Posts

Showing posts from March, 2024

ভোট প্রচারে ইউসুফ পাঠান

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কান্দীএলাকায় নির্বাচনী প্রচারে এলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান দু কেজি ২০০ ওজনের একটি ছানাবড়া তুলে দেওয়া হয় ইউসুফ পাঠানের হাতে। মুর্শিদাবাদ জেলার কান্দী থানার অন্তর্গত কান্দী এলাকায় বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান নির্বাচনী প্রচারে এলেন। ইউসুফ পাঠান কে দেখবার জন্য এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে কান্দী এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা বরণ করে নিলেন পুষ্প বৃষ্টির মাধ্যমে। উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার।

পাহাড়ে বৃষ্টি, ফার্স্ট ফ্লাশ চায়ের জন্য চা পাতা তোলা শুরু চা শ্রমিকদের

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:দার্জিলিংয়ের চা জগত বিখ্যাত, বিশেষ করে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের কদর গোটা বিশ্বজুড়ে। পাহাড়ের বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পড়তে পাহাড়ের ঢাল বেয়ে চা বাগান গুলিতে নতুন পাতা গজিয়েছে। সবুজে সবুজ হয়ে গেছে চা বাগান গুলি। এক অদ্ভুত নস্টালজিয়া , চারিদিকে শুধু সবুজ। ইতিমধ্যেই চা পাতা তোলার কাজ শুরু করে দিয়েছে চা শ্রমিকরা। মনের আনন্দে গুনগুন করে গান গেয়ে তারা চা পাতা তুলছে। ফার্স্ট ফ্লাশ চায়ের জন্য একটি কুড়ি দুটি পাতা তুলবার কাজ শুরু করে দিয়েছে চা শ্রমিকরা। পাহাড়ের বর্তমান আবহাওয়া অত্যন্ত মনোরম। শীতের তীব্র কামড় নেই, হালকা শীত শীত আমেজ। প্রসঙ্গত এই সময় পর্যটকরা পাহাড়ে ভিড় জমাতে ভালবাসেন। বৃষ্টি হবার কারণে চা বাগানগুলি সবুজ হয়ে গিয়েছে, এরকম অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ পর্যটক মহল। দার্জিলিংয়ের ফার্স্ট ফ্ল্যাস চায়ের আলদা কদর রয়েছে। এইটা বিশ্ব বাণিজ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। বিভিন্ন চা বাগান গুলিতে চা শ্রমিকদের দেখা গেছে খোশ মেজাজে চা পাতা তুলতে।

বিজেপিকে প্রার্থী তুলে নেওয়ার চ্যালেঞ্জ অভিষেকের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: ৪২আসনেই প্রার্থী তুলে নেব বিজেপিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ অভিষেকের।অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৩০০০ হাজার করে দেন। বিজেপির এই প্রতিশ্রুতিকেও চ্যালেঞ্জ ছুড়ে আবারও বিজেপিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আবাস যোজনা, একশো দিনের কাজের প্রকল্প -সহ একাধিক বিষয় নিয়ে নিশানা করেন বিজেপিকে। পাশাপাশি জানিয়ে দেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের অনেকটাই এগিয়ে থাকবে। তিনি জনসভায় বলেন, তিনি যে কথা দেন সেই কথাই তিনি রাখেন। আগামী দিনেও রাখবেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষ প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পাশে থাকে। আর সেই কারণে জেলার মানুষকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৩০০০ হাজার করে দেন। বিজেপির এই প্রতিশ্রুতিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। এদিন অভিষেক প্রকাশ্যে বিজেপিকে

স্ত্রীকে খু*ন করে আ*ত্মহত্যা স্বামীর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,অন্ডাল:মাকে ফোন করেও মেলেনি কোন উত্তর। বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝু*লন্ত দেহ আর মায়ের মৃ*তদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাজ্জব ছেলে। সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায়। মৃ*ত ব্যক্তির নাম নীলকন্ঠ বাউরী (৪২), মৃ*ত মহিলার নাম লিলি বাউরী (৩৫)। ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল। সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে। তখনই নীলকন্ঠ বাউরী দেওয়ালে 'আমরা একসাথে যাব' লিখে স্ত্রীকে শ্বাসরোধ করে খু*ন করে গলায় দড়ি দিয়ে আ*ত্মঘাতী হন। ছেলে রহিত বাউরী দাবি করেন,"পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করলেও উত্তর না মেলায় বাড়িতে যান। সেখানে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার দেহ ঝুলতে এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে।"

মহিলাদের প্রতিবাদের সম্মুখীন সায়নী ঘোষ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মোজে আছে, পৌরসভা কে বারে বারে জানিয়ে কোন কাজ হয়নি, এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোন দলকে ভোট দেবো না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুত পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন।মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে। ড্রেন পরিষ্কার করা দেয়া করা হবে। সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাংগুলি। তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ তিনি তা সমর্থন করেন। কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না।

ভোট প্রচারের পাশাপাশি বসন্ত উৎসবের মেজাজে রচনা

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: গত বৃহস্পতিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ায় বসন্ত উৎসব পালনের সাথে সাথে মাজারে গিয়ে জনসংযোগের মাধ্যমে আগামী লোকসভা ভোটের প্রচার করলেন। এদিন তাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। একই কেন্দ্রে দুই তারকা প্রার্থীর ভোটপ্রচারই ঠান্ডা যুদ্ধ কতটা প্রভাব পড়বে তাই দেখার।

মা ও শিশুর র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসি পাড়ায়। শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় র*ক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু, তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃ*তদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই ময়না তদন্তের জন্য। প্রতিবেশীদের অনুমান মা ও ছেলেকে খু*ন করা হয়েছে, কি কারণে এই খু*ন সেটি এখনো স্পষ্ট না। তবে এই ঘটনার তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়।

অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত , নওশাদ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কুলপি: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ময়দানের লড়াইয়ের প্রস্তাব বারবার জানিয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর বারবার এহানো মন্তব্যে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি। সম্প্রতি প্রথম পর্যায়ে আই এস এফ এর পক্ষ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । সেই প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাম কিংবা ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলের একাংশ নওশাদ সিদ্দিকীকে তির্যকপূর্ণ মন্তব্য করতে ছাড়েনি। অনেকের নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে গো হারান হারবে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। কিন্তু সমস্ত জল্পনার ইতি টানলো না নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে কুলপির আই এস এফের দলীয় কার্যালয়ে কর্মী

বিজেপি করার অপরাধে কি গণধোলাই?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধ মনি তলায় এলাকায় তৃণমূল সমর্থকেরা বিজেপি সমার্থক কে মারধর করে বলে অভিযোগ।অপরদিকে তৃণমূলের দাবি তাদের তিনজন অল্পবিস্তার আহত।  তবে বিজেপি এক সমর্থকের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রথমে মথুরাপুর হাসপাতাল, তারপরে ডায়মন্ডহারবার, তারপরে সেখান থেকে অবস্থার অবনতি হলে পিজিতে স্থানান্তরিত করা হয়। বিজেপি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই বুথে গত পঞ্চায়েতে আহত নিমাই হালদারের নেতৃত্বে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে তৃণমূলকে হারিয়ে। আর তারপর থেকে নিমাই হালদার হয়ে যায় তৃণমূলের টার্গেট। কত কয়েক দিন ধরে নিমাই হালদার কে দেখে কটুক্তি করতে শুরু করে তৃণমূলের সমর্থক মধু ঘোষ ও নন্দন ঘোষ । প্রতিবাদ করে নিমাই হালদার। এর ফলে অতর্কিতে বাজারে যাওয়ার সময় নিমাই হালদারের মাথায় কোদালের বাঁট দিয়ে আঘাত করে নন্দন নামে এক ব্যক্তি। মাটিতে লুকিয়ে পড়ার পর তাকেও আবার আঘাত করে।এমনকি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তার স্

লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বুধবার জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনের আগে বিশেষ বৈঠক করলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোট বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও নির্দেশ দলীয় কর্মীদের দিলেন মিল্টন রশিদ। তৃণমূলের প্রায় ১৫ জন কর্মী কংগ্রেসে যোগ দেন । তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জোট প্রার্থী মিল্টন রশিদ।উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস প্রমুখ।

গর্ভবতী মহিলার উপর হামলা চালায় তিন যুবক !

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর:স্ত্রীকে হামলার হাত গর্ভবতী মহিলার উপরে হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামীও ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে ৷ নির্যাতিতার অভিযোগ এলাকারই তিন যুবক রাজেশ নস্কর, সৌরভ নস্কর, সুজিত সিংহ রাস্তায় বের হলেই কুপ্রস্তাব দেয় ৷ নানান ধরনের টোন টিটকারিও করত ৷ তিনি রাজী না হওয়ায় মঙ্গলবার দুপুরে বাড়িতে ঢুকে মারধর করে বলে অভিযোগ ৷ স্ত্রীকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্বামীও ৷ এই ভিত্তিতে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেন নরেন্দ্রপুর থানা।

বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার প্রাতভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বির্তক প্রথম বার নয়।যে ভনিতা করে, অন্যায় করে তার সামনে বলি।এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা যার সমন্ধে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোন ক্লেশ নেই। কোন দুর্ভাবনা নেই। কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বার বার দিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি।আমার ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে।অন্যরাও বলেছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা,তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়কদলের নেতাকে তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়,কুরুচিকর ভাষায় আক্রমণ করবে।সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলছে না।টিএমসি কোন ব্যবস্থা নিচ্ছে না।কেউ কিছু বলছে না।শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষী

দুর্গাপুরে চা চক্রে দিলীপ ঘোষ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে প্রত্ভ্রমনে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এরপর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা সহ বিভিন্ন রাস্তায় হাঁটেন দিলীপ ঘোষ, কথা বলেন পথ চলতি মানুষের সাথে, এরপর চতুরঙ্গ মাঠে পৌঁছন তিনি, কথা বলেন মাঠে আসা প্রাতভ্রমণকারীদের সাথে, কথা দেন তিনি তাদের হয়ে কাজ করবেন,লোকসভাতে সয়াল করবেন, কথা দেন তাদের সাথে তিনি মাঠে থাকবেন আগামীদিনে। এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, সেখানে জনসংযোগ করেন সাধারণের সাথে, এরপর দুর্গাপুর মেন গেটে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে উড়ালপুলের নিচে চা য়ে পে দোকানে জনসংযোগ এ অংশ নেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, চা খেতে খেতে এক প্রস্থ আলোচনা সারে ন, এরপর ফের হোটেলের উদ্যেশে রওনা দেন দিলীপ ঘোষ, তারপর বর্তমানে পুজো দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার এ বেরোবেন।

সাত লক্ষ টাকার চোরাই জাল উদ্ধার করল পুলিস

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ:প্রায় সাত লক্ষ টাকার মৎস্যজীবীদের চোরাই জাল উদ্ধার করল পুলিস। এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে হারউড পয়েন্ট কোষ্টাল থানার পুলিস ও স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই কাকদ্বীপ মহকুমা এলাকায় কয়েক বছর ধরে ট্রলারের মাছ ধরার জাল চুরির ঘটনা সামনে আসছিল। কিন্তু দুষ্কৃতীদের কোনভাবেই ধরা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছধরা চোরাই জাল সহ এক ব্যক্তিকে পুলিস গ্রেফতার করেছে। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "গত কয়েক বছর ধরে এই রূপ জাল চুরির ঘটনা ঘটছে। কিন্তু এই বছর চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে আবার মাছের জাল চুরি হয়ে যাওয়ায়, আরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মৎস্যজীবীরা। অবশেষে পুলিসের তৎপরতায় সফলতা মিলেছে।" কাকদ্বীপ মহকুমার এস ডি পিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন, "ধৃতের কাছ থেকে পুলিস ষোলটি জাল

উত্তরের আকাশে দুর্যোগের ঘনঘটা, শিলিগুড়িতে শিলাবৃষ্টি, ডুয়ার্সের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত:আকাশে দুর্যোগের ঘনঘটা, হঠাৎ আবার পরিবর্তন। পাহাড় শহর শিলিগুড়ি জলপাইগুড়িতে একাধিক জায়গায় শিলাবৃষ্টি। বসন্ত উৎসবের সকাল ভালোভাবে কাটলেও এদিন বিকেলের পরে থেকে আবার আচমকা পরিবর্তন হয়ে যায়। পাহাড়ের সাথে সাথে বদলে যায় সমতলের আবহাওয়া। পাহাড় সহ সমতলে এদিন বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় এদিন শিলাবৃষ্টি হওয়ার খবর মিলেছে। এদিন সন্ধ্যার পর শিলিগুড়ির চম্পাসড়ি ,প্রধান নগর সহ বিভিন্ন এলাকায় ভারী শিলাবৃষ্টি হওয়ার খবর মিলেছে। ডুয়ার্স ও একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

দেওয়াল দখল নিয়ে তৃনমূল ও আইএসএফ মধ্যে যুদ্ধ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ভাঙড়:দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথা ফাঁটলো একাধিক জনের। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ।   দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলো তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মা*রধর করে।মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

'এটা মমতা ব্যানার্জির ভোট নয়' - দাবি কবীর শঙ্কর বোসের

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী করবেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। আসন্ন লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে শুরু হয়ে গেছে প্রচারকার্য তাই নিয়েই এখন গড়মা গরম রাজনীতি। আজ ছিল দোলোযাত্রা উৎসব এই শুভ দিনেই জগন্নাথ মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। বিজেপি প্রার্থী জানান মানুষ তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারের দিকে, এটা মমতা ব্যানার্জির ভোট নয়, এটা হল বিজেপির ভোট , ভারতকে বিকশিত করার ভোট। তবে এটাই এখন দেখার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণ কার ওপর নির্ভরশীল হবে অর্থাৎ কার উপর আস্থা রেখে আবার পার্লামেন্টে পাঠাবে।

শ্রীরামপুর সহ শিলিগুড়ি মেতে উঠল রঙের উৎসবে

Image
 খবর দিনভোর, সুফল চন্দ ও সজল দাসগুপ্ত: *শ্রীরামপুর*: আজ গোটা শ্রীরামপুরবাসীরা দোল পূর্ণিমায় মত্ত হয়ে রঙের উৎসব অর্থাৎ বসন্ত উৎসব পালন করল। এই দিন হুগলি জেলার অন্তর্গত এই শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তে ৮ থেকে ৮০ সমস্ত বয়সী মানুষরা রঙের উৎসবে মেতে উঠলো। এই দিন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী রাধাবল্লভ মন্দিরেও সাড়ম্বরে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। সকাল থেকেই শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব সংগঠন দোলের সংগীত সহকারে প্রভাত ফেরী বের করে।  *শিলিগুড়ি* : বাঙালির বারো মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ এই বসন্ত উৎসব। আজ বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িও বসন্ত উৎসবের রঙে রঙিন হলো। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সকালে উত্তরবঙ্গের বসন্ত উৎসবের আয়োজন করা হয় অন্য আলোর তরফ থেকে। নাচে গানে কবিতায় মনোরম হয়ে ওঠে এই অনুষ্ঠান। কচিকাঁচাদের নিত্য উপস্থিত সকলের নজর কাড়ে। একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেন সকলে। মনের সমস্ত কালিমা মুছে আনন্দে মেতে ওঠে গোটা শহর। এই দিন আনন্দের দিন মিলনের দিন প্রেমের দিন।

দলীয় কর্মীর ওপর হামলা নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সোনারপুর:শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার এলাকায় প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলি ৷ সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি ৷ রাজ্য জুড়েই তৄণমুলের দুষ্কৄতিরা বিজেপির উপর হামলা চালাচ্ছে বলে তার অভিযোগ ৷ তিনি বলেন স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয় ৷ তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন ৷ স্থানীয় প্রশাসনের এই ভুনিকা সম্পর্কে নির্বাচন কমিশনের তারা দারস্থ হবে বলে জানান তিনি ৷ মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা চালানো হচ্ছে বলেই তিনি অভিযোগ করেন ৷সোনারপুর বাজার এলাকা থেকে বৈকুন্ঠপুর মোড় পর্যন্ত জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেই জানান তিনি ৷ পাল্টা অনির্বান গাঙ্গুলিকে কটাক্ষ সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলী মৈত্রর ৷ তার অভিযোগ অনির্বান গাঙ্গুলি ভয় পেয়ে নানানরকম অভিযোগ করছে ৷ মানুষের সমর্থন নেই বলে ভয়ে ভুলভাল বকছে বলে পাল্টা কটাক্ষ লাভলীর ৷

লটারি টিকিট চুরির কারণে গণধোলাই

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।চলে গনধোলাই। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধামানের বড়োবাজার টিকে পারা মোর এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন। প্রায়দিনই ছুরি যায় টাকা কিন্তু কতবার মালিককে বলবো টাকা ছুরির ঘটনা! আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশেই একজন দেখে আমার দোকান থেকে কেও টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে চলে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগ এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নিলপুর এলাকায় ভাড়া বাড়ীতে থাকে বলে জানা গেছে।

বাইসনের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নিশিগঞ্জ:মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছন্নমাদার ও কোদালক্ষেতি এলাকায় রবিবার লোকালয়ে দুটি বাইসনের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন  এলাকাবাসী।বাইসনের আক্রমণে এক মহিলার মৃত্যু ঘটে ও এক ব্যাক্তি গুরুতর জখম অবস্থায় নিশিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।বেশ কিছু চাষের জমিতেও তাণ্ডব চালায় বাইসন দুটি।এরফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ও কোচবিহারের বন দফতরের আধিকারিক ও কর্মীরা ।বনদপ্তরের আধিকারিকরা জানান বাইসন দুটিকে ট্রাঙ্কুলাইজ করেছে বনকর্মীরা।ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে সহায়তা করা হবে।

হোলি উৎসবে মাতলেন সায়নী ঘোষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলায় স্টেডিয়াম ফুটবল মাঠে একটি বসন্ত উৎসবে আসেন এবং সেখানে হোলি খেলায় মত্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বে বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, বারুইপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নমিতা সদ্দার, বারুইপুর পূর্ব বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সহ বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপাদান সহ তৃণমূল কর্মী নেতা নেতৃবৃন্দ। দুপুর আড়াইটা নাগাদ এই বসন্ত উৎসব শুরু হয় বহু কচিকাঁচার দল এখানে নৃত্য পরিবেশন করে। সেই সঙ্গে এলাকার মানুষ এই দোল উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছেন। শেষে এই হোলি উৎসবের খেলা হবে গানটিতে সারা মাঠে দর্শক এবং নৃত্য পরিবেশন যারা করেছিল সবাই মিলে নাচের তালে তাল দিয়েছিল। এই অনুষ্ঠান শুরুতেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাস সরদারের মুখে আবির মাখিয়ে দেন সায়নী ঘোষ।এবং

শান্তিনিকেতনে হলো না বসন্ত উৎসব!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না তাই হতাশা বাইরে থেকে আসা পর্যটকরা। সারা বছর বহু পর্যটক তাকিয়ে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন কিন্তু এবারেও বিফল এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে। প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীতে। তারপর করোনা অতি মারি কারণে বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছিল। এবারে সকলেই আশা করেছিলেন যে এবার বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ।কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুর বাসির আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো না।

বিলুপ্তির পথে কি ন্যাড়া পোড়া?

Image
 খবর দিনভোর, সুফল চন্দ: *আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল* এই লাইনটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। হয়তো এই কথাটির মাধ্যমেই আমরা শৈশবের সেই ন্যাড়া পোড়ার কথা মনে পড়ে। রংয়ের উৎসব অর্থাৎ দোল উৎসবের আগের দিন ন্যাড়া পোড়া বিশাল ভাবে মানানো হতো। বিভিন্ন মাঠে-ঘাটে অথবা রাস্তার ধারে অথবা কোন নির্জন ফাঁকা জায়গায় ছোট করেই হোক বা বড় করে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া দেখা যেত। কালের চক্রে পড়ে হয়তো বর্তমান সময় দাঁড়িয়ে সেই ছবি বিশেষ একটা দেখা যায় না বললেই চলে। তার কারণ এখনকার সময় বসন্ত উৎসবের আগে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠান কিন্তু বিশেষ জায়গায় দেখা যায় না ন্যাড়া পোড়ার সেই প্রাচীন সংস্কৃতির অনুষ্ঠানটি, যা পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। যত সময় যাচ্ছে ততোই যেন আমাদের শৈশবের পুরনো উৎসবগুলো ক্রমশ মুছে যাচ্ছে। তা না হলে ন্যাড়াপোড়ার মতন একটা উৎসব মুখর দিনটি আমাদের নজরে সচরাচর আসেনা। তবে একথাও বলা যাবে না যে ন্যাড়া করা হয় না কারণ এখনো হয়তো কিছু কিছু জায়গায় এই বুড়ি পোড়া বা ন্যাড়া পোড়া বসন্ত উৎসবের আগে হতেও পারে। তবে একট

হুগলি ও শিলিগুড়ি - তে প্রাক বসন্ত উৎসব উদযাপন

Image
 খবর দিনভোর, সুফল চন্দ ও সজল দাসগুপ্ত:  *হুগলি, শ্রীরামপুর*:আগামীকাল সমগ্র বঙ্গ জুড়ে পালিত হবে শ্রীকৃষ্ণের দোল উৎসব বা বসন্ত উৎসব। ‌ গোটা বঙ্গই যেন আগামীকাল রঙে আবৃত থাকবে। তবে আজ অর্থাৎ রবিবার বিভিন্ন জায়গায় প্রাক বসন্ত উৎসব পালিত হলো যার মধ্যে হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির স্নান পিড়ির মাঠে বিরাট বসন্ত উৎসবে আয়োজন হয়। মাহেশের কাঠগোলা থেকে শুরু করে জগন্নাথ মন্দির পর্যন্ত রাধা কৃষ্ণের পালকি সহ নগর পরিক্রমার সাথে সাথে শোভাযাত্রা এবং এক বিরাট সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।  *শিলিগুড়ি*:আগামীকাল থেকে শুরু বসন্ত উৎসব, বসন্ত উৎসবের আনন্দ মেতে উঠবে রাজ্যবাসী। তবে গতকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আগাম বসন্ত উৎসব পালিত হচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে প্রতিবছর মহাসামরহে বিভিন্ন স্থানে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। বিভিন্ন সংস্থাগুলি আয়োজন করে থাকে বসন্ত উৎসবের। বসন্ত জাগ্রত দ্বারে এর পরিচালনায় বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলো শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ড। শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।দশরথ পল্লি এলাকায় ঘটা করে আগাম বসন্ত

হাসপাতালের গাফিলতিতে মৃ*ত্যু যুবকের

Image
 খবর দিনভোর নিজস্ব প্রতিনিধি,বীরভূম: হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির জন্য প্রাণ গেল এক তরতাজা যুবকের, এমনি অভিযোগ করছে স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকাল আনুমানিক ৯টা নাদাগ বীরভূমের মল্লারপুরের তালোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেঁওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃ*ত্যু হল সোম কিসকু নামে এক আদিবাসী যুবকের । স্থানীয় সুত্রে জানা যায় যে রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করছিলেন ঐ যুবক, শৌচকর্ম করতে ঐ স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় এলে সে সময় হঠাৎ দেওয়াল চাপা পড়ে মৃ*ত্যু হয় ঐ যুবকের । স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুুরাহা হয় না স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো থেকে যথাযত চিকিৎসা পরিষেবাও মেলে না স্বাস্থ্যকেন্দ্রে। মৃ*ত ঐ যুবক তালোয়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন, ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানা পুলিশ মৃ*তদেহটি উদ্ধার করে দুপুর ১১:৩০ নাগাদ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায় । যুবকের অকাল প্রয়ানে শোকস্তব্ধ আদিবাসী গ্রাম । একদিকে যেমন এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী গ্রামে শোকের ছায়া নেমেছে, ঠিক তার পাশাপাশি তালোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে এক বড়সড় দুর্ঘটনার ও

রেল লাইনের ধারে পোস্টের আঘাতে আহত দুই যুবক

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত দুই যুবক। সোদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেললাইনের ধারে পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর ভাবে আহত হয় দুই যুবক।  স্থানীয় সূত্রে খবর, টিটাগর স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক। কিন্তু শিয়ালদহ গামী ডাউন ট্রেনে দরজার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পরে ওই যুবকরা। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্বার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: নিজের স্ত্রী কে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। শনিবার এমনই এক ঘটনা ঘটলো আজ দুপুর তিনটে নাগাদ পোড্ডা গ্রামে। জানা যায় নিজের স্ত্রী কে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের। নাড়ুগোপাল মণ্ডল নামে এক যুবক তার তার বিবাহ হয়েছিলো মল্লারপুর থানার সন্দিগারা গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে। তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মন্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের সাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন। জানা যায় নাড়ু গোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মন্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এবং তার স্ত্রী দীর্ঘ ৩ বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে। নাড়ু গোপাল মন্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায়। শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চ জনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নাড

আবির খেলে ভোট প্রচার লাভলি ও সায়নীর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সোনারপুর:সোনারপুরে একে অপরকে আবীর মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন দুই অভিনেত্রী ৷ যাদবপুর কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র দুজনেই একে অপরকে আবীর মাখানোর পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও আবীর খেলেন ৷ রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা ৷ বাইক ও টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানান এলাকা পরিক্রমা করেন ৷ বহু জায়গাতেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ৷  শিব মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ করা নিয়ে এদিন মুখ খুললেন সায়নী ঘোষ ৷ বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই ৷ বিজেপির প্রতি মানুষের সাড়া ও সমর্থন কিছুই নেই ৷ সায়নী ঘোষ সাংসদ হলে টিকটক দেখা যাবে এছাড়া উন্নয়নের কাজ হবে না বলে বিরোধীদের পাল্টা কটাক্ষরও জবাব দেন ৷ তিনি বলেন মানুষের উপর ছেড়ে দেন ৷ বিরোধী প্রার্থীদের কে মানুষ এর আগে আদৌও দেখেছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বিজেপির মত তারা ভোটপাখি নন বলেই দাবি সায়নীর ৷

গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ইশান্ত শর্মা

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত :আজ উইকেন্ডে রয়েছে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচ ছিল দুপুরে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের , প্রথম ম্যাচে চোট পেয়ে বসলেন ইশান্ত শর্মা।গতকাল থেকে আইপিএল শুরু হয়েছে, আজ নিজেদের আইপিএল যাত্রা শুরু করলো দিল্লি ক্যাপিটালস। আজ দুপুরে তারা প্রথম ম্যাচ খেলতে নামে। তবে শুরুটা মোটেও ভালো হলো না। দিল্লির বোলিংএর মূল স্তম্ভ ঈশান শর্মা প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়ে বসলেন। দিল্লির কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। দিল্লির ম্যাচ পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে মোহালিতে। ম্যাচ চলাকালীন অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মা চোট পেয়ে মাঠ ছাড়েন।। জানা গেছে ফিল্ডিং করবার সময় গোড়ালিতে গুরুতর চোট পান । যা দিল্লির কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কারন ঈশান শর্মা দিল্লির বোলিং লাইন আপের বিশেষ শক্তি। ঈশানের চোট গুরতর হলে দিল্লিকে গোটা টুর্নামেন্টে অসুবিধার মধ্যে পড়তে হবে।পাঞ্জাব কিংসের ইনিংসের পাওয়ার প্লের একেবারে শেষে চোট পান ঈশান্ত শর্মা। পাওয়ার প্লের শেষ ওভারে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান। চোট বেশ গুরুতর বলে মনে করা হচ্ছে। কারণ তিনি গোড়ালিতে চোট পাওয়ার পরবর্তী মাটিত

মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪১ লক্ষ টাকা, তদন্তে ইডি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর:গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তথা বোলপুরের বিধায়কের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ই ডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন নথি সংগ্রহ করেন ও একটি মোবাইল ফোন সিজ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। এছাড়াও নগদ ৪১ লক্ষ টাকা পাওয়া যায় বলেও জানা যায়। মন্ত্রীর বাড়িতে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। ইডি আধিকারীরা এই বিপুল পরিমাণে টাকা উৎস কি? সেটাই এখন খুঁজছে। গতকাল আধিকারীরা রাত্রি দশটা চল্লিশ নাগাদ মন্ত্রী বাড়ি থেকে বের হন। সংবাদ মাধ্যমের সামনে এসেও তিনি জানান ই ডি কে সহযোগিতা করেছেন। আজ বোলপুর নিচুপটি বাড়ি থেকে দুটো চল্লিশ নাগাদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি।

ভোট প্রচার ময়দানে সায়নী ঘোষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সোনারপুর :শিবের পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ। কবীর সুমন, সুগত বোস, মিমি চক্রবর্তী এদের সেভাবে পাওয়া না গেলেও তিনি আছেন। বিগত তিন বছর ধরে তিনি রাজনীতি করছেন। যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে বলে জানান তিনি। মানুষ মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন। কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। এই রাজ্যে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই বলে জানান সায়নী ঘোষ।  রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল সহ তৃণমুল কর্মীরা।

নির্বাচনের আগেই কি তৃণমূল দখল করল এই কেন্দ্রটি?

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মথুরাপুর:লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় ৪২ টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার।আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়নপুর বাজারে কালী মন্দিরে পূজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি।তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচার কে ঘিরে নারায়ণ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠলো কর্মী সমর্থকরা।মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা।অন্যদিকে নিজের জয় নিও একশ শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার।

জোরকদমে চলছে রচনা বন্দোপাধ্যায়ের প্রচার

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: কোমর বেঁধে হুগলি লোকসভা কে নিজের ক্ষমতায় নিয়ে আসার জন্য প্রচারকার্যে ব্যস্ত নব নিযুক্ত তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ী অঞ্চলের পূজোর দেওয়ার পর চৌখণ্ডিপোঁতা নিবাসী মানিক বাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি।এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মিলিত হলেন।এর পাশাপাশি ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবার অহোবান জানান।এদিনের প্রচারে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

অকাল বৃষ্টির কারণে প্রবল ক্ষতি আলু চাষিদের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষীদের। চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘনঘাটা। কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ভালই। বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে। আর এই সময়ে অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের। এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা। ফলে বাজারে আলুর দাম অন্যান্য বছর চৈত্র মাসে যথেষ্ট কম থাকে। এবারে আলুর ফলন খুব ভালো হয়নি। দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় করতে হচ্ছে কৃষকদের। আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। প্রবল বৃষ্টি হলে আলু সহ অন্যান্য শাক সবজি নষ্ট হয়ে যাবে। জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা। শিলাবৃষ্টি হলে আলু চাষের দফারফা। আলুর গায়ে দাগ হয়ে যাবে। এই অসময়ে বৃষ্টি হলে কীভাবে আলুকে রক্ষা করবেন? ভেবেই যেনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা। পঞ্চাশ শতাংশ ক্ষয়ক্ষতি হলে তবুও সামলে

বিদ্যুৎ বিলের টাকার রুপের জেরে বিক্ষোভ গ্রাহকদের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নিয়ামতপুর:WBSEDCL বিদ্যুৎ বিভাগের নিয়ামতপুর বিদ্যুতের বিল গ্রহণ কেন্দ্রে।গ্রাহকদের বিলের টাকা তছরূপের অভিযোগ।ফলে নিয়ামতপুর বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের সামনে গ্রাহকদের বিক্ষোভ।অভিযোগ গ্রাহকরা তাদের বিদ্যুতের বিল জমা করতে গেলে ওই বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের অফিসে থাকা দুই কর্মী সুব্রত চ্যাটার্জী ও দেবাশীষ মাজি তারা গ্রাহকদের বিদ্যুতের বিল জমা করতে গেলে সেই বিলের টাকা জমা নেন এবং লিঙ্ক না থাকার কারণ দেখিয়ে গ্রাহক দের কাছে টাকা নিয়ে জমা রেখে হাতে লেখা টাকার পরিমান লিখে দেওয়া হতো।এবং পরোক্ষেত্রে গ্রাহক দের বাড়িতে বিদ্যুৎদপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যায় সেইসময় গ্রাহকরা বুঝতে পারে টাকা জমায় হয়নি তাঁদের বিদ্যুতের বিল এবং এরপর জানাজানি হতেই প্রতারিত গ্রাহক রা একত্রিত হয়ে ঐ বিদ্যুৎ বিল জমা করা দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়।ঘটনাস্থলে আসেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।তবে ঐ বিদ্যুৎ দপ্তরে ঐ দুই কর্মীর দেখা না মেলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়.।

ফের মন্ত্রীর বাড়িতে ইডির হানা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বোলপুর:সাতসকালে এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি। সূত্রের খবর, গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা। অনুব্রত মণ্ডলের এলাকারই বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়ির ২০টি বাড়ি পরেই থাকেন এই মন্ত্রী। দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরই মাঝে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন তার বাড়ি। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী চন্দ্রনাথ। তিনি রয়েছেন মুরারইয়ের বাড়িতে। বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। প্রসঙ্গত, এদিন চেতলা, নিউটাউন-সহ বেশ কয়েকটি এলাকা

বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে পৌরসভার সামনে ধর্মঘট

Image
 খবর দিনভোর, উত্তর ২৪ পরগণা: বেতন বৃদ্ধি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মরত ৪০০ জন অস্থায়ী সাফাই কর্মীরা পক ধর্মঘট করেছেগারুলিয়া পৌরসভার সামনে।  গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা। কিন্তু কেন? তারা উত্তরে জানান বারংবার গারুলিয়া পৌরসভার পৌর প্রধানকে জানিও কোন কাজ না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন ।অপরদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান যেসব  দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি পুরোপুরি ভিত্তিহীন।

২৫ কিলো ৫০০ গ্রাম গাঁজা সহ চারজনকে গ্রেফতার করলো পুলিশ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,আসানসোল:গাঁ*জা ভর্তি তিনটি ব্যাগ সহ চারজন দুষ্কৃতি কে গ্রেফতার করল সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ।ঘটনাটি বুধবার ভোরবেলায় আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ডিসেরগড় ব্রিজের কাছেনাকা তল্লাশি চলার সময় একটি অটো থেকে উদ্ধার করে এই তিনটি ব্যাগ ভর্তি গাঁ*জা তাছাড়া চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়।উদ্ধার হওয়া গাঁ*জার পরিমান ২৫কিলো ৫০০গ্রাম বলে জানা যায়। এই ঘটনায় আটক করা হয় অটো সহ চালক সহ মোট চারজনকে।আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওড়িশা থেকে আসানসোলে গাঁ*জা পাচারের উদ্যেশে নিয়ে আসছিলো তারা।অভিযুক্তদের বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় ।ঘটনার তদন্তে শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।

স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে খু*ন করল স্ত্রী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেঁ*তলে খু*ন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বর থানার বেজা গ্রামে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে। বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল। বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী পলি মণ্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন। বিকেলে পলি মণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন। এরপর তাকে ভারি বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আ*ঘাত করে। তাতে ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় প্রতিমা দাসের। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ুরেশ্বর থানার পুলিশ। পুলিশ গ্রামে পৌঁছতেই মৃ*তদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের দাবী খু*নের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায় গ্রামে। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পরে অভিযুক্ত পলি মন্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ মৃ*তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের

শুধু ছেলেদের নয় কন্যারও পৈতে হয়, তার প্রমাণ কৈরভী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বামুন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে? এ কেমন রীতি! বামুন চিনি পৈতে প্রমাণ, বামনি চিনি কী প্রকারে...'। ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা, পৈতে তো হয় বামুনের। মানে ছেলেদের। মেয়েদের আবার উপবীত ধারণের রেওয়াজ আছে নাকি? কিন্তু ছিল! বৈদিক যুগে মেয়েরাও 'দ্বিজা' হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা ২০২৪ সালে মনে করাল পঞ্চম শ্রেণির ছাত্রী কৈরভী।বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরভী বন্দোপাধ্যায়। না, সে এখনও ধর্ম, নিয়ম, রীতি, বৈদিক যুগ- এ সব অত কিছুই বোঝে না। তবে কৈরভীর চিকিৎসক বাবা,মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরভী। এদিন হলুদ শাড়ি, রংবেরঙের গয়না পরে চারিদিকের সাজসাজ উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে। সে সব দাদাদের। কিন্তু এ বার তারই হচ্ছে পৈতে। ছোট্ট মেয়েটি বলল, ‘‘মা বলেছে, আজ আমার দ্বিতীয় জন্ম হবে।’’ অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারে ছেলেদের

টানা বর্ষণের জেরে ধস ৩ ফুট মতো

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘীর পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। বুধবার টানা বৃষ্টি জেরে ইসলামপুর গঙ্গাপাড়ের অবস্থিত প্রায় ১০০ মিটার ঢালাই রাস্তা হঠাৎ ৩ফুট মতো বসে যায়। যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়, সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বুধবার সারাদিন টানা বৃষ্টি জেরে ঘটে বিপত্তি , দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের, নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘরবাড়ি। সেই সঙ্গে রয়েছে একটি মসজিদও। রমজান মাসে নামাজ পড়তে গিয়েও রীতিমত সমস্যায় পড়ছেন স্থানীয় মুসল্লিরা।  সে রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায়, হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে সেই রাস্তায়, স্কুল পড়ুয়ারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না।দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের।

হঠাৎ পাহাড়ে তুষারপাত, খুশির হাওয়া পর্যটকদের মধ্যে

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : শীতের বিদায় বেলা বসন্তের আগমন ঘটেছে। সামনেই রয়েছে রঙের উৎসব হোলি।অনেকেই এই সময় দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়েছেন। আর পাহাড়ে ছুটি কাটাতে গিয়েই তুষারপাত দেখার সৌভাগ্য হল তাদের। ভরা বসন্তেও তুষারপাতের ঘটনা ঘটলো, উৎসাহিত পর্যটক মহল। অনেকেই এই মার্চ মাসে তুষারপাত হওয়ার ঘটনায় হতবাক হয়েছেন। তবে অকাল তুষারপাতের ঘটনায় আনন্দ তারিয়ে তাড়িয়ে অনুভব করছে পর্যটকরা। এমনিতেই সময় সাধারণত পাহাড়ে পর্যটকদের যাওয়ার হিড়িক থাকে। তাই বর্তমানে অনেকেই রয়েছেন পাহাড়ে। পাহাড়ের রোমাঞ্চ উপভোগ করার সাথে সাথে তুষারপাতের ঘটনার সাক্ষী থাকতে পেরে ভালো লাগছে পর্যটকদের। এদিন সকালে তুষারপাতের ঘটনা ঘটেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি হয়েছিল পাহাড় জুড়ে। এদিন সকালে ঘুম ভাঙতেই রাস্তায় তুষারের আস্তরণ দেখে হতবাক হয়ে যান পর্যটকরা। বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে গোটা রাস্তা। অপরদিকে সমতল শহর শিলিগুড়িতে এদিন রোদের দেখা পাওয়া যায়নি। সারাদিনই ছিটেফোঁটা বৃষ্টি। অনেকেই গরম জামা গায়ে দিয়ে বেরিয়েছেন। সব মিলিয়ে পাহাড় থেকে সমতল বসন্তে শীতের উপভোগ করতে মগ্ন।

জোরকদমে প্রচারকার্যে বিজেপি প্রার্থী লকেট

Image
 খবর দিনভোর,হুগলি: হুগলিতে একছটাক জায়গা ছাড়তে নারাজ দুই তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রটি নিজের ক্ষমতায় নিয়ে আসতে রচনা বন্দ্যোপাধ্যায়  জোরকদমে প্রচারকার্য চালাচ্ছে তবে পিছিয়ে নেই বিজেপি মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি।  বেজে গেছে লোকসভা নির্বাচনের ঘন্টা। লোকসভা নির্বাচনের প্রচারকার্যের সময় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দেখা গেল বিশেষ ভূমিকায়। তিনি হুগলি জেলার অন্তর্গত পোলবা এলাকায় প্রচারে বেড়িয়ে ঘরের মেয়ের মতো অন্যান্য মহিলাদের সাথে তরকারি, মাছ ভাজা সহ অন্যান্য খাবার নিজের হাতে তৈরি করে বিতরণ করেন। ভোটের আগে এই কর্মসূচি কতটা প্রভাব ফেলে তাই দেখার বিষয় এখন।

শান্তিনিকেতনে বসন্ত উৎসব নিয়ে অনিশ্চয়তা!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: এবার আদৈ কি হবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব? বসন্ত উৎসব মানেই কবিগুরুর লাল মাটির শহর শান্তিনিকেতন। তবে এবারও অনিশ্চয়তায় শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব। বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরেও শুধুমাত্র পড়য়া, কর্মী ও অধ্যাপকদের মধ্যে সীমিত পরিসরে বসন্ত বন্দনার আয়োজন হবে কিনা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। প্রসঙ্গত ২০১৯ সালে শেষবার বসন্তোৎসব হয়েছিল বিশ্বভারতীর প্রাঙ্গণে। তাতে অংশ নিয়েছিলেন শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।পাশাপাশি অংশ নিয়েছিলেন দূর-দূরান্তের পর্যটক। ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রায় এক কোটি টাকা আর্থিক সাহায্য করলেও করোনা অতিমারির কারণে শেষ মুহূর্তের প্রস্তুতি সত্ত্বেও বসন্তোৎসব বন্ধ হয়ে যায়। এরপরই প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তে তৈরি হয় বিতর্ক। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়া ও অধ্যাপক কর্মীদের সংঘাত তৈরি হয়। ২০২১থেকে ২৩ সালে পরপর তিন বছর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, কর্মী ও পড়ুয়াদের নিয়ে নিজেদের মধ্যেই ঘরোয়াভাবে এই উৎসব পালন করে বিশ্বভারতী। তিন বছর পর পূর্বপল্লির মাঠে বসেছিল বিকল্প পৌষমেলা।বিশ্বভ

নির্বাচনী প্রচারে সুজন ও সৃজন

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,যাদবপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। সৃজন ভট্টাচার্য এদিন কালিবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন। সুজন বলেন যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকে জেতাতেই হবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন। যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য। দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত বলের তার মন্তব্য। সুজন চক্রবর্তী বলেন কবীর সুমন, সুগত বসু ও মিমি চক্রবর্তীর মত প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারেননি। মানুষের প্রয়োজনে পাশে থাকবে এইরকম প্রার্থীর প্রয়োজন। তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে বলে জানান তিনি।

শতাব্দী রায় দেওয়াল লিখন ও জনসংযোগ করে মঙ্গলবার

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাজনগরের চন্দ্রপুরে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন শতাব্দী রায়।  বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় রাজনগর ব্লকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন মঙ্গলবার । এই উপলক্ষে রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে চন্দ্রপুরে কমিউনিটি হলে একটি বিশেষ নির্বাচনী বৈঠক করেন। তৃণমূল প্রার্থীরা যাতে জেতে তার সর্বত চেষ্টা করার আবেদন তৃণমূল কর্মীদের করেন শতাব্দী রায়। এরপর সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধুকে সঙ্গে নিয়ে চন্দ্রপুর এর বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করে এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন।

বাথরুমের চেম্বারে মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:বাথরুমের চেম্বার থেকে প্রমিকের মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত, বেগুনঢুহি এলাকায়‌, মূলত জানাজায় বেশ কিছুদিন আগে, রানীনগর থানার অন্তর্গত বিল-চাতটা গ্রামের এক যুবকের সঙ্গে, রানিতলা থানার বেগুনডিহি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয়, তারপরেই কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে ওই মহিলার বাড়িতে, তারপরই হঠাৎ তিনদিন থেকে, প্রেমিকার বাড়ির মানুষ জন পলাতক, তাতেই সন্দেহ হয় এলাকাবাসী, তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে, সকলের নজর যায়, তারপরই আজ ঘটনাস্থলে রানিতলা থানার পুলিশ পৌঁছে, চেম্বার চেক করলে মৃ*তদেহ দেখতে পায়, সেই বাথরুমের চেম্বার থেকে দেহ উদ্ধার করে পুলিশ। মৃ*ত ওই যুবকের নাম মিঠু সেখ বয়স ৩৫ বছর।বাথরুমের ভেতর থেকে যুবকের মৃ*তদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বহুতলের একাংশ ভেঙে মৃ*ত ২

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,গার্ডেনরিচ: গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃ*ত্যু হয়েছে ২ জনের। আহত অনেকে এবং আটকে একাধিক জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়েছে দমকল,বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসেন ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু।

নির্বাচনের প্রচারে হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: গত রবিবার হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া থেকে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কালীবাড়িতে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করেন। তাকে দেখতে অগনিত মানুষের সমাগম ঘটে। জেতার ওপর ১০০ শতাংশ নিশ্চিত সেটা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এবং তিনি আগামী দিনে মানুষের পাশে থাকার কথাও জানান।