন্তের কথা ঘোষণা করা হয়নি। তবে নামকরণ...

রাজনগর: আগুনে পুড়ে ছাই চারটি খড়ের পালুই,আতঙ্ক গ্রামে

Image
 খবর  দিনভর, রাজনগর: রাজনগর থানার আবাদনগরে খামারে থাকা চারটি খড়ের পালুই আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ জানা গিয়েছে, আবাদনগরের বাসিন্দা পীতম্বর ঘোষের নিজের দুটি পালুই ও ভাগের দুটি পালুই মোট চারটি পালুই আগুনে পুড়েছে৷ ৫ মে রাত্রে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ৷ এবিষয়ে পীতম্বর বাবু রাজনগর থানায় লিখিত ভাবে জানিয়েছেন এমনটাই তাঁর পরিবারের সদস্যর সঙ্গে কথা বলে জানা গিয়েছে৷ রাত্রে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে বাড়ির লোকেরা ও বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন৷ বেশ কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ গ্রামবাসীদের তৎপরতায় ও সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়৷ বাড়ির সদস্য ও বাসিন্দাদের একাংশের অনুমান, কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে৷ এই পালুইগুলি থেকে সামান্য কিছুটা দূরত্বে থাকা পালুইএ অবশ্য আগুন লাগেনি৷ ফলে অনেকের সন্দেহ, কে বা কারা এই দুষ্কর্মটি করেছে৷ পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিও জানান কেউ কেউ৷

শিলিগুড়ি: ফলের বাজার আমের বাজার

Image
 খবর দিনভর,  শিলিগুড়ি:  বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে, এই সময় ফলের রাজা আমের লগ্ন। শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম। শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম। এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম, তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি। অন্তত ১০ থেকে ১২ দিন পর মালদার বিখ্যাত ল্যাংড়া আম শিলিগুড়ি র বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণের আম গুলি বাজারে বিকচ্ছে। চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা আসছেন আম নিচ্ছেন। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজার গুলিতে। ফলের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে থাকে আম। আমের চাটনি থেকে শুরু করে, বিভিন্ন রকম পদ রান্না হয় আম দিয়ে। সেই কারণে অনেকেই অপেক্ষা করে থাকেন আমের জন্য। এ বছরও লক্ষ্য করা গেল ফলের বাজার গুলিতে আমের যোগান রয়েছে ভরপুর, ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী ১০-১২ দিনের মধ্যে মালদার আম চলে আসবে, তখন বাজার আরো জমে উঠবে।

মালদা: প্রসূতির মৃ*ত্যু ঘিরে উত্তেজনা নার্সিংহোমের সামনে

Image
 খবর দিনভর,মালদা: প্রসূতির মৃ*ত্যুকে ঘিরে উত্তেজনা, বেসরকারি নার্সিংহোমের সামনে প্রসুতির মৃ*ত দেহ রেখে বিক্ষোভ মৃ*তার পরিবারে ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃ*তার পরিবারের। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া নার্সিংহোমে। তুমুল বিক্ষোভ মৃ*তার পরিবারের। সেখানে চিকিৎসককের খোঁজ চান আত্মীয়রা।পরে ওই চিকিৎসকের চেম্বারের ঢুকে থাকেন।তালা বন্দি গ্রিলের ধাক্কাধাক্কি করতে থাকেন।এক ঘন্টা ধরে তীব্র উত্তেজনা পরিস্থিতি ওই নার্সিংহোম চত্বরে।ঘটনাস্থলে চাঁচল থানার পুলিস ও র‍্যাফ মোতায়েন রয়েছে।পুলিশকে বেগ পেতে হয় ধুন্ধুমারে। জানা যায়,মৃ*তার নাম দীপিকা দাস (২৩)বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়ায়।সেই নার্সিংহোমে সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা দেবী।শারীরিক অবস্থা অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে রবিবার রাতে মৃ*ত্যু হয়।পরিবারের দাবি,কলকাতার চিকিৎসক বলেছেন,চিকিৎসায় খামতি থাকায় এই পরিণতি।কলকাতা থেকে দেহ নিয়ে এসে নার্সিংহোমের বাইরে দেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন।দুই সদ্যোজাতকে নিয়ে অনবরত উত্ত...

কলকাতা: কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক এলাকায়

Image
 খবর দিনভর, কলকাতা: গতকাল গভীর রাতে অর্থাৎ রাত্রি দুটো পনেরো মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙ্গে বাসিন্দাদের।।24/3 সিরিশচন্দ্র চৌধুরী লেনের একটি কারখানার পাঁচিল দীর্ঘদিন ধরেই হেলেছিল অভিযোগ, কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের।। গতকাল গভীর রাতে কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়িতে।। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাড়ির বাসিন্দারা।। বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রাণ হাতে কোনরকমেই ঘর থেকে বাইরে বের হন তারা।। আর জি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ।।  মূলত এটি বস্তি অঞ্চল এখানকার বাড়ির বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কারখানার পাঁচিল হেলেছিল তবে কারখানার মালিক কে জানিও কোন সুরাহা হয়নি।। গতকাল রাতেও কারখানার মালিক কে বহুবার ফোন করা হলেও কোন উত্তর মেলেনি কারখানার মালিকের তরফ থেকে।

পশ্চিম বর্ধমান: পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যাবস্থার দাবিতে বিক্ষোভ

Image
 খবর  দিনভর,পশ্চিম বর্ধমান:নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সোমবার সকালে আসানসোল শিল্পাঞ্চলের বিজেপির কর্মীরা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে মিছিল করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান। জেলা শাসক দপ্তরে কিছু দূরে একটা সভা করে জেলা শাসক তথা প্রশাসন কাছে নিবেদন করেন অবৈধভাবে ভিসার মেয়াদ শেষ হবার পর পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করতে। সভাতে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল, প্রাক্তন জেলা সভাপতিদ্বয় সহ বিশিষ্ট নেতৃত্বরা। কৃষ্ণেন্দু মুখার্জি জানান অনেক পাকিস্তানি নাগরিক আছে যাদের ভিসার মেয়াদ শেষ হবার পর তারা সরকারকে না জানিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বসবাস করছে প্রশাসন তাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করুক এই দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান প্রশাসনকে জানানো হবে আসানসোল শিল্পাঞ্চলের আনাচে কানাচে পাকিস্তানি নাগরিকরা বাস করে তাদের চিহ্নিত করতে হবে এবং দরকার হলে বিজেপির কর্মী ও সাধা...

সোনারপুরঃ*বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে বিধায়ক লাভলী মৈত্র

Image
 খবর দিনভর, সোনারপুরঃবিরল রোগে আক্রান্ত সোনারপুরের এক বছরের শিশু রিধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন-মরণের লড়াই। মাত্র চার মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ ১—a একটি বিরল ও প্রাণঘাতী রোগ। ধীরে ধীরে তার শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে। পা ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানোর পর নিশ্চিত হয় রিধিকা SMA-তে আক্রান্ত। এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হল একটি ভ্যাকসিন, যার দাম প্রায় ১৬ কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ও তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা। ইতিমধ্যে তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এবার এই লড়াইয়ে পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেসও। বিধায়ক লাভলী মৈত্র রিধিকার মা হৈমন্তী দাসের হাতে ৮ লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আ...

বীরভূম: তাজা বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্ল এলাকায়

Image
 খবর দিনভর, বীরভূম: বীরভূমের কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সোমবার গোপন সূত্রে খবর পান যে স্থানীয় থানার সাহাপুর-কল্যাণপুর গ্রাম লাগোয়া এলাকার মধ্যে জার ভর্তি বোমা মজুদ রয়েছে। খবর পাওয়া মাত্রই ওসি তৎক্ষণাৎ পুলিশ বাহিনী পাঠিয়ে জায়গাটা ঘিরে রাখার ব্যবস্থা করেন নিরাপত্তার স্বার্থে। পুলিশ সূত্রে জানা যায় যে একটি ঝোপের মধ্যে  প্লাস্টিকের জার ভর্তি ২৫টি তাজা বোমা মজুদ ছিল। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম ডিসপোজাল বিভাগে।এদিন  বিকেলেই ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল টিম এবং মজুদকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করেন। বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন। সেই সাথে দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন এবং নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। বোমা উদ্ধার ঘিরে এলাকায় ফের আতঙ্কের ছায়া। উল্লেখ্য মাস কয়েক আগে এই থানা এলাকার জামালপুর গ্রামে বালির তোলাবাজি নিয়ে শুরু হয় বোমাবাজি। যার ফলে একজনের একটি পা উড়ে যায়।তবে এ...

দেশের মানুষ যা চাইবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সেই পদক্ষেপ ই নেবে

Image
 খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,নিউ দিল্লি: নিউ দিল্লি : গতকাল দিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সশস্ত্র বাহিনীর পাশে থাকা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার প্রধান দায়িত্ব এবং যারা ভারতের দিকে কু*দৃষ্টি দেবে তাদের সঠিক জবাব দেওয়া হবে। আমাদের সেনার বাহিনীর পাশাপাশি দেশের সীমান্তে নিরাপত্তা রক্ষায় তাঁর ও দায়িত্ব রয়েছে। দেশের মানুষ যা চাইবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সেই পদক্ষেপই নেবে ।।                

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

Image
খবর দিনভোর ,নিজস্ব প্রতিবেদন,কলকাতা: সোমবার সকাল পৌনে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ২ জনের মৃ*ত্যু হয়েছে। আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে চার জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারও মাথায় হেলমেটও ছিল না। জানা গিয়েছে, ভোর পৌনে ৬টা নাগাদ EM Bypass দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন চার যুবক। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। রাস্তার ধারে ছিটকে পড়ে থাকা চার জনকেই উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃ*ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বীরভূম: সুদীপ বাস্কি শু*টআউট কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

Image
 খবর দিনভর, বীরভূম:পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কিকে লক্ষ্য করে হওয়া শু*টআউট কাণ্ডে বড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন পলাতক থাকা মূল অভিযুক্ত সনাতন মারিয়াকে গ্রেফতার করা হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকুড় জেলার মহেশপুর থানার অন্তর্গত ডুমুরঘাটি গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার একটি বিশেষ টিম। অভিযুক্তকে রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে পাঠান। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, “তদন্তের প্রয়োজনে এবং অস্ত্র ও ষড়যন্ত্রের নেপথ্য সন্ধানের জন্য সনাতন মারিয়ার ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।” এই ঘটনার তদন্তে গতি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি প্রশ্ন উঠছে—এ ধরনের শুটআউট কাণ্ডের পেছনে আরও কারা জড়িত, তাদের খোঁজে তৎপরতা বাড়িয়েছে রামপুরহাট থানার পুলিশ।

শিলিগুড়ি: গণবিবাহের আয়োজন দেশবন্ধু পাড়ার মহাম মায়া কালি বাড়িতে

Image
 খবর দিনভর, নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি:গণবিবাহের আয়োজন ১৮ জন নব দম্পতির নবজীবনে পদার্পণ। এদিন দেশবন্ধু পাড়া মহামায়া কালীবাড়িতে বিজন দাসের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়। ১৮ জন নব দম্পতির নতুন জীবন শুরু। তাদের জন্য বিভিন্ন উপহারের ও ব্যবস্থা করা হয়েছে। এই গণ বিবাহ দেখতে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। উপস্থিত হয়েছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ

Image
  খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়ি:  ১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ । সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে, শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে। গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে। তবে উপর্যপুরি বিষয় হলো , গত দশ বছরের আই সি এস ই পরীক্ষার ইতিহাসে সেই হলো প্রথম এবং অনন্য যে বাংলায় ১০০ তে ১০০ পেয়েছে। স্বাভাবিকভাবেই এই সাফল্যের খুশি গোটা শহরবাসী। ইতিহাস ভূগোল , ইংরেজি সাহিত্যে সে ১০০ তে ১০০ পেয়েছে। তবে বাংলায় ১০০ তে ১০০ পাওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয়। কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানির আগে এই সাফল্য কেউ পায়নি । এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার এই কৃতিত্বের পিছনে সিংহ ভাগ তার মা অনিন্দিতা চ্যাটার্জির অবদান রয়েছে। ছোট থেকে বাংলার প্রতি ভালোবাসা নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা, শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি। ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতি ছাত্রী জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চায় সে। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ তার ...

মহাকাশের জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বীরভূমের তাঁতিপাড়ার প্রদ্যুৎ দের।

Image
  খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূম :  মহাকাশের জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বীরভূমের তাঁতিপাড়ার প্রদ্যুৎ দের। আজ জীবনের প্রথম বড় পরীক্ষার অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ হল। সেই মাধ্যমিক ২০২৫ পরীক্ষায় এবছর বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র তাঁতিপাড়া হাটতলা গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ দে ৬৮৫ নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে এবং তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের রেকর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। যদিও শুধুমাত্র ১ নাম্বার কম পাওয়ার জন্য রাজ্যের মেধা তালিকায় সে এক থেকে দশের মধ্যে আসতে পারল না এই আফসোস তার মনকে কিছুটা আনন্দের মাঝেও বিষন্ন করে তুলেছে। তবে সে আশাবাদী রিভিউ করলে নাম্বার বাড়বে এবং রাজ্যের মেধাতালিকায় ১০ নম্বরের মধ্যে সে আসবেই। প্রদ্যুৎ ছোট থেকেই মেধাবী ছাত্র। তার স্বপ্ন ভবিষ্যতে সে মহাকাশের জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এবং একজন মহাকাশের জ্যোতির বিজ্ঞানী হবে। প্রদ্যুতের এই সাফল্যের পেছনে তার বাবা তন্ময় দে এবং মা ক্ষমা দে সহ পরিবারের অন্যান্য সদস্যদের অবদান থাকলেও বিদ্যালয়ের প্...

আলিপুরদুয়ার: বকেয়া বেতননের জন্য বিক্ষোভে শ্রমিকরা

Image
 খবর দিনভর,আলিপুরদুয়ার: আড়াই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে ফ্যাক্টরির সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। সংসার চালানো তো দূরের কথা, প্রতিদিনের খাবারের জোগান করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এক শ্রমিক। একইসঙ্গে শ্রমিকদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কিছুদিন চললে তাঁদের টিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে। তাই তাঁদের একটাই দাবি— দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক.প্রশাসনের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা।চা বাগানের এই সংকট ঘিরে উদ্বেগে স্থানীয় মানুষজনও।

উত্তর দিনাজপুর: জমি কিনে বিপাকে এক ব্যক্তি

Image
 খবর দিনভর, উত্তর দিনাজপুর: বিতর্কিত জমি কিনে বাড়ি করে বিপাকে পড়লেন এক ব্যক্তি, বুধবার গভীর রাতে সেই জমিতে তৈরি করা টিনের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুয়া এলাকায়। বাড়ির মালিক নুর আলম জানিয়েছেন খাটাখুয়া গ্রামের বাসিন্দা জামশেদ আলমের কাছ থেকে প্রায় ২ বছর আগে সেই জমি কিনে নিয়েছেন। এবং সেই জমি নিয়ে জামশেদ ও আবু সুফিয়ান এর মধ্যে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল বিষয়টি তিনি জানতেন না।  জমির কাগজ পত্র ঠিক থাকায় সেই জমি হেদলাগছ গ্রামের বাসিন্দা নুর আলম জামশেদ আলমের কাছে কিনে নেন। এরপর সেই জমিতে নতুন করে টিনের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন নুর আলম। বুধবার রাতে কিছু দুষ্কৃতী সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ। নুর আলমের দাবি জমি বিবাদের জেরে এই ঘটনা। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্হানীয় প্রতিনিধিরা। ঘটনাটি নিন্দনীয় বলে মনে করছেন অনেকেই।