সৌরভ আদক, তারকেশ্বর, বৃহস্পতিবার: তারকেশ্বর থানার বালিগড়ি ১ নং পঞ্চায়েত এলাকার লোকনাথ মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় পরশ স্বেচ্ছাসেবী সংস্থা'র উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপরেশন, ঔষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প। উক্ত কর্মসূচিতে বিনামূল্যে এক মহতী চক্ষু পরীক্ষা, ছানি অপরেশন, চশমা প্রদান, ওষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো। তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন পরশের উদ্যোগে এবং রোটারি ভিষণের সহযোগিতায় এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারকেশ্বরের পৌর চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার, তারকেশ্বর পৌর কাউন্সিলর রুপা সরকার, অনুপ পন্ডিত সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। অনুষ্ঠানে পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন এলাকার একটি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পরশ যেভাবে দুস্থ মানুষের জন্য কাজ করে চলেছে তা প্রশংসার যোগ্য। আগামী দিনে তাদের চলার পথে যদি কিছু সাহায্য লাগে আমি আমার যথাসাধ্য ভাবে সাহায্য করে যাবো বলে তিনি আশ্বাস দেন। বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন