Posts

Showing posts from April, 2024

মোদিজীর টাকা লুট হয়েছে বলে দাবি অমিত শাহের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: মঙ্গলবার পূর্ব বর্ধমানের রসূলপুর ও কাটোয়ায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে গরিবের টাকা লুট করেছে তাঁকে জেলে যেতে হবেই। বর্ধমানের রসুলপুরের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর কথায়, যার মন্ত্রীর ঘর থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়, তাঁকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি। মোদীজির পাঠানো দশ লক্ষ কোটি টাকা লুট করেছে আপনি ও আপনার সরকার বলেও তীব্র ভাষায় আক্রমণ শাঁনান অমিত শাহ।  মঙ্গলবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শাহ। তাঁর কথায়, মমতাদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষই ঠিক করবে, তাঁরা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদীজির সুশাসন চায়। মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান অমিত শাহ।  উন্নয়ন ইস্যুতেও মঙ্গলবার তৃণমূল সরকারকে কড়া  ভাষায় আক্রমণ করেন শাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মো

ফের উদ্ধার হল অবৈধ কয়লা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার লোকপুর থানার সগড়ভাঙ্গা জঙ্গল এলাকায় পুলিশের পক্ষ থেকে অবৈধভাবে মজুদকৃত কয়লা অভিযান অব্যাহত।সেই প্রেক্ষিতে রবিবার ভোরের দিকে লোকপুর থানার পুলিশ নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা- বাস্তবপুর গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে ফের অবৈধভাবে মজুদকৃত প্রায় সাত টন কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। সূত্রের খবর ঝাড়খণ্ড রাজ্যের পুলিশও অবৈধ কয়লা পাচার রোধে অভিযান শুরু করেন।যদিও ভৌগোলিক অবস্থান জনিত কারণে বীরভূম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জঙ্গলের মধ্যে নিরাপদ স্থান ভেবে পাচারকারীরা সেখানে কয়লা মজুদ করে বলে অনুমান। এদিকে জেলা পুলিশের তৎপরতায় লোকপুর থানার পুলিশ সগড়ভাঙ্গা জঙ্গলের মধ্যে সপ্তাহব্যাপী কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত কয়লার সন্ধান পান এবং সেগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে বলে সূত্রের খবর।

বোলপুরে কর্মী সম্মেলনে ব্রাত্য বসু

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ১৮ তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের ভোট সাঙ্গ হয়েছে বেশ কিছু আসনে। অন্যান্য আসনের প্রার্থীরাও তীব্র গরমের দাবদহকে পিছুনে ফেলে চূড়ান্ত পর্যায়ের ভোট প্রচারে ব্যস্ত।আর তারই মধ্যে সকল কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল আজ।এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন।সকল ভোট কর্মীদের নিয়ে। এই সম্মেলনের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে অসিত মাল এবং শতাব্দী রায় কে জেতানোর বিষয়ে,ওয়েব কুপা বলে তৃণমূলের যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন । যেখানে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন প্রলয় নায়েক, অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পড়না ঘোষ, ডেপুটি স্পিকার আসিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও।

বড় মার্জিনে জেতানোর দাবি মিঠুনের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী।ছোট মার্জিনে নয়,বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন।শুধু তাই নয়,প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি,অসীমদার মত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ।পশ্চিমবাংলা ছেড়ে দিন।সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি।কথায় কথায় ডায়ালগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন।এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন।উদাহরন হিসাবে সিএএর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান,সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়,নাগরিকত্ব দেওয়ার আইন।

বিজেপির মন্ডল প্রেসিডেন্ট কে মারধরের অভিযোগে ভিত্তিতে বিজেপির বিক্ষোভ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ কলকাতা: দক্ষিণ কলকাতা ও সাংগঠনিক জেলা কসবার মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে মারধরের অভিযোগে আনন্দপুর থানা ঘেরাও করেন দক্ষিণ কলকাতা বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। থানার ভেতরে বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

মহুয়া মৈত্র কে আক্রমণ বিজেপি নেত্রী রাজমাতা অমৃতা রায়ের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নদীয়া: মহুয়ার আক্রমণে আমি থেমে থাকবো না। ও যত আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে আমার টিআরপি তত বাড়বে। বললেন রাজ মাতা বিজেপি প্রার্থী অমৃতা রায়। বারে বারে মহু আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেও আমি তার ভয় থেমে থাকব না। আমি আমার কাজ বন্ধ করব না। মহুয়া যত আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে আমার টিআরপি তত বাড়বে। আজ কৃষ্ণনগর জেলা আদালতে বার কাউন্সিলে সমস্ত আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে মহুয়া মৈত্র সম্পর্কে এমনই মন্তব্য করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।

বাতিল বিজেপি প্রার্থীর মনোনয়ন! কিন্তু কেন?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় বাতিল বিজেপির প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন। নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য।বাতিল হলো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই করার সময় পুলিশের চাকরি ছাড়ার ছাড়পত্রের কাগজ না জমা দেওয়ার কারণে এই মনোনয়ন বাতিল হয়েছে।শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন দেবাশীষ ধর।ঐ ঘটনার জন্য রাজ্য সরকার তাকে সাসপেন্ড করে।তার বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত চলছে। এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলে ও রাজ্য সরকারের ছাড়পত্র এখনো পাননি।এই কারণে বাতিল করা হলো বিজেপির প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন।যদি ও প্রার্থী দেবাশীষ ধরের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন বাতিল হলো মনোনয়ন পত্র।তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানান দেবাশীষ ধর।প্রার্থী পদ বাতিলের আশঙ্কায় গতকালই মনোনয়নপত্র জমা দেবার শেষদিনে দলের নির্দেশেবিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য।সংঘ পরিবারের দ

তীব্র দাবদাহে ব্যাঙের বিয়ে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রয়োনজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আসায় প্রহর গুনছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আসায় নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে।শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতিনিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে। যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন। আর তারপড়ই বৃষ্টি হয়। তাই এবছরও তাঁদের এই অনুষ্ঠান। সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে। তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধ

শাহজাহানের ডেরায় NSG

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ইডি, সিবিআইয়ের পর এবার সন্দেশখালিতে NSG কমান্ডো। যে বাড়িটিতে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে, সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা। ভেড়ির আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে। বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি। বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাফিজুল খাঁ আবার শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে। সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয়। সূত্রের খবর, একটি বাক্সের ভিতর প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। বোমাও উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছয় NSG। কী কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেড়ির আশপাশের এলাকা ঘিরে ফেললেন NSG কমান্ডোরা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের ভিড়। প্রাথমিকভাবে মনে ক

নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতিনির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুরের খিরিশতলা এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সইদুল সরদার। তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায়। অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার এবং ছটি লাইভ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় মা*র্ডার, কি*ডন্যাপ, চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এর জন্য সে আরো অনেককেই জড়ো করছিল বলে ও জানা গিয়েছে। অভিযুক্তকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।

ভোট দিলেন গোপাল লামা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: শুরু হলো দ্বিতীয় দফা নির্বাচন ।দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা এদিন সকাল সকাল ভোট দিলেন।

টিএমসির হেরে যাওয়ার বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : টিএমসি যতো হারছে ততোই গলার আওয়াজ করছে।নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে,যদি যিতেছেন তো গালাগালি কেনো দিচ্ছেন।তৃনমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্ধমান দূর্গাপুর থেকে ব‍্যপক ভোটে হারাবো দীলিপ ঘোষকে,সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে দীলিপ বাবু জানান উনি আগে নিজের সিটটা ধরে রাখুন,ওখানেই লিড নেবো আমি এবারে।মারপিঠ করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে আর সুবিধা করতে পারবেনা তাহলেই ভিতরে যেতে হবে।কুচবিহারের মতো এলাকা সারা বছরি ওখানে সন্ত্রাস থাকে টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাড়িয়ে দাড়িয়ে সন্ত্রাস করাচ্ছে,সেখানে শান্তি মতো ভোট হবে আশা করা যায়।কি করে ?তিনি আরও বলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আছে,ভিতরে ঘুরলাম এই ৬০০কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্যে রাজ‍্যের টাকায় এখানে ভূতের আড্ডা হয়েছে ।কৃষি বলে কিছু দেখলাম না,ধান চাষ হয়েছে,যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষীরা তার চেয়ে অনেক ভালো করেছে।প্রসঙ্গত উল্লেখ্য শনিবার বর্ধমানের এগ্ৰিকালচার ফার্ম এলাকায় প্রাতঃভ্রমনে যান বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্র

নওশাদের মিছিলে অভিষেক ও মমতা ব্যানার্জির জয়ধ্বনি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড়কাছারী মন্দির সংলগ্ন প্রায় ৮০ থেকে ৯০ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে হয়ে যায় প্রায় ৮০ থেকে ৯০ টি দোকান। আজ সেই ঘটনাস্থলে পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দোকানদারদের সাথে কথা বলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকার কে কোন গুরুত্ব না দিয়ে নওশাদ সিদ্দিকী তাদেরকেই বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি। রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলব। এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী। ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন। এবং তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয় তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নওশাদ সিদ্দিকী।

পথ দু*র্ঘটনায় আহত তিন

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কাঁকুড়গাছি: বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৩,দুই পথ শিশুকে ধক্কা মেরে পাল্টে যায় গাড়ি. আহত হয় গাড়ির চালক. গাড়ি টি কাঁকুড়গাছি দিক থেকে আসছিল বলে পুলিশ সূত্রে খবর. ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় । যে গাড়িটি ধাক্কা মেরেছিল সেই গাড়িটি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা । তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত করার চেষ্টা করছেন।

প্রথম দফা ভোটের মোট অভিযোগ পড়ল ৩৮৩

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: দুপুর ১২:৩০ টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের প্রথম দফার নির্বাচনের মোট তিনটি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জমা পড়ল - ৩৮৩ টি।  • *যার মধ্যে আলিপুরদুয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে* :- ১৩৫ টি • *যার মধ্যে কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে* :- ১৭২ টি • *যার মধ্যে জলপাইগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে* :- ৭৬ টি। __এই অভিযোগগুলি জমা করেছে মেইল মারফত, CMS মারফত, NGRS এছাড়াও বিভিন্ন মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভিযোগগুলি জমা পড়েছে।

প্রথম দফা ভোটের ফলাফল

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: সকাল এগারোটা পর্যন্ত কোচবিহারে ৩৩.৬৩%, আলিপুরদুয়ারে 35.20%, জলপাইগুড়িতে 31.94%। এখনও পর্যন্ত প্রথম দফার ভোট পড়েছে সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে 33.56%।

জলপাইগুড়িতে চলছে প্রথম দফা নির্বাচন

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:আজ থেকে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় চলছে লোকসভা নির্বাচন। এদিন সকালে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডাব গ্রাম দুই নম্বর এর জুনিয়র জাবড়া ভিটা হাইস্কুলে দেখা গেল ভোট দিতে এসেছেন অনেকেই। সকাল থেকেই লম্বা লাইন, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।

শুরুতেই ইভিএম খারাপ, প্রায় তিরিশ মিনিট পর শুরু ভোট গ্রহণ পর্ব

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি: সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়ালেও নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে পারলেন না ভোট কর্মীরা। শুরুতেই ইভিএম বিভ্রাট থাকায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষদের। পরে সেক্টর অফিসারদের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর শুরু হল ভোট গ্রহণ প্রক্রিয়া। এই ছবি ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের ১৬/৭৪ নং বুথের। বর্তমানে স্বাভাবিক ছন্দে শুরু হল ভোট গ্রহণ পর্ব।

বোলপুর মহকুমা হসপিটালে বিষধর সাপ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর:বোলপুর মহকুমা হসপিটালে অপারেশন থিয়েটারে উদ্ধার হয় বিষধর সাপ। এই সাপ উদ্ধার কে ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসক ও রোগীদের একাংশের অভিযোগ হাসপাতালে ইন্দুরের দৌরাত্ব প্রবল। উল্লেখ্য সেই কারণেই হয়তো বিষধর সাপের বাসা বেধেছে। এদিকে অপারেশন থিয়েটারে বিষধর সাপের উদ্ধারের ঘটনায় রোগী ও চিকিৎসকদের আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরে অবশ্য বিষধর সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে আছেন।

শুরু প্রথম দফা নির্বাচন, পূজো দিলেন রাজ্যপাল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কালিঘাট: প্রথম দফা নির্বাচনের দিন সকাল সকাল কালীঘাট মন্দিরের পূজো দিতে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ। শান্তিপূর্ণ ভোট করার জন্য এবং সন্ত্রাস রুখতে এদিন তিনি করা বার্তা দিলেন।

নিজের কেন্দ্রের মন্দিরে পুজো দেন অভিষেক

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে প্রথম দফার ভোট ।আর ভোটের আগে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীরা যাতে ভালো ফল করতে পারে সে কথা মাথায় রেখে রামনবমীর দিন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত বড় কাছাড়ি মন্দিরে এসে পুজো দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের আগে মঙ্গলবার রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে জনসংযোগ করেন অভিষেক । বুধবার দুপুরে বড় কাছাড়ি মন্দিরে এসে উপস্থিত হন তিনি । মন্দির পরিদর্শনের পাশাপাশি রামনবমীর পূর্ণ লগ্নে মন্দিরে পুজো দেন । পুজো দিয়ে বাবা বড় কাছাড়ির আশীর্বাদ নিয়ে আমতলায় দলীয় কার্যালয়ে ফিরে যান । দলীয় কার্যালযয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর কর্মীদের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণের পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'দিদির কাছে চলো' স্লোগান নিয়ে চাকরিপ্রার্থীদের মিছিল

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ মোহর কুঞ্জ থেকে মাতঙ্গিনী হাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে। দিদির কাছে চলো দিদির কাছে বল এই শ্লোগান নিয়ে দিন তারা মিছিল শুরু করেন। অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়েই মিছিলে নামেন তারা।

কবে নিয়োগপত্র পাবে যোগ্য চাকরিপ্রার্থীরা?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গান্ধী মূর্তির পাদদেশে ১১২৯ দিনের আন্দোলন চাকরিপ্রার্থীদের তবুও এখনো পর্যন্ত চাকরি মেলেনি, মিলেছে কেবল প্রতিশ্রুতি তাই আবারও তারা রাজপথে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। চাকরিপ্রার্থীরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলার উদ্দেশ্যে তাদের পথযাত্রা করে তাদের বঞ্চনার কথা তুলে ধরছে। চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলছে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে কিন্তু তারা যোগ্য হয়েও তারা এখনো পর্যন্ত নিয়োগপত্র পায়নি এখনো তারা রাজপথে বসে রয়েছে। চাকরিপ্রার্থীদের একাংশ দাবি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগের ব্যাপারে বারবার আসা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের ব্যাপারে তারা বিশেষ কোনো সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি মিলেছে কেবল প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি এমনই দাবি করছে চাকরিপ্রার্থীদের একাংশ।

রামনামে মাতোয়ারা শতাব্দী রায়

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: আজ গোটা বঙ্গ জুড়ে পালিত হলো রামনবমী উৎসব। জেলার বিভিন্ন প্রান্তে হিন্দু সংগঠন এর পক্ষ থেকে বেরিয়েছে শোভাযাত্রা। এই পবিত্র দিনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব রাজনৈতিক দলের পতাকা না নিয়ে রামের নাম এবং রাম নাম করেই পালন করল রামনবমী উৎসব। ব্যতিক্রম রইল না বীরভূমের প্রাক্তন সাংসদ শতাব্দী রায়। রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় বিদায়ী সাংসদ শতাব্দী রায় এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য নেত্রীগণরা শ্রী রাম বলতে বলতে পথ পরিক্রমা করলেন।

হুগলিতে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হুগলী: বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি চন্দননগর ষরসে পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ কৌশিক শিকারি ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস তারা দুজনেই চন্দননগর কলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পূজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল গতকাল রাতে। কৌশিক শিকারির অভিযোগ তারা যখন দুজনে চুঁচুড়ার বাড়ি ফিরছিল তখন চন্দননগর সরষে পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। অতর্কিত এই তাদেরকে মারধর শুরু করে। তাতেই গুরুতর জখম হয় দুজনে। খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। এরপরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহাকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই দুজন কার চিকিৎসা চলছে। গতকাল মৌখিকভাবে ও পুলিশকে জানানো হলেও আজ তারা লিখিত অভিযোগ দায়ের করবে।

অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অভিজিৎ দাস

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার: অবশেষে ডায়মন্ডহারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তবে কোনও নামী মুখ নয়। বিদায়ী সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় দেখা গিয়েছে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস, ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া মহলে ব্যাপক আনন্দ ও উন্মাদনা ছড়িয়ে পড়ে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে । বিষ্ণুপুরে প্রার্থীর বাড়িতে ভিড় জমান দলের কর্মী সমর্থকরা । পুষ্প স্তবক দিয়ে দলীয় প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টি মুখ ও করান তারা ।  নাম ঘোষণার পর অভিজিৎ বাবু জানান , অভিষেককে এক শ্রেণীর মিডিয়া বাঘ বানিয়ে রেখেছে । কি আছে ওঁর মধ্যে । কিছুই নেই । পুলি

তীব্র গরমে প্রাণ হারালো এক বৃদ্ধা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সোনারপুর:অটোতে যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃ*ত্যু হল এক বৃদ্ধার। অটোচালকের প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। মৃ*তার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেন অটো চালক কর্মীরা। সেই সূত্র ধরেই মৃ*তার পরিচয় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন । দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সোনারপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে।  সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃ*তার নাম শেখ শাকিলা বিবি (৬২)। স্বামী প্রয়াত আকবর আলী। তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন চোহাটি আসার উদ্দেশ্যে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন তিনি। আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশ কেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যে পরিবারের লোক কে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

সৃজনের গ্রহণযোগ্যতা কমছে এমনটাই দাবি সায়নীর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলয় চন্ডিপুর প্রাথমিক স্কুল থেকে প্রচার একটি পদযাত্রা শুরু করে। সেই প্রচার শেষ হয় কল্যাণপুর মুক্তির সংঘ কাছে। এই কর্মসূচিতে অনুসরণ করেছেন বারুইপুর বিধানসভা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস। কল্যানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মন্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। সাংবাদিকরা সায়নী ঘোষ কে প্রশ্ন করে আইএসএফের প্রার্থী বলছে তারা জিতবে। ভাঙ্গরে এই নিয়ে বিশাল জনসভা করেছে তার উত্তরের সায়নী ঘোষ বলেন পহেলা বৈশাখ রবিবার শওকত মোল্লা নেতৃত্বে বিশাল জনসভা হয়েছিল ভাঙ্গরে মাটিতে। তাতে করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জনসভায় অংশগ্রহণ করেছিল। এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে। এই তাপদাহে ভোট প্রচারের সম্বন্ধে সায়নী ঘোষ বলে রাজ্যের মুখ্যমন্ত্

ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত, রেলের অধীনস্থ, বি এন আর হাসপাতাল। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘড়ির কাঁটায় সকাল সাতটা। হাসপাতালে চক্ষু বিভাগের ওটি তে থাকা এসি থেকে, ধোয়া বেরতে দেখাযায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, দমকলের ছটি ইঞ্জিন। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে। আপাতত চ্ক্ষু বিভাগের ওটি রুমটি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আগুন আতঙ্কে চক্ষু বিভাগে থাকা, ১০ থেকে ১৫ জন রোগীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে আগুন লেগেছে।

আগামী দিনে কি বাড়তে পারে অসস্তি?

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৮ আর পশ্চিমের জেলাতে ৪০ পেরিয়ে যাবে পারদ ! এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে।কলকাতায় চলতি সপ্তাহের তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি।একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশও বাড়তে থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৮ ডিগ্রি স

রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বাংলা নববর্ষের প্রথম দিনেই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। রবিবার সকালে রাস্তার মধ্যে যে গর্তগুলি রয়েছে সেগুলি সংস্কারের নামে কিন্তু সেখানে দেখা যাচ্ছে খানা-খন্দে মাটি ফেলা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। উল্লেখ্য স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা সম্পূর্ণ ভাবে সংস্কার করতে হবে সেই দাবিতে পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি যতক্ষণ না প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা এসে রাস্তা পরিপূর্ণ ভাবে সংস্কারের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে। বোলপুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মকরমপুর হয়ে এই রাস্তা একদিকে সাঁইথিয়া হয়ে রামপুরহাট ও অন্যদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাতসকালেই অবরোধ হওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় তার ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে যাই। পরে প্রশাসনিক কর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দিলে তবেই অবরোধ উঠে ।

বিজেপি কর্মীর খু*নের আঙ্গুল তৃণমূলের দিকে

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী উত্তর মোকামবেড়িয়া হাড়ভাঙ্গি এলাকায় বিজেপি কর্মীকে খু*ন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন এই খু*নের রাজনীতি তৃণমূল করেনা। পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রঙ ছড়িয়েছে বিজেপির। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ ২৪ পরগনা সাধারণ সম্পাদক বিকাশ সরদার বলেন তৃণমূলের কালচার হচ্ছে খু*নের রাজনীতি করা। বিজেপির নিরীহ কর্মী স্বপন ঘরামি কে পিটিয়ে খু*ন করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীর স্বপন ঘোরামির তার নিজস্ব একটি পুকুর দখল ছিল। সেই পুকুর দখলকে ছিনিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে বিদেশ ঘোড়ামি বিফল হয়েছে। এবারে রবিবার সন্ধ্যা বেলার দিকে পিটিয়ে খু*ন করল বিজেপি কর্মীকে তৃণমূলের সদস্য বিদেশ ঘোরামি। তৃণমূলের সন্ত্রাস গোটা বাসন্তী এলাকা জুড়ে চলছে। মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের কালচার কি দখলদারি ছাড়া আর কিছুই নয়।

ত্রিশূলধারী দিলীপ ঘোষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাংলা বছরের প্রথম দিনেই বাবা বর্ধমানেশ্বর শিবমন্দিরে পুজো দিতে এসে ত্রিশূল হাতে এবার দিলীপ ঘোষ।বাবার ওখান থেকে ত্রিশূল লাভ হল বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ অশুভশক্তির বেরেছে প্রভাব তখনি তিনি ত্রীশূল হাতে তুলে নিয়েছেন,তান্ডব নিত‍্য করেছেন।তারিই প্রেরনায় তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে,স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গরতে চাই । ত্রিশূল তার প্রতীক।কোনো ভয়ে কি আত্মরক্ষার জন‍্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীলিপ বাবু বলেন আত্মরক্ষা না দেশ রক্ষা।আজকে তো পশ্চিমবঙ্গ দিবস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীলিপ বাবু বলেন টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে,পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানিনা। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন।রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে প্রাতভ্রমনে জান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমন শেষ করে তিনি আলমগঞ্জ মোর পুলিশ ফাঁড়ি এলাকায় চায়ে পে চর্চার সাথে জনসংযোগ করেন।অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন তৃনমূলকে জেতালে আগামী ১লা ডিসেম্বরের মধ‍্

সিজ করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুর শান্তিনিকেতনে বাড়ি সিজ করা হয়েছে বলে জানা গেছে ইডিস সূত্রে। বর্তমানে বাড়ি টি বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকার ঊর্ধ্বে শান্তিনিকেতন এলাকায় দোতারা নামে বাড়িটি সিজ করেছে ইডি সূত্রে জানা যায়। যদিও বাড়িটি এখন তালা বন্ধ অবস্থায় পড়ে আছে।

ওসি বদলির দাবিতে থানায় ঘেরাও বিজেপির

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: ইন্দাস থানার গেট ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্র খাঁ সহ তিন বিজেপি বিধায়কের, অবিলম্বে ইন্দাস থানার ওসি বদলের দাবী। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে ও তৃনমূলের দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিজেপির তিন বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিজেপির থানা ঘেরাও এর এই কর্মসূচীকে কেন্দ্র করে সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর সৌমিত্র খাঁ বিক্ষোভ তুলে নেন। ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবী তোলে বিজেপি। বিজেপির এই কর্মসূচীকে কটাক্ষ করেছে তৃনমূল।  তৃনমূলের গড় হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস। সেই ইন্দাসেই এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন এই অভিযোগকে সামনে রেখে ইন্দাস থানা ঘেরাওয়ের ডাক দেন। এদিন সকাল থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরাম

মদের দোকান বন্ধের দাবিতে রাস্তা অবরোধ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর কুলতলী নারায়নতলার গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান। মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন গ্রামের মহিলারা। তারা হাতে প্লাইবোর্ড নিয়ে বড় বড় লেখা আছে দিদির দেওয়া লক্ষী ভান্ডারে টাকা মদে হচ্ছে শেষ ।তাই মদের দোকান বন্ধ করতে হবে ।তাই নিয়ে কয়েকশো গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তাদের সঙ্গে ছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রায় আধাঘন্টা বেশি সময় ক্যানিং ঝড়খালি চুনোখালি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে বাসন্তী থানার প্রশাসনে আধিকারিকরা এলে গ্রামবাসী সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তারপর গ্রামবাসীরা অবরোধ তোলেন।

উপনির্বাচনের প্রচারে সজল ঘোষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার সারলেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আলম বাজার মোড় থেকে শুরু হয় ভোট প্রচার।

ইডির খপ্পরে শাহজাহানের স্ত্রী

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: এবার শাহজাহান এর স্ত্রী কে জিজ্ঞাসাবাদ ইডির।শাহজাহান এর স্ত্রী তসলিমা বিবি।সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ।মূলত শাহজাহান এর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ।আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে আসেন তসলিমা।

ফের কলকাতায় অগ্নিকাণ্ড!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে ফের কলকাতায় (Kolkata)অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। প্রগতি ময়দান থানা এলাকায় ধাপার কাছে আচমকা আগুন (Fire) লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্লাস্টিকের গুদামে আগুন লাগে। পাশে একটি ডেকোরের্টাসের দোকান ছিল সেটিও পুড়ে যায়। গুদামে রাজ্য পদার্থ বেশি থাকায় আগুন জুতো ছড়িয়ে পড়ে।  অগ্নিকাণ্ডের খবর পাঠানো হয় দমকলে। সঙ্গে সঙ্গে ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে অসুবিধায় পড়েন দমকল কর্মীরা। তার মধ্যে আগুনও দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। জানা গিয়েছে, সোমবার সকাল ৮টার একটু পর প্রগতি ময়দান থানা এলাকার ১২ নং বহিশতলায় আচমকা আগুন লেগে যায়। দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বালি মাফিয়াদের সাথে পুলিশের বিতর্ক! কিন্তু কেন?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়াদের সাথে পুলিশের জোড় বিতর্ক। অভিযোগ বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়ারা বালি মজুত করে রেখেছিল, সেই মজুদ করতে পুলিশকে টাকাও দিয়েছিল। এমনই বিস্ফোরক অভিযোগ করছে গ্রামবাসীরা। তাদের দাবি বোলপুরের ডাক মাস্টার সুভাষ চ্যাটার্জী ওরফে বাপি নামে পরিচিত তারই হাত ধরে পুলিশের কাছে যেত টাকা। কয়েক লক্ষ টাকার বালি মজুদ করেছে বালি মাফিয়ারা। আর সেই বালি BLRO বাজেয়াপ্ত করে এবং ডাকের দ্বারা সেই বালি বিক্রি করে। আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক, ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাস্থলে বোলপুরের বিশাল পুলিশ বাহিনী।

সায়নীর সাথে ভোট প্রচারে বিধানসভার স্পিকার

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: কয়েকদিন প্রচন্ড গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার. কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত. যেমন গরম কে উপেক্ষা করেই প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারলেন। কখনো সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতের রাম গোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে পৌঁছে গেলেন , আবার কখনো বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে রবিবাসরীয় ভোটের প্রচার সারলেন। এ প্রচারে সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মত্ত ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরো অনেকে। সাইকেলে চেপে গ্রামে ঘুরেএই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ ও উদ্দীপানা ছিল চোখে পড়ার মতো।

মা কালীর মন্দিরে পূজো দিয়ে নির্বাচনের প্রচারে গোপাল লামা

Image
  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :শিলিগুড়ি ২৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন গোপাল লামা। এদিন সকালে তিনি শিলিগুড়ি ২৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন। সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রথমে সংশ্লিষ্ট ওয়ার্ডের কালি বাড়িতে পুজো দেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামা ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। তাঁরা মায়ের মন্দিরে পুজো দিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ও দোকানে গিয়ে নির্বাচনী প্রচার সারেন। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

ভোটের ময়দানে তৃণমূল ও বিজেপি

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: কাটোয়ার অগ্রদ্বীপে শতাব্দী প্রাচীন গোপীনাথের মেলায় এসে প্রথা ও পরম্পরা মেনে পুজোর ডালা মাথায় চাপিয়ে সপার্ষদ গোপীনাথ মন্দিরে যান অসীম সরকার। ধর্মস্থানে রাজনীতির কথা না বললেও ভারতের সমস্ত রকম দুর্নীতির অবসান চেয়ে গোপীনাথের পুজো দিলেন পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। পুজো দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ধর্মস্থানে রাজনীতির কথা বলব না তবে গোপীনাথকে বলেছি ভারতের সব দুর্নীতির ধ্বংস হোক। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ছন্দ মিলিয়ে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার কথা বলছিলেন। জেলবন্দী তৃণমূল কংগ্রেসের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের ইঙ্গিত করে ছন্দ মিলিয়ে কবিগানের সুরে অসীম সরকার বলেন, ধর্ম যেন জেগে ওঠে এই কথা বলি/ আমরা যেন সৎপথেই চলি। যখন আমি হাতে পাব ক্ষমতা/ জনগণের সঙ্গে যেন থাকে সমতা। জনগণের টাকা মেরে নিজের টাকা বেড়ে/তারপর যেন না ঢুকি ওই জেল খানার ভিতরে। পুজো শেষে নির্বাচনী পথসভায় অংশ নিতে অসীম বাবু জেলা সম্পাদক সীমা ভট্টাচার্যকে নিয়ে কাটোয়া শহরের দিকে রওনা দেন। হুগলীর বাঁশবেড়িয়া অঞ্চলে জোরদার প্রচার সারলেন ত

বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে আগুনে পুড়ে গেল অস্থায়ী দোকান

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল প্রায় ৬টি অস্থায়ী দোকান। ঘটনাটি শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ডে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন ও রামপুরহাট থানার পুলিশ। তবে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে প্রাথমিক অনুমান বিদ্যুতের ট্রান্সফরমার ফেটেই আগুন লেগেছে বলে জানা যায়।

ভোটের আগে চাকরি প্রার্থীদের মিছিল ধর্মতলায়

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত শুক্রবার কলকাতার রাজপথে ফের চাকরিপ্রার্থীদের মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাস্তায় নামবে নিয়োগের দাবিতে। ৭ টির অধিক মঞ্চ তাদের যন্ত্রণার বার্তা নিয়ে সামিল হবে। প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরী করা হয়েছে। কলেজ স্কয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত হবে মিছিল। শুরু হবে কিছুক্ষনের মধ্যেই। প্রতিটি পার্থ চট্টোপাধ্যায় এর মানিক ভট্টাচার্যের ফুসফুতুল নিয়ে মিছিলে নামেন চাকরিপ্রার্থীরা। চোখে মাথায় কালো কাপড় বেঁধে তারা মিছিলে যোগদান করছেন। তাদের একটাই দাবি তাদের নিয়োগ দিতে হবে । সংগ্রামী যৌথ মঞ্চের ভাষ্কর ঘোষ সহ একাধিক চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে। তারা যে প্রতিকী শবদেহ নিয়ে এসেছিলেন সেটা ধর্মতলার মোড়ে পুড়ানোর চেষ্টা করেছিলেন তখন জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়

রাজ্য পুলিশ কনস্টেবল ম*দ খেয়ে গড়াগড়ি খাচ্ছে, প্রশ্ন করার অশ্লীলতার পরিচয় দিল কনস্টেবল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বোলপুর থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকে উর্দি পড়ে ম*দ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেলো। বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কী করে ডিউটি চলাকালীন উর্দি পড়ে ম*দ খেতে পারে।  জানা গিয়েছে,ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পড়ে দীর্ঘক্ষণ ওই লজমোড়ে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন,‘ অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে।’ পড়ে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়।সংবাদমাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন।

মহিলা খু*নের গ্রেপ্তার ভাসুরকে ১৬ই এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজত

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ওয়াটগঞ্জে প্লাস্টিকের ব্যাগ থেকে দুর্গা সার্কেল নামে এক মহিলার দে*হাংশ উদ্ধারের ঘটনায় মৃ*তার ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নীলাঞ্জন সার্কেল। প্রথমে তাঁকে আটক করা হয়েছিল পুলিশের তরফ থেকে। আটক করার পর তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে মুখে, দুর্গার খু*নের কথা স্বীকার করেছেন নীলাঞ্জন সার্কেল। তবে, মৃ*তার স্বামী খোঁজ করছে পুলিশ। পুলিশের অনুমান একাধিক ব্যক্তি এই খু*নের সঙ্গে জড়িত। খু*নের পিছনে সম্পর্কে টানা পড়ে না অন্য কোন কারণ রয়েছে?? তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃত নীলাঞ্জন সার্কেলকে আলিপুর পুলিশ আদালতে নিয়ে আসা হয়। আলিপুর পুলিশ আদালতের মাননীয় বিচারক দুপক্ষের সওয়াল জবাব শুনে ১৬ ই এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আগুনে ভস্মীভূত জয়নগরের কাঠের গোলা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জয়নগর: জয়নগরের কাঠের গোলামধ্যরাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল জয়নগরের একটি কাঠের গোলা। অভিযোগ, মদ্যপ অবস্থায় এলাকারই কয়েকজন যুবক আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়েই সকালে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ঘটনা তদন্ত শুরু করে। জয়নগর থানার অন্তর্গত হরিনারায়নপুর অঞ্চলের রামচন্দ্রপুর পাঁচঘড়া গ্রামের বাসিন্দা অশোক মন্ডলরের কাঠের গোলা ভোর ১টা ৩০ মিনিট নাগাদ দাউদাউ করে জ্বলতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি। সাথে সাথে ওই গোলার মালিকদের খবর দিলে এলাকার মানুষের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাঠের গোলায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এলাকারই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় পরিকল্পনা করেই কাঠের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে জয়নগর থানার পুলিশ এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করে। তবে কাঠের গোলার মালিক অশোক মন্ডল হরিনারায়নপুর অঞ্চলের বানেশ্বরপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উতোর। প্রশ্ন উঠছে নির্বাচনের আগে বিরোধী দল আগুন লাগিয়ে দিল না তো ?যদিও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

একটি স্টেশন, কিন্তু নাম দুটি !

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:স্টেশন একটাই কিন্তু তার নাম দুটি। কি ভাবছেন! গল্প বা মজা করছি! না, মোটেও না। এমনটাই লেখা রয়েছে রেলস্টেশনে। এক স্টেশনের নাম দুটি হওয়ায় ট্রোল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, যার মাধ্যমে প্রায় ৪ কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদানকারী সরকারি সংস্থা।ভারতীয় রেলের সঙ্গে এমন অনেক মজার তথ্য রয়েছে, যা জানলে আপনি হয়তো অবাক হবেন। আজ এমন একটি রেলস্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি একটি স্টেশন এর মধ্যে লুকিয়ে রয়েছে দুটি স্টেশন এর নাম! আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত হয়েছে এই অনন্য রেলস্টেশন! স্টেশন কিন্তু একটাই। আর সেই স্টেশনের নাম রয়েছে আলাদা আলাদা। কি ভাবছেন, ইয়ার্কি বা কল্পনা বলে মনে হচ্ছে তো? অথবা মনে হচ্ছে, এমন কাজ সুপারহিরো দলের কেউ করতে পারে। না, এর জন্য আপনাকে সুপারহিরো হতে হবে না।এই আজব স্টেশনটির নাম বীরভূমের সাঁইথিয়া স্টেশন।খাতা কলমে বীরভূম জেলায় রয়েছে স্টেশনটি। স্টেশনটি ৫১ সতী পীঠের অন্যতম সতী পীঠ নন্দিকেশ্বরী মন্দির লাগোয়া। আর এই স্টেশনে

বিধ্বংসী ঝড়ে তছনছ জলপাইগুড়ির কলেজ ক্যাম্পাস

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:টিনের চাল ঝুলছে গাছের ডালে। ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙ্গে চুরমার। ধ্বংসলীলা র দৃশ্য আজও।জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনছ। মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হোস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ।