Posts

Showing posts from May, 2022

সমকামী হয়ে গেলেন অঙ্কুশ হাজরা! পাওয়া গেল তাঁর পুরুষ পার্টনারকে

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক : অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলার মনে এখন খুব বেদনা। প্রেমিক তাঁর হাতছাড়া হয়েছে তৃতীয় ব্যক্তির কারণে। এতগুলো বছর সম্পর্কে থেকে সবে মাত্র তিনি জানতে পেরেছেন তাঁর বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরা আসলে সমকামী। তাঁকে ছেড়ে নিজের পুরুষ পার্টনারের সঙ্গে চুম্বনরত হয়েছেন একটি ট্রেনের ভিতরে। স্বয়ং নিজের চোখে সেই দৃশ্যও দেখেছেন প্রেমিকা ঐন্দ্রিলা। অঙ্কুশের পুরুষ পার্টনারও এই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় অভিনেতা। তাঁর নাম জানলে ছিটকে যাবেন। পার্টনার আবার বিবাহিত পুরুষ। তাঁর স্ত্রী ও ঐন্দ্রিলা দু’জনেই বিষয়টি নিয়ে বেশ স্তম্ভিত হয়েছেন… এই মুহূর্তে দাঁড়িয়ে কী করবেন ভেবেই পাচ্ছেন না তাঁরা। ভাবছেন, এসব বাস্তব। একেবারেই না। এটা কেবলই একটা ফান, মজা, মস্করা যাই বলুন না কেন। কোনওটাই সত্যি নয়। যে পার্টনারের কথা এখানে হচ্ছে, তিনি অভিনেতা ওম সাহানি। তাঁর স্ত্রী মিমি দত্ত। সুখে সংসার করছেন মিমি-ওম। ঐন্দ্রিলাকে চোখে হারান অঙ্কুশ। প্রেমিকাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। তা হলে এই মস্করা কেন? View this post on Instagram A post shared by Oindrila Sen (@love_oindrila) হয়তো একঘেয়েমি থ

ফলহারিণী অমাবস্যায় শুভ কর্মফল লাভের আশায় তারাপীঠের দেবীর আরাধনায় ভক্তরা

Image
  নিজস্ব প্রতিবেদন : আজ ফলহারিণী অমাবস্যা। এই উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই মন্দির চত্বরে সুবিশাল লাইন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়।    মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। আজ দুপুর ২ টোয় অমাবস্যা লাগবে। তাই আগে থেকেই চলছে পুজো প্রস্তুতি।  ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে ২ বার ভোগ নিবেদন করা হয়। জানা যায়, এদিন রামকৃষ্ণদেব  শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত।  সে জন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ।  আজ বেলুড় মঠেও রাতে ফলহারিণী কালীপুজো হবে।             ফলহারিণী অমাবস্যা থাকবে  রবিবার ২:২৫ থেকে সোমবার দুপুর ৩:৪৮ পর্যন্

কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া

Image
  আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ ৷ ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুরের চাঁচল বারোভেটিয়ার বাসিন্দা ৷ আজ বিমানবন্দরে সেনাবাহিনীর তরফে তাঁকে গান স্যালুট দেওয়া হয় ৷ ২৭এ মে লাদাখে সেনার বাস দুর্ঘটনায় মৃত ৯ জওয়ানের মধ্যে একজন ছিলেন বাপ্পাদিত্য খুটিয়া ৷ লাদাখের পর্তাপুর ক্যাম্প থেকে ২৬ জন জওয়ানকে নিয়ে লেহর তুরটুক ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেনার বাস ৷ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শিয়ক নদীর খাদে পড়ে যায় ৷ ঘটনায় পর্তাপুর হাসপাতালে ৭ জওয়ানের মৃত্যু হয় ৷ হরিয়ানার হাসপাতালে আরও দুই জওয়ান মারা যান ৷ পর্তাপুর হাসপাতালে মৃত জওয়ানদের মধ্যেই ছিলেন ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া ৷ এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ এসে পৌঁছয় ৷ সেখানে সেনার তরফে তাঁকে গান স্যালুট জানানো হয় ।

পানিহাটিতে তোলা চাইতে গিয়ে বোমাবাজী, গ্রেফতার অভিযুক্ত জেল ফেরত দুষ্কৃতী-সহ ৪

Image
 পানিহাটিতে তোলা চাইতে গিয়ে বোমাবাজী, গ্রেফতার অভিযুক্ত জেল ফেরত দুষ্কৃতী-সহ ৪ নিজস্ব প্রতিবেদন : তোলা চেয়ে না পাওয়ায় বোমাবাজি তৃণমূলের দলীয় কার্যালয়ে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অ্যাঙ্গেলস নগরে একটি প্লাস্টিক কারখানায় তোলা চাওয়া নিয়ে ৷ এই অঞ্চলে চেনামুখ ক্লাবের কাছে ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানায় গাড়িতে করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোরবিশু ৷ কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে । তার সঙ্গে ছিল গাড়িচালক পাপাই ৷ ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেয় বিশু ৷ এরপর রন্টা মাইতি পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাসকে (গোবিন্দ) ফোনে বিষয়টি জানান ৷ কাউন্সিলরের পর তিনি খড়দহ থানার পুলিশকেও খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।  দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বিশু ও তার দলবল চম্পট দেয় ৷ পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন খড়দা থানার এসআই প্রণব দেবনাথ । তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যা

আবারও চালু হতে চলেছে হিন্দমোটরের হিন্দুস্থান মোটর্স

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক :  ২০১৪ সালে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল হিন্দুস্তান মোটর কারখানায়।গত আট বছরে কারখানার শ্রমিকদের অবস্থা খারাপ হয়েছে।বেতন বন্ধ হওয়ায় অনেকেই বিকল্প কাজ খুঁজে নিতে বাধ্য হয়েছেন।এখনো সারে তিনশ শ্রমিক রয়েছে হিন্দমোটরে।বেশ কিছু শ্রমিক পরিবার শ্রমিক আবাসে থাকেন। পানীয় জল বিদ্যুৎ এর সমস্যার মধ্যেও তারা কষ্ট করে পরে রয়েছেন।যদি কখনো কারখানা খোলে।কারখানা খোলার দাবীতে বহু আন্দোলন হয়েছে।কিন্তু বিড়লা কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি।উল্টে বেঙ্গল শ্রীরামকে প্রায় সারে তিনশ একর জমি বিক্রি করে দেওয়া হয়েছে।তারও পরে হিরানন্দানীকে একশ একর বেচে দেওয়া হয়। বর্তমানে ২৭৫ একর জমি রয়েছে বিড়লাদের হাতে।তার মধ্যে ৯৬ একরে রয়েছে কারখানা।সেই কারখানাতেই ব্যাটারি চালিত গাড়ি ও বাইক তৈরী হবে।ইউরোপের এক গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্থান মোটরের মৌ স্বাক্ষরিত হয়েছে বলে খবর।সেই খবর হিন্দমোটর শ্রমিক মহল্লায় ছড়িয়ে পরতেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা।তবে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই চুক্তি নিয়ে।কারন এখনো স্পস্ট নয় কোন কোম্পানী কি ধরনের গাড়ি তৈরী করবে।সেই গাড়ি তৈরীতে অ্যাম্বাসাডারের শ্রমিকদের কতজা কাজ

পুলিসের তাড়ায় পুকুরে ঝাঁপ, মৃত্যু বছর ২৬-এর যুবকের

Image
 পুলিসের তাড়ায় পুকুরে ঝাঁপ, মৃত্যু বছর ২৬-এর যুবকের নিজস্ব প্রতিবেদন: জুয়ার আসরে পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিলেন এক যুবক ৷ বুধবার সকালে ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ ৷ মৃত বিশাল দাস (২৬) উত্তর ২৪ পরগনার আগরপাড়ার উষুমপুর তারাপুকুর এলাকার বাসিন্দা৷ জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় একটি পুকুরে যুবকের মৃতদেহ ভেসে উঠতেই চাঞ্চল্য ছড়ায় ৷ স্থানীয়রা দেহটি দেখতে পেয়েই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসে ডুবুরি নামিয়ে যুবকের দেহ উদ্ধার করে পুকুর থেকে । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পলিশ ৷ স্থানীয় সূত্রে খবর উষুমপুরের হাটখোলা মাঠে জুয়ার ঠেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় ঘোলা থানার পুলিশ । অভিযোগ সেই জুয়ার আসরে ছিল আগরপাড়ার তারাপুকুরের বাসিন্দা বিশাল দাস । পুলিশ দেখে সেখান থেকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক । এরপর পুলিশ চলে যায় ৷ কিন্তু রাতের বেলায় যুবক বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয় ৷ বুধবার সকালে উদ্ধার হয় ওই যুবকের দেহ ৷ স্থানীয় সূত্রে খবর উষুমপুরের হাটখোলা মাঠে জুয়ার ঠেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় ঘোলা থানার পুলিশ । অভিযোগ সেই জুয়ার আস

ব্যারাকপুরের ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়

Image
 ব্যারাকপুরের ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়  নিজস্ব প্রতিবেদন : ব‍্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, জেলে বসেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে হামলার মাস্টারমাইন্ড বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের জেলবন্দি আসামি সুজিত রায় । দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই অপরিচিত নম্বর থেকে তোলা চেয়ে বারবার সে হুমকি ফোন করত বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে ৷ সোমবার মোহনপুর থানার পুলিস গ্রেফতার করে বিরিয়ানির দোকানের গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়কে। তাকে সাত দিনের হেফাজতে নিয়ে পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই সুজিতই টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত এবং ওই ঘটনায় সে দমদম সংশোধনাগারে বন্দি।    বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার পর থেকেই দোকানের মালিক বাপি দাস অভিযোগ করেন, অচেনা নম্বর থেকে তোলা চেয়ে তাঁর মোবাইলে হুমকি ফোন আসত। পাঠানো হয় অশ্লীল মেসেজও । এরপরই মোবাইলটি পুলিশের কাছে জমা দেন তিনি । সেই মোবাইল ফোনের সূত্

রবিবার সমাপ্ত হল সিঙ্গুর গোল্ড কাপ ২০২২

Image
 খবর দিনভোর নিউজ ডেস্ক :  গ্রাম বাংলার ফুটবলে আরো গতি  আনতে হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে সপ্তাহ বেপিক এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল । এই ফুটবল উৎসবে হুগলী জেলার ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে, ১৫ই মে এই ফুটবল উৎসব শুরু হয় এবং আজ রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা হয় উত্তরপাড়া নেতাজি ব্রিগেট (হুগলী) ও কলকাতার সারদান সমিতির মধ্যে । নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১/১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় ৫/৪ ফলাফলের মধ্য দিয়ে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে। এই ফাইনাল উৎসবকে ঘিরে মানুষের উন্মাদনা ছিলো চোখে পরার মতো। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অজিত ব্যানার্জী( I. F. A. সভাপতি), মাননীয় সংসদ প্রসূন ব্যানার্জী,প্রাক্তন ফুটবলার বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জী, মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত ও আরো ক্রিয়া জগৎএর বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ । খেলার মধ্যে আতশবাজির প্রদর্শনী ও রণপা নৃত্য যা দর্শক দের মন জয় করেছে। সিঙ্গুর গোল্ড কাপের ফাইনাল

ঘরে ফেরার পালা। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ অর্জুন সিংকে নিয়ে জল্পনা ছিলই। শনিবার ফের তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট করলেন অর্জুন সিং, এদিন অর্জুন সিং হিন্দিতে একটি টুইট করেন "যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো",  যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন?  সূত্রের খবর- আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক, এদিকে, অর্জুন সিং এর টুইটের প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সবাইকে তো আর মুখ্যমন্ত্রী করতে পারব না। সংখ্যা থাকলে হয়তো সেটাও করে দেওয়া যেত। অর্জুন সিংহের ফের ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষের সুরে এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

কালবৈশাখী ঝড়ে হুগলীর সিঙ্গুরের নতুনবাজারে ভেঙে পড়লো গাছ

Image
কালবৈশাখীর ঝড়ে হুগলীর সিঙ্গুরের নতুনবাজার এলাকায় ভেঙে পড়লো গাছ  

কলকাতাসহ গাঙ্গেয় উপত্যকায় একাধিক জেলায় ৬০ থেকে ৭০ কিমি বেগে প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি

Image
  কলকাতাসহ গাঙ্গেয় উপত্যকায় একাধিক জেলায় ৬০ থেকে ৭০ কিমি বেগে প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি খবর দিনভোর নিউজ ডেস্ক :  কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টি। বিকেলেই মেঘকালো করে ভিজল শহর। কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুর, বাঁকুড়ায় দুপুরেই নামল আঁধার, আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টি শুরু।

এবার প্রায় 'শ' খানেক সিপিএম কর্মীকে সঙ্গে নিয়ে সিনেমা হলে ‘অপরাজিত’ দেখতে যাচ্ছেন বিমান-সূর্যকান্তরা

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক :  নজিরবিহীন সাফল্য ‘অপরাজিত’র। এখনও সিনেমা হলের টিকিট দ্রুত হারে বিক্রি হচ্ছে। এবার হলে অনীক দত্তর সিনেমা দেখতে যাচ্ছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো বাম নেতারা। তাঁদের সঙ্গেই ‘অপরাজিত’ দেখবেন শ’খানের সিপিএম কর্মী।  জানা গিয়েছে, যাদবপুর অঞ্চলের বাম-ছাত্রযুবদের আবদারে এই উদ্যোগ নেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। প্রিয়া সিনেমা হলে বেলা চারটে কুড়ি মিনিটের শোয়ের টিকিট কাটেন তিনি। প্রায় শ’দেড়েক টিকিট কাটা হয়েছে বলে খবর। প্রিয়া সিনেমা হলেই ছাত্র ও যুবকর্মীদের সঙ্গে ‘অপরাজিত’ দেখবেন বামফ্রন্ট চেয়্যারম্যান বিমান বসু, সিপিএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদারের মতো নেতারা। গত ১৩ মে সিনেমা হলে মুক্তি পায় ‘অপরাজিত’। ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উৎসাহের পারদ ছিল তুঙ্গে। সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনেতা জিতু কমলের লুক প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ার চর্চায় অনীকের এই ছবি। নেটিজেনরাও জিতু কমলের সত্যজিৎ-লুক দেখে একেবারে হতবাক। অনেকেই জিতুর প্রশংসা করে বলেছিলে

চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্সবাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে

Image
 SSC: চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্বাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে খবর দিনভোর নিউজ ডেস্ক, কলকাতা, ২০ মে: অবশেষে চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী'র! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারী কে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। নিজের ঘরের সামনে চাকরি পাওয়া ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা! এমনকি, গত তিন বছরে পাওয়া সমস্ত বেতন তাঁকে ফেরাতে হবে আগামী ৭ জুলাই এর মধ্যে। প্রথম কিস্তি ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি ৭ জুলাইয়ের মধ্যে। ফলে, শুধু যে চাকরি গেল, তাই নয়, মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী'র মান-সম্মানও যে ধুলোয় মিশে গেল তা বলাই বাহুল্য! এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, "কমিশন কি করবে না করবে জানিনা! কমিশনের মতিগতি দেখে যা বুঝছি তাতে কমিশন পদক্ষেপ গ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু, সব প্রমাণ পাবার পরেও কোর্ট চুপচাপ বসে বসে দেখতে পারেনা। তাই পরবর্তী নির্দেশ

সেরিব্রো ভাস্কুলারে আক্রান্ত পেসেন্ট প্রয়াত হলেন ডাক্তারের অবহেলায়

Image
 গত ১৫ ই মে ২০২২, রাত্রিতে আনুমানিক প্রায় ৫২ বছর বয়সী ফিরোজা বেগম, যিনি প্রায় ৬ ঘন্টা সেরিব্রো ভাস্কুলার দুর্ঘটনায় জরুরী বিভাগে ডাক্তার কুনাল পানের অবহেলায় মারা যান।  ডাঃ নির্মল মাজি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সংসদীয় চেয়ারম্যান, মেডিকেল কলেজ ও হাসপাতালের আরকেএস চেয়ারম্যান, মাননীয় বিধায়ক সহ কলেজের অন্য তিনজন স্বাস্থ্য আধিকারিক রোগীর পক্ষের সাথে যোগাযোগ করার পরে রোগীকে ভর্তি করতে সাহায্য করেছিলেন। দুর্ভাগ্যবশত চিকিত্সার অভাব এবং ডাঃ কুণাল পানের অবহেলার কারণে (6 ঘন্টা ব্যবধান), রোগীর মেয়াদ শেষ হয়ে গেছে। রোগীর পরের আত্মীয় (NOK) কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবন ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও যোগাযোগ করেছিলেন।  ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস (মুখপাত্র) পশ্চিমবঙ্গ প্রগতিশীল ডাক্তার সমিতি 18.05.2022

নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! প্রমাণ লোপাটের আশঙ্কা, SSC অফিস ঘিরতে হবে CRPF দিয়ে, মধ্যরাতেই শুনানি শুরু

Image
 SSC: নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! প্রমাণ লোপাটের আশঙ্কা, SSC অফিস ঘিরতে হবে CRPF দিয়ে, মধ্যরাতেই শুনানি শুরু  দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! মধ্যরাতে শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। দাবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস অর্থাৎ 'আচার্য সদন' সিআরপিএফ বাহিনী দিয়ে ঘিরে ফেলতে হবে। তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় মধ্যরাতেই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলো স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। ‌ শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শুরু হয়েছে রাত্রি এগারোটা নাগাদ। স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এই আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা। ‌ প্রসঙ্গত উল্লেখ্য, আজকেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল হয়েছে। ‌ এই প্রথমবার একজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের। অন্যদিকে, প্রায় তিন ঘন্টা ধরে সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। সবমিলিয়ে তাই, চাকরি প্রার্থীর

লড়াইয়ের অপর নাম অ্যাথেলিট বুলটি রায়

Image
  https://youtu.be/Ym8V6u446FM নিজস্ব প্রতিনিধি,  তারকেশ্বর : গতবছরের ম্যারাথন ড্রয়িং প্রথম হওয়া অ্যাথলেট রানার্স বুলটি রায় তারকেশ্বরের বাসিন্দা এবছর চোখে অনেক স্বপ্ন নিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন তার ন্যাশনাল মিটে অংশগ্রহণের জন্য তাকে নিয়ে হয়েছে বিস্তর লেখালেখি তার চলার পথে একটাই বাধা ছিল কঠিনতম আর্থিক সমস্যা দুই ছেলে মেয়েকে নিয়ে তার টানাটানির সংসারে প্রাকটিস চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছিল বিলাসিতা হয়ে উঠছিল তার ন্যাশনাল মিটে অংশগ্রহণ করা স্বপ্ন কোন স্পন্সর ছিল না  তার জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার এই সময় তার সংস্থাকে নিয়ে এগিয়ে আসে তার পাশে স্বেচ্ছাসেবী সংস্থা পরশ তার কর্ণধার শম্পা ঘোষ বলেন একটি দৈনিক সংবাদ মাধ্যমে যখন তিনি খবরটি দেখেন সঙ্গে সঙ্গে তার বাড়ি খুঁজে তার কাছে গিয়ে তার অসুবিধার কথা জানতে চান এবং এককথায় তার পাশে দাঁড়ান তার আর্থিক অসুবিধা গুলি দূর করবার চেষ্টা করেন খেলার বিষয়ে যতটা সম্ভব সাহায্য করা সম্ভব সম্ভব তা করেন দামী জুতো কিনে দেয়া থেকে আরম্ভ করে তাকে বলে স্পোর্টস শু খাবার-দাবার দেও য়া ট্রেনের যাতায়াত এর টিক

সিঙ্গুর গোল্ড ক্লাব ও মাল্টি জিমের উদ্বোধনে মন্ত্রী

Image
বিশেষ প্রতিবেদন, রবিবার, ৮ মে ২০২২ :  আজ ইন্ডিয়ান ফুটবল এ্যাসোসিয়েশন (IFA) এর পরিচালনায় সিঙ্গুর ক্লাবের সহযোগিতায় সিঙ্গুর গোল্ড কাপ ২০২২ শুভ উদ্বোধন হল।  https://youtu.be/OZ2pUx62r_4 উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার গৌতম সরকার, রহিম নবি, তনুময় বসু, হীরা মন্ডল, বিধায়ক ডাঃ করবী মান্না, মোহনবাগান ক্লাবের এ্যাথলেটিক্সের সম্পাদক দেবাশীষ মিত্র সহ IFA  এর প্রতিনিধিরা। সাত দিনে মোট আটটি দল অংশ গ্রহণ করবে। ফাইনাল খেলা হবে আগামী ২২শে মে নৈশলোকে। এলাকায় ব্যাপক সারা পরে এই খেলা নিয়ে। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, সিঙ্গুর আজ সিঙ্গুর রতনপুর উদয় সংঘের নবনির্মিত গৃহের এবং মাল্টিজিম, অঙ্কন প্রশিক্ষণ, নৃত্য শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় ক্রীড়া, যুব কল্যাণ এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, প্রাক্তন ফুটবলার তথা IFA এর সহ সভাপতি তনুময় বসু, মোহনবাগান ক্লাবের এ্যাথলেটিক্সের সম্পাদক দেবাশীষ মিত্র, বিডিও পার্থ বন্দোপাধ্যায়, ওসি জয়ন্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুনরাশ চালু হতে চলেছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল

Image
  নিজস্ব প্রতিনিধি  :  ভাটপাড়া রিলায়েন্স  জুট মিল গত ২৭ শে জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বন্ধ ছিল। মূলতঃ কাঁচা পাট এর সংকটের কারণে এই মিল বন্ধ হয়ে যায়। গত 6 ই মে শ্রমমন্ত্রী শ্রী বেচারাম মান্না , অতিরিক্ত শ্রম কমিশনার শ্রী তীর্থঙ্কর সেনগুপ্ত, বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম, আট ইউনিয়ন এর প্রতিনিধি ও জুট মিলের নতুন মালিকপক্ষ উপস্থিত ছিলেন। আগামীকাল 8 ই মে থেকে মিল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয় আজকের ত্রিপাক্ষিক বৈঠকে। ৪২০০ শ্রমিক এই মিল চালু হওয়ার কারণে উপকৃত হবেন। মালিকপক্ষ আগামী এক বছরের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দিতে রাজী হয়েছে। এই মিল চালু হওয়ার ফলে এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।