Posts

Showing posts from April, 2022

সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Image
  নিজস্ব প্রতিনিধি, রিষড়া-কোন্নগর, হুগলী : আজ শনিবার হুগলীর রিষড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী কিশোর ঘোষের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান শ্রী গিরিধারী সাহা, প্রাক্তন পৌর প্রশাসক ও বর্তমান বোর্ডের সি আই সি শ্রী গৌর মোহন দে, তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা কাবুল মুখার্জী সহ অন্যান্যরা।

দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতার, একাধিক বিষয় আলোচনা

Image
  দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ মমতার, একাধিক বিষয় আলোচনা পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে তাঁদের। উঠে এসেছে ভাষার প্রসঙ্গ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার কথা বলেছেন, তাতে খুশি মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া আরও একাধিক বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। তবে তা ঠিক কী কী, সে বিষয় স্পষ্ট করেননি কেউই। তবে মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহল। দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে শনিবার বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলন ছিল। সকাল সকালই সেখানে পৌঁছে যান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলেই দিল্লি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা করে একান্তে বৈঠক সারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Ar

আজ হুগলীর সিঙ্গুরে রমজান উপলক্ষে বস্ত্রদান করলেন মন্ত্রী বেচারাম মান্না

Image
  আজ হুগলীর সিঙ্গুরে রমজান উপলক্ষে বস্ত্রদান করলেন মন্ত্রী বেচারাম মান্না  সিঙ্গুর, বড়া, হুগলী : আজ সিঙ্গুর বিধানসভার বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে, ৯০০ জন সংখ্যালঘু ভাই- বোনেদের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না।

ফল কিনতে গিয়ে অসুস্থ মহিলা এএসআই কে হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার নজির করলেন সাংসদ অপরূপা পোদ্দার

Image
সাংসদ অপরূপা পোদ্দার অসুস্থ মহিলা এএসআই কে হাসপাতালে ভর্তি করলেন সিঙ্গুর, নিজস্ব প্রতিনিধি : অফিস থেকে ফল কিনতে গিয়ে দুপুরের রোদে মাথা ঘুরে গাড়ি থেকে পড়ে যান মহিলা এ.এস.আই. তৃষা ঘোষ। রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে প্রাথমিক শুশ্রুষা করে ,নিজের গাড়িতে তুলে স্থানীয় হাসপাতালে পৌছে দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আজ দুপুরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের কামারকুন্ডু রেল গেটের সন্নিকটে।।  পুলিশ সূত্রে জানা গেছে, হুগলী গ্ৰামীন পুলিশের অধীনে কামারকুন্ডুতে কর্মরত লেডি এ এস আই তৃষা ঘোষ। আজ দুপুরে গাড়ি করে কামার কুন্ডু রেল স্টেশনের কাছে ফল কিনতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎ ই মাথা ঘুরে পড়ে ‌যান রাস্তায়। সেই সময় আরামবাগের দিক থেকে রিষড়ায় বাড়ির দিকে ফিরছিলে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে, গাড়ি থেকে নেমে লেডি এ এস আই কে রাস্তা থেকে তুলে রাস্তার পাশে একটা জায়গায় বসান, চোখে মুখে জল দিয়ে নিজের গাড়ি করে সঙ্গে সঙ্গে  সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সিঙ্গুর থানা ও হুগলী জেলা গ্ৰামীন পুলিশের আধিকারিকরা। লেডি এ এস আই তৃষা ঘোষ বলেন, কিভাবে প

আগামী ১লা মে ২০২২ উত্তরবঙ্গে টি গোল্ড ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Image
আগামী ১লা মে ২০২২ উত্তরবঙ্গে  টি গোল্ড ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন কলকাতা : আগামী ১লা মে ২০২২ উত্তরবঙ্গে 'টি গোল্ড' ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে এবং আগামী ইংরেজি ১৪ই মে ২০২২ প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে দার্জিলিং ।  এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জনগণকে জানানো হল। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না, শ্রম দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চারজনকে আটক করলো কোন্নগর থানার পুলিস, তরুণীকে গণধর্ষণের পর ভিডিও আপলোডের ঘটনায়

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক : পাড়ারই এক দ্বাদশ শ্রেণীর তরুণীকে ধর্ষণ করে সেই ভিডিও তুলে আরো কয়েকজনকে সেই ভিডিও দেখানো হয় । আরো চারজন মিলে সেই তরুণীকে ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।  শেষ পর্যন্ত তরুণী সহ্য করতে না পেরে বাড়িতে জানায় পরে উত্তর থানায় থানায় কেস ডায়েরি হয়।  শিবরাত্রি পূজার দিন ঘটনার সূত্রপাত হয়। জন্মদিনের পার্টিতে বন্ধুরা তরলের পানির সাথে মদ মিশিয়ে তা খাইয়ে গণধর্ষণ করে। এরপর সেই ধর্ষণের ভিডিও তুলে রেখে চলে লাগাতার হুমকি। এরপর আরও চারজন যুবক মিলে মেয়েটিকে গণধর্ষণ করে।  মেয়েটি বাড়িতে সব কথা জানিয়ে দেয়। উত্তরপাড়া থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে। 

রাজ্যে খাদ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে পড়ল সিলমোহর

Image
রাজ্যে খাদ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে পড়ল সিলমোহর খবর দিনভোর নিউজ ডেস্ক : রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে একাধিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার এই বৈঠক হয় নবান্নে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, স্বাস্থ্য ও খাদ্য দফতরে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। সঙ্গে আরও একগুচ্ছ ঘোষণা করা হয় এদিন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, নয়াচরের জমি হাতে এলেই সোলার পাওয়ার, ফিশি কালচার ঘোষণা করবে সরকার। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কর্মসংস্থানমুখী স্বাস্থ্য দফতরের অধীনে চুক্তিভিত্তিক আংশিক সময়ের এবং আউটসোর্স ভিত্তিক ১১ হাজার ৫৫১ জনকে নেওয়া হবে। শহর এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পের যে প্রকল্প তাদের নেওয়া হবে। খাদ্য দফতরের ডাটা এন্ট্রি অপারেটর ৩৪২ জনকে নেওয়া হবে।” একইসঙ্গে আইএএস, আইপিএস নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত — ১. ১৫ তম ফিনান্স হেলথ কমিশনের গ্রান্টের অধীনে ১১ হাজার ৫৫১ জনকে নেওয়া হবে। স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিতে এই নিয়োগ হবে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্

মহিলার মৃতদেহ উদ্ধার কীর্ণাহারে

Image
মহিলার মৃতদেহ উদ্ধার বীরভূমের কীর্ণাহারে অরবিন্দ মন্ডল, রামপুরহাট, বীরভূম : বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত কীর্ণাহারে সোমবার সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এলাকার মাঠের মাঝে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মঞ্জু বাগদি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ওই মহিলা নিজের বাড়িতে একাই থাকতেন। তবে কীভাবে ওই মহিলার মৃতদেহ মাঠের মাঝে এল তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন, ওই মহিলাকে কি খুন করা হয়েছে? মহিলার মৃতদেহ উদ্ধার বীরভূমের কির্ণাহারে প্রশ্নের পাশাপাশি এমনটাই দাবি তুলছেন স্থানীয়রা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, যখন ওই মহিলার মৃতদেহ মাঠের মাঝে পড়ে থাকতে লক্ষ্য করা যায় তখন দেখা যায় তার শরীর ছিল রক্তাক্ত অবস্থায়। এর পাশাপাশি তার গলায় ছিল শাড়ির ফাঁস। স্বাভাবিকভাবেই স্থানীয়রা এসব দেখে খুনের অভিযোগ তুলছেন। পুলিশের তরফ থেকেও স্থানীয়দের এই অভিযোগকে সম্পূর্ণভাবে উড়ি

সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এ অনাস্থা এনেও পরাজিত হল শাসকদল

Image
সিঙ্গুর: দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এ অনাস্থা এনেও পরাজিত হল তৃনমুল। সমবায়ের পরিচালন সমিতি নিজেদের দখলে রাখতে সমর্থ হল বামফ্রন্ট।১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই সমবায় সমিতি। জন্ম লগ্ন থেকে এই সমবায় বামেদের দখলে। শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তিনবার এই সমবায় সমিতিতে ভোটাভুটি হয়েছিল। শেষ নির্বাচনের ফল অনুযায়ী, সমবায় সমিতির ১৫টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে ও বামেদের দখলে ছিল ৩২টি আসন।মোট ৪৭ জন ডেলিগেট মেম্বারদের মধ‍্যে আজকে ৪৪ জন ভোটাভুটিতে অংশ গ্ৰহণ করেন। অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ২৩টি ভোট পড়ে এবং অনাস্থার পক্ষে ২১টি ভোট পড়ে।

শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন ডাঃ করবী মান্না

Image
স্বস্থানে স্বমহিমায়। পরিশ্রমই যখন শেষ কথা। পুনরায় হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না।  এদিন সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।

পুলিশকে তোলা না দেওয়ায় গাড়ির চালককে বেধড়ক মারধোর করে গ্রেপ্তার করে

Image
নিজস্ব প্রতিনিধি, ডানকনি  : পুলিশকে তোলা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মারধরের অভিযোগ! সিগন্যাল ভাঙায় গাড়ি আটকানোয় পুলিশকে আক্রমনের পাল্টা অভিযোগ।  হরিয়ানার বাসিন্দা আহত গাড়ি চালক আনিস খানকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি অত্যাচারের প্রতিবাদে প্রায় দু ঘন্টা অবরোধ জাতীয় সড়ক। ডানকুনি টোল প্লাজার কাছে দূুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি জুলুমের অভিযোগ। গাড়ি চালকদের দাবী তাদের গাড়ি আটকে টাকা চাওয়া হয়।টাকা না দিলে কেস দেওয়া হয়।মূলত ভীন রাজ্যের গাড়ি কেসের ভয়ে টাকা দিয়ে দিতে বাধ্য হয়।আজ ভোরে হরিয়ানার একটি লরি ধান ঝাড়ার মেশিন নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল।সেই লরি আটকে টাকা চায় ট্রাফিক এমনই অভিযোগ।টাকা না দেওয়ায় মারধোর করা হয় গাড়ি চালককে।সেই দৃশ্য দেখে অন্য গাড়ি চালক ও গাইডরা রাস্তা অবরোধ শুরু করে।ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।তীব্র যানজট তৈরী হয় জাতীয় সড়কে।সিগন্যাল ভাঙায় গাড়ি আটকাতে গেলে চালক পালানোর চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর।ডানকুনি থানা এলাকা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে হলেও দূর্গাপুর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে হুগলি গ্রাম

সরেজমিনে খাবারের জায়গা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না

Image
আগামীকাল অর্থাৎবরাত পেরোলেই বাঙালীর ১লা বৈশাখ ১৪২৯। আজ হুগলীর সিঙ্গুরের রতনপুরে ভূমিষ্ট হয়ে মা এর কাছে প্রার্থনা চাইলেন। আজ সরেজমিনে বিষয়টি ক্ষতিয়ে নিয়ে তাৎক্ষণিক কক্এগয় মওদিন রতনপুরের বাবা কালু রায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে নরনারায়ণ সেবার অনুষ্ঠানে প্রায় ১০০০০ মানুষের উপস্থিতি থাকবে। মানুষের পরিষেবায় যাতে কোনোরকম ভুলত্রুটি তাই তাঁরই পূর্ব প্রস্তুতি দেখত গিয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক। 

রাস্তায় সংস্কারের কাজ থমকে যাওয়ায় বোলপুর-নানুর রাস্তা অবরোধ, চাঞ্চল্য সিয়ান হাসপাতাল এলাকায়

Image
রাস্তায় সংস্কারের কাজ থমকে যাওয়ায় বোলপুর-নানুর রাস্তা অবরোধ, চাঞ্চল্য সিয়ান হাসপাতাল এলাকায় বোলপুর-নানুর রাস্তার উপর অবস্থিত মহকুমার একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালে যাওয়ার দুই দিকের পথ খানাখন্দে ভরা। তার ফলে চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিন আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু রাস্তায় সংস্কারের কাজ থমকে গিয়েছে।লায়েকবাজারের কাছে এই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক বাইক আরোহীর। তাই সাধারণ মানুষ থেকে রোগীর পরিবারের আত্মীয়রা সকলেই রাস্তাটির দ্রুত সংস্কার চাইছেন। বোলপুর মহকুমা সহ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, আউসগ্রাম ও মঙ্গলকোট এলাকা থেকেও প্রচুর মানুষ প্রতিদিন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এছাড়া বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ থেকেও রোগীরা আসেন এখানে। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার উপর সিয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই মহকুমা হাসপাতাল। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল পূর্ত দপ্তরের তরফে। কিন্তু বিগত প্রায় এক ব

সারা বাংলা সার্ভেয়ার (আমিন) অ্যাসোশিয়েশনের উদ্যোগে উৎযাপিত হল জাতীয় সার্ভে দিবস

Image
সারা বাংলা সার্ভেয়ার (আমিন) অ্যাসোশিয়েশনের উদ্যোগে উৎযাপিত হল জাতীয় সার্ভে দিবস নিজস্ব প্রতিনিধি, হরিপাল : রবিবার হুগলীর হরিপালে, হরিপাল লোকমঞ্চে সারা বাংলা সার্ভেয়ার (আমিন) এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আলোচনাসভা'র আয়োজন করা হয়। এদিন হরিপাল লোকমঞ্চে জাতীয় সার্ভে দিবস পালন করা হয়।  সারা বাংলা সার্ভে দিবসে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না মহাশয়া ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন সভায় ভাষণে মন্ত্রী বলেন, সকল সার্ভে বন্ধুরা একছাদের তলায় আসুন, আপনাদের জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায়, আমি চেষ্টা করবো।

“জমিদারী রাজত্ব চলছে স্কুলে,‘’ শিক্ষক বদলি মামলাতে এবার প্রধান শিক্ষককেই বরখাস্ত করলো কলকাতা হাইকোর্ট

Image
“জমিদারী রাজত্ব চলছে স্কুলে,‘’ শিক্ষক বদলি মামলাতে এবার প্রধান শিক্ষককেই বরখাস্ত করলো কলকাতা হাইকোর্ট খবর দিনভোর এডিটোরিয়াল ডেস্ক :  প্রধান শিক্ষক হিসেবে আর কাজ করতে পারবেন না রায়গঞ্জ করোনেশন স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা। গতকাল অর্থাৎ শুক্রবার ৯ এপ্রিল, ২০২২ কলকাতা হাইকোর্ট রায়দান করে। নির্দেশ অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার থেকে স্কুলে ঢোকা, কোনও নথিপত্রে সই করার কোনোরকম  এক্তিয়ার পর্যন্ত আর থাকল না কালীচরণ সাহার। গতকাল শুক্রবার এই নির্দেশ দেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায় মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। গোয়ালপোখরের টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুলে ইংরেজির শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। গত বছর রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে বদলি হন তিনি। শিক্ষিকার অভিযোগ, বদলি হওয়া সত্ত্বেও রায়গঞ্জের স্কুলে তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। আগের স্কুল থেকে রিলিজ অর্ডার নিয়ে নেওয়ার পরেও নতুন স্কুলে যোগ দিতে না পারায় বেতন বন্ধ হয়ে যায় তাঁর। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশন, করোনেশন স্কুলের জন্য ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তাঁর

হরিপালে শুভ উদ্বোধন হল বৈদ্যুতিন চুল্লীর

Image
নিজস্ব প্রতিনিধি, ৯ এপ্রিল, ২০২২ : আজ শনিবার বিশেষ দিনেই  হরিপাল বিধানসভার বন্দীপুর অঞ্চলের লালপুর জোড়া অশ্বত্থতলার নবনির্মিত পাকা শব দাহ চুল্লীর শুভ উদ্বোধন হল। শবদাহ চুল্লীর শুভ উদ্বোধন করলেন সিঙ্গুরের বিধায়ক ও শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না মহাশয়,  এছাড়াও উপস্থিত ছিলেন পত্নী,  যিনি হরিপাল বিধানসভার বিধায়ক ডঃ করবী মান্না মহাশয়া এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। হরিপাল বিধানসভার বন্দীপুর অঞ্চলের মানুষকে আগে শবদাহোর জন্যে অনেককে বৈদ্যবাটিতে আসতে হত, সেক্ষেত্রে এলাকায় বৈদ্যুতিন চুল্লী হওয়ার কারণে অনেক সুবিধা হবে, এলাকার মানুষের।

পরশের উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির

Image
সৌরভ আদক, তারকেশ্বর, বৃহস্পতিবার:   তারকেশ্বর থানার বালিগড়ি ১ নং পঞ্চায়েত এলাকার লোকনাথ মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় পরশ স্বেচ্ছাসেবী সংস্থা'র উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপরেশন, ঔষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প। উক্ত কর্মসূচিতে বিনামূল্যে এক মহতী চক্ষু পরীক্ষা, ছানি অপরেশন, চশমা প্রদান, ওষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো। তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন পরশের উদ্যোগে এবং রোটারি ভিষণের সহযোগিতায় এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারকেশ্বরের পৌর চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার, তারকেশ্বর পৌর কাউন্সিলর রুপা সরকার, অনুপ পন্ডিত সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। অনুষ্ঠানে পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন এলাকার একটি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পরশ যেভাবে দুস্থ মানুষের জন্য কাজ করে চলেছে তা প্রশংসার যোগ্য। আগামী দিনে তাদের চলার পথে যদি কিছু সাহায্য লাগে আমি আমার যথাসাধ্য ভাবে সাহায্য করে যাবো বলে তিনি আশ্বাস দেন। বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন

তেল একফোঁটাও তেল নেই পাম্পে, মাঝরাস্তায় আটকে গিয়েছে গাড়ি ! অচল শ্রীলঙ্কাকে ‘সচল’ করতে ডিজেল পাঠাল ভারত।

Image
ডিজেল পাঠালেও, এখনই টাকা দিতে পারছে না শ্রীলঙ্কা। #SriLanka #india #diesel India Export Diesel to Sri Lanka: একফোঁটাও তেল নেই পাম্পে, মাঝরাস্তায় থমকে গিয়েছে গাড়ি ! শ্রীলঙ্কাকে ‘সচল’ করতে ডিজেল পাঠাল ভারত। কলম্বো: চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka)। করোনাকালে দেশের বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্র থমকে দাঁড়ানোয় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ। তাই উপরে চিনের কাছ থেকে নেওয়া ঋণের সুদের বোঝায় আরও ডুবে গিয়েছে অর্থনীতি। এমনই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশের ডিজেল ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। ফুরিয়ে এসেছে খাদ্যশস্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত (India)। ১০ কোটি ডলারের ক্রেডিট লাইনে ৪০ হাজার টন ডিজেল (Diesel) পাঠানো হল শ্রীলঙ্কায়। আজ সকালেই ভারতীয় জাহাজটি শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছয়। বিকেল থেকে ডিজেল বিতরণ শুরু হবে বলে জানা গিয়েছে। স্বাধীনতার পর থেকে সবথেকে বড় আর্থিক সঙ্কটের মুখে পড়েছে রাবণের দেশ। অত্যাবশ্যকীয় পণ্য কেনা বা আমদানির জন্যও বিদেশি মুদ্রা নেই সে দেশের সরকারের কাছে। বাস থেকে শুরু করে সমস্ত গণ

ধনিয়াখালি ব্লকের অন্তর্গত ভান্ডারহাটি বামেশ্বরী মন্দিরে ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো এবং নরনারায়ন সেবা অনুষ্ঠিত হয়

Image
ধনিয়াখালী ব্ল কের অন্তর্গত ভান্ডারহাটি বামেশ্বরী মন্দিরের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো ও নরনারায়ণ সেবা  https://youtu.be/DCkbigd95II