Posts

Showing posts from March, 2023

'মাস্টারদা' স্মরণে শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড

Image
 সুফল চন্দ, হুগলি , ২২ শে মার্চ ২০২৩ : শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা দাস এবং ২৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণ মাস্টারদা সূর্যসেনের ১২৯ তম জন্মদিন উদযাপন করলো মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি উন্মোচন করে। ২৫ নম্বর ওয়ার্ডের মহেশ কলোনি কালিতলা প্রাঙ্গণে আবক্ষ সূর্য সেন এর মূর্তি স্থাপন করে তার ১২৯ তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা, সি আই সি সদস্য গৌরমোহন দে, তিয়াসা মুখার্জি ,পিন্টু নাগ, শ্রীরামপুর পৌরসভার পৌর সদস্য অসীম পণ্ডিত, পল্লবী ঘোষ, ঝুমা শীল, বেবী দে, চিনু দাস , ঝুম মুখার্জি, পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব সহ বিএসএফ কমান্ডো। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেছেন শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা দাস। শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন। এই মূর্তি উন্মোচনের প্রাক্কালে ২৫ নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ জায়গা জুড়ে র‍

জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image
 নির্মল গিরি, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার রাজনৈতিক ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সংগঠন মজবুত করতে এবার জেলার সফর শুরু করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে টানা কর্মসূচি রয়েছে তার। সোমবার দলের তরফ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ৮ই এপ্রিল আলিপুরদুয়ার ১২ই এপ্রিল বাঁকুড়া ১৭ই এপ্রিল পূর্ব বর্ধমান ২০ই এপ্রিল উত্তর দিনাজপুর ২৯শে এপ্রিল আরামবাগ সোমবার দলের তরফ থেকে আপাতত এই কর্মসূচি ঠিক করা হয়েছে ।

রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হল বরানগরের আলম বাজার মঠ

Image
 নিজস্ব প্রতিনিধি,উত্তর 24 পরগনা : গত ১৮ই মার্চ শনিবার রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হল বরানগরের আলমবাজার মঠ। মনে করা হয় বরানগরের আলমবাজার এই মঠ শ্রীরামকৃষ্ণ ভাবা আন্দোলনের দ্বিতীয় মঠ নামে পরিচিত। এই মঠের ঐতিহাসিক গুরুত্ব জানতে চাইলে চলে যেতে হবে অতীত কালে। ১৮৯৭ সাল ১৯ শে ফেব্রুয়ারি যুব নায়ক এবং যুবসমাজ উন্নয়নকারক স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সভা জয় করে ফিরে আসেন ভারতবর্ষে তখন প্রত্যাবর্তন করে এই মঠে উঠেছিলেন। জানা যায় এখানেই নাকি স্বামী বিবেকানন্দ প্রথম সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করেন এবং পরবর্তী সময় বেলুড় মঠ তার সূচনা হয়, সালটা ছিল তখন ১৮৯৭। পরবর্তী সময় ১৮৯৮ সালে বেলুড় মঠে তা স্থানান্তরিত হয় এবং পরবর্তী সময় দীর্ঘ ৭০ বছর ধরে অবহেলিত হয় এই বরানগর আলম বাজার মঠ। বরানগর আলম বাজার এই মঠটি রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ ছিল কেবলমাত্র। স্বামী সত্যানন্দম দেব এ মটটি গ্রহণ করেন স্বামী অভয়ানন্দ মহারাজের তত্ত্বাবধানে। তিনি মনে করেন এই বড়নগর আলমবাজার মঠের সাথে বহু ইতিহাস জড়িয়ে আছে। শনিবার থেকে বরনগর আলমবাজার মঠ টি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হয়ে গেল। যেহেতু এটি ভগ্নপ্

বিনা অক্সিজেনে পিয়ালী বসাকের পর্বত অভিযান

Image
 সুফল চন্দ, হুগলি: পর্বত আরোহী পিয়ালী বসাক সাহসী মানসিকতা নিয়ে বিনা অক্সিজেনে অন্নপূর্ণা ১ ( ২৬৫৪৫ ফুট) ও মাকালু ( ২৭৮২৫ ফূট) এই দুই পর্বত অভিযান করতে চলেছে।  বৃহস্পতিবার হুগলি জেলার অন্তর্গত চন্দননগর স্টেশন থেকে রক্সৌল মিথিলা এক্সপ্রেসে করে যাত্রা শুরু করেন। পৃথিবীর দশম ও পঞ্চম উচ্চতম শৃঙ্গ বিনা অক্সিজেনে আরোহণ পর্বতআরোহী পিয়ালী বসাকের কাছে এক চ্যালেঞ্জ। এইদিনে পর্বতআরোহী পিয়ালী বসাকের মা স্বপ্না বসাক ও পিয়ালী বসাকের শুভাকাঙ্ক্ষীরা চন্দননগর স্টেশনে তাকে ছাড়ার জন্য আসেন।  এই দিন পিয়ালী বসাক জানান, প্রতিটি মানুষের ভালোবাসা ও সহযোগীতা আছে তার ফলে এই অভিযান সফল হবে। এই পর্বত অভিযানের মোট খরচ ৩১ লাখ টাকা, যার মধ্যে মোট ৩ লাখ টাকা হয়েছে। তিনি এ কথাও জানান , রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা আস্বাস দিয়েছেন ।  পিয়ালী বসাকের মা স্বপ্না বসাকের কাছে তার মেয়ে ( পিয়ালী বসাক) এর পর্বত অভিযান নিয়ে কথা বলায় তিনি বলেন পিয়ালীর জন্ম পাহাড়ের জন্য। জন্ম, ধর্ম, কর্ম সবই পাহাড়ের জন্য।  পিয়ালী বসাক তার অভিযান সফল হওয়ার জন্য বড়োদের আশীর্বাদ নেন এবং মানুষদের ভালোবাস

সড়ক ঘটনার কবলে পড়ে ২ জনের মৃত্যু

Image
 নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার সকালে শ্রীরামপুর বাঙ্গিহাটি মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুজন ব্যক্তির। জানা যায় যে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের নাম হলো শংকর মালিক এবং জয়ন্ত মালিক।  জানা যায়, সোমবার সকালে একটি ট্রাক দ্রুত গতিতে চালিত অবস্থায় থাকার দরুন একটি বাইককে ধাক্কা মারে, সেই বাইকে থাকা ব্যক্তিটি তার ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিল এবং দ্রুতগতিতে আসা ট্রাকটি ধাক্কা মারায় বাইক আরোহীর মৃত্যু ঘটে এবং তার সঙ্গে থাকা ছেলেটি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হয়। সেই ছেলেটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত গতিতে আসার ট্রাকটি শুধুমাত্র বাইককে নয় তার সাথে একটি মারুতি ভ্যান কে এবং সাইকেলসহ একটি ব্যক্তিকেও ধাক্কা মারে এবং মৃত্যু হয় তাতে  ও আরো দুটি বাইককে ধাক্কা মারে । তার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ওখানকার জনতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় দুজনের মৃত্যু হলেও তিনজন গুরুতর আহত হয়ে পড়লে শ্রীরামপুর থানার পুলিশ আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে।

DYFI এর ' জেলা পরিষদ চলো' কর্মসূচি

Image
নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় DYFI এর ডাকে 'জেলা পরিষদ চলো' কর্মসূচি করা হয়। এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা সহ DYFI এর সমস্ত কার্যকর্তা, কর্মী, সদস্য সহ অন্যান্য সমর্থকরা।  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ( DYFI) ( হুগলি জেলা কমিটি) কয়েকটি বিষয় নিয়ে সোচ্চার হয়ে ওঠে। তাদের সোচ্চারের বিষয়গুলো ছিল: ১) শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, ২) অবিলম্বে দূর্নীতিগ্রস্ত জেলা কর্মাধ্যক্ষের পদত্যাগ চাওয়া, ৩) ১০০ দিনের কাজে দূর্নীতি বন্ধ করা, ৪) লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা।  চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে এসে জমায়েত হয় DYFI এর সমস্ত কার্যকর্তা, কর্মী ও সমর্থকরা। তারা জেলা পরিষদে গিয়ে ডেপুটেশন দেবে বলে জমায়েত হয়। তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য জেলা পরিষদের দিকে এগোতে লাগলে বিশাল পুলিশ বাহিনী তাদের জেলা পরিষদের দিকে এগোতে বাধা দেয়। তারপর শুরু হয় DYFI এর সকল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্থাধস্তি। তাদের মধ্যে ধস্থাধস্তির পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশের দেওয়া ব্যারিগেট পর্যন্ত ভাঙচুরের অবস্থায় চলে

সেলুট তিরাঙ্গার উদ্যোগে অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'

Image
সুফল চন্দ, হাওড়া : রবিবার হাওড়ার শরৎ সদনে সেলুট তিরঙ্গার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'। এই অনুষ্ঠানে সেলুট তিরঙ্গার পক্ষ থেকে খ্যাতনাম ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের সন্মানীত করা হয়।  সেলুট তিরঙ্গার পরিচালিত এই 'প্রথম রাজ্য কনফারেন্স'এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ঝা ( ন্যাশনাল প্রেসিডেন্ট), সুবীর নাগ( ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), মালা আচার্য ( স্টেট প্রেসিডেন্ট) এবং সেলুট তিরঙ্গার বিভিন্ন কর্মকর্তারা , বিভিন্ন জেলার প্রেসিডেন্টরা। এই অনুষ্ঠানের মাধ্যমে 'বঙ্গীয় তিরঙ্গা সম্মান' ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের হাতে তুলে দেওয়া হয়।  বঙ্গীয় তিরঙ্গা সম্মানে ভূষিত হয়েছেন কবি অরুন চক্রবর্তী, আইএম অতনু লাহিড়ী, কাজী মাসুম আক্তার, অম্লান কুসুম ঘোষ ( ফিল্ম মেকার),মঙ্গলকান্ত রায় ( পদ্মশ্রী প্রাপ্ত) । এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা 'লাল পাহাড়ির দেশে যা' গানে নৃত্য করে এবং রবীন্দ্রনাথের কবিতা ও পাঠ করা হয় এ অনুষ্ঠানের মধ্যে। এই অনুষ্ঠানের শেষে জেলা প্রেসিডেন্টদের সম্মানিত করা হয় এবং প্রতিটি জনের হাতে ভারতবর্ষের গর্ব পতাকা তুলে দেওয়া হয়।

সনাতন প্রহরী দ্বারা অনুষ্ঠিত সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব

Image
 সনাতন প্রহরী দ্বারা অনুষ্ঠিত সনাতন হিন্দু বৈষ্ণব  উৎসব সুফল চন্দ, হুগলি: শনিবার হুগলি জেলার অন্তর্গত শ্যাওড়াফুলিতে সনাতন প্রহরী দ্বারা অনুষ্ঠিত সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব আয়োজিত হল। আয়োজিত এই সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করে সনাতন প্রহরী, উদ্যোগী হয় হরি মিশ্র, বিশ্বনাথ ব্যানার্জি, অলোক সরকার সহ আরো অন্যান্য।  এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, প্রণয় রায়, সজল ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরো অন্যান্য বিজেপি সমর্থক এবং নেতৃবৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি হয় গতদিনে চলে যাওয়া দোলের উৎসবকে কেন্দ্র করে। যেখানে জাত ভেদ ভুলে সবাই সবাইকে আবিরের দ্বারা সজ্জিত করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। রাহুল সিনহা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে। তার বক্তৃতার মধ্যে ফুটে ওঠে হোলি উৎসবের ইতিহাস, তিনি যেখানে সমগ্র জাতির মানুষের ভালো থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন।  কোন রাজনৈতিক ছোঁয়া এই অনুষ্ঠানে ফুটে ওঠেনি। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে এই মিলন উৎসবে যোগদান করতে  এবং তারা এই অনুষ্ঠানে মধ্যে নিজেদেরকে সপে দেয়। জমজমাট ভাবে হওয়া এই অনুষ্ঠানটি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সংগীত অনুষ্

বঙ্গজননী বাহিনীর উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন

Image
 বঙ্গজননী বাহিনীর উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন সুফল চন্দ, হুগলি: রাজ্য সভানেত্রী মালা রায়ের নির্দেশে হুগলী -চুচুড়া শহর বঙ্গজননী বাহিনীর উদ্যোগে এবং বিধায়ক অসিত মজুমদারের তত্ত্বাবধানে ৮ ই মার্চ বুধবার আয়োজিত হল বিশ্ব নারী দিবস। এই বিশ্ব নারী দিবস এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হল। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা বঙ্গজননী বাহিনীর সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জী,বর্তমান ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, গৌরিকান্ত মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা। এই শোভাযাত্রা জলের ট্যাঙ্ক- বালীরমোড় থেকে কারবালা মোড় পর্যন্ত হয়। শোভাযাত্রার শেষে কারবালা মোড়ে এক সংস্কৃতি অনুষ্ঠান হয়। এই শোভাযাত্রায় মহিলারা বিভিন্ন পেশার মানুষ সাজে, যেখানে কেউ কেউ অভিনেত্রী,ডাক্তার, নার্স, শিক্ষিকা, কেউ আবার সেজেছে মারাঠি, অসমিয়া, রাজস্থানী নারী।