Posts

Showing posts from December, 2023

*ভয়াবহ দুর্ঘটনা, তদন্তে পুলিশ*

Image
 *ভয়াবহ দুর্ঘটনা, তদন্তে পুলিশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ভোর ৬টায় বিড়লা মন্দিরের কাছে ভয়াবহ দূ*র্ঘটনা। দূ*র্ঘটনার জেরে ফুটপাতের উপর উঠে গিয়েছে গাড়ি।খুলে গিয়েছে এয়ারব্যাগ। বালিগঞ্জ ফাঁড়ি থেকে সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় দূর্ঘ*টনা বলে মনে করা হচ্ছে। দুটি বিলাসবহুল গাড়িতে ফিরছিল বন্ধুরা। তারই একটা দূর্ঘটনার কবলে। দূর্ঘট*নার কবলে পড়া গাড়িতে ছিল ৪ বন্ধুর। ঘিটিনার পর ৪ বন্ধুই অন্য গাড়িতে করে চলে যায়। গাড়ি চালাচ্ছিল সেই ৪ বন্ধুরই একজন।জানা গিয়েছে, পুলিস সিসিটিভি খুলে চেক করবে। কি কারণে দূর্ঘ*টনা তাও জানার চেষ্টা চলছে। তীব্র গতির কারণে দূর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে। এই মুহুরেতে স্পটে পুলিস ও সার্জেণ্ট।

*অনলাইনে প্রতারনা করা অভিযুক্ত আটক পুলিশের হাতে*

Image
 *অনলাইনে প্রতারনা করা অভিযুক্ত আটক পুলিশের হাতে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা। কেদারনাথ  হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর ,নিউটাউন এর বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধান নগর সাইবার  ক্রাইম থানায় ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে তিনি বাইশ তারিখ একটি ওয়েবসাইট এ একটি নাম্বার পান সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকোপটারে করে ঘুরতে চান। এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান। সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার একাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগ কারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই তিনি সাইবার ক্র

*বছরের শেষদিনে জমজমাট মাইথন জলাধার*

Image
 *বছরের শেষদিনে জমজমাট মাইথন জলাধার*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সালানপুর:বছরের শেষদিনে জমজমাট আসানসোলের মাইথন পিকনিক স্পটে।সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশে জমে উঠেছে বছরের শেষ দিন।পিকনিকে বহুদূরদুরন্ত থেকে পর্যটকরা এসেছে পিকনিক করতে।সাথে পর্যটকরা নৌকাবিহার করছেন।একই সাথে সালানপুর থানার পুলিশের পক্ষ থেকে পর্যটকদের  উদ্যেশে মাইকিং প্রচার চালানো হচ্ছে।যেমন নৌকা বিহারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা।বেশি জলে নামতে নিষেধ প্রভৃতি।বলতে গেলে বছরের শেষ দিনে জমে উঠেছে পর্যটকদের মাইথন পিকনিক স্পট।পুলিশের তরফে কড়া নজরদারি রয়েছে মাইথন জলাধারে।

*বারুইপুরের শাসন রেল প্লাটফর্মের গায়ে গলা*কাটা দেহ উদ্ধার*

Image
  *বারুইপুরের শাসন রেল প্লাটফর্মের গায়ে গলা*কাটা দেহ উদ্ধার* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর:বারুইপুরে গলার নলি কা*টা ও হাতের শিরা কা*টা ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে বারুইপুরের শাসন রোড স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ওঠার মুখেই প্লাটফর্মের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নেই ও হাতের শিরা কা*টা ক্ষ*তবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা।সাত সকালে এই ঘটনায় শাসন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বারুইপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ।বারুইপুর থানার পুলিশ মৃ*তদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

' *অমৃত ভারত' এক্সপ্রেস চালু হল, স্টপেজ হবে ডানকুনি*

Image
 ' *অমৃত ভারত' এক্সপ্রেস চালু হল, স্টপেজ হবে ডানকুনি*  খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:*মালদা বেঙ্গালুরু* "অমৃত ভারত" এক্সপ্রেস চলতে শুরু করেছে, এই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী এবং পূর্ব বর্ধমানের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলেছেন যে এই ট্রেনের সাথে, লোকেরা রাজধানী এক্সপ্রেসের চেয়ে অনেক কম ভাড়ায় অনেক সুবিধা পাবে। এই ট্রেনটি সপ্তাহের প্রতি শনিবার চলবে এবং এই *অমৃত ভারত* এক্সপ্রেসের স্টপেজ হবে *ডানকুনি।

*বেঙ্গল সাফারি পার্কে উপচে পড়ছে ভিড়*

Image
 *বেঙ্গল সাফারি পার্কে উপচে পড়ছে ভিড়*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: সারা বছরই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতের মৌসুমে সেই পর্যটকদের আনাগোনা আরো বেড়ে যায়। এবছর শীত নামতেই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের ঢল নেমেছে। গত ২৪ ও ২৫ টানা দুই দিন ছুটি থাকার কারণে উপচে পড়েছিল পর্যটকদের ভিড়। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হোক দ্রুত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বড়দিনের দিন রেকর্ড পরিমাণে জনসমাগম হয়েছিল। প্রসঙ্গত বনের বিভিন্ন জীবজন্তুদের দেখতে দূর দূরান্ত থেকে দর্শক ও পর্যটকরা ভিড় করেন এই বেঙ্গল সাফারি পার্কে। সাধারণত সোমবার দিন সংশ্লিষ্ট পাঠ কর্তৃপক্ষ পার্ক বন্ধ রাখেন। তবে আগামী সোমবার পড়েছে বর্ষবরণের দিন তাই দর্শক ও পর্যটকদের কথা মাথায় রেখে এই দিন পার্ক খোলা থাকবে। তারা আশা রাখছেন প্রচুর ভিড় হবে আগামী রবি ও সোমবার।

*আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতীকে গ্রেফতার করল নলহাটি থানার পুলিশ*

Image
 *আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতীকে গ্রেফতার করল নলহাটি থানার পুলিশ*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো বীরভূমের নলহাটি থানার পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর কবির সেখ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার লক্ষীনারায়ণ গ্রামে। তার কাছ থেকে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল গভীররাতে গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ভবানন্দপুর ক্যানেল কালভার্ট এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক ভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখতে পায় পুলিশ। সেই সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক  রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এরপরেই তাকে  গ্রেফতার করে নলহাটি থানা পুলিশ। ধৃতকে আজ রামপুরহাট  মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

*আদিবাসী সেঙ্গেল অভিযানে অবরোধ রেল*

Image
 *আদিবাসী সেঙ্গেল অভিযানে অবরোধ রেল*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,আসানসোল:সারনা ধরম কোড লাগুর দাবিতে আসানসোলের কালিপাহাড়ি স্টেশন রেল অবরোধ।শনিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে এই রেল অবরোধ করা হয়েছে।বেশ কিছুক্ষণ এই রেল অবরোধ চলে।খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফ বাহিনী পৌচ্ছায়।আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বরা বলেন 30 শে ডিসেম্বর এই দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে।তারই সমর্থনে এই রেল অবরোধ করা হয়েছিল।বেশ কিছুক্ষণ রেল অবরোধ চলে।এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে রেল সূত্রে খবর।

*ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ*

Image
 *ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:শান্তিনিকেতনের ঐতিহ্যবাহিত পৌষ মেলা গতকাল শেষ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই পৌষ মেলা পাঁচ দিনের ছিল অর্থাৎ ২৮শে ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময় অনুযায়ী মেলা শেষ হয়ে গেছে এবার মেলা ভাঙার পালা শুরু হয়ে গেছে আজ থেকে নিয়ম অনুযায়ী। আজকের মধ্যে আশা করা যায় সমস্ত দোকানপাট উঠে যাবে এবং মেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে বিশ্বভারতী কে। আজকে মাইকিং প্রচারের মাধ্যমে সকল দোকানদারের কাছে আবেদন তারা যেন নিজে নিজেও দোকান উঠিয়ে নেন। মেলা দোকানপাট সকাল থেকে শুরু হয়ে গেছে, ভাঙার কাজ সেই ভাঙার কাজ দেখার জন্য পরিদর্শন করলেন বীরভূম জেলার সভাধিপতী কাজল শেখ সহ বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ ও অন্যান্য কাউন্সিলরগণ। বীরভূম জেলা সভাধীপতী কাজল শেখ জানান আমরা সুষ্ঠুভাবে এই মেলাকে প্রশাসনিক সহযোগিতায় পরিচালনা করতে পেরেছি তার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম জানান কারণ তার অনুপ্রেরণায় এই মেলা অনুষ্ঠিত হয়। কাজল শেখ জানান মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন যাতে আগামী দিনেও আমরা এ

*আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে সচেতন শিবির*

Image
 *আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে সচেতন শিবির*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নদীয়া:আগামী লোকসভা নির্বাচন এবং জাতীয় ভোটার দিবসকে   সামনে রেখে ভোটারদের সচেতন এবং উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় শুক্রবার। এই অনুষ্ঠানে নদীয়া জেলার বিভিন্ন ইলেক্টোরাল লিটরেসি ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। মূলত আর কয়েক মাস বাদেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই  নির্বাচনের আগে জেলা প্রশাসনের তরফ থেকে ভোটারদের উৎসাহ এবং সচেতন বাড়িয়ে তোলার জন্যই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। পাশাপাশি আগামী ২৫শে জানুয়ারি রয়েছে জাতীয় ভোটার দিবস। সেই দিনটিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সারাদিন চলবে বিভিন্ন পদ্ধতিতে ভোটারদের উৎসাহ করার কাজ। মূলত তার অঙ্গ ও প্রস্তুতি হিসেবে এদিন নদীয়া জেলার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হলো এই অনুষ্ঠানের।

*ওয়ার্ড উৎসবে বয়স্ক নাগরিকদের সম্মান জ্ঞাপন*

Image
 *ওয়ার্ড উৎসবে  বয়স্ক নাগরিকদের সম্মান জ্ঞাপন*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ১৫ নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব "সুচেতনা "এর অঙ্গ হিসাবে বয়স জ্যেষ্ঠ দের সন্মান জ্ঞাপন করা হলো। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডগুলিতে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। বিগত কিছুদিন ধরে ১৫ নম্বর ওয়ার্ডে চলছে ওয়ার্ড উৎসব সুচেতনা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিগত দিনগুলি ধরে। সংশ্লিষ্ট ওয়ার্ডকে উৎসব উপলক্ষে আলোর রোশনাই  দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এদিন অভিনব উদ্যোগ নেওয়া হল ১৫ নম্বর ওয়ার্ডের তরফ থেকে। ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সম্মান জানানো হলো। এদিন সকালে বয়স্ক নাগরিকদের সম্মান জানানো হয় ওয়ার্ড উৎসবের অনুষ্ঠান মঞ্চে। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার। তিনি জানান ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সম্মান জানানো হলো , আগামী দিনে তাদের অভিজ্ঞতা পরামর্শ ওয়ার্ড চালানোর ক্ষেত্রে উপযোগী হবে।

*স্থায়ী পোস্ট অফিস পেল প্রত্যন্ত সুন্দরবন বাসী, খুশির হাওয়া গ্রামে*

Image
 *স্থায়ী পোস্ট অফিস পেল প্রত্যন্ত সুন্দরবন বাসী, খুশির হাওয়া গ্রামে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:উওর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের সাধারণ মানুষের ডাক ঘরের দাবি ছিল দীর্ঘদিনের।আগেরকার দিনে ছিলনা মোবাইল ফোন,ছিলনা ইন্টারনেট,সেই সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ডাক ব্যবস্থা।যারা বিদেশে কাজ করতো বা যারা চাকরি-বাকরি করতো তারা অপেক্ষায় বসে থাকতো কখন তার চিঠিটা আসবে,সেই যোগাযোগ মাধ্যম এখন ডিজিটাল হয়ে গেছে।আগেরকার দিনের মতো এখন আর কাউকে সেই অপেক্ষায় বসে থাকতে হয় না। কারণ সবারই কাছে মোবাইল আছে।তবুও তার মধ্যে কিছু কিছু কাজের জন্য সাধারণ মানুষের কাজে লাগে ডাক বিভাগ।তাই লেবুখালী বাসিন্দাদের এই দাবি পূরণ হওয়াতে খুশি সকলেই।আগে কিন্তু নির্দিষ্ট কোন জায়গায় ছিল না, এই ডাকঘরের ভূমি দাতা স্বর্গীয় স্বর্ণময়ী মন্ডল , তিন শতক  যায়গা  সাধারণ মানুষের জন্য পোস্ট অফিস স্থায়ী করার জন্য দান করেন ।আগে কোন  স্থায়ী অফিস ছিল না,এখন স্থায়ী পোস্ট অফিস হওয়াতে মানুষ খুব খুশি। সুপার এন্টেন বারাসাত ডিভিশনের  ভূপাল মজুমদার, ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এই পোস্ট অফিস।তি

*নাবালিকা নির্যাতিতার সাথে দেখা করে সাংসদ লকেট চ্যাটার্জি*

Image
 *নাবালিকা নির্যাতিতার সাথে দেখা করে সাংসদ লকেট চ্যাটার্জি* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি: সাংসদ লকেট চ্যাটার্জি বলাগড়ে যান এবং নাবালিকা নি*র্যাতিতার সাথে দেখা করেন এবং তার বাবা-মায়ের সাথে ঘটনাটি নিয়ে আলোচনা করেন।ভিকটিম এবং তার পরিবার তাদের অগ্নিপরীক্ষা বর্ণনা করেন। পরিবারের সদস্যরা জানান, পুলিশ তাদের মেয়েকে মহিলা কমিশনের বাড়িতে নিয়ে যেতে বললেও তারা তাকে যেতে দেয়নি। লকেট বলেন, ভুক্তভোগী নিজেই বড় সমস্যায় পড়েছেন, কীভাবে তাকে নিয়ে যাওয়া যায়। কমিশনের কর্মকর্তারা ভিকটিমের কাছে এসে পুরো তদন্ত করেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। লকেট বলেছিলেন যে তাঁর দলের লোকেরা বলাগড় বিধায়ককে সম্মান করে না, তিনি কী করতে পারবেন, যা করা হবে তা বিজেপি করবে। অভিযুক্ত তৃণমূলের সমর্থক, তাই পুলিশ তাকে গ্রেফতার করছে না।বালাগড়ের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সমিতির সদস্য কাশীনাথ হালদার বলেন, এই ঘটনা নিন্দনীয়যেই অপরাধী, তাকে শাস্তি পেতেই হবে। লকেট এসেছে বিপত্তি ঘটাতে।

*নদিয়ায় কুখ্যাত অপরাধীকে হ*ত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ২ গ্রেফতার*

Image
 *নদিয়ায় কুখ্যাত অপরাধীকে হ*ত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ২ গ্রেফতার*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নদীয়া:নদিয়ার চাপড়ায় হাত কা*টা মাসুদ মণ্ডল হ*ত্যার তদন্তে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম ফরজ শেখ ও ইস্তারুল হালসোনা।  ইস্তারুলকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে হ*ত্যাকাণ্ডে ব্যবহৃত নাইন এমএম পিস্তলসহ এর ম্যাগাজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাসউদ এবং তার দল কয়েক মাস আগে বাংলাদেশে প্রায় ১১ লাখ টাকার নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করার সময় রাস্তার ধারে ডাকাতি করেছিল। লুণ্ঠন ভাগ করুন  পুলিশ সূত্রে খবর, এই কাজ করার সময় তাদের মধ্যে বিবাদে মাসুদের মৃ*ত্যু হয়। তবে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আর কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। মাসুদ মন্ডল ওরফে হাট কাটা মাসুদ বেশ কয়েকটি খু*ন ও ডাকাতির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কয়েক মাস আগে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার করে। জামিনে মুক্তি পেলেও সে তার দলবল নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম ছেড়ে চলে যাও

*অশ্লীল ছবি দেখিয়ে নির্যাতন করার অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে*

Image
 অশ্লীল ছবি দেখিয়ে নির্যাতন করার অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:চুচুড়ার মিয়াভেদ এলাকায়, স্থানীয় বাসিন্দারা গোপাল পাত্রের (৫০) বিরুদ্ধে চার বছরের এক কিশোরীকে বাড়িতে নিয়ে গিয়ে তার অশ্লীল ছবি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।ঘটনার পর স্থানীয় লোকজন তাকে মারধর করে চুঁচুড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।মেয়েটির পরিবারের অভিযোগ, তাকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে নির্যা*তন করা হয়। এর আগেও এমন অভিযোগ উঠেছে আজ সকালে। শিশুটির মা পরিচারিকার কাজে যান। বাবা শস্য বিক্রি করতে গেলে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে। শাস্তি দাবি করেছেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে যে অভিযোগ পাওয়ার পরে, গ্রেপ্তার করা হয়েছিল এবং POCSO আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল। চুচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র বলেন, এ ধরনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত।পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।

*ডাকাতি কান্ডে ঘটনাস্থলে CID এর DRBT তদন্তকারী দল*

Image
 *ডাকাতি কান্ডে ঘটনাস্থলে CID এর DRBT তদন্তকারী দল*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদহ:মালদহের চাঁচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার  ঘটনাস্থলে রাজ্যের CID এর DRBT সেলের তদন্তকারী দল।প্রায় পাঁচজনের তদন্তকারী দল ঘন্টাখানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন।সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা।ডাকাতির ঘটনার কিনারা করতে এখন বড় চ্যালেঞ্জ  হয়ে দাড়িয়েছে পুলিশের কাছে। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতিরা।তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল ওই দোকানের খুটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডির DRBT সেলের একটি তদন্তকারী দল।

বেধড়ক মারধোরে তৃণমূলের প্রধানের মেয়ে সহ জখম ৩*

Image
 *বেধড়ক মারধোরে তৃণমূলের প্রধানের মেয়ে সহ জখম ৩*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার চতরা চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামের ঘটনা। বছর১০,এর নাবালক সাহাড়িয়া মল্লিককে প্রায় উত্তপ্ত করে প্রতিবেশি বছর ২৭এর প্রতিবেশী যুবক মোয়াজ্জে  মণ্ডল।  থাকে মারধর, এমনকি ন*গ্ন করে বলে অভিযোগ। কাকা হাবিবুল্লাহ মল্লিক প্রতিবাদ করলে তাকে বেধড়ক  মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এমনকি চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের  প্রধান জামির উদ্দিন মন্ডলের মেয়ে। বছর ২৮এর বুলুজা বিবি, সেখানে গেলে তাকে ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তার মাথা পাঠিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে আক্রান্ত প্রধানের মেয়ে, কাকা, নাবালক সহ তিনজনকে উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে তৃণমূলের প্রধানের মেয়ে বুলুজা বিবির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আসলে এর পিছনে রয়েছে জমি বিবাদের গন্ডগোল? না রাজনৈতিক

*ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু*

Image
 *ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার:আবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কাজ শেষ করে ফেরার  পথে দুর্ঘটনায় মৃ*ত্যু হয়। তার নিথর দেহ ফিরে এলো বাড়িতে । বৃহস্পতিবার ভোরে শ্রমিকের দেহ বাড়ি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের। মৃ*ত শ্রমিকের বাড়ি ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃ*ত শ্রমিকের নাম শেখ জহিরুল। তিন মাস আগে দিল্লির মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিলো। গত ১২ ডিসেম্বর কাজ করারে ফেরার পথে ট্রাকটারে ধাক্কা লাগে। আহত হয়, হসপিটালে চিকিৎসা চলাকালীন ২৪ তারিখ মা*রা যাই। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ নিথর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

*কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টস*

Image
 *কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টস*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: উত্তরবঙ্গ প্রতিবন্ধী কাউন্সিলের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও ছোটদের  বার্ষিক উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টস "মুস্কান " অনুষ্টিত হলো। এদিন সকালে অনুষ্ঠিত হয় বার্ষিক উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টস। এই উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ছোট ছোট বাচ্চারা এই বার্ষিক উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টসে অংশগ্রহণ করে, প্রতিবন্ধীরাও অংশ নেয়। উত্তরবঙ্গ কার্নিভাল স্পোর্টস উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বার্ষিক কার্নিভাল স্পোর্টস কে ঘিরে প্রতিযোগী ও প্রতিযোগিনীদের যথেষ্ট উৎসাহ উন্মাদনার লক্ষ্য করা যায়।

*মন্দির থেকে গয়না সহ টাকা চুরি, তদন্তে নলহাটি থানার পুলিশ*

Image
 *মন্দির থেকে গয়না সহ টাকা চুরি, তদন্তে নলহাটি থানার পুলিশ* খবর দিনভোর, নিজস্ব সংবাদদাতা, বীরভূম:-রাতের অন্ধকারে এলাকার একটি প্রাচীন মঠের মন্দিরের তালা ভেঙ্গে বিগ্রহের গহনা সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে নিয়ে গেলো দুষ্কৃতীরা। চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার জগধারী গ্রামের মহানির্বাণ মঠে। মঙ্গলবার মঠের কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন। তারা দেখেন মন্দিরে থাকা বিগ্রহের গহনা নেই। ভাঙ্গা অবস্হায় পড়ে রয়েছে সেখানে থাকা প্রণামী বাক্স। এরপর চুরির বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মঠে থাকা সিসি টিভি ক্যামেরার তার কেটে দেয় চোরেরা।

১৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের শুভ সূচনা*

Image
 *১৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের শুভ সূচনা*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ১৫ নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব "সুচেতনা" র এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভারম্ব হলো। আজ ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড উৎসবের সূচনা হলো। এদিন সকালে ওয়ার্ড উৎসবের সূচনা হয়। উল্লেখ্য বিগত কিছুদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা চলছে ১৫ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে শোভা যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ওয়ার্ড উৎসব সুচেতনার। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার , এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন ওয়ার্ডের নাগরিকগণসহ বিশিষ্ট ব্যক্তিগণ । বেশ কিছু সংখ্যক কচিকাঁচা ও বিভিন্ন ধরনের সাজ সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

বিভিন্ন দাবিতে পিএসসি ভবন অভিযান

Image
*বিভিন্ন দাবিতে পিএসসি ভবন অভিযান*  খবর দিনভোর কলকাতা  ২৬শে ডিসেম্বর সি আই টি ইউর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযান আয়োজন করা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন সিআইডিই নেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকের। আজকের এই পাবলিক সার্ভিস কমিশন ভবন অভিযানের মূলত দাবী গুলো হয় গত চার মাস ধরে পিএসসির চেয়ারম্যান নেই পিএসসির আইএএস পদে সম্পন্ন চেয়ারম্যান চাই এবং ক্লার্কশিপ আইসিডিএস ফায়ার অপারেটর ফুড এসআই স্কুল এসআই এই শূন্য থাকা সিটগুলিতে নিয়োগ চাই আই সি ডি এস সুপারভাইজারের প্রমোশনাল এর রেজাল্ট চাই জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ পেন্ডিং রেজাল্ট চাই নতুন নোটিফিকেশন এর সাথে সেই সাথে ২০১৬ এবং ২০১৭ এর দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি চাই এই দাবিতেই আজকের পিএসসি ভবন অভিযান।

*কেমন যাবে আবহাওয়া?*

Image
 *কেমন যাবে আবহাওয়া?*  খবর দিনভোর কলকাতা:  এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য তেমন কোন ওয়েদার সিস্টেম নেই। বৃষ্টিপাতেরও তেমন কোন সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না বাধা পাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি চলছে। আগামী এক সপ্তাহ এটাই কন্টিনিউ করবে। এর ফলে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রীর কাছাকাছি ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রী  স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে।

পালিত হয়ে গেল বড়দিন উৎসব*

Image
 *পালিত হয়ে গেল বড়দিন উৎসব*  খবর দিনভোর, বিনয় প্রকাশ হুগলি বড় দিনের আগে এক রাতে, গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ক্রিসমাস ক্যারল গাওয়া হয়. ক্রিসমাস ক্যারল রাতে শুরু হয়। বিশেষ শুরু হয় গির্জার প্রার্থনা কক্ষে। বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চসহ জেলার অন্যান্য গির্জাগুলো সাজানো হয়েছে। ক্রিসমাস ট্রি লাইট দিয়ে সাজানো হয়েছে গির্জা। গোয়ালঘর প্রস্তুত করা হয়েছে। সেখানে প্রভু যীশুর জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। বিশেষ প্রার্থনার পর যেখানে মা মেরির কোলে শিশু যিশুকে রাখা হবে।পুরো গির্জা এলাকা আলোকিত করা হয়বিধায়ক অসিত মজুমদার বেন্ডেল চার্চে যোগ দেন এবং সবাইকে বড় দিনে শুভেচ্ছা জানান।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, ডিএসপি প্রধান ইশানি পাল গির্জা পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন।

*বড়দিনের ছুটিতে আনন্দে গোটা বঙ্গ*

Image
 *বড়দিনের ছুটিতে আনন্দে গোটা বঙ্গ*   খবর দিনভোর নিউজ ডেস্ক: বড়দিনের ছুটি মানে পর্যটকদের পছন্দের জায়গা দীঘা, শংকরপুর, তাজপুর ও মান্দারমনির সমুদ্র সৈকতে। বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী।সেই সাথে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউ জঙ্গলের পিকনিকের আনন্দে মেতে উঠেছেন। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দিঘার সৈকতে বলে প্রশাসন সূত্রের খবর। এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে। সেই সাথে স্নান ঘাট গুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে।

*প্রাথমিক শিক্ষাক নিয়োগ পরীক্ষা দিতে পারলো না ১০ জন পরীক্ষার্থী*

Image
 *প্রাথমিক শিক্ষাক নিয়োগ পরীক্ষা দিতে পারলো না ১০ জন পরীক্ষার্থী* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:আজ রাজ্য জুড়ে হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় তিন লক্ষ পরীক্ষাথী এদিনের পরীক্ষায় বসেছে বলে পর্ষদ সূত্রের খবর। অন্যান্য জেলার ন্যায় এজেলাতেও প্রায় শান্তিপূর্ণ ভাবে শেষ হলো এদিনের পরীক্ষা। তবে বোলপুর কলেজে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারলো না ১০জন পরীক্ষাথী। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরিচয়পত্রের ছবি একরকম না হওয়ায় এবং ১১টা ২০মিনিটে পরীক্ষাকেন্দ্রে আসায় তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

*বড়সড় সাফল্য রানাঘাট পুলিশের*

Image
 *বড়সড় সাফল্য রানাঘাট পুলিশের* খবর দিনভোর, বিনয় প্রকাশ, নদীয়া: অবশেষে রানাঘাট পুলিস জেলা আবার বড় সাফল্য পেল। পালিয়ে যাওয়ার কয়েকদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। জানা যায়, 11 ডিসেম্বর জেলে থাকা এক আসামির স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে তাকে চিকিৎসার জন্য নদীয়ার রানাঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যদিও হাসপাতালটি পুলিশি নিরাপত্তায় ছিল। কিন্তু এরই মধ্যে পুলিশি নজরে পড়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত, এরপর অভিযুক্তকে খুঁজছে পুলিশ। অবশেষে গতকাল বর্ধমান জেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল আসামিকে আদালতে হাজির করা হয়। জানা গেছে, পলাতক আসামির নাম আব্দুল গাফফার শেখ। এই ঘটনায় শুক্রবার বিকেলে নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট থানার এসডিপিও প্রবীর মণ্ডল। তিনি বলেন, আসামি বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি ছিলেন, যদিও আসামি বিচারের মুখোমুখি হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে আমরা সফল হয়েছি।

*স্কুটার ও মাছের ট্যাংকের মধ্যে সংঘর্ষে মৃ*ত্যু দুই*

Image
 *স্কুটার ও মাছের ট্যাংকের মধ্যে সংঘর্ষে মৃ*ত্যু দুই* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:হুগলির দুর্গাপুর এক্সপ্রেসওয়ের চণ্ডীতলা থানার অন্তর্গত কাপশারিয়া এলাকায় একটি স্কুটার এবং একটি মাছের ট্যাঙ্কের মধ্যে সংঘর্ষে দুইজনের মৃ*ত্যু হয়েছে। চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ ও হাইওয়ে আধিকারিকদের মতে, স্কুটারে দুজন লোক ছিল, একজন পুরুষ এবং একজন মহিলা। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে হুগলি গ্রামীণ থানার চণ্ডীতলা থানার পুলিশ। নিহতদের নাম জানার জন্য। পরে পুলিশ জানায়, স্কুটার আরোহীর বাড়ি চন্ডীতলা থানার পাঁচঘড়ায়।

*প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী*

Image
 *প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আজ প্রাথমিক টেট। রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। এই নিয়ে পরপর দু’বছর টেট হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে। এদিন রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে প্রাথমিক টেট। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢুকতে পারবেন তাঁরা। চেতলা গার্লস, বাগবাজার মাল্টিপারপাস, শিয়ালদহ টাকি বয়েজ, যাদবপুর বিদ্যাপীঠ, দমদমের কুমার আশুতোষ ইন্সটিটিউশন-কলকাতার এই পাঁচটি পরীক্ষাকেন্দ্রে টেটে অংশগ্রহণ করার কথা প্রায় ২২০০ পরীক্ষার্থীর। এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই টেট হবে।কিন্তু, নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি। তবে আইনি জট কেটে নিয়োগ হবে বলেই আশাবাদী পরীক্ষার্থীরা। যাদবপুর বিদ্যা পাঠ স্কুলে ট

*শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়*

Image
 *শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:শিক্ষিকাকে ডেকে দরজা বন্ধ করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। ঘটনার জেরে ওই ঘরেই অসুস্থ হয়ে জ্ঞান হারান শিক্ষিকা। মালদার চাঁচলের খরবা এগ্রিল হাই স্কুলে ঘটনা। শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষকেরর নেতৃত্বে পরিচালন সমিতির কয়েকজনকে নিয়ে ওই নির্যাতন করা হয় বলে অভিযোগ। শনিবার দুপুরে  এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলি সমস্ত অভিযোগ সাজানো বলে দাবি করেছেন।তিনি বলে আমি সেসময় স্কুলে ছিলাম না,নামাজ পড়তে গিয়েছিলাম।এই ধরনের ঘটনাটি ঘটেনি স্কুলে।  যদিও ওই স্কুলের আরেক শিক্ষিকা রুমানা বলেন, ম্যাডামকে একায় নিয়ে গিয়ে বৈঠক করা হচ্ছিল। কোনো শিক্ষিকা ছিলনা সেখানে।বাইরে থেকে দফায় দফায় চিৎকার শুনি।পরে ম্যাডাম কাঁপতে কাঁপতে বৈঠক রুম থেকে বেরিয়ে

রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের

Image
 **রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না, ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন ইন্দ্রনীল। তিনি বলেন রাজ্য সরকার ডিএ-র টাকা খেলা, মেলা, সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ-র অংক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারেকাছেও নেই বলেই দাবি করেন। পাশাপাশি তিনি বলেন সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে, পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময়ে তাদের ধমকে, অপমানসূচক কথা বলে দাবিয়ে রাখতে চাইছে।

তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে চলছে বোমাবাজি*

Image
 *তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে  চলছে বোমাবাজি*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল থেকে ও সকাল থেকে বোমাবাজি হয়।দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েত ছ্যামনা মনি গ্রামের এক কংগ্রেস নেতার বাড়ির লক্ষ্য কাল রাতে  বোমাবাজি হয় বলে এমনটি গেছে। পঞ্চায়েতে ভোটে কংগ্রেসে জেতা প্রার্থী তৃণমূল কুতুবউদ্দিন পাইক  কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত থেকে  বোমাবাজি হয় আজ সকালেও বোমাবাজি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা।

*দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে*

Image
 *দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর,:দিনের আলোতে তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা,চাদি ও সোনার গহনা নিয়ে চম্পট দিল এলাকারই এক দুষ্কৃতী।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্তোষপুর গ্রামের ফুলবান খাতুন নামে এক মহিলার বাড়িতে দিনের বেলা প্রাচীর টপকে ওই গ্রামেরই কুরবান নামে এক দুষ্কৃতী চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ।  পুলিসের খাতায় ওই দুষ্কৃতীর নামে অতীত অপরাধের রেকর্ড রয়েছে।এর পূর্বেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে।এই প্রসঙ্গে ফুলবান বলেন,এদিন সকালে কুরবানকে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখি।ওকে দেখেই কেমন সন্দেহ জাগে।পাড়ার লোকজন তাকে চলে যেতে বলে।আমি বাড়িতে তালা দিয়ে স্থানীয় কম্পিউটার সেন্টারে কাজে যায়।ঘন্টা দেড়েক পরে আমি বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা ভাঙা রয়েছে।ঘরের জিনিসপত্র,শোকেস,বাক্স লন্ডভন্ড হয়ে আছে।ষোল ভরি চাদির গয়না,চার আনা সোনার বালি,নগদ চল্লিশ হাজার টাকা ওই দুষ্কৃতী নিয়ে চম্পট দিয়েছে।এর আগে আমার বাড়ি থেকে ওই দুষ্কৃতী সাইকেল নিয়ে পালিয়ে গিয়ে

*_সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃ*ত্যু হয় যুবকের_*

Image
 *_সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃ*ত্যু হয় যুবকের_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ভয়তা গ্রামের  যুবক কুদরত শেখ  বয়স  ৩০  সংসারের অভাব অনটনের। জন্যে পাড়ি দিয়েছিলো সৌদি আরবে   সেখানে কিছুদিন কাজ করার পর হঠাৎ একদিন বাড়িতে খবর আসে কুদরত সেখ মা*রা গেছে  সৌদি আরবে সেই খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলো পরিবারের লোকজন।   সৌয়াদা বিবি বলেন  আমার ভায়ের লা*শ আনতে গ্রামবাসীরা সাহায্য করেছে তিন মাস পর দেশের বাড়িতে কাফন বন্দি কুদরত শেখ  লা*শ ফিরলো  পারুলিয়া ভয়তা গ্রামে  গ্রামে লাশ ফিরতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কুদরত শেখ সংসারের একমাত্র  উপার্জনকারী ছিলেন  এক নাবালক ছেলে এক মেয়ে কুদরত সেখের   স্ত্রী বলেন আমরা গরীব মানুষ আমাদের কিছু নেই সে মা*রা গিয়েছে আমি কী  করে সংসার চালাবো ছেলে মেয়ে মানুষ করবো কে কী  বলল শুনুন আমাদের পর্দায়।

গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভিতরে দুষ্কৃতি হানা, মারধোর বিরোধী দল*

Image
 *গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভিতরে দুষ্কৃতি হানা, মারধোর বিরোধী দল*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে, উল্লেখ্য শাসক দলের  অঞ্চল প্রধানের নেতৃত্বে আগামী দিনের কাজকর্ম নিয়ে অঞ্চলে একটি সভার আয়োজন করা হয়, সেই সভায় ডাক পায় বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদার,ওই সভা চলা কালীন অপরিচিত কয়েকজন যুবক ভিতরে ঢুকে বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদার কে বাইরে টেনে বার করে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ।,গুরুতর আহত অবস্থায় বাপ্পাদিত্য হালদার কে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়, রাত্রি পর্যন্ত সেখানে চিকিৎসা চলছে। যদিও বা এই অভিযোগে কিছুই জানে না বলে দাবি করেছেন শাসক দলের অঞ্চল প্রধান পম্পা হালদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শাসক দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার।  উল্লেখ্য গত কয়েকদিন আগে অঞ্চলের এমনই একটি সভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান ও উপ-প্রধান কে শীলতাহানি মারধর করার অভিযোগ উঠেছিল এই বাপ্পাদিত্য হালদারের নামে,সেই কেসে জামিন হয়ে সবে মাত্

*মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়*

Image
 *মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:শহর বর্ধমানের কাঞ্চননগর তেলিপাড়ায় খেলার মাঠের পাশে জঙ্গলে ধারে এক যুবকের মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার । মৃ*ত ওই যুবকের নাম নবকুমার মন্ডল ওরফে যোগু। পেশাই যুবক টোটো চালক,তার বাড়ি কাঞ্চননগর মালি পারা এলাকায়।পরিবারের লোকের কাছে এখনও অজানা কি কারনে এই যুবকের মৃ*ত্যু। হলো। প্রতিদিনের ন‍্যায় বৃহস্পতিবার রাতে টোটো চালিয়ে টোটো মালিকের বাড়িতে টোটো জমা করে। তবে কিভাবে মৃ*ত্যু হয়েছে তার তদন্ত করবে বর্ধমান থানার পুলিশ। প্রচন্ড ঠান্ডার কারণেও তার মৃ*ত্যু হতে পারে। ভালো ছেলে কোন শত্রুতাও ছিল না তার বলে জানান কাউন্সিলার। তবে মৃ*ত্যুর কারণ জানতে মৃ*তদেহ ময়নাতন্ত্রের পরে জানা যাবে। বর্ধমান থানার পুলিশ এসে মৃ*তদেহ উদ্ধার করে।

পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা ১৫ লক্ষ টাকা চাইতে গেলে হুমকির শিকার ভরতপুরের এক ব্যক্তি*

Image
 *পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা ১৫ লক্ষ টাকা চাইতে গেলে হুমকির শিকার ভরতপুরের এক ব্যক্তি*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ভরতপুর:গত ১৭ই ফেব্রুয়ারির ২০২৩ আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা, লালমুজুদ্দিন শেখ যার চুক্তিপত্র করা হয়েছিল কান্দি মহকুমা আদালত থেকে। আলিয়া বেগম ভোটে জয়ী হবার পর এখন লালমুজুদ্দিন শেখকে তার প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছেন না। অভিযোগ বারংবার আলিয়া বেগম এর কাছে ওই ব্যক্তি তার প্রাপ্য ১৫ লক্ষ টাকা চাইতে গেলে তাকে হুমকি দিচ্ছেন আলিয়া বেগম এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হবার পর শাসক দলের প্রভাব খাটিয়ে ওই ব্যাক্তিকে বারংবার অভিযোগ উঠছে আলেয়া বেগমের বিরুদ্ধে। যদিও লালমুজুদ্দিন শেখ গত তিন মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজ ঐ ব্যক্তি আবারো কান্দি মহাকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রাপ্য ১৫ লক্ষ টাকা ফিরে পাওয়ার আশায়। যদিও এই বিষয় নিয়ে আলিয়া বেগমের কোন প্রতিক্রিয়া মেলেনি।

*শরৎচন্দ্রের জন্মবার্ষিকীতে পর্যটন গন্তব্য তৈরি ঘোষণা মুখ্যমন্ত্রীর*

Image
 শরৎচন্দ্রের জন্মবার্ষিকীতে পর্যটন গন্তব্য তৈরি ঘোষণা মুখ্যমন্ত্রীর* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:রাজ্য পর্যটন বিভাগ 2023 সালে 19 সেপ্টেম্বর শরৎচন্দ্রের 108 তম জন্মবার্ষিকীতে একটি পর্যটন গন্তব্য তৈরি করার ঘোষণা করেছিল। পার্ক স্ট্রিটে আয়োজিত বড়দিনের উৎসব অনুষ্ঠানের কার্যত উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত দেবদাস, পরিণীতার মতো অগণিত বিখ্যাত উপন্যাসের অমর সৃষ্টি শরৎচন্দ্রের জন্মস্থানকে বিশ্বের কাছে তুলে ধরবে। ব্যান্ডেল স্টেশন থেকে অল্প দূরে দেবানন্দপুর। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ওই গ্রামে। লেখকের জন্মস্থান ও গ্রাম ছিল অবহেলিত। শরৎচন্দ্রের বাড়ি সংস্কার করা হয়, তাঁর নামে একটি জাদুঘর, একটি সেমিনার হল, একটি স্কুল ছাড়া আর কিছুই নির্মিত হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, হুগলির দেবানন্দপুরকে হাওড়ার সামতাবেদোরের মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। এতদিন পর সেই দাবি পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী 1 কোটি 10 ​​লক্ষ টাকা দিয়ে দেবানন্দপুর পর্যটন

বিক্ষোভে বাধা কি পুলিশের?

Image
 *বিক্ষোভে বাধা কি পুলিশের?* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থান বিক্ষোপের অনুমতি সরাসরি হাইকোর্ট কোট দিয়েছে ৭২ ঘন্টা অবস্থান বিক্ষোভের জন্য তারপরেও কিছু পুলিশ আধিকারিকেরা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের বসার জায়গা দেওয়া হচ্ছে না এবং হাইকোর্ট দিয়ে পাওয়ার নির্দিষ্ট জায়গায় উনাদের দেওয়া হচ্ছে না তার পরিবর্তে উনারা এক বাস্টপে বসে অবস্থান করছেন তাদের সেই বাসটপ দিয়ে তোলা হচ্ছে এবং তাদের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াই বাধা দেওয়া হচ্ছে এই লড়াই প্রায় প্রায় এগারো মাস ধরে চলছে যেটি নবান্নের বুকে এসে আঁচড়ে পড়েছে হাইকোর্টের বিচারপতির অনুমতি নিয়ে কিছু পুলিশ অধিকারিকেরা বাধা দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে নবান্নের ভেতরে অন্যরা প্রবেশ করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দেওয়া হবে এবং তারা কর্মসূচি শুরু করবে এই মুহূর্তে বাসস্ট্যান্ডের সেটে আছেন।।

জেল হেফাজতের শেষে পার্থ চট্টোপাধ্যায়*

Image
  *জেল হেফাজতের শেষে পার্থ চট্টোপাধ্যায়*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে পার্থ চট্টোপাধ্যায়,কল্যাণময় গঙ্গোপাধ্যায়,অশোক সাহা চন্দন মন্ডল কে আজ আলিপুর সিবিআই বিশেষ আদালতে তোলার আগে লকাপে নিয়ে আসা হলো ।

ডাকাতির আগেই ছক বানচাল

Image
 *ডাকাতির আগেই ছক বানচাল*  খবর দিনভোর,নিজস্ব প্রতিনিধি,মালদা: বছর শেষে মালদহের চাঁচল থানা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনের ডাকাতদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার মাঝরাতে বিহার সীমান্তবর্তী চাঁচলের মায়াপুরে একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ।বাকিয়া পালিয়ে গেলেও নয়জন খপ্পরে আসে।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাসুয়া,রড,দড়ি ও লঙ্কার গুড়ো। নয়জন ধৃতের মধ্যে রাহানুল আলি,মহম্মদ তৈয়ব, ফিরোজ আলম ও আলতাব হোসেন কুখ্যাত বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার সকলকেই আদালতে পেশ করা হয়েছে।তবে জিজ্ঞাসাবাদের জন্য এই চারজন কুখ্যাতকে সাতদিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।পুলিসের দাবি তারা ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই সেখানো জড়ো হয়েছিল। পুলিশের সাফল্য মিললেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।বাংলা বিহার সীমান্ত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে। ধৃতরা মধ্যে আটজন  বিহার এলাকার বাসিন্দা ও একজন হাসিরুল হক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা।উত্তর দিনাজপুর এলাকায় ডাকাতি করার ছক কষেছিল বলে পুলিশের অনুমান।

পথ দুর্ঘটনায় মৃ*ত ২*

Image
 *পথ দুর্ঘটনায় মৃ*ত ২*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙ্গা:বুধবার গভীর রাতে মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা ছোটো শিমুলগুরি এলাকায় পথ দুর্ঘটনায় মৃ*ত্যু হলো দুজনের।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।একজন ঘটনাস্থলেই মৃ*ত্যু হয়।গুরুতর জখম অপরজনকে ঘোকসা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃ*ত বলে জানায়। এক টোটো চালক জানায় মেলা থেকে বাড়ি ফেরার পথে বিষয়টি নজরে আসে পুলিশ ওই টোটো চালককে গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করলে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃ*ত বলে জানায়। নন্দন বর্মন এবং নারায়ণ বর্মন নামে দুজনের এই পথ দূর্ঘটনায় মৃ*ত্যু হয়েছে। আরো জানা গিয়েছে তাদের বাড়ি, নারায়ন বর্মণের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় ও নন্দনের বাড়ি প্রেমেরডাঙার ধলোগুড়ি এলাকায়, তাদের দুজনের বয়স আনুমানিক ১৮। পরিবার সূত্রে খবর, এদিন লতাপাতা গ্রামের কুশিয়ারবাড়িতে রাসমেলা থেকে বাইকে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা বা পুলিশ, কেউই কিভাবে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি, ঘোকসাডাঙা থানার প

কালোবাজারি রুখতে বোলপুরে হানা *

Image
 *কালোবাজারি রুখতে বোলপুরে হানা * খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:বোলপুর হাট তলায়  বুধবার সবজি বাজারে বিশেষ দল এসে সবজি বাজারে হানা দেন এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তারে খোঁজ খবর নেন বাজারদর নিয়ে। বিভিন্ন ব্যবসায়িক কাছে জিজ্ঞাসাবাদ করেন  বাজারদর নিয়ে। ডিস্ট্রিক্ট ইনপোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন।*

কাকদ্বীপে সম্পত্তি জেরে দাদার হাতে ভাই খু*ন পরে থানায় আত্মসমর্পণ দাদার*

Image
 *কাকদ্বীপে সম্পত্তি জেরে দাদার হাতে ভাই খু*ন পরে থানায় আত্মসমর্পণ দাদার*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায় দাদার হাতে খু*ন হল ভাই সম্পত্তি জেরে এই ফোন বলে অভিযোগ মৃ*তের পরিবারের মৃ*তের নাম মোহনলাল দাস,  আত্মসমর্পণকারী দাদা হলেন মতিলাল দাস। পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহন লাল দাসের মাথায় আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলাল দাস কে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন অভিযুক্ত তারপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে এলাকায় চরম উত্তেজনা পুলিশ তদন্ত শুরু করেছেন। মৃ*তদেহকে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

শান্তিনিকেতনে পৌষ মেলা প্রস্তুতি চলছে

Image
 *শান্তিনিকেতনে পৌষ মেলা প্রস্তুতি চলছে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি  বীরভূম:-ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন। গত তিন বছর এই মাঠেই মেলা হয়নি কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন এই মাঠে। তাই এবার সবার প্রচেষ্টায় তিন বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা এই মেলাকে ঘিরে বোলপুর শহর জেলা ,রাজ্য এমনকি দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই মেলা দেখার জন্য। আশা করা যাচ্ছে এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে তাই  জেলা প্রশাসনের তরফ হইতে সমস্ত রকম সুযোগ-সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে পর্যটকদের কোনরকম অসুবিধায় না পড়েন। ইতিমধ্যে মেলায় পরিকাঠামো কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকলেই যাহাতে মেলায় দোকানদাররা জায়গা পায়, তা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেলা কমিটি। তার মধ্যে ত্রুটি বিচুক্তি থেকেই যাচ্ছে বিভিন্ন অভিযোগও আসছে তা সত্ত্বেও মেলার প্রস্তুতিপর্ব তুঙ্গে।*

স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা ভেঙ্গে পড়েছে চাঙ্গর*

Image
 *স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা ভেঙ্গে পড়েছে চাঙ্গর*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: স্বাধীনতার পূর্বে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ভেঙে পড়েছে চাঙ্গর, জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য পরিষেবা ডাক্তার ও নার্সদের। ।স্বাধীনতার পূর্বে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র বেহাল ভগ্নদশা, এই   হাসপাতালে যত্রতত্র চাঙড় ভেঙ্গে পড়ছে ।জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা চিকিৎসক ও নার্সদের। *শতাব্দী প্রাচীর স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ বট বৃক্ষে ঘিরে ধরেছে হাসপাতাল ছাদ রোগী থেকে স্থানীয় বাসিন্দারা ,একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র ১৯১৪ সালে ১৫ বিঘা জমির উপর তৈরি হয়েছিল স্বাস্থ্য। কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্র টা তৈরি হয়েছিল সেখান থেকে একে একে প্রথমে ২, বেড তারপর তারপর ১০, তারপর ২৪ বেড হলেও, ২০১০ সালে ১৫ই আগস্ট বেভের সংখ্যা  কবে দাঁড়ায় ১০। ২৪ ঘন্টা পরিষেবা দিতে একমাত্র এই হাসপাতাল চিকিৎসক থেকে শুরু করে নাসরা বিনামূল্যে ওষুধ পেত প্রান্তিক মানুষরা। এখন বিনা মুল্যে ওষুধ পেলেও, এখন সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয় দুঘন্টা

*_ওজন কারচুপির অভিযোগ পেয়ে মার্কেটে হানা দিল উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা_*

Image
 *_ওজন কারচুপির অভিযোগ পেয়ে মার্কেটে হানা দিল উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল। এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র। এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার, মাংসের বাজারে অভিযান চালান। অভিযানে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওজনযন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই সঙ্গে দু-একজনের ওজনযন্ত্রে কারচুপিও হাতেনাতে ধরেন তারা। আর কারচুপি' ধরার পরপরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয়-এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা।

হরিদেবপুরের এক ভাড়া বাড়ি থেকে এক পুলিশকর্মী ঝুলন্ত মৃ*তদেহ উদ্ধার

Image
 *হরিদেবপুরের এক ভাড়া বাড়ি থেকে এক পুলিশকর্মী ঝুলন্ত মৃ*তদেহ উদ্ধার* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হরিদেবপুর:হরিদেবপুর ভাড়া বাড়ি থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত মৃ*তদেহ। দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পর্ণশ্রী থানার কনস্টেবল পুলক দত্ত, এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অস্বাভাবিক মৃ*ত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, ৫২ বছরের পুলিশ কর্মী হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে প্রায় ২ বছর ধরে একাই থাকতেন। গতকাল থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তাঁর স্ত্রী। এরপর তার ভাড়া বাড়িতে প্রথমে প্রতিবেশীরা এসে বারবার তিনি ডাকা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর ঝু*লন্ত দেহ মেলে। আ"ত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে খতিয়ে দেখছেন পুলিশ।তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ  নিয়েছিলেন ওই পুলিশ কর্মী। ঋণের বোঝা না সামলাতে পেরেই আ*ত্মহত্যা।

*_তৃণমূল নেতা তাপস রায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রতিক্রিয়া_*

Image
 *_তৃণমূল নেতা তাপস রায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রতিক্রিয়া_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:লোকসভায় বহিরাগত ঢুকে যাওয়া কান্ডে মূল অভিযুক্ত লোলির ঝা প্রসঙ্গে বিধানসভার তৃণমূলের উপমুখ্য সচেতক এবং বিধায়ক তাপস রায় পাল্টা অভিযোগ করেন।এদিন বিধানসভার বাইরে তাপস রায় বলেন স্মৃতি হাঁতড়ে তাঁর মনে হয়েছে যে তার সঙ্গে যে ছবিটা গণমাধ্যমে ভাইরাল হয়েছে সেটি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন তখনকার সময়ের।

*_উপ-প্রধানের ছেলেদের মারধরের অভিযোগ প্রধানের বিরুদ্ধে_*

Image
 *_উপ-প্রধানের ছেলেদের মারধরের অভিযোগ প্রধানের বিরুদ্ধে_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া:উপ-প্রধানের ছেলেদের মারধরের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ঘটনাস্থল হাওড়ার বাঁকড়ায়। প্রতিবাদে হাওড়া আমতা রোড অবরোধ উপ প্রধানের ছেলেদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁকুড়ার নিউ মন্ডল পাড়ায়  প্রতিবেশীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গতকাল এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে বচসা। আজ সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। ভাঙচুর করা হয় দুটি বাড়ি। খবর ঘটনাস্থলে ছুটে আসে  বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এমনকি উপ-প্রধানের বাড়িতে থান ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ছবি সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। দোষীদের গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্য সামাদ আলি মোল্লা ও বাঁকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শামীমা বেগমের নেতৃত্বে বাঁকড়া দোতলা মোড়ে হাওড়া আমতা অবরোধ করা হয়। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অভিযোগ বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লার মদতে এলাকায় গন্ডগোল হচ্ছে। প্রধানের ছেলেরাই এলাকায় অশান্তি পাকাচ্ছে। এমনকি পুলিশকেও রেয়াত