Posts

Showing posts from June, 2022

পোলবায় পালিত হল ১৬৮ তম হূল দিবস

Image
সুফল চন্দ, পোলবা, ৩০জুন ২০২২ : ৩  জুন বৃহস্পতিবার হুগলি জেলার পোলবাতে বীর শহীদ সিধু কানু স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়।  হুগলি জেলা পোলবা তে সিধু কানু খেরওয়াল আশ্রম এর উদ্যোগে সিধু কানু স্মরণোৎসব। উপস্থিত ছিলেন সেক্রেটারি সুদাম মূর্মু, সোনারাম হেমব্রাম, নরেন সোরেন এবং উপদেশটা কমিটিতে আছেন ভীম হেমব্রাম, রবীন্দ্রনাথ মূর্মু। প্রতিবছরের মতন এই বছরেও সিধু কানু স্মরণে এই হুল দিবস পালন করা হয়। জানা যায় ১৯৮০ সাল থেকে  এই উৎসব পালিত হচ্ছে।  

মাহেশ জগন্নাথ মন্দিরে চলছে নব যৌবন উৎসব

Image
 সুফল চন্দ, শ্রীরামপুর,২৯/০৬/২০২২: বুধবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের গর্ভ গৃহ খুলে গেল ভক্তদের কাছে। প্রায় 15 দিন পর আবার ভক্তগণ রা মহাপ্রভু জগন্নাথ দেবের পূর্ন দর্শন লাভ করল। 29 শে জুন বুধবার এবং 30 শে জুন বৃহস্পতিবার এই দুইদিন ধরে চলবে জগন্নাথ মহাপ্রভুর নবযৌবন উৎসব। বুধবার ভোর পাঁচটা নাগাদ মন্দিরে গর্ভ গৃহ খুলে যায় । তারপর থেকেই চলতে থাকে পূজা অর্চনা যাগযজ্ঞ এবং জগন্নাথ দেবের পুণ্য দর্শন।  এদিন দূরদূরান্ত থেকে আসতে থাকে ভক্তরা জগন্নাথ দেব কে দর্শন করতে। ‌ ইতিমধ্যেই মহাপ্রভু কে ভোগ নিবেদনের পরেই হতে থাকে পুজো।

শেষ পর্বে মেলার প্রস্তুতি পর্ব

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর,২৯ জুন ২০২২ :  আগামী ১ লা জুলাই শ্রীরামপুর মাহেশে ৬২৬ বছরে পদার্পণ হওয়া রথযাত্রা উৎসব পালিত হবে। করোনার  প্রভাবে গত দুবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব থেকে শুরু করে রথযাত্রা এবং বাঙালির আবেগ মেলা বন্ধ ছিল। আবার আগামী ১ জুলাই  আবার গড়তে চলেছে রথের চাকা।  তোড়জোড় ভাবে শুরু হয়ে গেছে মেলার প্রস্তুতি পর্ব। গত দু'বছরের বন্ধ হওয়া এই উৎসব আবার শুরু হতে চলেছে রথযাত্রার দিন থেকেই। বুধবার মাহেশের রথের মেলার ছবি দেখা যায়,  যেখানে অনেক রকম দোকান খোলার প্রস্তুতিপর্ব চলছে।

বহুমুখী কর্মকাণ্ডে সাংসদ অপরূপা পোদ্দার

Image
  ১. আরামবাগ এর ১৭ নম্বর ওয়ার্ডের নির্ভয়পুরের বাসিন্দা গৌরীশংকর হাটি। পাঠানকোটের সেনা ছাউনিতে হঠাৎ এক সেনার গুলিতে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। জাতির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে।  শহীদ জওয়ান পরিবারের নিজ বাড়িতে উপস্থিত থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস ও সমবেদনা জ্ঞাপন করলাম। ২. আরামবাগ এর ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর মিনতি দলুই মহাশয়ার আকস্মিক প্রয়াণে আমি শোকস্তব্ধ। আমি তাঁর বিদেহী আত্মা'র চিরশান্তি কামনা করি। ওনার বসত বাড়িতে পরিবার-পরিজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথে হাজির হয়ে হার্দিক বেদনা ব্যক্ত করলাম। ৩. পুরশুড়া বিধানসভা'র অন্তর্গত হরিণখোলা- ২ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত, ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের মামার বাড়ি পরিদর্শন করলাম। পরিচালনার দায়িত্বে থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে স্থাপত্যটির উন্নয়ন পরিকল্পনা, আধুনিকীকরণ এবং সৌন্দর্যায়নের বিষয়ে আলোচনা হল। ৪. আরামবাগে গড়বাড়ি আশ্রমে পূজনীয় মনীষীদের কাছে প্রার্থনা করলাম। ৫. আরামবাগ বিধানসভা'য় দলীয় কর্মী-সমর্থক ও নেতৃত্বদের সাথে শহীদ স্মরণে একুশে জ

ভক্ত বৃন্দকে ক্ষণিকের জন্য দর্শন দিলেন মহাপ্রভু জগন্নাথদেব

Image
    সুফল চন্দ, শ্রীরামপুর, ২৮ জুন ২০২২  : আগামী ১ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। স্নানযাত্রার পর মঙ্গলবার ভক্তকে দর্শন দিয়ে উদ্ধার করলেন মহাপ্রভু জগন্নাথ।  আগামী ২৯ জুন মহাপ্রভু জগন্নাথ দেব রাজ বেশ ধারণ করে সকল ভক্তবৃন্দকে পূর্ণ দর্শন দেবেন। কিন্তু মঙ্গলবার ভক্ত বৃন্দকে নিরাশ না করে জগন্নাথ দেব বল ভদ্র এবং সুভদ্রা দেবী কে নিয়ে অল্প সময়ের জন্য দর্শন দিলেন ভক্তদের। এই বিষয়ে কি বললেন জগন্নাথ মন্দিরের সভাপতি অসীম পন্ডিত তা শুনে নেওয়া যাক।

কোন্নগরে তৃনমূল ট্রেড ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত প্রবীর ঘোষাল, চর্চা রাজনৈতিক মহলে, কবে ফিরছেন চলছে জল্পনা

Image
  নিজস্ব প্রতিনিধি, কোন্নগর : কোন্নগরে তৃনমূল ট্রেড ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত প্রবীর ঘোষাল,চর্চা রাজনৈতিক মহলে,কবে ফিরছেন তৃনমূলে এনিয়ে জল্পনা।তৃনমূলের দাবী সৌজন্য,উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক মন্তব্যে নারাজ। গতকাল কোন্নগরে তৃনমূল প্রভাবিত টোটো চালকদের ইউনিয়নে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল।যা নিয়ে চর্চা শুরু হয় জেলা রাজনৈতিক মহলে। প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃনমূলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ২০১৬ সালে।২১ শের বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাটার্ড প্লেনে দিল্লী গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন।উত্তরপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়ে কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। রাজীবের মত প্রবীর ঘোষালও তৃনমূল ফিরবেন এমন চর্চা শুরু হয়। তৃনমূলের মুখপত্র জাগো বাংলায় লেখেন কেন বিজেপি করা যায়না।তারপর চর্চা বাড়ে আরো কয়েক গুন।কোন্নগরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে তৃনমূলে অফিসিয়ালী যোগ দেননি।বলা ভালো রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি ডোমজুরের তৃনমূল কর্মিরা মেনে নিতে পারেনি।সেসময় যারা তৃনমূল ছেড়ে বিজেপ

সাংসদ অপরূপা পোদ্দারের জনমুখী কার্যক্রম

Image
 আরামবাগ লোকসভার ব্লকে সামাজিক ও দলীয় কার্যক্রম খানাকুল -১ ব্লকে "বালিপুর নেতাজী শক্তি সংঘ" এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে সাংসদ অপরূপা পোদ্দার  রক্তদান শিবির কর্মসূচিতে ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার  পুরশুড়া ব্লকের শ্যামপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কার্যালয়ে হাজির থেকে দলীয় কর্মী-সমর্থকদের সাথে বৈঠক করলেন 

চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে সমাজ সচেতনতায় পদযাত্রা

Image
  সুফল চন্দ, চুঁচুড়া, ২৬ জুন ২০২২ :   চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে রবিবার চুঁচুড়ায় একটি সমাজ সচেতনতার পথযাত্রা করা হয়।  মাদক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকার জন্য এই অনুষ্ঠান করা হয়।  বর্তমান সময়ে দেখা যায় যুবশক্তি মাদক জাতীয় দ্রব্যের উপর আকর্ষিত হচ্ছে।  এই যুব সমাজকে মাদক জাতীয় বস্তু গুলি থেকে সচেতনাতা করার জন্যই এই অনুষ্ঠান।  এই পদযাত্রা করার মূল উদ্দেশ্যই হলো পুরো সমাজ যাতে মাদকজাতীয় বস্তুগুলি বর্জন করে এবং নিজের ভালোটা যাতে মানুষ বুঝতে পারে।  এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এসিপি মৌমিতা দাস ( ঘোষ) সহ অন্যান্য অফিসার বৃন্দ এবং পুলিশ কর্মীরা।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান

Image
  মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান সুফল চন্দ, শ্রীরামপুর,২৫/০৬/২০২২: শনিবার শ্রীরামপুরের টাউনহলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির( হুগলি জেলা শাখা) আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। যেখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা সিআইসি গৌরমোহন দে, পিন্টু নাগ, সন্তোষ কুমার সিং , চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

চট শিল্পের শ্রমিকদের ২১টি ট্রেড ইউনিয়নের ডাকে কনভেনশন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর,  ২৪/০৬/২০২২ :   গত দু বছর ছিল এক অন্ধকারময় সময়। থমকে গিয়েছিল মানুষের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জীবন, কারণটা হলো করোনার আক্রমণ, যেন সারা বিশ্ব থেমে গেছে। করোনার প্রথম ঢেউয়ে দেখা যায় যে পরিমাণে বেড়েছিল মৃত্যুর সংখ্যা তার থেকে বেশি পরিমাণে বাড়ে কর্মহীন মানুষের সংখ্যা।  শুক্রবার চট শিল্পের শ্রমিকদের একুশটি ট্রেড ইউনিয়নের ডাকে শ্রীরামপুরের টাউনহলে হল একটি কনভেনশন। "চটকল বাচাও ও চটকলের শ্রমিক ও তাদের পরিবারকে বাঁচা" এই দাবিতে সবকটি ইউনিয়নের পক্ষ থেকে রাস্তায় নেমে গত 27 মে 2022  জেলার পাঁচটি স্থানে শ্রমিক ও তাদের পরিবার ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে এবং গত 10 জুন 2020 জেলার তিনটি স্থানে শ্রমিকরা অনশন ও অবস্থান করে। তাদের একটাই দাবি শ্রমিকদের নিয়ে কারখানা খুলতে হবে।  শুক্রবার শ্রীরামপুরের টাউনহলে যে কনভেনশন হয় তার মূল দাবী হল চটকল  শ্রমিকদের 26000 টাকা ন্যূনতম মজুরি দৈনিক মজুরি, শ্রমিক নিয়োগে বিরুদ্ধে ১৯ : ২০ দ্রুত কার্যকরী করা, মজুরী বৃদ্ধিসহ নতুন দাবি সনদের 27 দফা দাবির মীমাংসার জন্য ত্রিপাক্ষিক আলোচনা শুরু চট শিল্পের

মানবিকতার নজির গড়লেন রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে

Image
 মানবিকতার নজির গড়লেন রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে দক্ষিণ ২৪ পরগণা : গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সূত্রে জানতে পারা যায় যে, মালদা নিবাসী কৃষ্ণা চৌধুরী বয়স ৫২ বছর মুমূর্ষ ক্যান্সার আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ' টাটা ক্যান্সার হাসপাতালে ' ভর্তি হয়েছেন। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।  এই খবরটি জানতে পারেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার রক্তদান আন্দোলনে  পথিকৃৎ তথা থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারক রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে। এমন পরিস্থিতিতে নিজ দায়িত্বে যুদ্ধকালীন তৎপরতায় সাত'জন রক্তদাতাকে সঙ্গে করে নিয়ে ২২,০৬,২০২২ তারিখ বুধবার সকালে টাটা ক্যান্সার হসপিটাল এ স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে হাজির হন। তিনি নিজে রক্তদান করতে পারতেন, কিন্তু দিন কয়েক আগে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য তিনি স্বেচ্ছায় রক্ত দান করেন।  আপদকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় রক্তের সংস্থান করে দেওয়ার জন্য, রোগীর পরিবারের পক্ষ থেকে তাকে এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। লাল্টু মিদ্দে নিজে, স্বেচ্ছায় রক্তদান এবং থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিদ্যারূপ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল যোগা উৎসব

Image
  সঞ্জনা সমাদ্দার, উত্তরপাড়া : আজ ২১জুন, ২০২২ আন্তর্জাতিক যোগ দিবস। সারা রাজ্য ও দেশে যোগ দিবস পালিত হচ্ছে।  এদিন হুগলী জেলার অর্ন্তগত উত্তরপাড়া মদন মোহন উদ্যানে বিদ্যারূপ ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হল ২০০ জনের যোগা প্রশিক্ষন শিবির ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গগন ৷ যোগা অংশগ্রহণকারীদের হাতে বিদ্যারূপ ফাউন্ডেশন র পক্ষ থেকে সনদপত্র এবং সকালের জলখাবার তুলে দেওয়া হয় ৷ ভবিষ্যৎ- এ বিদ্যারূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৪ঠা সেপ্টেম্বর এক বিরাট রাজ্য যোগাসন প্রতিযোগিতা আয়োজন করা হবে। তাঁরা আরও জানিয়েছেন , ভবিষ্যৎ - এ তাঁদের নানা কর্মকান্ডের সাথে   আপামর জনসাধারণকে পাশে থাকার আহ্বান করেন ৷

খানাকুলে দুঃস্থদের পাশে এগিয়ে এলো জাগরণ

Image
সৌরভ আদক, খানাকুল : রবিবার হুগলীর খানাকুল ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁচরা ও শঙ্করপুর গ্রামের বাসিন্দাদের ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে পুরোনো বস্ত্র বিতরণ প্রদান করা হয় হুগলির সিঙ্গুরের জাগরণ  স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।   এদিন প্রায় তিনশোর অধিকজন দুঃস্থ পরিবারের ছোট থেকে বড় সবার হাতে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এই সিঙ্গুরের জাগরণ নামে সংস্থার পক্ষ থেকে জানা যায়। সারা বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার। জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানানো হয়, বাড়িতে যে সব জামা কাপড় পড়বার উপযুক্ত নয়। এই সব কাপড় ফেলে না দিয়ে বা নষ্ট না করে সিঙ্গুরের জাগরণের সদস্যদের কাছেই পৌঁছে দিন।এই ভাবেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন অনেক ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।  জাগরণের কর্ণধার সৌম্যদীপ পাকিরা কি বললেন সকলেই দু'হাত এক করে এগিয়ে এসেছেন। তার সাথে আমাদের সংস্থার কাছে পৌচ্ছে দিয়েছেন। সব রকমের জামাকাপড়। সেই সব পুরাতন জামা কাপড় রবিবার সকালে। ছোট থেকে বড় দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত।

জামাইষষ্টীতেও এবার হয়রানির শিকার হতে হবে হাওড়া তারকেশ্বর লাইনের যাত্রীদের

Image
  আগামী শনিবার রাত 10:45 থেকে রবিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন বেলা 1:00 পর্যন্ত হাওড়া- তারকেশ্বর লাইনের সমস্ত ট্রেন বাতিল থাকবে । শুক্রবার সন্ধ্যায় তারকেশ্বর রেল স্টেশন থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। সাথে জানানো হয় ঐদিন তারকেশ্বর থেকে বাহিরখণ্ড এর মাঝে লোকনাথ ব্রীজে কাজ থাকার জন্যে এই সিদ্ধান্ত। কিন্তু এখন প্রশ্ন ঐদিন জামাইষষ্ঠী বাঙ্গালীদের একটি বিশেষ উৎসব, জামাইরা সস্ত্রীক জামাইষষ্ঠী উৎসব পালনে ঐদিন শ্বশুর বাড়ি যায়। এখন প্রশ্ন ঐদিন বেলা 1:00 পর্যন্ত ট্রেন বাতিল থাকলে এই সকল মানুষ কতটা হয়রানি হবে এবং কোন পথে তারা ঐদিন শশুর বাড়ি গিয়ে পৌঁছবে তা এখন লাখ টাকার প্রশ্ন। পরে আবার জানানো হয় জামাইষষ্ঠী এবং বিশ্ব পরিবেশ দিবস তথা ৫ ই জুন বেলা ২ ঘটিকা পর্যন্ত হাওড়া তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।  কয়েকটি স্পেশাল ট্রেন তারকেশ্বর লাইনে চলাচল করলেও তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ যে সমস্ত স্পেশাল ট্রেনগুলো এদিন চলবে, তার লিস্ট, ভারতীয় রেল হতে প্রাপ্ত তথ্য বেলা ২ ঘটিকার পর থেকে ট্রেন চলাচল আপেক্ষিক স্বাভাবিক হতে পারে এবং যেসমস্ত ট্রেন চলাচল করবে তার সম্পূর্ণ লিস্ট সমস্ত প্যাসেজ্ঞারদ