Posts

Showing posts from August, 2022

কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ এ ভক্তের ঢল

Image
  অরবিন্দ মণ্ডল, তারাপীঠ: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে পর পর ২ বছর বন্ধ রাখা হয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যা । এই বছর কৌশিকী অমাবস্যা হবে কি না, তা নিয়েও প্রথম থেকেই চিন্তায় ছিল তারাপীঠ এলাকার মানুষজন । তবে সরকার এবং প্রশাসনের নির্দেশে এই বছর কৌশিকী অমাবস্যা হচ্ছে । আজ দুপুর  একটা থেকে শুরু হয়েছে কৌশিকী আমাবস্যা । প্রায় পাঁচ থেকে সাত লক্ষ ভক্তের ভিড় হবে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা । আগত লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার । ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছ তারাপীঠ চত্বর । আজ থেকেই মোতায়েন বিরাট পুলিশ বাহিনী । মন্দির চত্বরে লাগানো হয়েছে বিশাল আকারের জায়েন্ট স্কিন । তাতেই সারাদিন ধরে পুজো দেখা যাবে । কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন । আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন । সেই রূপেই দেবী শুম্ভ-নিশুম্ভ না

এসএফআই - ডি ওয়াই এফ আই প্রতিবাদ সভা

Image
শনিবার হুগলি জেলার শ্রীরামপুরের স্টেশন সংলগ্ন জায়গায় এসএফআই - ডি ওয়াই এফ আই প্রতিবাদ সভা হয়। তাদের বক্তব্য সরকারি শূন্য পদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং তার সাথে সাথে শিক্ষক নিয়োগ সহ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে যুক্ত সকলকে শাস্তি দিতে হবে এবং তারা ডাক দেয় চোর ধরো জেল ভরো। তারা ইঙ্গিত দেয় তাদের এই প্রতিবাদ সভা চলবে এমনকি তার সাথে সাথে পরবর্তী সময় তারা আরো কিভাবে প্রতিবাদ করবে সে বিষয়ে জানায়। এদিন উপস্থিত ছিল কমরেড নবনীতা চক্রবর্তী, তীর্থঙ্কর রায় সহ অন্যান্য সমর্থক ও কর্মীরা।  

ফুট প্রসেসিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন মহিলা কর্মী

Image
  হুগলী:  পিয়ারাপুর দিল্লি রোডের ধারে একটি বেসরকারি ফুট প্যাকেজিং কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে প্রায় ৩০ জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়ে। জানা যায় অগ্নি নির্বাপক যন্ত্র হাত থেকে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটে। কাজের সময় সকল কর্মীরা একই জায়গায় থাকার কারণেই এই গ্যাস ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন মহিলা কর্মীরা। তাদের সকলকেই শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়এবং ভর্তি করা হয় তাদের। তাদেরকে দেখতে যান চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। এই ঘটনার কারণে অসুস্থ হওয়া কর্মীদের পরিবারের লোক চিন্তায় পড়ে। পরিবারের লোকজন অভিযোগ করে এর আগেও গত কয়েক মাস আগে এই ঘটনা ঘটেছিল কিন্তু সচেতন হয়নি কর্তৃপক্ষ তারা যদি সচেতন হত তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত পুলিশরা এই ঘটনায় তদন্ত নেমেছে।

এবার অনুব্রত ঘনিষ্ট বোলপুরে শিবশম্ভু রাইস মিলে CBI এর হানা

Image
অরবিন্দ মন্ডল, বোলপুর : বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলা মূল দুটি রাইস মিল ভোলে বোম রাইস মিল (কালিকাপুর, বোলপুরে হানা দেওয়ার পরপরই এদিন সকালে শিব শম্ভু রাইস মিল বোলপুর বাঁধগোড়া, CBI হানা। বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলের পর অনুব্রত ঘনিষ্ঠদের নামে আরও ১২টি রাইস মিলের হদিশ সিবিআই সুত্রে খবর। তার মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যর ৭ টা রাইস মিল রয়েছে। রাজীব হলেন অনুব্রতর বিনিয়োগকারী। এছাড়াও, অনুব্রতর ভগ্নিপতি কমলকান্তি ঘোষ শিব শম্ভু রাইস মিলের মালিক। এই রাইস মিলটি রয়েছে বোলপুরের বাঁধ গোড়া এলাকায়। মহানন্দা রাইস মিলের মালিক পারমিতা ঘোষ ও রাজা ঘোষ। রাজা হলেন অনুব্রতর ভাগ্নে। মা শান্তি ময়ী রাইস মিলের মালিক সুকুমার মজুমদার, সঞ্জীব মজুমদার। এঁরা প্রত্যেকেই অনুব্রত আত্মীয় বলে সূত্র মারফত জানা যায় ।এইভাবে বীরভূমের ছোট-বড় একাধিক মিলের অংশীদারিত্ব রয়েছে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের নামে বলে সিবিআই সুত্রে জানা যায়। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে, ভোলে ব্যোম রাইস মিলের সঙ্গে রাজ্য রেশন দফতরের সংযোগ পাওযা গেছে। উল্লেখ্য  সিবিআই এই রাইস মিলে হানা দিয়ে যে নথি উদ্ধার হয়েছে, তাতে দেখা

আবারও পথে নামলো বাংলা পক্ষ

Image
  বাংলাপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে ব্যাংকগুলোতে বাংলায় পরিষেবা দেওয়া হয় না। আগে ব্যাংকগুলোতে বাংলায় ফর্ম পাওয়া যেত কিন্তু বিগত কয়েক বছর ধরে আর বাংলায় ফর্ম পাওয়া যায় না। যেখানে RBI এর নির্দেশ আছে স্থানীয় ভাষায় ব্যাংকগুলোকে পরিষেবা দিতে হবে সেখানে বাংলায় অবস্থিত প্রায় কোন ব্যাংকই এই নির্দেশ আর মানে না। উপরন্তু অনেক ব্যাংকের বহিরাগত ম্যানেজারা  বাংলায় কথাতো বলতেই পারেন না আবার বাংলায় পরিষেবা চাইলে বাঙালি গ্রাহককে অপমান করেন। নিজের মাতৃভাষায় কথা বলা, পরিষেবা চাওয়ার জন্য নিজের মাতৃভূমিতে বাঙালি ছাড়া আর কেউ অপমানিত হয় এটা অন্য রাজ্যে সম্ভব? তাই এরই প্রতিবাদে বৈদ্যবাটী ও শেওড়াফুলির বিভিন্ন ব্যাংকের সামনে পোস্টারিং কর্মসূচি করল বাংলাপক্ষ। কিছুদিন আগে শ্রীরামপুর সেন্ট্রাল ব্যাংকে বাংলায় পরিষেবা চেয়ে অপমানিত হন এক বাঙালি বোন। এই ধরনের ঘটনা সারা বাংলা জুড়ে প্রতিদিন ঘটে চলেছে। তাই  বাংলায় বাংলা ভাষায় পরিষেবার  জন্য বাংলা পক্ষ আন্দোলন করছে বলে জানালেন বাংলাপক্ষ হুগলীজেলার সদস্য সুমন ব্যানার্জী।   বাংলা পক্ষ এই নিয়ে বহুদিন থেকে আন্দোলন করছে, সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্যাংকে ডেপুটেশন দিয়েছে

অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন বোলপুর কালিকাপুরের বাড়ীতে CBI তল্লাশি

Image
  #BreakingNews  *অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন বোলপুর কালিকাপুরের বাড়ীতে CBI তল্লাশি .......* গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে উঠে আসছে একের পর এক নাম। বিপুল সম্পত্তির হদিশ মিলেছে  অনুব্রত মণ্ডলের বডিগার্ড থেকে কন্যার নামে। এবার আরেকটি নাম চর্চার কেন্দ্রে। তিনিও বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার 'ঘনিষ্ঠ- নাম, বিদ্যুৎবরণ গায়েন। তিনি অনুব্রতকে ডাকেন বাবা বলে ! প্রায়ই তাঁর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে দেখা যায় গায়েনকে। সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রতকে বাবা বলে ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েনও। বোলপুরের কালিকাপুর ২২ নম্বর ওয়ার্ডে একের পর এক বাড়ীতে চলছে CBI তল্লাশি।গরুপাচার মামলায় সিবিআইয়ের নজরে রয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনও। ২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পরই তিনি ফুলেফেঁপে ওঠেন। একসময় বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করা বিদ্যুৎ ২০১১ সালে বোলপুর পুরসভায় স্থায়ী চাকরি পান। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে ইতিমধ্যেই। বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভূম

সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরি : সিঙ্গুর

Image
  নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : এলাকার একাধিক সি সি টিভি ক‍্যামেরা ভেঙ্গে জুয়েলারী দোকানের  স‍্যাটার কেটে চুরীর ঘটনায় চাঞ্চল‍্য ছড়াল সিঙ্গুরের মির্জাপুর -বাঁকিপুর এলাকায়।যদিও একটি সি সি টি ভি  ক‍্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে । দোকান মালিকের দাবি শুক্রবার মধ‍্যরাত প্রায় দেড় ঘন্টা ধরে ৪-৫জনের দুঃস্কৃতি অপরাশেন চালায় দোকানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।  দোকান মালিকের দেওয়া সি সি টিভি ক‍্যামেরার ভিডিও তে  দেখা যাচ্ছে চার পাঁচ জনের দুষ্কৃতি ভারি কিছু জিনিস দিয়ে রাস্তার ধারে একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। প্রায় দেড় ঘন্টার অপারেশনে দোকানের  শাটার কেটে কাঁচ ভেঙে শোকেস থেকে বিভিন্ন গহনা একটি কঞ্চি দিয়ে বেড় করে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।  ঘটনার জেড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সাথেই দোকান সিঙ্গুরের মির্জাপুর গ্রামের বাসিন্দা চরণ হালদারের। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে এই ঘটনায় হতবাক ব্যবসায়ী।

নেতা- মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোলপুরে bjp' র বিক্ষোভ মিছিল পথসভা.

Image
  নেতা- মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোলপুরে bjp' র বিক্ষোভ মিছিল পথ সভা......... রাজ্যে দুর্নীতি' র সঙ্গে যুক্ত নেতা- মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি প্রথমে বোলপুর রেল ময়দান থেকে প্রতিবাদ মিছিল করে পরে বোলপুর চৌরাস্তায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায়, সন্ন্যাসী চরণ মন্ডল, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রসঙ্গত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গেফতার হবার পর এবং তাঁর বেশ কয়েকজন আত্মীয় ওর অ্যাকাউন্টে  যখন  ফিক্সড ডিপোসিটে থাকা ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। Cbi এই টাকার উৎস কী জানার চেষ্ঠা করছে? তখনই সুর ছড়াচ্ছে বিজেপি। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন - অনেক কিছুই দেখা এখনও বাকী। মানুষ অনেক কিছুই জানতে পারবেন। দুর্নীতি গ্রস্ত নেতা দের জেলেই থাকতে হবে জেলেই বৈঠক করতে হবে। বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভূম

স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা

Image
  সিঙ্গুর : গোপালনগর নূতন ব্রিজে ইন্দ্র ভবনে স্বাধীনতার ৭৬ তম বার্ষিকী উপলক্ষে DYFI সিঙ্গুর উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে 'স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন DYFI হুগলী জেলা কমিটির সভাপতি সুমন মাল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অরিত্র চন্দ্র, জেলা কমিটির সদস্য ঝুম্পা ওঁরাও, উত্তর আঞ্চলিক কমিটির সম্পাদক সুকাজল দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঙ্গুর বইমেলা কমিটির যুগ্ম সম্পাদকদ্বয়ের অন্যতম, বিশিষ্ট কবি, সাহিত্যিক মাননীয় জগন্নাথ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ সিঙ্গুর ইস্ক্রা শাখার শিল্পীরা।

কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সিঙ্গুরে রাস্তায় নামলো তৃণমূল

Image
  সৌরভ আদক, সিঙ্গুর : হুগলীর সিঙ্গুরে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাস্তায় নামলো সিঙ্গুর ব্লক তৃনমূল যুব কংগ্রেস। মিছিলে দাবী উঠলো, 'নিরপেক্ষ তদন্ত হোক'। মিছিলের পুরোভাগে ছিলো দুটি তোতাপাখি, যার মাধ্যমে তারা দাবী করে, ইডি ও সিবিআই তোতাপাখির মতোই বিজেপি সরকারের কথামতো কাজ করছে। মোদী সরকারকে কটাক্ষও করা হয়। মিছিলের পুরোভাগে মহিলাদের সংখ্যা ছিলো নজর কাড়ার মতো, মিছিলে নেতৃত্ব দিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না মহাশয়া। প্রতিবাদ মিছিলে হাঁটছে কিশোর কিশোরদেরকেও দেখা গেলো মায়ের সাথে মিছিলে হাঁটতে 

এবার হুগলিতেও ডাক কর্মীরাও ধর্মঘটে

Image
  হুগলি, নিজস্ব প্রতিনিধি : ২০ দফা দাবিতে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের (এনএফপিই) ডাকে ১০ আগস্ট পোস্ট অফিসে একদিনের ধর্মঘট হয়। এর জেরে হুগলি জেলার সমস্ত পোস্ট অফিসে ধর্মঘট ছিল। ডাকঘরটি তালাবদ্ধ এবং কর্মীরা অনুপস্থিত। ধর্মঘটের কারণে গ্রাহকদের অনেক সমস্যা হয়েছে। ডাকঘরের সামনে বড় বড় পোস্টার সাঁটানো হয়েছে, তাতে লেখা আছে। অধিদপ্তরে শূন্য সব ধরনের পদ পূরণ করতে হবে, প্রাইভেট ঠিকাদারি বন্ধ করতে হবে, টার্গেটের নামে প্রশাসনের কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে, ট্রেড ইউনিয়নের হয়রানি বন্ধ করতে হবে। ডাক কর্মীদের দাবি, বেসরকারি ব্যাঙ্ক আইপিপিবি-র সঙ্গে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট একীভূত করার প্রস্তাব বন্ধ করা হোক, এনপিএস বন্ধ করে পুরনো পেনশন কার্যকর করা হোক, গ্রামীণ ডাক পরিষেবা নিয়মিত করা হোক, সব অফিসের মতো সপ্তাহে পাঁচ দিন চালু করা হোক। বাস্তবায়িত হবে।

প্রবল বৃষ্টিতে গঙ্গায় ভাসলো গাড়ি

Image
  বীরেন্দ্র রায়, কোন্নগর, হুগলী : হুগলি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাসের বোলেরো গাড়ি নদীতে ভেসে গেছে। পরে দুপুরের খাবার থেকে যাওয়ার পর দড়ি বেঁধে ওই গাড়িটিকে ডাঙায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, পৌরসভাটি নদীর তীরে। মাঝখানে জিটি রোড। কাজের সুবাদে চেয়ারম্যান নদীর তীরে গাড়ি পার্কিং করে পৌরসভায় কাজ করছিলেন। নিম্নচাপের কারণে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে তার গাড়ি জিটি রোডের পাশ থেকে নদীতে পড়ে গিয়ে বয়ে যেতে থাকে। লোকজন পৌরসভাকে এ তথ্য দেয়। এরপর পৌরসভার পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করে দড়ি বেঁধে গাড়িটি বের করা হয়। চেয়ারম্যান জানান, গাড়িটি নদীর তীরে দাঁড় করায় তিনি অনুমান করেন, প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে গাড়িটি ঢাল থেকে নেমে নদীতে ভাসতে শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটি সরাতে প্রায় সাড়ে নয়টা লেগেছে। গাড়ি বের করা হয়েছে। নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব পেয়েই কাজে তৎপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না

Image
  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব পেয়েই কাজে তৎপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেওয়ালীর মধ্যে কলকাতার নিউটাউন এ ৬তলা শীততাপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের পূর্বাঞ্চলের এই প্রথম জৈব সারে উৎপাদিত ফসল নিয়ে #জৈব_হাট চালু হতে চলেছে। ১৭ কোটি টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই জৈব হাটে থাকবে চলমান সিঁড়ি, জৈব সারে উৎপাদিত ফসলের শীততাপ নিয়ন্ত্রিত ১৬টি কাউন্টার, জৈব সারে উৎপাদিত ফসল কিনা না? জন্য তার জন্য থাকছে আধুনিক ল্যাবরটরি, জৈবসারে উৎপাদিত খাদ্য সামগ্রীতে তৈরি  ফুড কোড এর মত রেস্টুরেন্ট। এছাড়াও হোম ডেলিভারির জন্যে বেসরকারি নামী কোম্পানির মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছানোর ব্যবস্থা,  এছাড়াও সেমিনার হল, গেস্ট হাউস এর ব্যবস্থা  থাকছে।  আজ পরিদর্শন করে এলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সাথে রাজ্যের কৃষি বিপনন দপ্তরের সচিব এ, সুব্বাইয়া, এক্সিকিউটিভ মার্কেটিং বোর্ডের সিইও জয়দীপ দত্ত গুপ্ত, কর্পোরেশন  বোর্ডের (সুফলা বাংলা) এর সিইও কৌশিক সাহা, দপ্তরের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য অধিকারিকবৃন্দ।

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আয়োজিত পথসভা ও বিক্ষোভ কর্মসূচি

Image
সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর  ইউনিয়নের যৌথ উদ্যোগে মূল্যবৃদ্ধির প্রতিবাদে,  ফসলের সহায়ক মূল্যের দাবীতে ক্ষেতমজুরদের দুরাবস্থা ও শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও পথসভায় উত্তর লোকাল কমিটির সম্পাদক সুকাজল দাস (ডিওয়াইএফআই),  মানব মালিক(dyfi), কাশীনাথ খামারু(ক্ষেতমজুর ইউনিয়ন এর সম্পাদাক), কৃষক সমিতির পক্ষে দেবাশীষ চ্যাটার্জী(সম্পাদক), কৃষক সমিতির অনল নাগ - প্রশান্ত সাঁধুখা, ছাত্রফেডারেশনের কিরণময় খাঁড়া এছাড়া আরও অনেকে।   বামফন্টের সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ছোয়ানি মন্দিরতলা।  সংযুক্ত কৃষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও পথসভা। দেশব্যাপী কর্মসূচি,  তারই অঙ্গ হিসেবে এই পথসভা। কৃষকের ফসলের লাভজনক দাম, শহীদ কৃষক পরিবারের পুনর্বাসন,  বিদ্যুৎ বিল ২০২০ প্রত্যাহার, উতর প্রদেশের খেঁড়ীতে হত্যাক্যান্ডের দায়ে জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অপসারণ,  রাজ্যের শিক্ষক নিয়োগসহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছ পার্থীদের নিয়োগ সহ সম্স্ত সরকারী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং রাজ্যের দুর্নী

সিঙ্গুর : এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুদীপ্ত সেন

Image
আজ এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই শান্তিনিকেতনে পৌঁছেছে ইডির একটি দল। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে-বেনামে থাকা একাধিক সম্পত্তির হদিস পেয়েছে তারা। এই মুহূর্তে শান্তিনিকেতনের অপা বাড়িতে ইডি.... অপরদিকে  আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে সিউড়ির নানুরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। এদিন সিউড়িতে *পাথর ব্যাবসায়ী টুলু মন্ডল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়ি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি ও সিবিআই আধিকারিকেরা হানা দেয় ।

ডেঙ্গু প্রতিরোধে তৎপর কোন্নগর পৌরসভা

Image
  সুফল চন্দ, কোন্নগর, ২ আগস্ট ২০২২:  বর্তমান সময়ে সারা বিশ্ব একটি রোগের হাত থেকে বাঁচার জন্য তৎপর হয়ে উঠেছে, সেটা হলো করোনা। এই করোনা রোগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমস্ত স্টেজ সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তার থেকে বাঁচানোর জন্যই সরকার একটি পর একটি ভ্যাকসিন দেওয়ার জন্য আহ্বান করেছে সাধারণ মানুষদের। এখন দেখতে গেলে বলা যায় এই করোনা সংক্রমণ গত দু'বছরের তুলনায় কমেছে, কিন্তু তাও সরকার সাধারণ মানুষদেরকে এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য নানারকম সচেতনতার বার্তা দিচ্ছে।  বর্ষা আগত কিন্তু এই বর্ষা কালের যে রোগ সাধারণ মানুষদের বেশি আক্রমণ করে, তাহলে ডেঙ্গু। অনেক সময় দেখা যায় সঠিক ভাবে চিকিৎসার অভাবে এবং বেশি সচেতনতা না থাকলে ডেঙ্গু কবলে পড়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু এই পরিস্থিতি যাতে না আসে তাই কোন্নগর পৌরসভা একাধিক বিষয়ের ওপর নজর দিচ্ছে। ডেঙ্গুর বিষয়ে কথা বলতে গিয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার দাস জানান ইতিমধ্যেই পৌরসভা বাড়ি বাড়ি সার্ভে টিম প্রত্যেকদিন পাঠানো হচ্ছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং সপ্তাহে তিনবার করে মশার তেল রীতিমতো দেওয়া হচ্

ফের শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য বোলপুর মহকুমা হাসপাতালে

Image
  অরবিন্দ চক্রবর্তী,  বোলপুর, বীরভূম : ফের হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি'তে মৃত্যু ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর থানার অন্তর্গত কাশিপুরের বাসিন্দা শীলা মল্লিক গত দুদিন আগেই ভর্তি হন বোলপুর মহকুমা হাসপাতালে প্রসবের জন্য। কিন্তু প্রসবের সময় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে কর্তব্যরত হাসপাতালে ডিউটিতে থাকা নার্সরা বলে অভিযোগ। এবং মৃত সন্তান প্রসব করেছে এরপরে ক্ষোভে ফেটে পড়ে তার পরিবারের লোকজন। চড়াও হয় হাসপাতালের উপর।বোলপুর মহকুমা হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মুকে ঘিরে চলে বিক্ষোভ। ওই পরিবারের অভিযোগ কর্তব্যরত নার্সদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কেন এভাবে রোগীদের দুর্ব্যবহার করবে তারও প্রতিবাদ জানান হাসপাতালের সুপারকে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরিস্থিতি শান্তও স্বাভাবিক হয়ে যায়।বারবার শিশু মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে।বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ নার্স -ডাক্তার রোগীরদের সাথে দুর্ব্যবহারই বা কেনো করছেন তা নিয়েও উঠছে প্রশ্ন। হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মু জানান এই বিষ