Posts

Showing posts from October, 2021

রাজ্যে বন্ধ হল গুটখা ও তামাকজাত পানমশলার উৎপাদন ও বিক্রি

Image
আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি।  এক বছর আগে গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়। সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হল।

দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

Image
খবর দিনভোর ডেস্ক : ভারী বৃষ্টির কারণে ধসে চাপা পড়ে নিখোঁজ এক হোমগার্ড । গতকাল দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্তব্যরত অবস্থায় ধসে চাপা পড়ে যান ওই হোমগার্ড ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷ পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্মরত ওই হোমগার্ডের নাম সুমন থাপা । তিনি দার্জিলিংয়ের রঙ্গলিয়ত থানার অধীনে কাজ করছিলেন । ২০২২ সালে তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে । বুধবার সকালে দার্জিলিংয়ের মহকুমাশাসক সালুঙ্কে পীযুষ ভগবানরাওয়ের বাংলোর কাছে ধস নামে ৷ তারপর থেকেই নিখোঁজ রয়েছেন সুমন থাপা ৷ জেলা প্রশাসন ও পুলিশ মহলে এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় । দার্জিলিংয়ের অতিরিক্ত পূর্ত অধিকর্তার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের কার্যালয়ও একই জায়গায় রয়েছে । বুধবার মহকুমাশাসকের বাংলোর পিছনে থাকা গার্ডরুমে ছিলেন সুমন থাপা । রাত থেকে টানা বৃষ্টির কারণে আচমকা গার্ডরুমটি ধসে যায় । ধসে চাপা পরে যান ওই হোমগার্ড । রাতেই বিষয়টি নজরে আসে জেলা প্রশাসন ও পুলিশের । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দল, দমকলকে । রাত থেকে উদ্ধার কাজ শুরু করা হয় । সকাল হতেই

শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা

Image
শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা খবর দিনভোর ডেস্ক: জেলবন্দি ছেলের মুক্তি কামনা করে দিল্লির একটি মসজিদে চাদর পাঠালেন শাহরুখ খান ৷ সেই মসজিদে আরিয়ান খানের মুক্তি কামনা করে হল বিশেষ প্রার্থনা ৷ দিল্লির মসজিদের সেই ভিডিয়ো এখন ব্যাপক ভাইরাল ৷ মাদক মামলায় গত ১৯ দিন ধরে জেলে রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান ৷ বুধবারও তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়নি ৷ আজ ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান শাহরু খ খান ৷

খবরের মাঝেই যৌন আবেদনময়ী ভিডিও ভাইরাল, নিউজ চ্যানেলের স্ক্রিনে কি হল হঠাৎ

Image
খবর দিনভোর ওয়েব ডেস্ক :  অন্যান্য দিনের মতোই সন্ধ্যায় আবহাওয়ার খবর পড়ছিলেন সঞ্চালিকা। অন্যান্য দিনের মতোই চলছিল নিউজ (Viral Video)। কিন্তু হঠাৎ করে আবহাওয়ার খবর পড়বার সময়ই ঘটলো বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাত্‍ই চলতে শুরু করল নীলছবির (Porn Video) ফুটেজ। একটানা প্রায় ১৩ সেকেন্ড এর এই ভিডিও স্ক্রিনে সেটাই দেখলো দর্শকরা। এসব দেখে রীতিমতো চমকে ওঠে সকলে। অতিসম্প্রতি এমনটাই ঘটেছে আমেরিকার (United States) একটি টিভি চ্যানেলে। ওয়েদার রিপোর্টের মাঝেই চলেছে পর্ন ভিডিওর (Viral Video) শরীরী খেলা। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, KERM 2 নামে ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটে। সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহবিদ মিচেল বস। সন্ধ্যে সাড়ে ছ'টা নাগাদ খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন (Porn Video) ছবির একটি ভিডিও ক্লিপ। সঞ্চালিকা দিব্যি পড়ে চলছিলেন আবহাওয়ার রিপোর্ট। কিন্তু তাঁর পিছনে বাঁ-দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনও একটি পর্ন ছবির সেন্সরড দৃশ্য। প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি (Porn Video) চলে। সেসময় সংবাদ চ্যানেলটির সঞ্চালিকা ক

বদলে যেতে পারে ফেসবুকের নাম, ঘোষণা হতে পারে আগামী সপ্তাহেই

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক : সত্যিই কি পাল্টে যাবে ফেসবুকের (Facebook) এই নামকরণ ? ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ভার্জ'-এর এক প্রতিবেদনের কথা উল্লেখ করে রয়টার্স সূত্র মারফত জানা গেছে, আগামী সপ্তাহে সংস্থার বার্ষিক সভাতেই নাম বদলানোর এই বিষয়টি চূড়ান্ত হতে পারে। এসব নাকি নিছকই গুজব বলে মনে করছে মার্ক জুগারবার্গের সংস্থা।   সামনের সপ্তাহের ২৮ অক্টোবরে সংস্থার কনফারেন্স রয়েছে।  সেখানেই মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, আলোচ্য বৈঠকেই নতুন নামের বিষয়ে আলোচনা করবেন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে সংস্থার নাম বদলালেও সম্ভবত ফেসবুক অ্যাপের নাম বদলাবে না। নতুন যে নামে সংস্থা আত্মপ্রকাশ করবে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। মনে করা হচ্ছে, সংস্থার অধীনে যেহেতু এখন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই সংস্থার নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয় বলেই মনে করছেন উচ্চপদস্থ কর্তারা। ঠিক যেমন গুগলের ক্ষেত্রে মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সে ভাবেই নাম বদলাতে চাইছে ফেসবুক। তবে ফেসবুকের ঠিক ন

'তৃণমূলের সবাই এখন বাচ্চা নিয়ে ঘুরছে', নেটিজেনকে কড়া ভাষায় জবাব সায়নীর

Image
নিউজ ডেস্ক : স্পষ্ট ভাষায় কিভাবে সপাটে উত্তর দিতে সায়নী ঘোষের (saayoni ghosh) জুড়ি মেলা ভার, একথা হয়তো নিন্দুকেরাও অস্বীকার করবেন না। রাজনীতিতে পা রাখার আগে থেকেই স্পষ্ট কথার স্পষ্ট জবাব দিতে পছন্দ করতেন সায়নী। রাজনৈতিক ব‍্যক্তিত্ব হয়েও এই সদগুণটা বদলাননি তিনি। সোশ‍্যাল মিডিয়ায় কোনো কটাক্ষই তাঁর নজর এড়ায় না। যোগ্য জবাব ও দিলেন স্পষ্ট ভাষায়। সায়নী সম্প্রতি নিজের পরবর্তী ছবির শ্যুটিং সেট থেকে একখানা ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে কোলে একটি শিশু কে নিয়ে আদর করতে দেখা গিয়েছে তাকে।  সায়নীর শেয়ার করা এই ছবির কমেন্ট বক্সেই একজন ব্যাক্তি মন্তব্য করেছিলেন, 'তৃণমূলের সবাই বাচ্চাসমেত ঘুরছে। আমি ভাবলাম আপনারও হয়তো. বাবার নাম তো পরে ঘোষনা হয়।'একটি অন্যরকম সুরে এরপরেই ওই ব্যাক্তি বলেন,'এমনি বললাম। সিরিয়াসলি নেবেন না। আপনি আমার একজন প্রিয় শিল্পী। আপনার সাফল‍্য কামনা করি।' এই কমেন্টের মধ্যে দিয়ে ওই ব্যক্তি নাম না করলেও তৃনমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান কেই যে কটাক্ষ করেছেন তা প্রায় সকলেই বুঝতে পেরেছেন। এই কমেন্ট টি নজরে আসতেই উত্তর ও দিয়েছেন সায়ন

'রাস্তায় নেমে বাংলাদেশকে স্তব্ধ করে দিন' বিশ্ব হিন্দু পরিষদের আহ্বান হিন্দুদের

Image
'রাস্তায় নেমে বাংলাদেশকে স্তব্ধ করে দিন' বিশ্ব হিন্দু পরিষদের আহ্বান হিন্দুদের সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের একটি দূর্গামন্ডপে কোরান রাখার ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের মন্দির এবং প্রতিমা ভাঙচুর ও মন্ডপ পুড়ানো হয় এবং সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সোসাল মিডিয়ায় ভাইরাল হয় অষ্টমীর দিনেই বাংলাদেশে দশমী নেমে আসে। হামলার নিন্দা আগেই করেছে বিশ্ব হিন্দু পরিষদ, দোষীদের কঠোর শাস্তির দাবিও করেছে। আজ বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ সভাতে বাংলাদেশকে কার্যত স্তব্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের ১৫টি জেলায় ৭০টি মন্দির ভাঙা হয়েছে। রংপুর সহ বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর, লুঠপাঠ চালানো হচ্ছে। একইসঙ্গে অগ্নিসংযোগও করা হয়েছে তাদের বাড়িতে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ সভায় বলা হয়। ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে যাতে কোনওরকম আর্থিক লেনদেন না করে এদেশের হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদেরকে আরা রাজপথে নামার আহ্বান জানান এই ঘটনায়। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের নিন্দা জানিয়ে আজ রাজপথে প্রতিবাদ সভা দুর্গা পূজায় বা

রক্তদানের মাধ্যমে নবীদিবস পালন বগটুই গ্রামবাসীদের

Image
অরবিন্দ মন্ডল, বগটুই , রামপুরহাট :  রক্ত দান জীবন দান, রক্ত দিয়ে জীবন বাঁচান ,পবিত্র ফতেহা দোয়াজ দাহাম অর্থাৎ নবী দিবস উপলক্ষে বাগটুই গ্রামবাসীর উদ্যোগে ১০ তম ধর্মীয়  জলসা উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এদিন নবী দিবস উপলক্ষ্যে প্রায় ১৫০ জন     স্বেচ্ছায়  রক্তদান করেন। এদের মধ্যে বগটুই গ্রামের মহিলাদের রক্ত দান ছিলো চোখে পড়ার মতো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, এছাড়া ও উপস্থিত  ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিজয় মন্ডল, পৌরসভা বোর্ডের মেম্বার  আব্বাস হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কমিটির সদস্য মাজির হোসেন জানান, নবী দিবসে ১০ বছর ধরে আমরা ধর্মীয় জলসা ও রক্ত দান শিবিরের আয়োজন করে আসছি। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রক্তশূন্যতার কথা মাথায় রেখেই নবী দিবস এর পবিত্র দিনে আমরা রক্তদানের আয়োজন করি এলাকার মানুষ এই শিবির কে সাফল্যমন্ডিত করার জন্য রক্ত দান করেন। এখন মহিলারাও এসে এই শিবিরে রক্ত দান করছেন প্রায় ২০০ এর কাছাকাছি মানুষ রক্ত দান করবেন, এরমধ্যে ৬০ থেকে ৭০ জন মহিলা রয়েছেন। আগাম

আমার সঙ্গে ভালোবাসায় পেরে উঠবে না রবীন্দ্রনাথও : মদন মিত্র

Image
ভবানীপুরের বাসিন্দা কামারহাটির বিধায়ক হিসেবে পরিচিত মদন মিত্র (Madan Mitra) এবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথের আসনে নিজেকে বসালেন। তিনি কি বললেন, "আমি যা ভালোবাসা পেয়েছি,  স্বয়ং রবীন্দ্রনাথ ও বোধহয় পেয়েছেন কি না সন্দেহ রয়েছে। " রাজনীতির ময়দানের বড়াবড়েরই পাকা খেলোয়াড় হিসেবেই তিনি সমাদৃত, মানুষের হৃদয়ে তাঁর জন্যে একটা আলাদাই জায়গা করেছে। তাঁর পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চোখের সানগ্লাস, অনেকেই তাতে মুগ্ধ। তাঁর জনপ্রিয়তার বহর দেখে তাঁকে নিয়ে বড়পর্দায় ছবিও বানানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। একটা নয়, জোড়া বায়োপিক আসছে মদনের। এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, আমি তো মন্ত্রী নই, আমি এক লাখ ভোটেও জিতিনি। তবে আমি মানুষের যা ভালবাসা পেয়েছি, রবীন্দ্রনাথও তত পাননি। এখানেই শেষ নয়। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন বিধায়ক। মদন মিত্রের এক একটি ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর অনুগামীরা। মদন বলেন, রবীন্দ্রনাথের সময়কালে জনসংখ্যা অনেক কম ছিল। তিনি হয়তো লক্ষ মানুষের ভালবাসা পেয়েছেন। কিন্তু আমি পেয়েছি কোটি। বাংলার রাজনীতিতে বরাবর

সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়

Image
দিল্লী, মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ : আজ মঙ্গলবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  আজ ইস্তফাপত্র জমা দিতে সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছিলেন তিনি। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেন বাবুল।। এর পর সোমবারই বাবুল টুইট করে জানান, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন। সেই ট্যুউট চিত্র তাঁর কাছেই আনুষ্ঠানিক ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার পরই মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্পিকারের বাড়িতে পৌঁছন বাবুল।   আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ ছেড়েছেন বাবুল। তারপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাত্‍ হয়ে ওঠেনি। যা নিয়ে জল্পনাও ছড়ায়। বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা 'অনৈতিক' কাজ হবে। ২০১৪-তে লোকসভা ভোটে বিজেপি-র টিকিটে আসানসোল থেকে প্রার্থী হয়েছিলেন বাবুল। সেখান থেকে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্

ত্রয়োদশীতে কঙ্কালীতলা সতীপীঠে ৫১ কুমারীর পুজো

Image
অরবিন্দ মন্ডল, বোলপুর, বীরভূম : বোলপুরে কঙ্কালীতলায় ত্রয়োদশীর দিন প্রতি বছরের মতো এবছরও বৃষ্টিকে উপেক্ষা করেই ৫১টি কুমারীকে পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবী ৫১ খণ্ড হয়েছিল। সেই একান্ন খণ্ডের উদ্দেশ‍্যেই ৫১ কুমারীকে পুজো করা হয়।দশমীর বিষাদ এখনও কাটেনি। তার মধ্যেই বোলপুরের কঙ্কালীতলায় ফিরে এল পুজোর গন্ধ।  ত্রয়োদশীতে একান্ন কুমারীর পুজো হল মন্দির চত্বরে।   পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবী দূর্গার একান্ন খণ্ড হয়েছিল। সেই একান্ন খণ্ডকে একান্ন কুমারীর মধ্যে দিয়ে পুজো করার রীতি কঙ্কালীতলায়। প্রথার সঙ্গে জুড়ে স্বপ্নাদেশের গল্প। জনশ্রুতি, ৪৬ বছর আগে বিপ্রটিকুড়ি গ্রামের বাসিন্দা মুক্তানন্দ মহারাজ ওরফে বুদ্ধদেব চট্টোপাধ্যায় শুরু করেন একান্ন কুমারীর পুজো। বোলপুরের বিভিন্ন গ্রাম ছাড়াও শহর থেকে আসে কুমারীরা।  মন্দির চত্বরে সবাইকে একসঙ্গে বসিয়ে চলে হোমযজ্ঞ, পুজাপাঠ। সবশেষে বিশেষ ভোগের আয়োজন।প্রতি ত্রয়োদশীর মত এবছরও একান্ন কুমারীর পুজো ঘিরে জমে ওঠে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলা। ক্যামেরা: মৃন্ময় লাহিড়ী  কপিরাইট : সৌরভ আদক  বিশদ জানতে হলে ফলো কর

কয়লা পাচার কান্ডে গ্রেপ্তারী পরোয়ানা জারি বিনয় মিশ্রের বিরুদ্ধে

Image
কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারী করা হল গ্রেপ্তারি পরোয়ানা। এদিন পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে বিনয় মিশ্রের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়েছে। একেবারে জামিন অযোগ্য ধারায় এই ওয়ারেন্ট জারী করেছে হাউস কোর্ট। তবে এখনও পর্যন্ত কোন রকমের খোঁজ পাওয়া যাচ্ছে না বিনয় মিশ্রের। আর সেই কারণের ইডি এর করা এই আবেদনের ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনয় মিশ্রের বিরুদ্ধে। আপনিও কি গান করেন, অথচ কোনো প্লাটফর্ম পাচ্ছেন না, দেরী না করে আজই আমাদের মিডিয়ায় যোগাযোগ করুন 👉 7003275644 আসন্ন শ্যামা পূজা পরিক্রমা ২০২১ এর শ্যামা সম্মানে অংশগ্রহণ করতে নিজেদের ক্লাবকে নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন  703275644  নাম্বারে। 

দূর্গাপুজোর পরে সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলছে

Image
নিজস্ব প্রতিনিধি, বেলুড় :  ভক্তদের জন্য সুখবর। পুজোর পরেই খুলতে চলেছে বেলুড় মঠ। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো ও ৪ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে খোলা থাকবে বেলুড় মঠ। তবে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আগামী ৯ ও ১০ নভেম্বর ছট পুজোর জন্য বন্ধ থাকছে মঠের দরজা। অন্যান্য দিনের মতো লক্ষ্মীপুজো ও কালীপুজোর দিনগুলিতে সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠের দরজা। পুজোর আগে বেলুড় মঠ খুললেও ভক্তদের ভীড় এড়াতে পুজোর সময় ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠের দ্বার । তবে, অবশেষে সস্তি । ফের খুলল বেলুড় মঠ । ভক্ত, দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ থাকলেও প্রতি বছরের ন্যায় চলতি বছরও পুজো হয় বেলুড় মঠে । ১৬ অক্টোবর পর্যন্ত মঠে প্রবেশ নিষিদ্ধ ছিল দর্শনার্থীদের । তবে রবিবার ফের খুলল বেলুড় ।  নির্দিষ্টকোভিড বিধি মেনেই সকলে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে দর্শন সেরেই মন্দির চত্ত্বর ত্যাগ করতে হবে দশনার্থীদের, আগের মতো আর মঠ প্রাঙ্গনে থাকতে পারা যাবে না। মঠের সন্ধিপুজো দূর্গাপুজোর সময় এবছর বেলুড় মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে পু

পশ্চিমবঙ্গও কি ধীরে ধীরে বাংলাদেশের দিকেই এগোচ্ছে, ভিডিও পোস্ট করে কি বার্তা দিলেন দিলীপ

Image
নিউজ ডেস্ক :  বাংলাদেশের ঘটনার সঙ্গে বাংলার ঘটনা এক করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতা নেত্রীদের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে ছিলেন, রাজ্যে একাধিক জায়গায় মা দুর্গার বিসর্জনের সময় কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করছেন শুধু বাংলাদেশ নয় বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। তিনি ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন এবং তার সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। দিলীপ ঘোষ দেখেছেন যারা বাংলাদেশে দুর্গাপূজার উপর হামলা নিয়ে খুব চিন্তিত তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। দিলীপ ঘোষের সেই পোস্ট লিঙ্ক ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গে এবার বাংলাদেশের দিকে এগোচ্ছে? এই ভাবেই রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। বাংলাদেশ দুর্গা পূজাকে কেন্দ্র করে অশান্তির দেশ এখনো কাটেনি এসবের মধ্যে বাংলা দু

‘এক পেগ মদ খেয়ে ঘুমোতে যেতে দিন পুরুষদের’, মন্ত্রীর আজব পরামর্শ তুমুল Viral! দেশজুড়ে বিতর্কের ঝড়...

Image
খবর দিনভোর, নিউজ ডেস্ক, ছত্তিসগড় : পুরুষদের চিন্তামুক্ত থাকতে কী মদের প্রয়োজন?‌ এ প্রশ্নই এমুহূর্তে  ঘুরপাক খাচ্ছে ছত্তিশগড়ে। এখানকার কংগ্রেস সরকারের মহিলা মন্ত্রীর নিদান এমনই। এ নিয়ে প্রবল শোরগোল পড়ে গিয়েছে। কারণ ভূপেশ বাঘেল সরকারের প্রতিশ্রুতি ছিল মদ মুক্ত রাজ্য গড়ে তোলার। সেখানে তাঁরই মন্ত্রিসভার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অনিলা ভেদিয়া গ্রামের মহিলাদের নিদান দেন, ‘‌পুরুষদের মাঝেমধ্যে এক পেগ(মদ) নিয়ে ঘুমাতে যেতে দিন।’‌ এই মন্তব্যই এখন জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, এই রাজ্যে আবগারি থেকে আয় কমেছে। সেই আয় যাতে বাড়ে তাই এই নিদান বলে অনেকে মনে করছেন। তবে অন্য একটি অংশ বলছেন, এই গ্রামের মহিলাদের অনেকেই অভিযোগ করেছেন, স্বামী মদ খান। তাই নিয়ে সংসারে অশান্তি। মহিলারা যাতে স্বামীর এই অভ্যাস মেনে নেন তাই এমন নিদান দিয়েছেন নারীও শিশুকল্যাণ মন্ত্রী। উল্লেখ্য, এখানের একটা বড় অংশের পুরুষ নিয়মিত মদ্যপান করেন। আর তা নিয়ে সংসারে অশান্তি এবং তা থেকে থানা–পুলিশে অভিযোগ দায়ের হয়। এমনকী গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটে। ভুগতে হয় মহিলাদের। এই সমস্যার সমাধান করতে তিনি পারেননি। উলটে পুরুষ

মহাসপ্তমীর রাতে উত্তরপাড়ায় বাইকের তাণ্ডব

Image
নিউজ ডেস্ক, উত্তরপাড়া, হুগলী :  মহাসপ্তমীর রাতে হুগলির উত্তরপাড়াতে বেপরোয়া বাইক দৌরাত্ম। মুখোমুখি বাইক দুর্ঘটনা,গুরুতর আহত 2,হাসপাতালে মদ্যপদের হামলা, হুমকি সংবাদ মাধ্যমকে,রাতেই পুলিশের অভিযান আটক 4,হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড়। রাত বাড়লেই কলকাতায় বেপরোয়া হয়ে ওঠে বাইক,এবার শহরতলিতেও বেপরোয়া বাইক দৌরাত্ম।উৎসবের মরসুমে গতকাল রাতে স্থানীয় দের অভিযোগ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়,এরপর তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরেই হাসপাতাল কর্মীদের ওপর কিছু মদ্যপ যুবক হামলা করে ,হুমকি দেয়,এমনকি সংবাদ মাধ্যম কেউ গালিগালাজ করে ছবি তুলতে বাধা দেয়।এরপর হাসপাতাল কর্মীরাই উত্তরপাড়া থানায় ফোন করে,কিছুক্ষনের মধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড় করে এবং সেই সময় হাসপাতাল চত্বররেই অনেকেই মদ্যপান করছিল,পুলিশ ৩ জনকে  আটক করে থানায় নিয়ে যায়। এরপর রাতে জি টি রোডে পুলিশ অভিযান চালায়,যদিও এলাকার বিশিষ্ট চিকিৎসক কৌশিক মুন্সী জানান রাতের শহরে বেপরোয়া বাইক এর দৌরাত্ম অবিলম্বে বন্ধ করতে হবে,পুলিশের অভিযান চালিয়ে এই সমস্ত বাইক চালক দের গ্রেফতার করা প্রয়োজন।

এবারের IPL এ Winner's এর খেতাব জিতল চেন্নাই সুপার কিংস

Image
KhoborDinbhor, নিউজ ডেস্ক: খেলা দেখে মনে করেছিলেন অনেকেই২০১২ সালের পুনরাবৃত্তি হবে ২০২১ এও। সেবছরও আইপিএলের ফাইনালে তিন উইকেটেই ১৯০ রান তুলেছিল চেন্নাই। জবাবে মনবিন্দর বিসলারে অসাধারণ ইনিংসে এর ফলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এবছরে বিজয়া দশমীর দিনে সেই একই ঘটনা আর ঘটল না। মাঝের ওভারে রান তোলার গতি কমে যাওয়া এবং পরপর উইকেট পাড়ায় ম্যাচ থেকে ছিটকে গেল কে.কে.আর। ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল কাপ নিজেদের দখলে নিল চেন্নাই সুপার কিংস।