মোদিজীর টাকা লুট হয়েছে বলে দাবি অমিত শাহের
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: মঙ্গলবার পূর্ব বর্ধমানের রসূলপুর ও কাটোয়ায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে গরিবের টাকা লুট করেছে তাঁকে জেলে যেতে হবেই। বর্ধমানের রসুলপুরের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর কথায়, যার মন্ত্রীর ঘর থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়, তাঁকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি। মোদীজির পাঠানো দশ লক্ষ কোটি টাকা লুট করেছে আপনি ও আপনার সরকার বলেও তীব্র ভাষায় আক্রমণ শাঁনান অমিত শাহ। মঙ্গলবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শাহ। তাঁর কথায়, মমতাদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষই ঠিক করবে, তাঁরা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদীজির সুশাসন চায়। মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান অমিত শাহ। উন্নয়ন ইস্যুতেও মঙ্গলবার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মো