Posts

Showing posts from September, 2022

ব্যাতিক্রমী মৃম্ময়ী আরাধনা উলুবেড়িয়ায় একই দিনে বোধন ও বিসর্জনের সুর

Image
  ব্যাতিক্রমী মৃম্ময়ী আরাধনা উলুবেড়িয়ায় একই দিনে বোধন ও বিসর্জনের সুর ---------------------------------------- অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া:- _______________________                                  মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে সূচনা হয় দুর্গাপূজার ,মন্ডপে চোখে পড়ে মানুষের ভিড়।এই উৎসবের ঐতিহ্য দীর্ঘ ১১০ বছর ধরে বহন করে এসেছে হাওড়ার উলুবেড়িয়ার এক গ্ৰাম। এবার তারা ১১১ বছরে পদার্পণ করল।মৃম্ময়ী মায়ের আরাধনা ও পূজা নিয়মানুযায়ী ষষ্ঠী থেকে দশমী দিনের। কিন্তু এখানে ব্যাতিক্রম, এখানে পূজা একদিনের।কারণ একই দিনে এখানে শোনা যায় বোধন ও বিসর্জনের সুর। উলুবেড়িয়া থানার বীরশিবপুর গ্ৰামে ষষ্ঠীর দিনেই মায়ের বোধন ও বিসর্জন হয়। ১১০ বছর ধরে এভাবেই বীরশিবপুর গ্ৰামের রামকৃষ্ণ মন্দিরে পালিত হয়ে আসছে মা দশভূজার পূজা।    উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়, ষষ্ঠীর সকাল থেকে চলে বোধন, আমন্ত্রণ,অধিবাস। এরপর একের পর এক শুরু হয় পূজা। প্রথমে সপ্তমী পূজা, তারপর অষ্টমী পূজা।নিয়মরীতি মেনেই চলে কুমারী পূজা ও অপরাজিতা পূজা। এরপর শুরু হয় অষ্টমীর সন্ধিপূজা। এরপর নবমী ও দশমীর পূজা। ষষ্ঠীর দিন রাতেই হয

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উপেক্ষিত মৃত্যুঞ্জয়ী বিপ্লবী শ্রীশচন্দ্র মিত্র

Image
  স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উপেক্ষিত মৃত্যুঞ্জয়ী বিপ্লবী শ্রীশচন্দ্র মিত্র (হাবু) ---------------------------------------- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-  _________________________               স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২৬ শে আগষ্ট দিনটি একটি গৌরবোজ্জ্বল দিন।১৯১৪ সালের ২৬ আগষ্ট রডা কোম্পানির অস্ত্র লুঠ হয়।এ ধরনের অস্ত্র লুন্ঠনের ক্ষেত্রে এটি প্রথম প্রয়াস ও প্রায় সফল প্রয়াস।রডা কোম্পানির অস্ত্র লুন্ঠনের পরিকল্পনা ও লুন্ঠনের মূল নায়ক ছিলেন হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্ৰামের শ্রীশচন্দ্র মিত্র ওরফে হাবু মিত্র। পরিতাপের বিষয় এই দিনটির ইতিহাস, হাবু মিত্র - র আত্নত্যাগ সরকারি ভাবে যেমন উপেক্ষিত তেমনি হাওড়া জেলা প্রশাসন, স্থানীয় আমতা প্রশাসন থেকেও উপেক্ষিত থেকে গেছে বলে রসপুর গ্ৰামের বাসিন্দাদের অভিযোগ। রসপুর গ্ৰামে শুধুমাত্র এক স্মৃতি ফলক আর আগাছা আবৃত জম্ম ভিটা টুকু ছাড়া শ্রীশচন্দ্র মিত্র - র বিশেষ কিছু স্মৃতি চিহ্ন অবশিষ্ট নেই। জানা যায়,শ্রীশচন্দ্র মিত্রের জন্ম ১৮৯০  মতান্তরে ১৮৮৭ সালে রসপুর গ্ৰামে। পিতার নাম শরৎচন্দ্র মিত্র , মাতা সরোজিনী দেবী। শরৎচন্দ্রের দু ' টি ছেল

স্বর্গীয় সুভাসচন্দ্র দত্ত ও স্বর্গীয় নমিতা দত্ত স্মরণে পরিবার

Image
সুফল চন্দ, শ্রীরামপুর : সুফল চন্দ, শ্রীরামপুর : ২০২০ সালে পিতা সুভাষচন্দ্র দত্ত ও মাতা নমিতা দত্তকে হারিয়ে তাদের  কন্যা সৌমী দত্তের ব্যবস্থাপনায় একটি  স্মরণসভা আয়োজন করলেন শ্রীরামপুরের টাউন হলে। বর্তমান সময়ে দেখা যায় পিতা মাতার উপর তাদের সন্তানদের ভালবাসাটা ছোটবেলা যতটা থাকে বেড়ে ওঠার সাথে সাথে তা কমতে থাকে, তবে এই উদাহরণটা খুব একটা বিস্তৃত নয়। এমন অনেক সন্তান আছেন যারা তাদের পিতা-মাতাকে মাথায় করে রাখে। পিতা মাতা যে সন্তানদের বট গাছের মতো আগলিয়ে রাখে আবার বয়স বৃদ্ধির সাথে সাথে সন্তানরাও তাদের পিতা-মাতাকে ভগবানের মত মাথায় করে রাখে। এরকম একটা উদাহরণ দেখা গেল, সোমবার শ্রীরামপুর টাউন হলে 2020 সালে পিতৃ মাতৃ বিয়োগ পুত্র ও কন্যা তাদের পিতা-মাতা ওপর শ্রদ্ধা জানানোর জন্য এক স্মরণসভা করে।  উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌর প্রশাসক গিরিধারী সাহা, সিআইসি ও প্রাক্তন পৌর প্রশাসক গৌর মোহন দে, কাউন্সিলর জয়নাথ ঝা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রী মনোজ মুরলি মহাশয়, আলোক রঞ্জন ব্যানার্জি, কার্তিক দত্ত বণিক, অন্বয় চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।  এদিন পৌর প্রধান গিরিধারী সাহা ও সিআইসি

ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৬ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪

Image
  ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৬ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪ নিজস্ব প্রতিবেদন : ভোররাতে ১১ কেজি সোনা উদ্ধার  করল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার পুলিশ ৷ শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ওই সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৬ কোটি টাকা ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷ পুলিশ জানিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ময়লাঘাটার কাছে একটি গাড়ি দাঁড়িয়েছিল শুক্রবার সকালে ৷ সেখানে টহল দেওয়ার সময় গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ গাড়িতে সেই সময় ৪ জন ছিল ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাদের অসংলগ্ন উত্তরে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ তার পরই গাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতে একটি ব্যাগ থেকে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বাট ৷ যার ওজন প্রায় ১১ কেজি ৷ সোনার বাটগুলির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা ৷ পাওয়া যায় ১১ টি মোবাইল ফোন ৷ পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ গ্রেফতার করে গাড়িতে থাকা ৪ জনকে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজারাম পাওয়ার, মনোহর পাটিল, সুরজিৎ মুখোপাধ্যায় এবং গণেশ চৌহান ৷ সুরজিৎ খড়দহের বাসিন্দা ৷ অন্যরা বেদিয়াপাড়ায় থাকেন ৷

সীমান্তের কাছে এক গ্রামবাসীর বাড়িকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে বিএসএফ, হতে পারত বড় দুর্ঘটনা

Image
মুর্শিদাবাদ : দেশের সীমান্তে সীমান্তবর্তী বাসিন্দাদের সাহায্য করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।  মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত দক্ষিণবঙ্গ সীমান্তের ৩৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা অনুরূপ নজির স্থাপন করা হয়েছে। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে লাভানগোলা গ্রামের যুবক নিজামউদ্দিনের বাড়িতে আকস্মিক আগুন লাগে এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে, আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে। তাহাতে কাছাকাছি রাখা পাট ফসলও নষ্ট হয়ে যায়।  বিএসএফের সীমান্ত চৌকি লাভানগোলার কোম্পানি কমান্ডার আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই জওয়ান এবং অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নিজামউদ্দিনের বাড়িতে পৌঁছান।  কিছুক্ষণ পর জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের মালামাল ও পাশে রাখা পাট পুড়ে ছাই হয়ে গেছে।  বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই যুবক।  নিজামউদ্দিন এই মানবিক কাজের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএসএফ সঠিক সময়ে সাহায্য না করলে আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারত এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটন

চাঁপদানি উর্দু গার্লস জুনিয়ার হাইস্কুলে নিয়োগ হলো দুজন নতুন শিক্ষক

Image
  চাপদানি উর্দু গার্লস জুনিয়ার হাই স্কুলে নিয়োগ হলো দুজন নতুন শিক্ষক সুফল চন্দ, হুগলি, ১৯ সেপ্টেম্বর ২০২২:  চাপদানি উর্দু গার্লস জুনিয়র হাইস্কুলে ছিল না কোন শিক্ষক শিক্ষিকারা, এই অভিযোগ ওঠে। শিক্ষক শিক্ষিকারা স্কুলে না থাকার কারণে স্কুলের পিয়ন স্কুলের ছাত্রীদের দিচ্ছিল প্রশিক্ষণ। এই  ঘটনাটি চোখে পড়ে চাপদানী পৌরসভার। এই বিষয়টি নজরে আসলে পৌরসভা শিক্ষা দপ্তরে আবেদন করলে, শিক্ষা দপ্তর দুজন নতুন টিচারকে চাপদানি উর্দু গার্লস জুনিয়ার হাই স্কুলে নিয়োগ করে।  রবিবার এই নতুন টিচারদের স্বাগত জানানোর জন্য অনুষ্ঠান হয়। এই স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন সহ ওয়ার্ডের বিভিন্ন পৌর সদস্য ও এলাকার সাধারণ মানুষেরা। এই বিষয়ে বিধায়ক জানান তিনি শিক্ষা দপ্তরকে কৃতজ্ঞতা জানায় এবং মেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারবে এবং আগামী দিনে আরও টিচার আসবে।।

স্কুলের ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদের অংশ

Image
  নিজস্ব প্রতিবেদন : স্কুলের ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় রেল স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী ।

ব্যাঙ্কে ব্যাঙ্কে ডেপুটেশন দিলো বাংলাপক্ষ

Image
  উত্তরপাড়া :  RBI এর নির্দেশ অনুসারে বাংলাতে ব্যাংকগুলো বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য। কিন্তু বাংলার কোন ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবা দেয় না। ব্যাংকের বিভিন্ন ফর্ম বাংলায় হয় না, এমন কি বহিরাগত কর্মীরা বাঙালিকে তাঁদের মাতৃভাষায় পরিষেবা দেয় না। বাংলা ভাষায় পরিষেবা চাইলে বহিরাগত কর্মীরা বাঙালি গ্রাহককে হেনস্থাও করে।  পরিষেবা পাওয়ার জন্য বাঙালিকে হিন্দি শিখতে হবে আর যারা পরিষেবা দিয়ে টাকা কামাবে তাঁরা আমাদের মাতৃভাষা জানবে না এটা মানা যায় না। ব্যাংকগুলো বাংলায় পরিষেবা দিলে বাঙালি চাকরি হবে কিন্তু বাঙালি যদি হিন্দিতে পরিষেবা মেনে নেয় তবে বহিরাগতদের চাকরি হবে। এটাই বাস্তব কারণ ব্যাংকগুলোতে বাংলা ব্যবহার কমার সাথে সাথে বাংলার ভূমিপুত্রদের চাকরি কমেছে। বহিরাগতদের কাজের দায়িত্ব আমাদের নয় আমরা আমাদের ভূমিপুত্রদের কাজ চাই। বাংলা ভাষায় পরিষেবার দাবিতে উত্তরপাড়া বিধানসভায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই দুটি ব্যাঙ্কের মাখলা শাখায় স্বারকলিপি দিল বাংলাপক্ষ হুগলী জেলার সহযোদ্ধারা। বাংলাপক্ষ হুগলী জেলার সদস্য অমিত বসু জানালেন ব্যাংক আধিকারিককে RBI এর নির্দেশ দেখানোর পরে

দিনের বেলায় ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক : পাঁচজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে সেনকো গোল্ডের দোকানে ঢুকে পরে।সেসময় দোকানে ক্রেতারা ছিলেন।তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা হয়।ব্যাগে ভরে গহনা নগদ নিয়ে চম্পট দেয়। ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। হুগলির ডানকুনির থানার অন্তর্গত টি এন মুখার্জী রোডের উপর একটি সোনার দোকানে দুপুরে ডাকাতির ঘটনার পর দুষ্কৃতীদের দল মটর সাইকেল করে পালানোর সময় একটি কালো রঙের হিরো ইসপিলিংডার মটর সাইকেলের তেল শেষ হয়ে গেলে সেই মটর সাইকেল টি ফেলে পালিয়ে যায়।সিঙ্গুর থানার পুলিশের সূত্রে খবর।ডানকুনি থানার এলাকার সোনার দোকানে ডাকাতির ঘটনার খবর ছড়িয়ে পরতেই। হুগলি জেলার প্রতিটি থানার পক্ষ থেকে নাকা চেকিংয়ের ও সাদা পুলিশের টহল দেবার শুরু হয়ে যায়। হটাতি সিঙ্গুর থানার ভিলেজ পুলিশের নজরে আসে।সিঙ্গুর থানার ভিলেজ পুলিশ তারা করলে হুগলির নিউ দিঘা পর্যটন কেন্দ্রের মটর সাইকেল টি ফেলে দিয়ে অন্য একটি মটর সাইকেলে চেপে পালায় দুষ্কৃতীদের দল।তাদের ধরার জন্য চন্দননগর কমিশনারেটের হুগলির ভদ্রেশ্বর থানার পুলিশ ও আধিকারিকেরা তদন্ত শুরু করেছেন।

বিজেপির নবান্ন অভিযানের জেরে মঙ্গলবার শহর কলকাতা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

Image
  নিজস্ব প্রতিবেদন : আগামীকাল বিজেপির নবান্ন অভিযান ৷ এই কর্মসূচির কারণে আগামিকাল চাপ বাড়বে কলকাতার রাস্তায় ৷ ভোগান্তি হতে পারে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে ৷ আশঙ্কা করা হচ্ছে বিজেপির এই কর্মসূচির কারণে কয়েক ঘণ্টার জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কলকাতা ও হাওড়ার যোগাযোগ । কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিকাল শহরের বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ৷ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজ৷  কলেজ স্ট্রিট, এমজি রোড, স্ট্র্যান্ড রোডের মতো রাস্তাও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে ৷ যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু ও দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হাওড়া ব্রিজ এড়িয়ে চলতে চলতে।  আগামিকাল ভোর ৪ টে থেকে রাত ৪ টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে নির্মলচন্দ্র স্ট্রিট ও কলেজ স্ট্রিটে ৷ বিকল্প হিসেবে ব্যবহার করা হবে লেনিন সরণি-মৌলালি ও এজেসি বোস রোড ৷ ১২ টা থেকেই আমহার্স্ট্

বনমালীর অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা তাক লাগালো সকলকে

Image
  অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা সুফল চন্দ, বৈদ্যবাটি, হুগলি, ১২ই সেপ্টেম্বর ২০২২: বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের তা শিল্পকলা দেখে হতবাক সবাই। বিশাল ঘোষ নিজের হাতে বানালো দুর্গা মূর্তি কিন্তু হতভাকের বিষয়টা হল তার দুর্গামূর্তি তৈরি ব্যবহৃত দ্রব্য হল ঘুড়ির কাঠি, কাগজ, উল  ও পিচবোর্ড। বিশালের বাবা পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী, পুজো আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোরজোর ‌। এইবারের দুর্গাপুজোর ঘোষ বাড়িতে যে দুর্গা প্রতিমার পুজো হতে চলেছে তা বিশালের হাতের তৈরি সেই প্রতিমা।  সেই প্রতিমা দেখলে মনে হবে যেন কোনো বড় শিল্পী নিখুঁতভাবে কাজ করেছে, কিন্তু বিশ্বাস করতেই হয়, এই খুদে শিল্পীর দক্ষতা। অষ্টম শ্রেণীর এই ছাত্রের এই দক্ষতা দেখে স্কুলে শিক্ষক থেকে শুরু করে সবাই খুবই খুশি।

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শ্রীরামপুরে শোভাযাত্রা

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর  রবিবার ইউনেসকো কে ধন্যবাদ জানিয়ে শ্রীরামপুর পৌরসভার ব্যবস্থাপনায় কলকাতা দূর্গা পূজার ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই শোভাযাত্রা মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত  হয়।  উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা উপ পৌর প্রশাসক উত্তম নাগ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার সমস্ত সিআইসি সদস্য সহ বিভিন্ন কাউন্সিলর ও পূজা কমিটি। এদিন এই শোভাযাত্রায় যাতে কোন অসুবিধা না হয় তাই পুলিশ প্রশাসন ছিল তৎপর।

চৌপাহারি জঙ্গলের ধল্লামোরের কাছে গলাকাটা যুবকের মৃতদেহ উদ্ধার ইলামবাজার থানা পুলিশের

Image
  চৌপাহারি জঙ্গলের ধল্লামোরের কাছে গলাকাটা যুবকের মৃতদেহ উদ্ধার ইলামবাজার থানা পুলিশের অরবিন্দ মন্ডল, ইলামবাজার, বীরভূম, ১১ সেপ্টেম্বর ২০২২ :  ইলামবাজার চৌপাহাড়ী জঙ্গলে  গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে সেখ সালাউদ্দিন (২১) নামে এক যুবক কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। এই ঘটনায় সেখ সালমান নামে এক যুবককে জিঙ্গাসা বাদ করার জন্য পুলিশ  আটক করেছে।ইলামাবাজার থানায় জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী সহ অন্যান্য আধিকারিকেরা সালমান কে জিঙ্গাসা বাদ করছেন। প্রশাসনের ম্যারাথন জেরায় শালমান স্বীকার করে নেন তিনি সেখ সালাউদ্দিনকে খুন করেছেন। সালাউদ্দিনের পরিবার সূত্রে খবর রাত্রে ফোনে 30 লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল সালমান। পুলিশের জেলায় সালমান বলেন ইটভাটা করতে গিয়ে মার্কেটে বেশ কিছু টাকা   ঋণ হয়েছে। তাই সেই ঋণ পরিশোধের জন্য এই সালমান কে খুন করেছে। পুলিশ আরো তদন্ত করছে এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা।

নবান্ন অভিযানের প্রস্তুতি সভা নিয়ে বিজেপির সাংবাদিক বৈঠক

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, হুগলী,১০ সেপ্টেম্বর, ২০২২: ১০ সেপ্টেম্বর শনিবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির "নবান্ন অভিযান" নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক, রাজীব চন্দ। "নবান্ন অভিযান" কোনো রাজনৈতিক লড়াই নয় বলে দাবি।' ১৩ সেপ্টেম্বর বিজেপির "নবান্ন অভিযান " এ বিজেপির তিন বিজেপি নেতা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই অভিযানের মূখ্য ভূমিকা পালন করবেন।

আবারোও বোলপুরে ঢুকলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা

Image
  অরবিন্দ মন্ডল, বোলপুর : আবারোও বোলপুরে ঢুকলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর আধিকারিকরা। বুধবার রাত্রেই শান্তিনিকেতনে পৌঁছেছেন সিবিআইয়ের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত একটা তৎপরতার ছবি উঠে আসছে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে।  রতনকুঠি গেস্ট হাউসেই রয়েছে সিবিআই এর তদন্তকারী অফিসাররা। তবে আজকে জেলায় অভিযান চালানোর আশঙ্কা রয়েছে সিবিআইয়ের। পাশপাশি শান্তিনিকেতনের রতন কুঠি গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে একাধিক  ব্যাংকের আধিকারিক সহ সাব-রেজিস্টার অফিসের দুজন আধিকারিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিগত দিনের তল্লাশি অভিযান চালিয়ে যে নথি বা ব্যাংক ডিটেলস বাজেয়াপ্ত করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানা যায়। এইচডিএফসি ,আই ডি বি আই ,ব্যাংক অফ ইন্ডিয়া বোলপুর শাখার কর্মীদের সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। মূলত অনুব্রত মণ্ডল ও সায়গেল হোসেন এর  ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে।  *বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভূম।*